Tag: লাশ

  • বুড়িগঙ্গা নদীতে ভেসে উঠে মা-মেয়েসহ ৬ জনের লাশ

    বুড়িগঙ্গা নদীতে ভেসে উঠে মা-মেয়েসহ ৬ জনের লাশ

    সারাদেশ ডেস্ক : নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে ভেসে উঠেছে মা-মেয়েসহ ছয়জনের মরদেহ। ট্রলার ডুবিতে নিখোঁজ হওয়ার ৫ দিনের মাথায় দুর্ঘটনাস্থলের কাছ থেকেই মরদেহগুলো উদ্ধার করা হয়।

    এর আগে গত ৫ জানুয়ারি সকাল সাড়ে ৮টায় ফতুল্লার ধর্মগঞ্জ ঘাটের কাছে ধলেশ্বরী নদীতে এমভি ফারহান-৬ লঞ্চের ধাক্কায় যাত্রীবোঝাই খেয়া পারাপারের ট্রলার ডুবে যায়। এ সময় অনেকেই সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ থাকে ১০ জন।

    মৃত ছয়জন হলেন- ফতুল্লার চরমধ্যনগর এলাকার সোহেল মিয়ার স্ত্রী জেসমিন আক্তার (৩৫) ও তার বড় মেয়ে তাসমিন আক্তার (২০), ফতুল্লার চর বক্তাবলীর রাজু সরদারের কলেজপড়ুয়া ছেলে সাব্বির আহমেদ (১৮), বক্তাবলীর হাজীপাড়ার আব্দুল জলিলের মেয়ে জোসনা বেগম (৩৩), ফতুল্লার উত্তর গোপাল নগরের রেকমত আলীর ছেলে আব্দুল মোতালেব (৪২), চর বক্তাবলীর মৃত আক্কাস আলীর ছেলে আওলাদ হোসেন (৩০)।

    বিষয়টি নিশ্চিত করেছেন নৌ-পুলিশের পরিদর্শক মো. মোর্শেদ। তিনি বলেন, ট্রলারডুবির ঘটনাস্থলের কিছুটা দূরে দুটি মরদেহ ভাসতে দেখে আমাদের খবর দেয় স্থানীয়রা।

    পরে সেখানে গিয়ে মা জেসমিন ও মেয়ে তাসনিমের মরদেহ উদ্ধার করা হয়। একই সময়ে বক্তাবলী এলাকা থেকে আরও চারটি মরদেহ উদ্ধার করা হয়।

    ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোট ৬টি মরদেহ উদ্ধার করে সদর উপজেলা প্রশাসন তাদের পরিবারের কাছে হন্তান্তর করেছে।

    এদিকে এ ঘটনায় লঞ্চের চালক, মাস্টার ও সুকানিসহ ৩ জনকে পুলিশ গ্রেফতার করে তাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করা হয়েছে বলে জানা গেছে।

    ২৪ ঘন্টা/রাজীব

  • বোয়ালখালীতে এক ব্যক্তির লাশ উদ্ধার

    বোয়ালখালীতে এক ব্যক্তির লাশ উদ্ধার

    ২৪ ঘণ্টা বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলার সারোয়াতলী ইউনিয়নের পূর্ব খিতাপচর গ্রামের কালীপ্রসন্ন সড়ক সেতুর নিচে এ লাশ পড়েছিলো। তবে লাশের পরিচয় জানা যায়নি।

    সোমবার (৫ অক্টোবর) সকালে স্থানীয়রা খবর দিলে পুলিশ এ লাশ উদ্ধার করে।

    বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.আবুল কালাম জানান, বোয়ালখালী-পটিয়া সীমান্তবর্তী বোয়ালখালী খালের কালীপ্রসন্ন সেতুর নিচে একটি পিলারে গোড়ায় উপুর হয়ে ছিলো।

    লাশের পড়নে কাপড়চোপড় নেই। বয়স অনুমান ৩৮-৪০ হবে। লাশে পচন ধরে গেছে। লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

    ২৪ ঘণ্টা/পুজন সেন/রাজীব

  • কর্ণফুলী নদীতে মিললো শিশুর লাশ

    কর্ণফুলী নদীতে মিললো শিশুর লাশ

    ২৪ ঘণ্টা বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে নিখোঁজের ৪ ঘণ্টা পর কর্ণফুলী নদীতে পাওয়া গেছে তাসিন(৭) নামের এক শিশু লাশ।

    বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে তাসিন বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর তার খোঁজে নামে স্থানীয়রা।

    রাত ৮টার দিকে বাড়ির পাশে কর্ণফুলী নদীতে তাসিনের লাশ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মো.হাসান চৌধুরী।

    তিনি বলেন, তাসিন উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের শ্রীপুর ভাঁ ফকিরের মাজার এলাকার মাতব্বরের বাড়ির মাওলানা আবু তাহেরের ছেলে। সে স্থানীয় দরবারদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণিতে পড়তো।

    ২৪ ঘণ্টা/পুজন/রাজীব

  • নিখোঁজের একদিন পর নিজ বাড়ির পুকুরেই মিলল সাংসদ নদভীর ভাইয়ের লাশ

    নিখোঁজের একদিন পর নিজ বাড়ির পুকুরেই মিলল সাংসদ নদভীর ভাইয়ের লাশ

    চট্টগ্রাম ডেস্ক : নিখোঁজ হওয়ার একদিন পর নিজ বাড়ির পুকুরেই মিলল সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীর বড় ভাই আবুল ওয়াফা মো. শাহাবুদ্দীনের মরদেহ।

    আজ বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে সাংসদ নদভীর গ্রামের বাড়ি সাতকানিয়া উপজেলার মাদার্শা গ্রামের পুকুর থেকেই মরদেহটি উদ্ধার করে তার স্বজনরা।

    মৃত্যুকালে শাহাবুদ্দিনের বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের ভাতিজা আ ন ম সেলিম চৌধুরী। তিনি বলেন, গতকাল মঙ্গলবার দুপুর থেকে তার চাচা নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও পরিবারের কোন আত্মীয়-স্বজন তার খোজ দিতে পারেনি।

    আজ বুধবার ভোরে নিজ বাড়ির পুকুরেই চাচার মরদেহ ভেসে উঠে। চাচার মরদেহটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। আজ রাত সাড়ে ৮টায় বাড়ির পাশের বাবুনগর প্রাথমিক বিদ্যালয়ে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছেন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • পাষণ্ড জন্মদাতা! পলিব্যাগে মুড়িয়ে রাস্তার মোড়ে রেখে এল নবজাতকের লাশ

    পাষণ্ড জন্মদাতা! পলিব্যাগে মুড়িয়ে রাস্তার মোড়ে রেখে এল নবজাতকের লাশ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার জেলার পেকুয়ায় পলিব্যাগে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

    আজ ৪ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার টইটংয়ের দরগা মোড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

    স্থানীয় এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, পাষন্ড নারী পুরুষের অবৈধ কর্মের কারণে জন্ম নেয়া নিষ্পাপ নবজাতককে মেরে ফেলা হয়েছে।

    তারপর সবার অগোচরে পলিব্যাগে ভর্তি করে রাস্তার ধারে রেখে আসেন। কেউ না দেখুন মহান আল্লাহ অবশ্যই নিষ্পাপ শিশুকে যারা হত্যা করেছে তাদের বিচার করবে।

    ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, স্থানীয়রা নবজাতকের লাশের কথা মৌখিকভাবে জানিয়েছেন। পরে শুনি তা অজ্ঞাত হিসাবে দাফন করা হয়েছে।

    তবে এ বিষয়ে থানায় কেউ অবগত করেনি বলে জানিয়েছে পেকুয়া থানার ওসি কামরুল আজম।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • বার আউলিয়া মসজিদের পুকুরে ভাসছে অজ্ঞাত যুবকের লাশ

    বার আউলিয়া মসজিদের পুকুরে ভাসছে অজ্ঞাত যুবকের লাশ

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারী-মুরাদপুর সড়কের নতুনপাড়া বার আউলিয়া মসজিদের পুকুরে ভাসছে অজ্ঞাত এক যুবকের লাশ। স্থানীয়রা বিষয়টি বায়েজিদ থানা পুলিশকে অবহিত করলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পুকুরের পানি থেকে লাশটি উদ্ধার করে।

    আজ ২২ মার্চ রবিবার দুপুর ২টার সময় পুলিশ ওই মসজিদের পুকুর থেকে লাশটি উদ্ধার করে। তাৎক্ষনিক লাশের পরিচয় জানাতে না পারলেও পুলিশ লাশের শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন পায়নি জানিয়ে নিহতের বয়স আনুমানিক ২৫ বছর হতে পারে এবং পরনে গেঞ্জি ও কালো প্যান্ট ছিলো বলে জানায়।

    মসজিদের পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেছেন বায়েজিদ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার।

    তিনি জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে জানা যাবে মৃত্যুর কারণ। তাছাড়া পুলিশ নিহত যুবকের স্বজনদের খোঁজার চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানান তিনি।

  • নিখোঁজ মাঝি নুর আহম্মদের লাশ কর্ণফুলি নদীতেই মিলল ৬০ ঘন্টা পর

    নিখোঁজ মাঝি নুর আহম্মদের লাশ কর্ণফুলি নদীতেই মিলল ৬০ ঘন্টা পর

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : লাইটার জাহাজের ধাক্কায় সাম্পান থেকে ছিটকে পড়ে কর্ণফুলী নদীতে নিখোঁজ হওয়ার প্রায় ৬০ ঘন্টা পর ভেসে উঠলো সাম্পান মাঝি নুর আহমেদ (৪৫)র লাশ। নূর আহমদ কর্ণফুলী উপজেলার ইছানগর গ্রামের মো. আবুলের ছেলে।

    শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে শাহ আমানত সেতুর নীচে লাশটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে কোস্ট গার্ডকে খবর দেয়া হলে সকাল ৮টার সময় লাশটি উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা।

    এ তথ্য নিশ্চিত করে কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার(অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম বলেন, প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    এর আগে গত ২৪ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নিখোঁজ হয় মাঝি নুর আহম্মদ। ইছানগর ঘাঁট থেকে যাত্রীবিহীন সাম্পান নিয়ে বাংলাবাজার ঘাটে যাওয়ার সময় শফি হাজীর ঘাট এলাকায় এমভি ওয়াটার কিং নামের একটি লাইটার জাহাজের সাথে ধাক্কা লাগে। এতে আঘাতপ্রাপ্ত হয়ে সাম্পান থেকে ছিটকে পড়ে কর্ণফুলি নদীর জোয়ারের পানিতে তলিয়ে গিয়েছিলো নুর আহম্মদ।

    খবর পেয়ে কোস্ট গার্ড, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে অনেক খোঁজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। একাধিক ডুবুরি উদ্ধার কাজ চালিয়েছে গত দুদিন। অবেশেষে শুক্রবার সকালে নিখোঁজ মাঝি নুর আহম্মদের লাশ কর্ণফুলি নদীতে ভেসে উঠে।

  • মিরসরাইয়ে ধানি জমি থেকে লাশ উদ্ধার

    মিরসরাইয়ে ধানি জমি থেকে লাশ উদ্ধার

    মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : নিখোঁজ হওয়ার এক দিন পর মিরসরাইয়ের কল ঘর এলাকায় রাস্তার পূর্বপাশ্বে ধানি জমি থেকে ফয়জুল হক(৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

    আজ রবিবার সকালের দিকে ফয়জুলের লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার খইয়াছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নিজতালুক গ্রামের মীর মোহম্মদ কেরানী বাড়ির মৃত মকবুল হোসেনের ছেলে। নিহতেরে লাশ বর্তমানে মিরসরাই থানা হেফাজতে রয়েছে।

    ফয়জুল হকের বড় ভাই রেজাউল কারিমের ভাষ্য, তার ভাই মুহুরী প্রজেক্ট এলাকায় মাছ চাষের কাজ করতেন। প্রতিদিন রাতে যেতেন এবং সকালে কাজ শেষে বাড়ি ফিরতেন।

    গত শুক্রবার (২২ নভেম্বর) রাতে প্রতিদিনের ন্যায় কাজের উদ্দেশ্য বের হলে ফয়জুলের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

    নিহতের বড় ভাই রেজাউল করিম ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, আমার ভাইকে কিডনাপ করে হত্যা করা হয়েছে বলে ধারনা করছি। তবে সন্দেহের তালিকায় কারো নাম এই মূহর্তে বলতে পারছেন না তিনি।

    এদিকে নিহত ফয়জুল একজন ডাকাত সদস্য জানিয়ে ডাকাত সদস্যদের অন্দঃকোন্দলের জেরে ফজু খুন হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন মিরসরাই থানার ওসি জাহেদুল কবির। তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, নিহত ডাকাত সদস্য ফয়জুলের বিরুদ্ধে থানায় ডাকাতির তিনটি মামলা রয়েছে। হত্যাকান্ডের কারণ ও ঘটনা অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।

  • চবিতে বাবাকে নিয়ে ভর্তি পরীক্ষা দিয়ে লাশ নিয়ে ফিরল মেয়ে

    চবিতে বাবাকে নিয়ে ভর্তি পরীক্ষা দিয়ে লাশ নিয়ে ফিরল মেয়ে

    সকালে জীবিত বাবাকে নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে যায় পরীক্ষার্থী তিন্নি দাশ। ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ৪র্থ দিনে পরীক্ষায় অংশগ্রহণও করেন এ পরীক্ষার্থী।

    বুধবার দুপুর ১টায় পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার উদ্দ্যেশে বাবাকে নিয়ে দুপুর দেড়টায় শাটল ট্রেনে উঠে তিন্নি। তখনও সে জানতো না বাবার সাথে কাটানো এটাই তার শেষ মুহুর্ত্ব।

    শাটল ট্রেনেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে বাবা মৃণাল দাশ। দ্রুত ট্রেন থেকে নামিয়ে তাকে নিয়ে যাওয়া হয় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে। ততক্ষনে তিন্নির বাবা মৃণাল দাশ চলে যায় না ফেরার দেশে। মেয়ের স্বপ্ন পুরণ করতে এসে নিজেই পারি জমিয়েছেন স্বর্গরাজ্যে। মৃত্যু কালে তিনি ২ মেয়ে ও ১সন্তান রেখে গেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম চলছে শোকের মাতম।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, মেয়েকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে অভিভাবক হিসেবে সকালে ক্যাম্পাসে নিয়ে যায় মেয়ের বাবা মৃণাল দাশ। পরীক্ষা চলাকালীন সময়ে ক্যাম্পাসের আশে পাশে মেয়ের অপেক্ষায় ছিলেন।

    পরীক্ষা শেষে মেয়েকে নিয়ে বাড়ি ফেরার উদ্দ্যেশে শাটল ট্রেনে উঠলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে ওই অভিভাবককে দ্রুত বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান ডাক্তার মোহাম্মদ আবু তৈয়ব পরীক্ষার্থীর অভিভাবকের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেন। তিনি ধারণা করছেন, হিট স্ট্রোকে তার পিতার মৃত্যু হয়েছে। নিহত মৃণাল দাশের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জানালেন এ চিকিৎসক।

    হিট স্ট্রোকে নিহত মৃণাল দাশের গ্রামের বাড়ি সাতকানিয়ার আমিলাইশ ইউনিয়নে এবং চট্টগ্রাম নগরীর এনায়েত বাজারের রেওলয়ে কলোনির বাসিন্দা বলে জানা গেছে।

  • কুমিরায় মহাসড়কের পাশ থেকে লাশ উদ্ধার

    কুমিরায় মহাসড়কের পাশ থেকে লাশ উদ্ধার

    সীতাকুণ্ডের কুমিরা এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

    আজ শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৮ টার সময় কুমিরা ঘাটঘর এলাকার বাইপাশ সড়কের পাশ থেকে উক্ত লাশ উদ্ধার করা হয়।

    স্থানীয় এলাকাবাসী জানায়, সকালে মহাসড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হাতে নতুন ঘড়ি লাগানো। প্যান্ট,সার্টে রক্তের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর রাতের কোন একসময়ে রাস্তার পাশে ফেলে দেওয়া হয়।

    কুমিরা ইউপির স্থানীয় সদস্য আলাউদ্দিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, সকালে এলাকার লোকজন একটি লাশের খবর জানালে বিষয়টি আমি থানায় অবহিত করি। এখানকার জায়গাটি একেবারে নির্জন, অন্য জায়গাতে হত্যা করে দুর্বৃত্তরা লাশ এখানে ফেলে দিয়েছে ধারনা থেকে তিনি এধরণের ঘটনা আগেও ঘটেছে বলে জানান।

    খবর পেয়ে কুমিরা হাইওয়ে ফাঁড়ির পুলিশ ও সীতাকুণ্ড মডেল থানার এসআই রবিচরণ চৌহান এর নেতৃত্ব পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে লাশে পরিচয় পাওয়া যায়নি।

    সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) শামীম শেখ ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, কুমিরা মহাসড়কের পাশ থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

    সুরতাল রির্পোটের পর লাশ ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হবে, পোষ্টমোটেমের পর জানা যাবে এটি হত্যা না দূর্ঘটনা।

  • আনোয়ারায় অ্যম্বুলেন্সে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : ২ লাশ উদ্ধার

    আনোয়ারায় অ্যম্বুলেন্সে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : ২ লাশ উদ্ধার

    চট্টগ্রামের আনোয়ারায় চলন্ত অবস্থায় একটি অ্যম্বুলেন্সে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর আগুন নিয়ন্ত্রণে এনে অ্যম্বুলেন্স থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করার তথ্য পাওয়া গেছে। উদ্ধারকৃত লাশের মধ্যে একজন নারী ও একজন পুরুষ রয়েছে।

    বৃহস্পতিবার ১৭ অক্টোবর দুপুর আড়াইটার দিকে উপজেলার চাতুরি চৌমুহনী এলাকার চৌমুহনী শশী কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। অ্যম্বুলেন্সে বিস্ফোরিত আগুনে আরো তিনজন দগ্ধসহ চারজন হয়েছেন বলে জানা গেছে।

    নিহতরা হলেন- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া গ্রামের মো. মফিজ (৭০) এবং তার পুত্রবধূ জয়নাব বেগম (২৫)। আহতরা হলেন, একই পরিবারের নিজামউদ্দিন, সাহাবউদ্দিন ও বুলবুলী বেগম এবং অজ্ঞাতপরিচয় অ্যাম্বুলেন্স চালক।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেন্ডার বিস্ফোরণের কারণে গাড়িতে থাকা সবার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়। আহতদের মধ্যে অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

    আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল মাহমুদ চলন্ত অবস্থায় একটি অ্যম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে বলে তথ্যটি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, একটি এ্যাম্বুলেন্স বাঁশখালী যাওয়ার সময় চৌমুহনী এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরন হয়ে আগুন ধরে যায়। এতে দুজন নিহত এবং ৪ জন আহত হয়েছে বলে শুনেছি।

    খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহত সকলকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

  • বুয়েটে নেয়া হচ্ছে আবরারের লাশ

    বুয়েটে নেয়া হচ্ছে আবরারের লাশ

    বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের লাশ তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। তার লাশ নিয়ে যাওয়া হচ্ছে বুয়েটের প্রিয় ক্যাম্পাসে। সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে।

    সোমবার রাতে আবরার লাশ তার বাবার কাছে হস্তান্তর করে পুলিশ। নিহত আবরার বাবা বরকতুল্লাহ জানিয়েছেন, মামলার প্রক্রিয়া শেষ হওয়ার পরে তার কাছে ছেলের লাশ হস্তান্তর করা হয়েছে। বুয়েট ক্যাম্পাসে জানাজা পড়ানো হবে। পরে রাতেই ছেলের লাশ কুষ্টিয়ায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।

    এর আগে নিহত আবরার বাবা বরকতউল্লাহ ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন। সিসিটিভি ফুটেজে শনাক্ত করে এই ১৯ জনের নামে মামলা করা হয়েছে বলে তিনি জানান।

    বরকতউল্লাহ জানান, মামলার প্রধান আসামি বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল এবং দ্বিতীয় আসামি যুগ্ম সম্পাদক মুহতাসিম ফুয়াদ।

    এর আগে পুলিশ সিসিটিভি ভিডিও দেখে ছাত্রলীগের ৯ নেতাকে আটক করে।

    আটকরা হলেন, বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল ও যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ, তথ্য ও গবেষণা সম্পাদক এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অনিক সরকার, ক্রীড়া সম্পাদক ও নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের একই বর্ষের মেফতাহুল ইসলাম জিয়ন, ছাত্রলীগ নেতা রবিন, মুন্না, তানভীরুল আরেফিন ইথান, অমিত সাহা, আল জামি।

    কৃষ্ণপদ রায় জানান, ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ (সিসিটিভি), প্রত্যক্ষদর্শীদের বয়ান এসব যাচাই-বাছাই করে আবরার হত্যাকাণ্ডে প্রাথমিকভাবে ৯ জনের সম্পৃক্ততা মিলেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে বিস্তারিত বলা যাবে।

    নিহত ফাহাদ বুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। তিনি থাকতেন বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে।

    সম্প্রতি বাংলাদেশ-ভারতের মধ্যে হওয়া চুক্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে রোববার রাতে হলের ২০১১ নম্বর কক্ষের ভেতর ‘শিবির’ আখ্যা দিয়ে আবরারকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই কক্ষটিতে ছাত্রলীগের নেতারা থাকতেন। তারা সবাই এখন পলাতক।

    হলের শিক্ষার্থীরা অভিযোগ করেন, বুয়েটের শের-ই-বাংলা হলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলের অনুসারী একদল নেতাকর্মী তাকে পিটিয়ে হত্যা করেছে।

    হল শাখা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, ফাহাদকে জেরা ও পেটানোর ওই কক্ষে অমিত সাহা, মুজতাবা রাফিদ থাকেন। এছাড়াও ইফতি মোশারফ ওরফে সকালসহ তৃতীয় বর্ষের আরও কয়েকজন শিক্ষার্থী ছিলেন।

    ওই কক্ষে এসে দ্বিতীয় দফায় ফাহাদকে পেটান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অনিক সরকার, ক্রীড়া সম্পাদক ও নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের একই বর্ষের মেফতাহুল ইসলাম জিয়নসহ কয়েকজন। তারা সবাই মেহেদী হাসান রাসেলের অনুসারী।