Tag: লাশ উদ্ধার

  • কুমিল্লায় মিধিলি’র প্রভাবে ডুবে যাওয়া জাহাজ থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার সীতাকুণ্ডে

    কুমিল্লায় মিধিলি’র প্রভাবে ডুবে যাওয়া জাহাজ থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার সীতাকুণ্ডে

    সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে সাগর উপকূল থেকে মোঃ এমদাদুল হক (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

    রোববার (১৯ নভেম্বর) সকাল দশটার দিকে উপজেলার কুমিরা এলাকার সাগর উপকুল থেকে লাশটি উদ্ধার করা হয়।

    জানা যায়, গত ১৭ নভেম্বর (শুক্রবার) সাইক্লোন “মিধিলি”র প্রভাবে কুমিল্লার নাঙ্গলকোটে সাগরে পাথর বোঝাই একটি লাইটারেজ জাহাজ ডুবে গেলে সবাই সাঁতরে কুলে আসলেও এমদাদ নিখোঁজ হন। তিনদিন পর চট্টগ্রামের কুমিরায় সাগরের জোয়ারের পানিতে লাশটি ভেসে আসে।

    বিষয়টি নিশ্চিত করেছেন মৃত এমদাদুল হকের ভাই শহীদুল্লাহ।

    কুমিরা নৌ পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ নাছির বলেন, কুমিরা সাগর উপকূলীয় এলাকায় জোয়ারের পানিতে একটি কিশোরের লাশ ভাসছে, এমন সংবাদের ভিত্তিতে আমরা ও গাউছিয়া কমিটির সহযোগিতায় ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করি।

  • সীতাকুণ্ডে গলায় ফাঁস দেওয়া মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার

    সীতাকুণ্ডে গলায় ফাঁস দেওয়া মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার

    সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে গলায় ফাঁস দিয়ে আতিক হোসেন (১৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

    সোমবার সকালে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড়ের মহানগর আলি ফয়েজ ইসলামিক এতিমখানার আবাসিক ভবনের ২য় তলার ঘরে এ ঘটনা ঘটে। নিহত আতিক হোসেন মীরসরাই থানার ৪নং ওয়ার্ড়ের উত্তর ওয়াহেদপুর মোল্লা গ্রামের অলি উল্লার পুত্র। সে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মহানগর অলি ফয়েজ ইসলামিক এতিমখানার ছাত্র।

    থানা সূত্রে জানা যায়, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মহানগর অলি ফয়েজ ইসলামিক এতিমখানার ২য় তলার ভবনে সকাল আনুমানিক সকাল ১১টার সময় সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত লাশ দেখে তার সহপাঠীরা। পরে মাদ্রাসার সুপারকে জানালে হল সুপার সীতাকুণ্ড থানাকে জানান। থানার এসআই মোতাব্বির হোসেন গাজী দুপুরে ঘটনাস্থলে গিয়ে লাশটি সুরতহাল তৈরি পুর্বক ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরন করেন। আত্নহত্যার কারণ জানা যায়নি।

  • শঙ্খ নদীতে নিখোঁজ সেনা সদস্যের লাশ উদ্ধার

    শঙ্খ নদীতে নিখোঁজ সেনা সদস্যের লাশ উদ্ধার

    মোঃজাবেদুল ইসলাম, আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শঙ্খ নদীতে গোসল করতে নেমে নদীর স্রোতে নিখোঁজ হওয়া সেনা সদস্য মোহাম্মদ আসিফ হোসেন নিশান (২০) এর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দলের সদস্যরা। নিখোঁজের ১৯ ঘন্টার পর মঙ্গলবার বেলা ১১ টা ৫০ মিনিটের দিকে বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ জেলেপাড়া এলাকার শঙ্খ নদী থেকে আসিফের মরহেদ উদ্ধার করা হয়।

    নিহত আসিফ হোসেন বিএমএ ৮২ তম দীর্ঘমেয়াদি কোর্সে অফিসার ক্যাডেট হিসেবে প্রশিক্ষণে যোগ দিয়েছিলেন। অফিসার ক্যাডেট নং ১১০৯৬২।
    সে মিরাসরাই উপজেলার ইছাখালী এলাকার আনোয়ার হোসেনের ছেলে। আনোয়ার হোসেন চট্টগ্রাম হালিশহর ক্যান্টনমেন্টের ইউডিসি রেকর্ড শাখায় কর্মরত রয়েছে।

    জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন মহড়ার অংশ হিসেবে শঙ্খ নদীর পাড়ে ১ সাপ্তাহের কষ্টিপাথর প্রশিক্ষণ নিতে সেনাবাহিনীর একটি দল শনিবারে তৈলারদ্বীপ বারখাইন এরশাদ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আসে। সোমবার বিকেল ৫ টার দিকে ঐ প্রশিক্ষাণার্থী দলের দুইজন সদস্য তৈলারদ্বীপ জেলেপাড়া এলাকার শঙ্খ নদীতে গোসল করতে নামলে মোহাম্মদ আসিফ হোসেন নিশান নামের এক সেনা সদস্য নদীর স্রোতে নিখোঁজ হন। নিখোঁজের পর থেকে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও নৌবাহিনীর একটি ডুবুরির দল ১৯ ঘন্টা উদ্বার কার্যক্রম পরিচালনা করে বেলা ১১ টা ৫০ মিনিটের দিকে ঘটনাস্থল থেকে আসিফের লাশ উদ্ধার করে।

    সেনাবাহিনী সূত্রে জানা গেছে, বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) মাঠে আসরের নামাজের পর আসিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার নিজ বাড়ি ইছাখালি এলাকায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

  • রাউজানে পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

    রাউজানে পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে জামাল উদ্দিন (৩২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সে রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিটিয়াপাড়া এলাকার সুলতানপুর গ্রামের খুলুন সিকদার বাড়ির মৃত সিদ্দিক আহমেদের পুত্র।

    নিহতর স্ত্রী রওশন আরা বেগম জানান, গত শুক্রবার জুমার নামাজের পর জামাল উদ্দিন পরিবারের সদস্যদের সাথে একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নেন। সেখান থেকে ফেরার পথে সে তার কর্মস্থল মুন্সিরঘাটাস্থ পাকখাইন্নে পুকুরের গ্যাস সিলিন্ডারের দোকানে চলে যান। কর্মস্থল থেকে রাতে বাড়ি না ফেরায় তার মোবাইল বেশ কয়েকবার কল করেও কোনো সাড়া না পাওয়ায় আমরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও কোনো সন্ধান পাইনি।

    শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রাউজান থানার পুলিশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পালিত পাড়ার কালুপদ ডাক্তারের বাড়ির পেছনে একটি পুকুর থেকে তার লাশটি উদ্ধার করে। নিহতর স্ত্রীর দাবি তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

    রাউজান থানার উপ-পরিদর্শক মো. ইসমাইল জানান, পুকুর থেকে জামাল উদ্দিন নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার
    শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। মোবাইল ও জুতা পুকুর পাড় থেকে উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

    ২৪ ঘণ্টা/নেজাম

  • রাণীশংকৈলে পুকুর থেকে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার

    রাণীশংকৈলে পুকুর থেকে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃ জেলার রাণীশংকৈল উপজেলায় পুকুর থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার ধর্মগড় ভরনিয়া শিয়ালডাঙ্গী গ্রামে মা ও তার দুই সন্তানের লাশ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করে প্রতিবেশীরা।

    মৃতরা হলেন, ওই গ্রামের আকবর হোসেনের স্ত্রী আরিদা খাতুন (৩২), তার মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী আঁখি (১১) ও তার ছেলে আরাফাত (৪)।

    প্রতিবেশীরা জানান,  আজ ভোর ৬টার দিকে আরিদা ও তার সন্তানদের লাশ পুকুরে ভাসতে দেখা যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়া হয়। তাদের মুখে বিষের গন্ধ পাওয়া যায় বলেও জানান তারা।

    স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় ফেরিওয়ালা আকবর আলীর সঙ্গে স্ত্রী আরিজা খাতুনের বুধবার সন্ধ্যায় ঝগড়া হয়। এক পর্যায়ে রেগে গিয়ে তাকে বাড়ি থেকে চলে যেতে বলেন। পরে বৃহস্পতিবার সকালে আকবরের বাবা সিরাজুল ইসলাম মাঠ থেকে বাড়ি ফেরার সময় পাশের ডোবায় তাদের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করেন।

    ঘটনার সত্যতা নিশ্চত করেছেন রাণীশংকৈল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল।

    তিনি বলেন, একটি সাড়ে চার ফিট গভীর ডোবা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অনেকদিন থেকেই তাদের পারিবারিক ঝামেলা চলছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহলকে কেন্দ্র করে এমনটি ঘটছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। মৃত আরিজার স্বামী আকবর আলী পুলিশি হেফাজতে রয়েছে।

    ২৪ ঘণ্টা/রিহাম/গৌতম চন্দ্র বর্মন

  • বোয়ালখালীতে এইচএসসি পরীক্ষার্থী লাশ উদ্ধার

    বোয়ালখালীতে এইচএসসি পরীক্ষার্থী লাশ উদ্ধার

    ২৪ ঘণ্টা বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে সুমাইয়া জান্নাতের (১৭) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

    পুলিশ জানিয়েছে, বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পৌণে ১২টার দিকে উপজেলা গোমদণ্ডী ফুলতল এলাকার খুশি ম্যানসনের ভাড়া বাসায় ফ্যানের সাথে ওড়না ঝুলিয়ে সে গলায় ফাঁস দেয়

    পরিবারের সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সুমাইয়া জান্নাতের মরদেহ উদ্ধার করে।

    সুমাইয়া জান্নাত বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ছমত আলী তালুকদার বাড়ীর আব্দুর রহিমের মেয়ে। সে শাকপুরা হাজী নুরুল হক ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলো।

    বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় তদন্ত চলছে।

    ২৪ ঘণ্টা/পুজন সেন/রাজীব

  • লকডাউনে বেতন না পেয়ে পরিবারসহ কুয়োয় ঝাঁপ, ৯ লাশ উদ্ধার

    লকডাউনে বেতন না পেয়ে পরিবারসহ কুয়োয় ঝাঁপ, ৯ লাশ উদ্ধার

    লকডাউনে দুই মাস বেতন না-পাওয়া শ্রমিক ও তাদের পরিবার মিলিয়ে নয়জনের দেহ উদ্ধার হল তেলঙ্গানার গ্রামের এক কুয়া থেকে। তাদের মধ্যে ছ’জন পশ্চিমবঙ্গের এবং একই পরিবারের। দু’জন বিহারের। একজন ত্রিপুরার।

    ভারতের হায়দরাবাদের উপকণ্ঠে গোরেকুন্টা গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশের ধারণা, এটা গণ-আত্মহত্যা। নিহতরা ঘরে ফিরতে পারছিলেন না। দু’মাস ধরে জুটমিল ও অন্য কারখানা থেকে বেতন না পেয়ে আত্মঘাতী হয়েছেন।

    গত বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী কে সি রাও জানিয়েছেন, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার জন্য ট্রেন-বাসের বন্দোবস্ত করা হয়েছে। হেঁটে যেন কেউ বাড়ির পথ না-ধরেন। সে দিনই হায়দরাবাদের উপকণ্ঠে গোরেকুন্টা গ্রামে এই কুয়োটি থেকে চার জনের দেহ উদ্ধার হয়। শুক্রবার মেলে আরও পাঁচ জনের।

    পুলিশ বলছে, নিহত কারও শরীরে আঘাতের চিহ্নও নেই। ফলে হত্যার ঘটনা হওয়ার সম্ভবনা কম বলে মনে করা হচ্ছে। ঘরে ফিরতে না-পারা, আশ্রয় খোয়ানো এবং চরম আর্থিক সংকট নিয়ে সকলেরই অবস্থা ছিল কোণঠাসা। পশ্চিমবঙ্গের মকসুদ আলম ২০ বছর আগে গোরেকন্টার এক জুট মিলে কাজ পান। কারখানা লাগোয়ো দু’টি ঘরে সপরিবার থাকতেন তিনি। লকডাউনে বেতন বন্ধ হয়। খোয়ান আশ্রয়ও।

    স্থানীয় এক দোকানদার নিজের গুদামে আশ্রয় দিয়েছিলেন তাদের। তারই কাছে এই কুয়াটি। যা থেকে মিলেছে মকসুদ, তার স্ত্রী নিশা, দুই ছেলে সোহেল ও শাবাদ, মেয়ে বুশরা খাতুন এবং তিন বছরের নাতি শাকিলের দেহ। ত্রিপুরার বাসিন্দা শাকিল আহমেদ জুট মিলের গাড়ি চালাতেন।

    এ ছাড়া বিহারের শ্রীরাম ও শ্যাম অন্য একটি কারখানায় কাজ করতেন। এরা সকলে একই কুয়োয় কী ভাবে মারা গেলেন, পুলিশ অন্ধকারে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ফটিকছড়িতে চার বছরের শিশুর পেট কাটা লাশ উদ্ধার

    ফটিকছড়িতে চার বছরের শিশুর পেট কাটা লাশ উদ্ধার

    ২৪ ঘণ্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়িতে আব্দুল্লাহ আল দিহান(৪) নামে এক শিশুর পেট কাটা লাশ উদ্ধার করা হয়েছে।

    আজ ২৬ এপ্রিল (রবিবার) দুপুরে ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাজী আবুল হোসেনের বাড়ী প্রকাশ কালু বাপের বাড়িতে ঘটনা ঘটে।

    খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ বিকেল সাড়ে চারটার দিকে নিহতের নিজ বাড়ির ঘরের পেছন থেকে লাশটি উদ্ধার করে। নিহত দিহান পাইন্দং ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের হাজী আবুল হোসেন বাড়ীর প্রবাসী দিদারুল আলমের একমাত্র ছেলে।

    এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে নিহত দিহান নিখোঁজ হন। ঠিক নিখোঁজের এক ঘন্টা পর দিহানের ঘরের পেছনে লাকড়ির ঘর থেকে পেটকাঁটা অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

    এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আব্দুল আল-মাসুম বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার কিছু আলামত ইতিমধ্যে জব্দ করা হয়েছে। তদন্তের কাজ দ্রুত চলেছে। হত্যাকারীকে দ্রুত শনাক্ত করতে পারবো বলে তিনি আশা প্রকাশ করেছে।

    ২৪ ঘণ্টা/এম জুনায়েদ/ আর এস পি

  • কোরআন হাফেজ যুবকের লাশ উদ্ধার করল ফটিকছড়ি থানা পুলিশ

    কোরআন হাফেজ যুবকের লাশ উদ্ধার করল ফটিকছড়ি থানা পুলিশ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি || ফটিকছড়িতে মুহাম্মদ (১৭) নামের এক কোরআন হাফেজের লাশ উদ্ধার করেছে পুলিশ।

    আজ বুধবার (১৫ এপ্রিল) ভোর রাতে উপজেলার নানুপুর ইউনিয়নের ঢালকাটা গ্রামের ছুরানের বাড়ী থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত যুবক ওই বাড়ীর হাবিবুল্লাহ’র পুত্র।

    স্থানীয় ইউপি সদস্য মনির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, মুহাম্মদ মঙ্গলবার রাতে পরিবারের সাথে খাওয়া-দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে।

    সকালে তার বড় বোন ঘুম থেকে জাগাতে গিয়ে তার শয়ন কক্ষের ছাদের সাথে ঝুলন্ত অবস্থায় মুহাম্মদের দেহ দেখতে পায়। পরে
    খবর পেয়ে বুধবার দুপুরে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

    নানুপুর ইউপির (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) আমান উল্লাহ ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, ঘটনার বিস্তারিত জানার চেষ্ঠা করছে পুলিশ। আমরা তাদের সহযোগীতা করছি।

    ২৪ ঘণ্টা/ জুনায়েদ/ আরএসপি

  • রাউজানে মুক্তিযোদ্ধার গলা কাটা লাশ উদ্ধার

    রাউজানে মুক্তিযোদ্ধার গলা কাটা লাশ উদ্ধার

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : রাউজানে এ কে এম নুরুল আজম চৌধুরী (৭২) নামে এক ‘মুক্তিযোদ্ধার গলা কাটা লাশ উদ্ধার করেছেন পুলিশ।

    শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাড়পাড়া গ্রামের পাশ্ববর্তী একটি পুকুর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

    বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার পরিদর্শক (তদন্ত) মীর হোসেন জানান, মুক্তিযোদ্ধা নুরুল আজম চৌধুরীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা কেন তাকে হত্যা করেছে এই ব্যাপারে কিছু জানা যায়নি।

    স্থানীয়রা ধারণা করছেন তাকে জবাই করে হত্যা করা হয়েছে। জানা যায়, ওই মুক্তিযোদ্ধার বাড়ী হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের গুড়ামিয়া চৌধুরী বাড়ী।

    রাউজান থানার উপ পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন বলেন, অমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    তিনি বলেন, তাঁর দেহ থেকে মাথা আলাদা করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।

  • সৈয়দপুরে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার

    সৈয়দপুরে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার

    শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি ॥ নীলফামারীর সৈয়দপুরে মানসিক ভারসাম্যহীন যাটোর্ধ অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

    ২১ জানুয়ারি মঙ্গলবার সকালে উপজেলার কামারপুকুর বাজারস্থ মেসার্স রাজা ফিলিং স্টেশনের বিপরিতের মার্কেটের সামনে থেকে এ লাশ উদ্ধার করা হয়।

    পুলিশ সুত্রে জানা যায়, উল্লেখিত এলাকায় এক ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। পরে থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রিপোর্ট করে। এতে নেতৃত্ব দেন সৈয়দপুর থানার এসআই দিলিপ কুমার রায়। পরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

    এলাকাবাসী জানায় মৃত লোকটি গত কিছুদিন যাবত কামারপুকুর বাজার এলাকায় ঘুরাঘুরি করতো এবং রাতে মার্কেটের সামনে বারান্দায় থাকতো। তবে কারো সাথে কোন কথা বলতো না। মুখে লম্বা দাড়ির ওই লোকের পড়নে গেঞ্জি, শার্ট, জিন্সের প্যান্ট ও কালো জ্যাকেট রয়েছে। পাতলা গড়নের ওই ব্যক্তি মাঘ মাসের হাঁড় কাপানো প্রচন্ড শীতের কারণে মারা গেছে বলে অনেকে মনে করছে।

    সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, লাশটি ময়না তদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

  • পারিবারিক দ্বন্দ্বে বলি শিশু সানি! নিখোঁজের ৬দিন পর লাশ উদ্ধার

    পারিবারিক দ্বন্দ্বে বলি শিশু সানি! নিখোঁজের ৬দিন পর লাশ উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নে নিখোঁজের ছয় দিন পর বাড়ির পাশের পুকুর থেকে শিশু সানির(৬) মরদেহ উদ্ধার করা হয়েছে।

    শনিবার রাত ৯টায় উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের দক্ষিণ পালপাড়া গ্রামের লুৎফুর রহমানের পুকুর থেকে লাশটি উদ্ধার করে লালমাই থানা পুলিশ।

    নিহত আবু সুফিয়ান সানি দক্ষিণ পালপাড়ার সৌদি প্রবাসী জুয়েল রানার একমাত্র ছেলে। সে পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী ছিলো।

    পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ২০১২ সালের ৮ই মার্চ দক্ষিণ পালপাড়া গ্রামের আবদুল গনির ছেলে জুয়েল রানা প্রতিবেশি মোস্তফা কামালের মেয়ে মাহমুদা আক্তার খুকিকে গোপনে বিয়ে করে। দাম্পত্য জীবনে আবু সুফিয়ান সানি নামে এক পুত্র সন্তানের জন্ম হয়। প্রায় ৩ বছর পূর্বে জুয়েল রানা কর্মের তাগিদে সৌদি আরব চলে যান। ২০১৮ সালের ৯ই জুলাই জুয়েল রানাকে তালাক দিয়ে নোটিশ দেন স্ত্রী মাহমুদা।

    কিছুদিন পর আবু সুফিয়ানকে তার দাদা আবদুল গনির হেফাজতে রেখে অন্যত্র বিয়ে করেন মাহমুদা। এসবের জেরে দুই পরিবারের মধ্যে দ্বন্দ ও মামলা চলছিলো। গত ৫ জানুয়ারী দুপুর থেকে আবু সুফিয়ান নিখোঁজ হয়েছে মর্মে লালমাই থানায় সাধারণ ডায়েরি করেন দাদা আবদুল গনি।

    শনিবার সন্ধ্যায় পালপাড়া গ্রামের লুৎফুর রহমানের পুকুরে আবু সুফিয়ানের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। রাত অনুমান ৯টায় সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) প্রশান্ত পাল ও লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুবসহ পিবিআই ও সিআইডি কর্মকর্তাদের উপস্থিতিতে লাশটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। লাশের পা দুটি পুকুরে থাকা নেটের সঙ্গে আটকানো ছিলো। তার শরীরে পচন ধরেছে।

    নিহতের দাদা আবদুল গনি বলেন, নাতিটা আমার কলিজার টুকরা। এই নাতির প্রাণের বিনিময়ে চাইলে আমার প্রাণটা দিয়ে দিতাম।

    স্থানীয় বেলঘর উত্তর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মজুমদার বলেন, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

    লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব বলেন, শিশুটির মলদ্বারে মল আছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। মৃত্যুর রহস্য উদঘাটনে থানা পুলিশের পাশাপাশি পিবিআই ও সিআইডি কাজ করছে। মামলা রুজু প্রক্রিয়াধীন।