Tag: লাশ উদ্ধার

  • কুমিল্লায় জেলা পরিষদ সদস্যের লাশ উদ্ধার

    কুমিল্লায় জেলা পরিষদ সদস্যের লাশ উদ্ধার

    কুমিল্লা প্রতিনিধি : মহাসড়কের পাশ থেকে কুমিল্লার মুরাদনগর উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য খাইরুল আলম (৫২) সাধন এর লাশ উদ্ধার করেছে কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ।

    প্রাথমিক ভাবে পরিবারিক সূত্রে জানা যায়, মুরাদনগরের একটি প্রোগ্রামের বিষয়ে স্থানীয় এমপি ও অন্যান্য সিনিয়র নেতাদের সাথে ঢাকায় আলোচনা করতে যান তিনি। সাংগঠনিক আলোচনা শেষে বৃহস্পতিবার সকালে একটি প্রাইভেট গাড়িতে (ভাড়ায় চালিত) ঢাকা থেকে কুমিল্লা মুরাদনগরের উদ্দেশ্যে রওনা হন।

    স্থানীয়দের খবরে দুপুর আনুমানিক ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

    খবর পেয়ে পিবিআই কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

    নিহতের চোখে মুখে গলায় রক্তাক্ত ফোলা একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

    লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত জেলা পরিষদ সদস্য খায়রুল আলম সাধন মুরাদনগর উপজেলার ভুবনগর গ্রামের মৃতঃ সুলতাম মাহমুদের ছেলে। ঢাকা বনশ্রী এলাকা থেকে ফেরার পথে তার সাথে ২লক্ষাধিক টাকা ছিলো বলেও সূত্রটি জানায়।

    বিষয়টি নিশ্চিত করে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম (পিপিএম) বলেন, তদন্ত চলছে বিস্তারিত পরে জানা যাবে।

    কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিন সার্কেল) মোঃ আবদুল্লাহ্ আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা হবে।

    এদিকে নিহতের খবর পেয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী হাসপাতালে এসে সাধনের লাশের কাছে ভিড় জমায়।

  • নারী ইয়াবা ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

    নারী ইয়াবা ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

    ২৪ ঘন্টা ডট নিউজ। কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে সমুদা বেগম (৪০) নামে গুলিবিদ্ধ এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাতঘড়িয়াপাড়ার বাসিন্দা মৃত নূর সালামের স্ত্রী।

    পুলিশের ভাষ্যমতে,নিহত নারী একজন ইয়াবা ব্যবসায়ী । পেটের ভিতর করে ইয়াবা পাচার করত বলে জনশ্রুতি রয়েছে । তার কাছ থেকে সাড়ে ৬ হাজার ইয়াবা পিস উদ্ধার করা হয়েছে। নিহত নারীর বিরুদ্ধে দুইটি মাদক মামলা রয়েছে ।

    শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলা হোয়াইক্যং ইউনিয়নে খারাংখালী লবণের মাঠ এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে।

    এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।

    তিনি বলেন, পুলিশের একটি টহল দল প্রতিদিনের মতোই টহল দিচ্ছিলেন। এসময় হঠাৎ করে দূর থেকে গুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে গেলে গুলিবিদ্ধ অবস্থায় এক নারীকে পাওয়া যায়। পরে তার কাছ থেকে সাড়ে ৬ হাজার ইয়াবা পিস উদ্ধার করা হয়েছে। উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক প্রণয় রুদ্র বলেন, পুলিশ রাতে গুলিবিদ্ধ এক নারীকে হাসপাতালে নিয়ে আসেন। তার শরীরের একাধিক গুলির চিহ্ন রয়েছে । তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে । পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

    ওসি আরও বলেন, মাদক ব্যবসায়ীদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব কারণে এ ঘটনা ঘটে পারে বলে ধারণা করা হচ্ছে । এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

  • চট্টগ্রামের কর্ণফুলিতে ঝুলন্ত লাশ উদ্ধার

    চট্টগ্রামের কর্ণফুলিতে ঝুলন্ত লাশ উদ্ধার

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ডাঙ্গারচর এলাকায় একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পঞ্চাশোর্ধ এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

    বুধবার সকালে উপজেলার জুলধা ডাঙ্গারচরের ঈমান আলী জামে মসজিদের সামনের খাল পাড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার করা লাশটি আব্দুল করিম চরলক্ষ্যা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রাজামিয়া চৌকিদার বাড়ির মৃত গুনু মিয়ার ছেলে বলে স্থানীয়রা জানিয়েছে।

    নিহতের পরিবারের পক্ষ থেকে দাবী করা হচ্ছে আব্দুল করিম মানসিক ভারসাম্যহীন ছিলেন। সে বাড়িতে তেমন একটা থাকতেন না। তিনি নিজে নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

    নিহতের গায়ে কোন ধরনের আঘাতের চিহ্ন ছিলনা জানিয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ঈসমাইল হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

    তিনি জানান, এলাকার জনপ্রতিনিধি ও পরিবারের লোকজন জানিয়েছে সে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাই মানবিক দিক বিবেচনায় নিহতের মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

  • বাঁশখালীর জঙ্গল থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

    বাঁশখালীর জঙ্গল থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের বাঁশাখালী উপজেলার জঙ্গল থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। রবিবার সকালে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের মুমিন এস্টেট নামক পাহাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

    স্থানীয়রা ধারণা করছেন লাশটি কোন পাগল মহিলার হতে পারে। তার মাথার এক পাশে থেঁতলানো ও বিচ্ছিন্ন পা দেখে মনে হচ্ছে ১০-১২দিন আগে বণ্যহাতির পায়ের নিচে পিষ্ট হয়ে ওই তরুণীর মৃত্যু হয়েছে।

    বাঁশখালী থানার ওসি মো. রেজাউল করিম মজুমদার জানান, আজ রবিবার সকাল সোয়া ১০টার সময় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুকুরিয়া বৈলগাঁও চা বাগান থেকে দুই কিলোমিটার দূরে গভীর জঙ্গলে গিয়ে বাঁশখালী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। মৃত ওই তরুণীর পরনে রঙ্গিন কাপড় পড়া ছিলো। তবে লাশের পরিচয় স্থানীয়রা কেউ জানাতে পারেনি।

    মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সকাল সাড়ে ১১টার সময় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

  • বন্দরের ১৩ নম্বর জেটি সংলগ্ন কর্ণফুলি নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

    বন্দরের ১৩ নম্বর জেটি সংলগ্ন কর্ণফুলি নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম বন্দরের ১৩ নম্বর জেটি সংলগ্ন কর্ণফুলি নদী থেকে অজ্ঞাত এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ১৩ ডিসেম্বর শুক্রবার সকাল সোয়া ১০টার সময় পুলিশ লাশটি উদ্ধার করে।

    লাশের পড়নে কোন কাপড় ছিলো না। বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

    তথ্যটি নিশ্চিত করে বন্দর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু সালেহ বলেন, বন্দর ১৩ নম্বর জেটি সংলগ্ন কর্ণফুলি নদীতে ভাসমান অবস্থায় একটি মরদেহের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    মরদেহটির কোন পরিচয় জানা যায়নি উল্লেখ করে এ পুলিশ কর্মকর্তা জানায় এ ঘটনায় বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

  • বানারীপাড়ায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

    বানারীপাড়ায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

    বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর থেকে দুই পুরুষ ও এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

    আজ শনিবার (৭ ডিসেম্বর) সকালে এ মরদেহগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহম্মেদ।

    নিহতরা হলেন- সলিয়াবাকপুর ইউনিয়নের কুয়েতপ্রবাসী হাফেজ আব্দুর রবের মা মরিয়ম বেগম (৭০), ভগ্নিপতি শফিকুল আলম (৬০) ও খালাতো ভাই ইউসুফ (৩২)।

    পুলিশ জানায়, বৃদ্ধা মরিয়মের মরদেহ মেলে ঘরের বেলকনিতে, শফিকুল আলমের মরদেহ অন্য ঘরে এবং পুকুরে হাত-পা বাঁধা অবস্থায় ইউসুফের মরদেহ পাওয়া যায়।

    শুক্রবার (৬ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ হত্যাকাণ্ড ঘটে।

    বানারীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহম্মেদ জানান, কুয়েতের একটি মসজিদের ইমাম হাফেজ আবদুর রবের বৃদ্ধা মা মরিয়মসহ ওই তিনজন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুর্বৃত্তরা প্রবাসীর একতলা বাড়িতে ঢুকে তাদের হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়। ঘরের বেলকনি থেকে বৃদ্ধা মায়ের মরদেহ এবং একটি কক্ষ থেকে আবদুর রবের ভগ্নিপতির মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া রবের খালাতো ভাইয়ের মরদেহ হাত-পা বাঁধা অবস্থায় বাড়ির পেছনের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

    তিনি আরও বলেন, ওই বাড়ির সব ঘরের দরজা জানালা বন্ধ ছিল, শুধু ছাদের দরজা খোলা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন। হত্যাকাণ্ডের পর তারা ছাদ দিয়ে পালিয়ে গেছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

    পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই তিনজনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনার সাথে কারা জড়িত তা খুঁজে বের করতে কাজ শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • চট্টগ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রী খুন, স্বামী পলাতক

    চট্টগ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রী খুন, স্বামী পলাতক

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ব্যাংক কলোনি এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয়েছে রোকসানা আক্তার (২৯) নামে এক গৃহবধূর মরদেহ। রোববার রাতে পুলিশ লাশ উদ্ধারের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন।

    পুলিশ নিহতের স্বজনদের বরাতে জানায়, বিগত ১২ বছর আগে বরিশাল জেলার বাবুগঞ্জ এলাকার দেলোয়ার হোসেনের সাথে রোকসানা সংসার জীবনে আবদ্ধ হলেও সম্প্রতি বছরখানেক আগে দেলোয়ার আরেকটি বিয়ে করে। এরপর থেকে রোকসানা আর দেলোয়ারের মধ্যে শুরু হয় পারিবারিক কলহ।

    এ বিষয়ে স্বামী দেলোয়ারের বিরুদ্ধে মামলাও করেছে রোকসানা। তবে সামাজিকভাবে বিষয়টি সমাধানের পর তারা দুজনে আবার সংসার শুরু করে।

    জানা যায়, রোকসানা ও দেলোয়ার নগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকার ব্যাংক কলোনীতে একটি ভাড়া বাসায় থেকে সিইপিজেডে পৃথক দুটি পোশাক কারখানায় চাকরি করতেন। গত দুই মাস আগে তারা দুজনই চাকরি ছেড়ে বরিশালের গ্রামের বাড়িতে চলে যায়। কয়েকদিন আগে কারখানা থেকে বকেয়া টাকা নেওয়ার উদ্দ্যেশে দুজনই চট্টগ্রামে আসেন এবং ওই এলাকার দেলোয়ারের ভাইয়ার বাসায় উঠেন।

    ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহম্মদ নুরুল হুদা জানান, রবিবার দেলোয়ারের ভাই তার গ্রামের বাড়ি এবং পোশাক শ্রমিক ভাবি কর্মস্থলে গেলে দিনের কোন এক সময়ে রোকসানাকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যায় তার স্বামী দেলোয়ার হোসেন।

    সন্ধ্যার পর রোকসানার ভাবি কর্মস্থল থেকে ফিরে তার ননদকে খাটের ওপর শোয়া অবস্থায় দেখতে পান। অনেক ডাকাডাকির পরও রোকসানার ঘুম না ভাঙ্গলে প্রতিবেশিদের সহযোগীতা নিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। ইডিজেড থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে রোকসানার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন।

    ওসি বলেন, পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রথমিকভাবে ধারণা করছি। তার গলায় কালো দাগ দেখে মনে হচ্ছে শ্বাসরোধ করে রোকসানাকে হত্যা করা হয়েছে। হত্যার পর তার স্বামী দেলোয়ার পালিয়ে যাওয়ায় সন্দেহের তীর তার দিকেই বর্তায়।

    তাছাড়া এ ঘটনায় নিহত রোকসানার বোন লাকি আক্তার বাদি হয়ে স্বামী দেলোয়ারকে আসামি করে ইপিজেড থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। দেলোয়ারকে গ্রেফতারে পুলিশের চেষ্টা চলছে বলে জানান ওসি নুরুল হুদা।

  • সন্দ্বীপে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

    সন্দ্বীপে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

    সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে হাত-পা বাঁধা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

    বুধবার দুপুরে উপজেলার মগধরা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

    ওই যুবকের নাম মো. সৌরভ (২৭)। সে হারামিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবুধাবি প্রবাসী মোছাদ্দেকুল মাওলার ছেলে। কী কারণে তিনি খুন হয়েছেন, সেটা এখনো জানতে পারেনি পুলিশ।

    সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শরীফুল আলম বলেন, হাত-পা বাঁধা এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। সৌরভের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

    সৌরভের পিতা মো. মোছাদ্দেক স্থানীয় সাংবাদিকদের বলেন, বছরখানেক আগে তাঁর ছেলে প্রবাস থেকে দেশে আসেন। সৌরভ মঙ্গলবার রাত দশটার পরেও ঘরে না ফেরায় তার মা তার মোবাইলে ফোন করে। তখন অপরিচিত কেউ ফোন রিসিভ করে কেটে দেয়। এরপর থেকে তাকে আর ফোনে পাওয়া যায়নি। পরদিন সৌরভের বাড়ির পাশের অন্য আরেকটি বাড়ির পাশের পুকুর পাড়ের বাগানে একটি গাছের সাথে বাধা অবস্থায় তার লাশ দেখতে পায়।লাশের শরীরের মুখ, চোখ, মাথা পেটে আঘাতের ফুলা চিহ্ন দেখাযায়। পা থেকে রক্ত পড়তে দেখাযায়। লাশের পড়নের লুঙ্গি ছিড়ে হাত ও পা বেধে তাকে আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা করবেন বলে জানান তিনি।

  • চট্টগ্রামের সানমার ভ্যালেন্সিয়া’র ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

    চট্টগ্রামের সানমার ভ্যালেন্সিয়া’র ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

    চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা সার্সন রোড এলাকার ‘সানমার ভ্যালেন্সিয়া’র নামক সাততলা ভবনের ছাদ থেকে পড়ে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে।

    ৩ নভেম্বর রবিবার সকাল ১০টার সময় দুর্ঘটনাটি ঘটে। নিহত গৃহকর্মীর নাম লাকী আক্তার (৩৫)। সে ওই ভবনের পঞ্চম তলার বাসিন্দা সরওয়ার জাহানের বাসায় কাজ করতেন এবং নগরীর হালিশহর থানার ঈদগাঁ বৌ বাজার এলাকায় থাকেন বলে পুলিশ জানায়।

    বহুতল ভবনের ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মো. মোহসিন।

    ওই বাসার সদস্যদের বরাতে মোহসিন বলেন, সকালে বাসার একটি কার্পেট নিয়ে রোধে শুকানোর জন্য গৃহকর্মী লাকী ভবনের ছাদে উঠেছিলো। এসময় অসাবধানতাবশত ছাদের সংযোগস্থলের ফাঁকা জায়গায় টিনের ছাউনি ভেঙ্গে নিচে পড়ে যায় লাকী।

    পরে স্থানীয়রা কোতোয়ালি থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশের একটি টিম গিয়ে লাশটি উদ্ধার করে। দুর্ঘটনার বিভিন্ন আলামত দেখে ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।

  • সীতাকুণ্ডে ২০ দিনে ১৭ লাশ, উদ্বিগ্ন এলাকাবাসী

    সীতাকুণ্ডে ২০ দিনে ১৭ লাশ, উদ্বিগ্ন এলাকাবাসী

    চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় হঠাৎ করে অপমৃত্যু বেড়ে গেছে। উপজেলায় গত ১১ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২০ দিনে খুন, দুর্ঘটনা, আত্মহত্যা, পানিতে ডুবে, ক্রস ফায়ারসহ মোট ১৭ জনের মৃত্যু হয়েছে।

    এদের মধ্যে দুজন আত্মহত্যায়, ৪ জন সড়ক দুর্ঘটনায়, বন্দুকযুদ্ধে ৪ জন, অজ্ঞাত লাশ একটি, শিপইয়ার্ডের দুর্ঘটনায় ২জন, ট্রেনে কাটা পড়ে ১ জন এবং ছাদ থেকে পড়ে নিহত ১ জন নিহত হয়। খুন হয় দুজন।

    বিভিন্ন দূর্ঘটনায় আহতও আছে ৩০ জনের অধিক। এসব ঘটনায় থানায় মামলা হয়েছে।

    এদিকে উপজেলার বিভিন্ন এলাকায় এভাবে লাশের মিছিলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

    থানা ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সীতাকুণ্ডে হঠাৎই খুন, আত্মহত্যা, দুর্ঘটনায় প্রাণহানি উদ্বেগজনক হারে বেড়েছে। যা এলাকাবাসীকে উদ্বিগ্ন করে তুলেছে।

    এএসপি (সীতাকুণ্ড সার্কেল) শম্পা রানী শাহা ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, এটা অবশ্যই উদ্ধেকজনক, তবে আমি আমাদের পুলিশের সব ডিপার্টমেন্ট নিয়ে আইনশৃংখলা বিষয়ে মিটিং করেছি, সামনে পরিস্থিতি আরো উন্নতি হবে।

    এই মূহুর্তে সীতাকুণ্ডের আইনশৃংখলা অবনতি কিনা জানতে চাইলে এএসপি শম্পা রানী শাহা ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আইনশৃংখলা অবনতি নয় স্বভাবিক আছে, সামনে আরো ভালো হবে, এজন্যে আমরা কাজ করে যাচ্ছি।

    জানা যায়, গত ৯ অক্টোবর সন্ধ্যা ৬ টার সময় উপজেলার শেখপাড়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় মহিউদ্দিন (২৮) নামের এক বাই সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মহিউদ্দিন পশ্চিম সৈয়দপুর, অন্তর খালী মসজিদ বাড়ির শাহ আলমের পুত্র।

    ১১ অক্টোবর ৯ নং ভাটিয়ারী ইউনিয়নের মির্জানগর জেলে পাড়ায় গলায় ফাঁস দিয়ে শান্ত জল দাশ (২৫) নামের এক যুবক আত্নহত্যা করে। শান্ত দাশ উক্ত এলাকার সিদাম জল দাশের পুত্র।

    ১২ অক্টোবর কুমিরা ঘাটঘর উপকূলে অবস্থিত “ও ডব্লিউ ডব্লিউ ট্রেডিং এণ্ড শীপ ব্রেকিং” নামে একটি শিপ ইয়ার্ডে গ্যাসে আক্রান্ত হয়ে সাইফুল এবং মাসুদ নামে দুই শ্রমিক নিহত হয়।

    ১৬ অক্টোবর তিনতলার ছাদ থেকে পড়ে আল আমিন (২২) নামের এক যুবক নিহত হয়। বিকাল তিনটার সময় পৌরসদর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল আমিনের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়।

    ১৮ অক্টোবর কুমিরাস্থ ঘাটঘর এলাকায় রাস্তার পাশ থেকে মোঃ শাহ আলম (৫৮) নামের এক ডাক্তারের লাশ উদ্ধার করে পুলিশ, সে ছোট কুমিরা এলাকার মৃত আজিজুল হক মাষ্টারের পুত্র। একইদিন কুমিরা এলাকার পিএইচপি গেইটের সামনে থেকে অজ্ঞাত এক মহিলার (৪০) লাশ উদ্ধার করে পুলিশ। সে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত হয় বলে জানান বাঁশবাড়িয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুল ইসলাম।

    ১৯ অক্টোবর উপজেলা বারৈয়ারহাটস্থ কলাবাড়িয় নামক স্থানের রেল লাইন থেকে দ্বিখন্ডিত অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। একইদিন সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল এলাকায় সড়ক দূর্ঘটনায় সজিব নামে এক যুবক আহত হয়ে পরদিন চমেক হাসপাতালে সে মারা যায়।

    ২১ অক্টোবর সীতাকুণ্ড পৌরসভার ৪নং ওয়ার্ডের প্রেমতলা এলাকায় স্বামীর সাথে অভিমান করে গলায় ফাঁস খেয়ে মিতা দেবী (২১) নামের এক বাক প্রতিবন্ধী গৃহবধূ আত্মহত্যা করে। গৃহবধু মিতা সজল দেবনাথের স্ত্রী।

    ২২ অক্টোবর ভাটিয়ারীর কলেজপাড়া এলাকায় মোবাইল ফোন চুরির অভিযোগ এনে এক নিরিহ যুবককে পিটিয়ে হত্যা করেছে রায়হান নামের পুলিশের এক এসআই। তাকে আটক করেছে পুলিশ। নিহত যুবক এজাহার মিয়া ভাটিয়ারী ৪নং ওয়ার্ডের বালুর রাস্তা এলাকার মফিজুর রহমানের ছেলে।

    ২৩ অক্টোবর উত্তর বাঁশবাড়িয়া এলাকায় র‍্যাব ৭ এর টহল দলের সাথে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলি বিনিময়ে চাঞ্চল্যকর ডা, শাহ আলম হত্যাকাণ্ডের মূল হোতা ডাকাত দলের প্রধান নজির আহমেদ সুমন প্রকাশ কালু (২৬) নিহত হয়।

    ২৮ অক্টোবর উপজেলার সলিমপুরস্থ কালুশাহ নগর এলাকায় লরী উল্টে হযরত খাজা কালুশাহ মাজারের দানবাক্সের নাইট গার্ডসহ দুইজন নিহত হয়ে। নিহত নাইট গার্ডের নাম মোঃ আজম, সে কালুশাহ নগর এলাকার আমির হোসেনের পুত্র। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি। একইদিন ফৌজদানহাট আবদুল্লাহ ঘাটা এলাকায় নিটল টাটা গাড়ির ওয়ার্কশপে থাকা একটি কাভার্ডভ্যানের কেভিন থেকে দুলাল (৪০) নামের চালকের সহকারীর লাশ উদ্ধার করে ফৌজদারহাট ফাঁড়ির পুলিশ।

    ২৯ অক্টোবর ছোট কুমিরা এলাকায় র‍্যাবের সঙ্গে ডাকাত দলের বন্দুকযুদ্ধের ঘটনায় অন্ত:জেলা ডাকাত দলের ৩ সদস্য নিহত হয়। নিহত তিন ডাকাতের পরিচয় পাওয়া যায়নি।

    ৩০ অক্টোবর মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ গ্রামে আবিদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে হাসনাবাদ গ্রামের বাবুল সওদাগরের বাড়ির মহিউদ্দিনের পুত্র।

  • ফটিকছড়িতে তিন সন্তানের জনকের লাশ উদ্ধার

    ফটিকছড়িতে তিন সন্তানের জনকের লাশ উদ্ধার

    ফটিকছড়িতে মাহবুবুল আলম (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

    আজ মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর দু’টার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভার ৬ নং ওয়ার্ডের ইমামনগর গ্রামের নেজাম আলীর বাড়ী থেকে পুলিশ এ লাশ উদ্ধার করে। নিহত মাহবুবুল আলম ওই এলাকার শামসুল আলমের পুত্র।

    তিনি তিন সন্তানের জনক বলে জানা গেছে। নিহতের পরিবারের সাথে কথা বলে জানা যায়, ‘স্ত্রী-সন্তান বাড়ীতে না থাকায় সোমবার রাতে এশার নামাজ শেষ করে শোবার ঘরে একা ঘুমিয়ে পরে মাহবুবুল আলম। সকালে ঘুম থেকে জাগতে না দেখে পরিবারের লোকজন দরজায় ধাক্কা দেয়। কোন সাড়া শব্দ না পেয়ে এক পর্যায়ে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধার করে।

    এ ব্যাপারে ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এস.আই) দেলোয়ারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ খবর পেয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থা থেকে নিহতের লাশ উদ্ধার করেছি। নিহতের পরিবারের কোন অভিযোগ নেই। পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।