Tag: লায়ন্স ক্লাব

  • লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রগ্রেসিভ ওয়েষ্টের সহায়তায় হলদিয়াতে এক হাজার মানুষকে চিকিৎসা সেবা

    লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রগ্রেসিভ ওয়েষ্টের সহায়তায় হলদিয়াতে এক হাজার মানুষকে চিকিৎসা সেবা

    ফটিকছড়ি প্রতিনিধিঃ লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রগ্রেসিভ ওয়েষ্টের উদ্দ্যোগে আজ রাউজান উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নের সিন্ধুরাজ-মল্লিকা রাণী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং লায়ন্স ক্লাব অব চিটাগং প্রোগ্রেসিভ ওয়েস্ট এর “এলসিআইএফ”কো-অর্ডিনেটর লায়ন অনুত্তর বড়ুয়ার আহ্বানে হলদিয়া কুঞ্জবন বৌদ্ধ বিহারে গ্রামীন জনপদের ১ হাজারের বেশি মানুষের চোখের পরীক্ষা-নিরীক্ষাসহ ঔষুধ বিতরণ করা হয়, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

    উক্ত সেবাকার্য আয়োজন থেকে বেশি সমস্যায় রয়েছে এরকম ৪২ জন নিয়ে লায়ন্স চক্ষু হাসপাতালে চোখের ছানি এবং অপারেশন করার জন্য নির্ধারিত হয়।

    ক্লাব জোন চেয়ারপারসন অধ্যাপক লায়ন ববি বড়ুয়ার সঞ্চালনায় ক্লাব প্রেসিডেন্ট লায়ন ধনঞ্জয় বড়ুয়া রুবেল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ১ম ডিস্ট্রিক্ট গবভর্নর লায়ন শেখ শামসুদ্দিন সিদ্দিকী পিএমজেএফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিখ্যাত “সিদ্ধার্থ-বুদ্ধ” ফিল্মে বুদ্ধের ভূমিকায় অভিনয়কারী ড.গগন মালিক, সম্মানিত অতিথি ছিলেন ২য় ডিস্ট্রিক্ট গবভর্নর লায়ন মোঃ এম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ, এডভাইজার লায়ন আদর্শ কুমার বড়ুয়া পিএমজেএফ।

    আলোচনা সভায় বক্তব্য রাখেন লায়ন নিপু কান্তি বড়ুয়া, লায়ন স্বরুপ বিকাশ বড়ুয়া বিতান, লায়ন রনজিত বড়ুয়া রক্তিম, লায়ন সুকান্ত বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব এর সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার বড়ুয়া, প্রকৌশলী বাবু সবুজ বড়ুয়া, নারী নেত্রী সঞ্চিত বড়ুয়া, শিল্পী বড়ুয়া এবং লিও ক্লাব অব চিটাগং প্রোগ্রেসিভ ওয়েস্ট এর প্রেসিডেন্ট- লিও মুহাম্মাদ হাছবী, সেক্রেটারি -লিও মোঃ তানভীর রহামান,ভাইস প্রেসিডেন্ট – লিও মুহাম্মাদ মিজান ভাইস প্রেসিডেন্ট- ফকরুদ্দিন মুহাম্মাদ রাইহান, জয়েন্ট ট্রেজারার- লিও মুরাদুল ইসলাম, প্রোগ্রাম চেয়ারম্যান -লিও আরিয়ান, সিস্টার কো-অর্ডিনেটর লিও সুস্মিতা বড়ুয়া পূর্ণা, জয়েন্ট সিস্টার কো-অর্ডিনেটর লিও নাবিহা ওয়াসিমাত, লিও নিজাম।

    এন-কে

  • সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের উদ্যেগে এতিম ছাত্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের উদ্যেগে এতিম ছাত্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    অক্টোবর সেবা মাসে লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টি, লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ড, সেন্ট্রাল জুবিলী, শতাব্দী ও অর্কিড এর যৌথভাবে আয়োজনে সীতাকুণ্ডের হজরত পীর পন্থীশাহ (রঃ) এতিমখানায় ৯০ জন মাদ্রাসা ও এতিম ছাত্রদের মধ্যে দুপুরের খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলার ২য় ভাইস জেলা গভর্ণর লায়ন আল সাদত দোভাষ।

    এতে বিশেষ অতিথি ছিলেন কেবিনেট সেক্রেটারী লায়ন জি কে লালা, কেবিনেট ট্রেজারার লায়ন আশরাফুল আলম আরজু, গভর্ণর এডভাইজর লায়ন এটিএম নুরুল আলম, জোন চেয়ারপার্সন লায়ন মোঃ নাজমুল হক, জোন চেয়ারপার্সন লায়ন দেবাশীষ, জেলা চেয়ারপার্সন লায়ন কাজী আলী আকবর জাসেদ, ক্লাব প্রেসিডেন্ট লায়ন সাগর।

    এছাড়া ভাইস প্রেসিডেন্ট লায়ন নুরুল ইসলাম শাহাবউদ্দিন, ট্রেজারার লায়ন কাজী আশিক ই ওয়াহিদ, লায়ন শওকত আলী চৌধুরী, লায়ন শফিকুল আলম, লিও জোন ডিরেক্টর লিও ইয়াকুব খাঁন, লিও লিবার্টি প্রেসিডেন্ট লিও আরিফ, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লিও জিল্লুর রহমান শিবলী, লিও সীতাকুণ্ড প্রেসিডেন্ট লিও নূর খাঁন, বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ, লায়ন লিও লিডারবৃন্দ, মাদ্রাসা এতিমখানার শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের উদ্যোগে দিনব্যাপী সেবা ক্যাম্পে পাঁচশত রোগীর ফ্রি চিকিৎসা

    সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের উদ্যোগে দিনব্যাপী সেবা ক্যাম্পে পাঁচশত রোগীর ফ্রি চিকিৎসা

    সীতাকুণ্ডের পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে দিনব্যাপী সেবা ক্যাম্পেে পাঁচশত রুগীর চক্ষু ডায়বেটিস ব্লাড গ্রুপিং সম্পন্ন হয়েছে।

    লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ড, লায়ন্স ক্লাব অব চিটাগাং অগ্রণী, লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটন, লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টি, লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি এর উদ্যোগে বৃহস্পতিবার (১০ অক্টোবর) উপজেলার সাদেক মাস্তান (রঃ) উচ্চ বিদ্যালয়ে উক্ত স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

    দিনব্যাপী সেবা ক্যাম্পে পাঁচশত রুগীর চক্ষু, ডায়বেটিস, ব্লাড গ্রুপিংসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করা হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইণ্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের জেলা গভর্ণর ইলেক্ট লায়ন কামরুন মালেক এমজেএফ।

    কামরুন মালেক বলেন, লায়নিজমের মূল লক্ষ্য আর্থ মানবতার সেবায় নিঃস্বার্থভাবে কাজ করা। বিশ্বব্যাপী লায়নরা সেই লক্ষ্যে কাজ করছে অবিরাম।

    তিনি লায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকুণ্ডসহ অংশগ্রহণকারী ক্লাবগুলোকে সেবামূলক এই আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে আগামীতে তা আরো জোরদার করার আহবান জানান।

    লায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকুণ্ড প্রেসিডেন্ট লায়ন নূরুল আবছার চৌধুরী আগামী সেবা বর্ষে সীতাকুণ্ডের সব ইউনিয়নে এমন সেবা কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘এর মাধ্যমে আমরা চাই যেন সীতাকুণ্ডকে চক্ষু রোগ মুক্ত করতে।’

    উক্ত ক্যাম্পে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারী লায়ন জাহিদুল ইসলাম চৌধুরী, কেবিনেট ট্রেজারার লায়ন আশরাফুল আলম আরজু, রিজিওনাল চেয়ারপার্সন হেড কোয়ার্টার লায়ন মীর্জা মোঃ আকবর আলী চৌধুরী খোকন এমজেএফ, সীতাকুণ্ড লায়ন্স ক্লাবের সভাপতি ও ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন লায়ন আলহাজ্ব নুরুল আবছার, মেট্রোপলিটন লায়ন্স ক্লাবের সভাপতি ও ডিষ্ট্রিক্ট চেয়ারপার্সন লায়ন আলহাজ্ব হাসান আকবর, লিবার্টি লায়ন্স ক্লাবের ডিষ্ট্রিক্ট চেয়ারপার্সন লায়ন কাজী আলী আকবর জাসেদ, সীতাকুণ্ড লায়ন্স ক্লাবের সহ সভাপতি ও ডিস্ট্রিক্ট সেক্রেটারী লায়ন মোঃ গিয়াস উদ্দিন, লায়ন আলহাজ্ব মোঃ বেলাল হোসেন, ট্রেজারার লায়ন ইঞ্জিঃ আলহাজ্ব কামরুদ্দৌজা, লিবার্টি ক্লাবের জয়েন ট্রেজারার লায়ন মোঃ শফিকুল আলম, ক্লাব ডিরেক্টর লায়ন মোঃ শওকত আলী চৌধুরী, ইম্পেরিয়াল সিটি ক্লাবের জয়েন ট্রেজারার লায়ন তারিকুল আলম, সাদেক মাস্তান র. উচ্চবিদ্যালয়ের পরিচালনা পরিষদের বর্তমান সভাপতি মছিউদ্দৌলা, সাবেক সভাপতি কামাল উল্লাহ, প্রধান শিক্ষক আবু জাফর মোঃ সাদেক, সহকারী শিক্ষকবৃন্দ, লিও ক্লাবের রিজিওনাল ডিরেক্টর লিও আরাফাত ইলাহী, জোন ডিরেক্টর লিও রাশেদ, সীতাকুণ্ড লিও ক্লাবের সভাপতি লিও মোঃ নুর খাঁন, লিবার্টি লিও ক্লাবের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লিও জিল্লুর রহমান শিবলী, মানবতা ফাউন্ডেশনের সভাপতি রণি খান, সীতাকুণ্ড লিও ক্লাবের সেক্রেটারী লিও হামিদ আজাদ, ট্রেজারার লিও ওয়াসিয়া নুর, ভাইস প্রেসিডেন্ট লিও জামিল আল ফয়সাল, লিও আলী আকবর, লিও জুয়েল চৌধুরী, লিও আইনুল করিম ফিরোজ, লিও শাহীদুল আলম, লিও আরিফুল ইসলাম আরিফ, লিও ই এম বাশার, লিও নিজাম উদ্দিন, লিও নাঈম উদ্দিন ইমন, লিও এম কে মুনীর, লিও শারমীন প্রমূখ।