Tag: লিফলেট বিতরণ

  • করোনা ভাইরাস প্রতিরোধে লিফলেট বিতরণ করছে ফৌজদার হাট ফাঁড়ি পুলিশ

    করোনা ভাইরাস প্রতিরোধে লিফলেট বিতরণ করছে ফৌজদার হাট ফাঁড়ি পুলিশ

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে সীতাকুণ্ডের ফৌজদারহাট ফাঁড়ি পুলিশ।

    আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১২ টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জনসাধারণ, ব্যবসায়ী, বিভিন্ন যানবাহণের চালকদের মাঝে করোনা ভাইরাসের লক্ষণ, ক্ষতিকরদিক এবং এর থেকে প্রতিকার সম্পর্কে সচেতন করতে উক্ত লিফলেট বিতরণ করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম, এএসআই অনজয় সাহা, ৯ নং ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজীম উদ্দিন, ইউপি সদস্য আলমগীর হোসেন মাসুম, মঈন উদ্দিন, সালাউদ্দিন, নিজামউদ্দিন এবং ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির কর্মকতাগণ।

    এসময় অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম বলেন,করোনা ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে পরিস্কার পরিচ্ছন্নতা ও সর্তকর্তা অবলম্বন করতে হবে। সীতাকুণ্ডে এখনো করোনা ভাইরাস আক্রান্ত হয়নি। করোনা ভাইরাস সংক্রমণ থেকে নিরাপদ থাকার বিভিন্ন উপায় সম্পর্কে তিনি ধারণা দেন।

    ২৪ ঘন্টা/কামরুল দুলু/আর এস পি…

  • সড়ক পরিবহন আইন সম্পর্কে সচেতন করতে সীতাকুণ্ডে ট্রাফিক পুলিশের লিফলেট বিতরণ

    সড়ক পরিবহন আইন সম্পর্কে সচেতন করতে সীতাকুণ্ডে ট্রাফিক পুলিশের লিফলেট বিতরণ

    নতুন প্রণীত ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ সম্পর্কে পরিবহন শ্রমিকদের সচেতন করতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা ট্রাফিক পুলিশ সীতাকুণ্ড জোন।

    আজ মঙ্গলবার(৫ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে পরিবহন মালিক, শ্রমিক, চালক-হেলপারদের নিয়ে উক্ত সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

    এ সময় ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মালিক-শ্রমিক সমিতি, চালক ও হেলপারদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

    এছাড়া চালক ও হেলপারদের নির্ধারিত বাস স্টপেজে বাস থামানো, চলন্ত অবস্থায় বাসের দরজা বন্ধ রাখা, ঘুমঘুম চোখে গাড়ি না চালানো, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি না চালানো, গাড়ি চালানোর আগে গাড়ির অন্যান্য কাগজপত্র সঠিক আছে কিনা তা দেখে নেওয়া, মহাসড়কে দ্রুতগতিতে গাড়ি না চালানো ইত্যাদি বিষয়ে আইন মেনে চলার জন্য তাদের প্রতি আহ্বান জানানো হয়।

    উক্ত সচেতনতা কার্যক্রমে উপস্থিত ছিলেন টিআই রফিক, ফৌজদারহাট ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোঃ খায়রুল হাসান, সীতাকুণ্ড ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোঃ আল আমিন, টিএসআই মোঃ সালাউদ্দিনসহ বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র,ড্রাইভার-হেলপারসহ সচেতন জনসাধারণ।