Tag: লিয়াকত

  • সাত আইনজীবিও ঠেকাতে পারলনা প্রদীপ-লিয়াকত-নন্দ’র রিমান্ড

    সাত আইনজীবিও ঠেকাতে পারলনা প্রদীপ-লিয়াকত-নন্দ’র রিমান্ড

    চট্টগ্রাম থেকে সাত আইনজীবী এনেও মুক্তি মিললো না অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার প্রধান তিন আসামি বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দদুলালের। এই তিন আসামিকে আবারও তিন দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। খারিজ করে দেয়া হয়েছে জামিন আবেদন।

    শুক্রবার (২৮ আগস্ট) প্রত্যেক আসামির তৃতীয় দফায় চারদিন করে রিমান্ড চেয়ে র‌্যাবের আবেদনের ওপর দুপক্ষের শুনানি শেষে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।

    এর আগে বেলা আড়াইটার পর প্রদীপ, লিয়াকত ও নন্দদুলালকে আদালতে হাজির করা হয়। আদালতে হাজিরের আগে করা হয় স্বাস্থ্য পরীক্ষা।

    এর আগে আরো দুই দফায় তাদের জিজ্ঞাসাবাদ করে র‌্যাব। আদালতের আদেশের পর আসামি পক্ষের আইনজীবীরা জামিনের জন্য উচ্চ আদালতে যাবেন বলে গণমাধ্যমকে জানান।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সেই এসআই লিয়াকতের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা

    সেই এসআই লিয়াকতের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা

    সাবেক সেনাকর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার আসামি সাবেক পুলিশ কর্মকর্তা লিয়াকত আলীর বিরুদ্ধে ‘ক্রসফায়ারের ভয় দেখিয়ে’ টাকা আদায়ের অভিযোগে একটি মামলা হয়েছে।

    বুধবার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মো. নোমানের আদালতে নালিশি অভিযোগটি করেন জসিম উদ্দীন নামে এক ব্যবসায়ী।

    এতে ক্রসফায়ারের ভয় দেখিয়ে দুই লাখ টাকা চাঁদা আদায়, মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেয়া, হত্যাচেষ্টা ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।

    এতে লিয়াকত এবং আরও ৯ পুলিশ সদস্যসহ ১৩ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে লিয়াকত, অন্য দুই পুলিশ সদস্যসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

    বাদীর আইনজীবী জুয়েল দাশ বলেন, ১৩ জনের বিরুদ্ধে নালিশি অভিযোগ করেছি। আদালত অভিযোগকারীর জবানবন্দি গ্রহণ করেছেন।

    অভিযোগটি তদন্ত করতে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) উপকমিশনারকে (উত্তর) নির্দেশ দিয়েছেন।

    ২০১৪ সালের ১৪ জুন এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

    যে সাতজনের বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশ দেয়া হয়েছে, তাদের মধ্যে লিয়াকত ছাড়া অন্যরা হলেন- কুমিল্লার দাউদকান্দি থানার তৎকালীন দুই এসআই নজরুল ও হান্নান, বাদীর ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী এসএম সাহাবুদ্দীন, বিষ্ণুপদ পালিত, কাজল কান্তি বৈদ্য ও জিয়াউর রহমান।

    অন্য যে ছয়জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তারা হলেন- ডিবির সেই সময়ের এসআই সন্তোষ কুমার, এসআই কামরুল, সেই সময়ে সদরঘাট থানার এসআই তালাত মাহমুদ, ওসি প্রণব চৌধুরী, দাউদকান্দি থানার মর্জিনা বেগম (বর্তমানে উখিয়া থানার ওসি) এবং গোয়েন্দা পুলিশের সেই সময়ের অতিরিক্ত উপকমিশনার বাবুল আক্তার।

    অভিযোগকারী জসিম উদ্দীন নগরীর পতেঙ্গা চরপাড়া মোড় এলাকার মৃত নেকবর আলী সিকদারের ছেলে। নগরীর সাগরিকা বিসিক এলাকায় তার সূচনা এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে।

    জসিম উদ্দীন বলেন, আমরা প্রতিষ্ঠানে চুরি ও লুটতরাজের ঘটনায় একটি মামলা করেছিলাম। সেই মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) ছিলেন লিয়াকত আলী। ওই মামলার তদন্তের জন্য আমার কাছ থেকে এসআই লিয়াকত ৫০ হাজার টাকা নিয়েছিল।

    তিনি বলেন, মামলাটির জন্য ২০১৪ সালের ১৪ জুন সকালে আমাকে ডিবি অফিসে ডাকা হয়। সেখানে গেলে আপস করার প্রস্তাব দেয়। রাজি না হওয়ায় উল্টো পাঁচ লাখ টাকা দাবি করে। তাতেও রাজি না হওয়ায় আটকে রেখে শারীরিক নির্যাতন করে।

    এর পর পতেঙ্গা থানায় নিয়ে আমাকে আটক রেখে জানিয়ে তিনি বলেন, দাউদকান্দি থানার একটি নারী নির্যাতন মামলার ভুয়া ওয়ারেন্ট দেখিয়ে আটকে রাখা হয়। আমার ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বী সাহাবুদ্দীনের খালাত বোন সেই মামলার বাদী।

    তিনি জানান, পতেঙ্গা থানার ওসি যাচাই করে জানতে পারেন যে ওই মামলায় আমার নামে কোনো ওয়ারেন্ট নেই। তারপর তিনি আমাকে ছেড়ে দেন। বিকাল ৪টায় থানার কম্পাউন্ড থেকেই এসআই লিয়াকত আমাকে আবার আটক করে। তখন বলে পাঁচ লাখ টাকা না দিলে ক্রসফায়ারে দেবে।

    প্রাণভয়ে দুই লাখ টাকা দেন দাবি করে জসিম বলেন, টাকা দেয়ার পরও আমাকে ছাড়েনি। সদরঘাট থানায় সাহাবুদ্দীন একটি চাঁদাবাজির মামলা করে। সেটিতে আমাকে গ্রেফতার দেখিয়ে সদরঘাট থানায় নিয়ে যাওয়া হয়।

    ‘সেখানে আটকে রেখে নির্যাতন করে পর দিন আদালতে হাজির করা হয়। এর পর একদিন রিমান্ডেও নেয়। ১৯ দিন জেল খেটে জামিনে বের হই।’

    জসিম উদ্দীন জানান, নিজের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে তার করা চুরির মামলাটিতে ডিবি চূড়ান্ত প্রতিবেদন দিলে তিনি নারাজি আবেদন করেন।

    এর পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত শেষে প্রতিবেদন দেয়। পরে চার আসামির বিরুদ্ধে অভিযোগও গঠন করা হয়।

    সেই চারজনকে বুধবার করা নালিশি অভিযোগে আসামি করেছেন জসিম উদ্দীন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • প্রদীপ-লিয়াকত-নন্দ ৭ দিনের রিমান্ডে,৪ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

    প্রদীপ-লিয়াকত-নন্দ ৭ দিনের রিমান্ডে,৪ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

    সাবেক সেনা কর্মকর্তা (মেজর) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ কুমার দাশ ও ইন্সপেক্টর লিয়াকত আলীসহ তিনজনকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এ মামলায় কারাগারে পাঠানো বাকি চার পুলিশকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার জন্য আদেশ দিয়েছেন আদালত।

    বৃহস্পতিবার রাতে কক্সবাজারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন এ আদেশ দেন।

    এর আগে কক্সবাজার র‌্যাব-১৫ ব্যাটালিয়নের কমান্ডার ও মামলার তদন্ত কর্মকর্তা আজিম আহমেদ সাত আসামিদের প্রত্যেককে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন।

    শুনানি শেষে আদালত ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিতকে সাত দিন করে রিমান্ডে নেয়ার আদেশ দেন। আর বাকি চারজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেন।

    এর আগে বৃহস্পতিবার পুলিশের গাড়িতে করে কঠোর নিরাপত্তায় দুই দফায় ওই ওসিসহ সাতজনকে আদালতে তোলা হয়। বিকাল সোয়া ৪টায় প্রথমে মামলার প্রধান আসামি লিয়াকত আলীসহ ৬ জনকে আদালতে তোলা হয়। পরে কঠোর পুলিশি পাহারায় চট্টগ্রাম থেকে এনে বিকাল ৫টায় তোলা হয় নানা অপকর্মের হুতা ওসি প্রদীপকে। পরে আদালত দুই দফা শুনানি শেষে হত্যা মামলার ৭ আসামিকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

    এরপরই র‌্যাব কর্মকর্তা আসামি সাতজনকে রিমান্ডে নেয়ার আবেদন করলে আবার শুনানি শুরু হয়।

    জেলগেটে যাদের জিজ্ঞাসাবাদ করা হবে, তারা হলেন- মামলার এজাহারভুক্ত কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল মো. আবদুল্লাহ আল মামুন ও এএসআই লিটন মিয়া। এ ছাড়া মামলার আরও দুই আসামি এসআই টুটুল ও কনস্টেবল মোস্তফা পলাতক রয়েছেন।

    সূত্রমতে, বৃহস্পতিবার দুপুরের পর সিনহা হত্যা মামলার দ্বিতীয় আসামি টেকনাফ থানার প্রত্যাহারকৃত ওসি প্রদীপ কুমার দাশ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার হাসপাতালে চিকিৎসার কথা বলে গাড়ি নিয়ে এলে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়। সেখান থেকে তাকে নিয়ে দুপুর ২টার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ। বিকাল ৫টার দিকে তাকে তোলা হয় কক্সবাজারের টেকনাফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে।

    এর আগে গেল বুধবার রাত ১০টায় টেকনাফ থানায় আদালতের নির্দেশে মেজর সিনহার বোনের করা হত্যা মামলাটি নথিভুক্ত হয়। ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ টেকনাফের বিচারক তামান্না ফারহার আদালতে অভিযোগ দায়ের করেন সিনহার বোন শারমিন শাহরিয়া। পরে আদালত সেটি টেকনাফ থানাকে মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন। এ ছাড়া মামলার তদন্তভার দেয়া হয় কক্সবাজার র‌্যাব-১৫-এর অধিনায়ককে।

    প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান (৩৬)। তার ওপর গুলি চালান বাহারছড়া ফাঁড়ির দায়িত্বরত পুলিশ ইন্সপেক্টর লিয়াকত। নিহত সিনহা রাশেদকে ঢাকায় সামরিক কবরস্থানে দাফন করা হয়। এই ঘটনায় বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর লিয়াকত আলীসহ ২০ জনকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। বাহারছড়া পুলিশ ফাঁড়িতে পুরো নতুন টিম দেয়া হয়েছে।

    এদিকে গেল বুধবার (৫ আগস্ট) পুলিশ সদর দফতরের একটি সূত্র জানায়, টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশকে প্রত্যাহার করা হয়েছে। থানার সেকেন্ড অফিসার পরিদর্শক এ‌বিএম দোহাকে এ পদে দায়িত্ব দেয়া হয়।

    ২৪ ঘণ্টা/এম আর

  • শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা সম্পন্ন

    শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা সম্পন্ন

    ২৪ ঘন্টা ডট নিউজ। ডেস্ক : শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক প্রতিষ্ঠান শহীদ লিয়াকত স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২১তম শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। দেশের ১২টি জেলায় একযোগে অনুষ্ঠিত এবারের পরীক্ষায় অর্ধ-লক্ষাধীক পরিক্ষার্থী অংশগ্রহণ করেছে। 

    ১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকে শহীদ লিয়াকত স্মৃতি সংসদ সমাজ সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। শহীদ লিয়াকত স্মৃতি সংসদ সমাজ সেবামূলক বিশেষ কর্মসূচি হিসাবে বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে।

    এবার রাজধানী ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, হবিগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলায় মোট ৭৫টি কেন্দ্রে অর্ধ-লক্ষাধীক পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

    আগামী ১০ ফেব্রুয়ারি বিকাল ৪টায় এর ফলাফল প্রকাশিত হবে। লিয়াকত স্মৃতি সংসদের পরিচালক প্রকৌশলী মুহাম্মদ আরিফ উদ্দিন বলেন, ‘বেসরকারি পর্যায়ে এটি অন্যতম বৃহত্তম এবং ধারাবাহিক বৃত্তি পরীক্ষা।

    তিনি বলেন, পরীক্ষা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা আগামীতে এ বৃত্তি পরীক্ষা দেশের একটি মডেল পরীক্ষা হিসাবে প্রতিষ্ঠা করবো।

    “শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি” ১৯,পরীক্ষায় যেসব শিক্ষার্থী অংশ গ্রহণ করেছেন, শিক্ষক শিক্ষিকা অভিভাবক, মিডিয়া ব্যক্তিবৃন্দ আমাদের সহযোগীতা করেছেন, সবাইকে “শহীদ লিয়াকত স্মৃতি সংসদ, হলদিয়া জোনের” পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতেছি।