২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : করোনাকালেও চট্টগ্রাম নগরীতে সক্রিয় রয়েছে চোরের দল। আজ ৩০ মে শনিবার ভোরে নগরীর বায়েজিদ থানা জেলা পরিষদ আবাসিক এলাকার চৌধুরী ভিলার তৃতীয় তলায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটিয়েছে এ চোরের দল।
পারিবারিক সূত্রে জানা যায়, জানালার গ্রিল কেটে চোরের দল ঘরে প্রবেশ করে প্রায় ১৫-২০ ভরি স্বর্ণালংকার, নগদ ২৫ হাজার টাকা ও একটি দামি ল্যাপটপ লুট করে নিয়ে যায়। ঘরের মধ্যে পাওয়া একটি চেকতানাশক ওষূধের কৌটা দেখে পুলিশ ধারণা করছে চোরের দল ঘুমের মধ্যেই সকলকে অজ্ঞান করে তারপর চুরি সম্পন্ন করেছে।
জানা যায়, হাটহাজারীর চারিয়া বুড়িপুকুর পাড় এলাকার বাসিন্দা মো. আলমগীর দীর্ঘদিন ধরে ওমানে থাকেন। তবে তার দুই মেয়ের পড়ালেখার সুবিধার্থে বায়েজিদ এলাকার চৌধুরী ভিলার তৃতীয় তলায় বাসা ভাড়া নিয়ে সন্তানদের সাথেই থাকেন তার স্ত্রী।
ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষে থানায় মামলা দায়েরের পর চুরির ঘটনাটি তদন্ত করে দেখবেন বলে জানিয়েছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিটন সরকার।
২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স