Tag: লোকালয়ে

  • বোয়ালখালীতে ফের লোকালয়ে আসা হাতির কবলে পড়ে কৃষক নিহত

    বোয়ালখালীতে ফের লোকালয়ে আসা হাতির কবলে পড়ে কৃষক নিহত

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে ফের লোকালয়ে আসা হাতির কবলে পড়ে নিহত হয়েছেন রূপন দাশ নামের এক কৃষক।

    সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গ্রামের সূর্যব্রত বিলে এ ঘটনা ঘটে।

    নিহত কৃষক রুপন দাশ(৪২) একই এলাকার যতীন্দ্র দাশের ছেলে। তিনি ১ ছেলে ও ১ মেয়ের রয়েছে।

    বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী বলেন, বাড়ির পাশে সবজি ক্ষেতে কাজ করার সময় হাতির কবলে পড়ে ঘটনাস্থলেই মারা যান রূপন দাশ। তাঁর স্ত্রী’র আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন ছাত্র লীগ সভাপতি মো.ইউনুচ আজম খোকন জানান, গত একমাস ধরে পাহাড় থেকে লোকালয়ে হাতির পাল প্রায় প্রতিদিনই নেমে এসে ক্ষয়ক্ষতি করছে। গত এক সপ্তাহে ঘরবাড়ি ভাঙ্গচুর, ফসলের ব্যাপক ক্ষতি সাধন করেছে বন্য হাতির দল।

    এর আগে গত ২৪ নভেম্বর লোকালয়ে আসা বন্য হাতির আক্রমণে ৩ জন নিহত হয়েছিলেন। তাদের মৃত্যুতে সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।

  • বোয়ালখালীতে লোকালয়ে আসা হাতির আক্রমণে নিহত ৩

    বোয়ালখালীতে লোকালয়ে আসা হাতির আক্রমণে নিহত ৩

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার লোকালয়ে আসা হাতির আক্রমণে এ পর্যন্ত তিনজন নিহত হয়েছে। এসব বন্য হাতির আক্রমনে আবাদি জমির ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

    রবিবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার কধুরখীল, সৈয়দনগর ও জ্যৈষ্ঠপুরায় এলাকায় হাতির পৃথক আক্রমণের শিকার হয়ে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী।

    কধুরখীল ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল করিম ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, সকালে ৪/৫টি হাতি কধুরখীল তৈয়্যবিয়া তাহেরীয়া সুলতান মোস্তফা কমপ্লেক্সের পূর্বপাশে শরীফ পাড়া এলাকায় শস্যক্ষেতে কাজ করার সময় স্থানীয় আবদুল লতিফ মিস্ত্রির সন্তান আবু তাহের মিস্ত্রি (৬০) হাতি আক্রমণের শিকার হন। ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। তিনি ৩পুত্র ও ১ কন্যা সন্তানের জনক। নিহতের বাড়ি কধুরখীল শরীফপাড়া আলী আহমদ মিস্ত্রির বাড়ি।

    অন্যদিকে পূর্ব সৈয়দনগরে হাতির আক্রমনে মারা গেছেন খরণদ্বীপ বিজান বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জাকের হোছাইন (৬৫)। তিনি চরণদ্বীপ ইউনিয়নের পূর্ব সৈয়দনগর জাকের মাস্টারের বাড়ির মৃত আবদুল মোনাফের ছেলে।

    নিহতের কন্যা ফাহমিনা আফরোজ তারিন ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, সকালে চাঁন্দারহাট জামে মসজিদের পাশে হাতির পাল তাঁর বাবাকে(জাকের মাস্টার) আক্রমন করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়াতে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

    এদিকে হাতির পালটি পাহাড়ের দিকে যাওয়ার পথে শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের আমির পাড়ার আবদুল মাবুদ (৬০) নামে এক কৃষককে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

    স্থানীয় ইউপি সদস্য মো. হাছান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, হাতির আক্রমণে আবদুল মাবুদের মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় আলী আহমদের ছেলে। তার ১ছেলে ৩মেয়ে রয়েছে।

    এ ব্যাপারে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। হাতিগুলো দু’ভাগে বিভক্ত হয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থলের আছে জানিয়ে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

    উল্লেখ্য, গত শনিবার ভোরে জ্যৈষ্ঠপুরা পাহাড় থেকে লোকালয়ে নেমে আসে বাচ্চাসহ ৯টি হাতি। দিনভর হাতিগুলো পূর্ব কধুরখীল বায়তুল জামে মসজিদের সুপারী বাগানে অবস্থান নেয়।

    রবিবার সকালে দুভাগে বিভক্ত হয়ে একদল কধুরখীল -চরণদ্বীপের দিকে যাায়, অন্যদল খরণদ্বীপ হয়ে পাহাড়ের দিকে যায়। এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

  • বোয়ালখালীর লোকালয়ে নেমেছে হাতির পাল, উৎসুক জনতার ভীড়

    বোয়ালখালীর লোকালয়ে নেমেছে হাতির পাল, উৎসুক জনতার ভীড়

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব কধুরখীল এলাকায় বাচ্চাসহ একদল হাতির পাল নেমে এসেছে। এ খবরে উৎসুক জনতা ভীড় জমিয়েছে এলাকায়।

    শনিবার (২৩ নভেম্বর) ভোরের দিকে এই হাতির পাল লোকালয়ে নেমে আসে। হাতির পালটি পূর্ব কধুরখীল বায়তুল ফালাহ জামে মসজিদের সুপারী বাগানে অবস্থান করছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, এই হাতির পালে ৩টি বাচ্চাসহ ৮টি হাতি রয়েছে। স্থানীয় উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, বন বিভাগ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই হাতির পালকে নিরাপদে পাহাড়ে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন।

    বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ জানান, হাজার হাজার মানুষ এলাকার চতুর দিকে অবস্থান নিয়েছে এই হাতির পালকে দেখতে। মানুষের ভীড়ের কারণে এসব হাতিতে পাহাড়ের দিকে তাড়ানো যাচ্ছে না।

    তিনি বলেন, হয়তো খাদ্যের সন্ধানে পাশ্ববর্তি জৈষ্ঠ্যপুরা পাহাড় থেকে এ হাতির পাল নেমে এসেছে। উৎসুক জনতাকে সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।

    স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার ও শুক্রবার ভোরে হাতির পালটিকে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ভান্ডালজুড়ি এলাকায় দেখা গিয়েছিল। সম্ভবত এ হাতির পালটি কধুরখীল এলাকায় গিয়ে পৌঁছেছে। এখনো পর্যন্ত লোকালয়ে তেমন একটা ক্ষয়ক্ষতি করেনি তারা।