Tag: লোকেশ রাহুল

  • রোহিত-রাহুল ঝড়ে ভারতের রানের পাহাড়

    রোহিত-রাহুল ঝড়ে ভারতের রানের পাহাড়

    তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে বড় ব্যবধানে হেরে সিরিজে পিছিয়ে আছে ভারত। সিরিজে ফেরার ম্যাচে রোহিত শর্মা- লোকেশ রাহুলের শতক এবং রিশাভ পান্ট ও শ্রেয়াস আইয়ারের টর্নেডো ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ভারতের সংগ্রহ ৫ উইকেটের বিনিময়ে ৩৮৭ রান।

    বিশাখাপত্নমে টস জিতে স্বাগতিক ভারতকে আগে ব্যাটিং করার জন্য আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ক্যারিবিয়ান অধিনায়ক কাইরন পোলার্ডের সিদ্ধান্ত ভুল প্রমাণ করতে বেশি সময় নেননি ভারতের দুই ওপেনার। শুরু থেকেই স্বভাবসুলভ দ্রুত রান তুলতে থাকেন রোহিত ও রাহুল। ১০ ওভারের আগেই ৫০ রান পূর্ণ করেন তারা। ১২১ বলে দলীয় ১০০ রান পূরণ হয় ভারতের।

    দুই ভারতীয় ওপেনারের ব্যাট থেকেই আসে শত রানের ইনিংস। তাদের ২২৭ রানের জুটি ভাঙেন আলজারি জোসেফ। রাহুলকে রস্টন চেজের তালুবন্দী করান তিনি। ফেরার আগে এই ডানহাতি ব্যাটসম্যান করেন ১০২ রান। তার ১০৪ বলের ইনিংসটিতে ছিল ৮টি চার ও ৩টি ছয়।

    ভারতের রানবন্যার দিনে পুরোপুরি ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। রাহুলের সাথেই সাথেই প্যাভিলিয়নে পথ ধরেন ভারতীয় অধিনায়ক। রানের খাতা খোলারই সুযোগ পাননি তিনি। প্রথম বলেই ক্যারিবিয়ান অধিনায়ক কাইরন পোলার্ডের শিকার হন কোহলি।

    তারপরে শ্রেয়াশ আইয়ারকে নিয়ে এগোতে থাকেন রোহিত। তরুণ এই ব্যাটসম্যানের সাথে ৬০ রানের জুটি গড়ে বিদায় নেন ভারতীয় ওপেনার। শেলডন কটরেলের শিকার হওয়ার আগে করেন ১৫৯ রান। তার ১৩৮ বলের ইনিংসটি সাজানো ছিল ১৭টি চার ও ৫টি ছয়ে।

    শেষের দিকে টর্নেডো চালান রিশাব পান্ট ও শ্রেয়াশ। ২৫ বলে ৭৩ রানের জুটি গড়েন এই দুই তরুণ ব্যাটসম্যান। কেমো পল পান্টকে ফেরালে ভেঙে যায় তাদের জুটি। পান্টের ব্যাট থেকে আসে ১৬ বলে ৩৯ রান। তার ইনিংসে ছিল ৩টি চার ও ৪টি ছয়ের মার। শ্রেয়াশ করেন ৩২ বলে ৫৩ রান। তার ইনিংসে ছিল ৩টি চার ও ৪টি ছয়।

    তাদের বিদায়ের পরে ১০ বলে ১৬ রানের ছোট্ট ঝড় তোলেন কেদার যাদব। নির্ধারিত ৫০ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটের বিনিময়ে ৩৮৭ রান।

    সংক্ষিপ্ত স্কোর:
    ভারত ৩৮৭/৫ ( ৫০ ওভার)
    রোহিত ১৫৯, রাহুল ১০২, শ্রেয়াশ ৫৩, পান্ট ৩৯, কেদার ১৬*;
    পোলার্ড ১/২০।