Tag: লোহাগাড়া

  • লোহাগাড়ায় ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

    লোহাগাড়ায় ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

    লোহাগাড়ায় উপজেলার পদুয়া ইউনিয়নে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকচাপায় ৩ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

    সোমবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নয়াপাড়ায় মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- লোহাগাড়ার পদুয়া এলাকার জালাল আহমদের ছেলে মো. আবছার (৪০), চুনতি এলাকার আব্দুল কাদেরের ছেলে জুবায়ের (২৫) ও রাঙ্গুনিয়া থানার বাবুলের ছেলে মো. জাহেদ (২৭)।

    দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফানবলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার সড়কের লোহাগাড়ার পদুয়ার নয়াপাড়া এলাকায় চট্টগ্রামমুখী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ধুমড়ে-মুচড়ে যায়। তিনজনের মৃত্যু হয়। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আনইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • চেয়ারম্যান যে দলেরই হোক, উন্নয়ন বরাদ্দে কোন বৈষম্য হবে না- মোতালেব এমপি

    চেয়ারম্যান যে দলেরই হোক, উন্নয়ন বরাদ্দে কোন বৈষম্য হবে না- মোতালেব এমপি

    লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রাম- ১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোতালেব সিআইপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদাঙ্ক অনুসরণ করে উন্নয়ন কাজ করে সামনের পথ পাড়ি দিয়ে এগিয়ে যেতে চাই। আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পূর্বে সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালে উন্নয়ন বরাদ্দে কোন বৈষম্য করিনি। রেসিও অনুযায়ী আমি প্রতিটি ইউপি চেয়ারম্যানকে বরাদ্দ দিয়েছি। সংসদ সদস্য নির্বাচিত হয়েও তার বৈত্যয় ঘটবে না। ইউপি চেয়ারম্যান যে দলেরই হোক উন্নয়ন বরাদ্দে কোন বৈষম্য হবে না।

    সোমবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় লোহাগাড়া উপজেলা পরিষদ কনফারেন্স হলে আয়োজিত উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর লোহাগাড়ায় উপজেলা প্রশাসনের এ প্রথম আনুষ্টানিক কোন সভায় আব্দুল মোতালেব সিআইপি বক্তব্য রাখেন। এ সভাটি যেন বিশাল একটি মতবিনিময় সভায় পরিণত হয়।

    সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে আব্দুল মোতালেব সিআইপি আরও বলেন, কতিপয় খারাপ লোক নির্বাচনের পর এলাকায় আইন শৃঙ্খলার অবনতি ঘটানো হচ্ছে বলে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন। আমি এবং আমার পক্ষে নির্বাচন পরিচালনাকারী আওয়ামী লীগ নেতাকর্মীদের পরিকল্পিতভাবে বিতর্কিত করার চেষ্টা চালানো হচ্ছে। এজন্য আমি গত রবিবার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে আমার আনুষ্টানিক প্রতিক্রিয়া এবং সাতকানিয়া-লোহাগাড়ার প্রকৃত বিষয় সমুহ সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরেছি।

    তিনি আরও বলেন, অবৈধভাবে বালি উত্তোলন ও কৃষি জমির টপসয়েল কাটার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং কৃষি জমি দিন দিন হ্রাস পাচ্ছে। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা অনুযায়ী প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে। নিজের লোক হলেও অবৈধভাবে বালু উত্তোলন এবং মাটি খেকোদের কোন ছাড় দেয়া হবে না বলে জানান তিনি। উপজেলার পুটিবিলায় অবৈধভাবে স্থাপিত বালুর চাঁদার গেইট বন্ধ করার নির্দেশ দেন তিনি।

    উপজেলা সদর বটতলী মোটর ষ্টেশনে যানজটের কারণে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বটতলী মোটর ষ্টেশন যানজট মারাত্বক আকার ধারণ করেছে। বটতলী শহর উন্নয়ন কমিটিকে নতুন করে সাজিয়ে কাজে লাগাতে হবে। স্টেশনের ফুটপাত দখলমুক্ত করতে হবে। বটতলী মোটর ষ্টেশনকে যানজটমুক্ত করতে উপজেলা প্রশাসন, থানা পুলিশ প্রশাসন ও শহর উন্নয়ন কমিটিকে যৌথভাবে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার আহবান জানান।

    উপজেলার স্বাস্থ্য সেবার বিষয়ে নব-নির্বাচিত সংসদ সদস্য বলেন, কমিউনিটি ক্লিনিকের শতভাগ সুফল যেন প্রান্তিক জনগোষ্ঠী পায় সেই ব্যবস্থা নিতে হবে। প্রতি দুই মাস অন্তর অন্তর সভা করে কমিউনিটি ক্লিনিককে জবাবদিহির আওতায় আনারও আহবান জানান তিনি।

    লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, সহকারী কমিশনার (ভুমি) নাজমুন লায়েল, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার ও লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম প্রমুখ। এছাড়াও সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান এবং ইউপি চেয়ারম্যানগণ বক্তব্য রাখেন।

  • লোহাগাড়ায় সাংবাদিক জাহেদকে মারধর করে ক্যামেরা ছিনতাই : এক নারী গ্রেপ্তার

    লোহাগাড়ায় সাংবাদিক জাহেদকে মারধর করে ক্যামেরা ছিনতাই : এক নারী গ্রেপ্তার

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় হাসান বৈদ্য নামে এক প্রতারকের প্রতারণার তথ্য সংগ্রহ করে ফেরার পথে সাংবাদিক জাহেদুল ইসলামকে মারধর করে ক্যামেরা ছিনতাইয়ের ঘটনায় সাজু আক্তার নামের এক নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

    বৃহস্পতিবার (১ জুন) দিনগত রাত ২টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের রাজঘাটা এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

    সে উপজেলার চরম্বা পূর্ব রাজঘাটা ফরেস্ট অফিস সংলগ্ন ফকিরখিল এলাকার নুরুল আলমের স্ত্রী বলে জানা গেছে।

    সে ঘটনার পর থেকেই গ্রেপ্তার এড়াতে ওই আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন।

    হামলার শিকার সাংবাদিক জাহেদুল ইসলাম জানান, সাজু আক্তার সাংবাদিক জাহেদুল ইসলামের ওপর হামলার সময় অন্যান্য হামলাকারীদের সঙ্গে নেতৃত্ব দিয়ে তাকে গলায় রশি দিয়ে টেনে কিল, ঘুষি ও লাথি মেরে অন্ডকোষ চেপে ধরে মারাত্মক জখম করেছে।

    লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান বলেন, সাংবাদিক জাহেদের ওপর হামলার ঘটনার পর পরই সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশে থানায় মামলা রেকর্ড করেছি। এরপর আসামিদের ধরতে অভিযান শুরু করি। বৃহষ্পতিবার দিনগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চরম্বার এক আত্মীয়ের বাড়ি থেকে আসামী সাজু আক্তারকে গ্রেফতার করি। তাকে শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনায় অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

    এদিকে, সাংবাদিক জাহেদুল ইসলামের ওপর হামলার ঘটনায় বৃহষ্পতিবার রাতে ৫ জনের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

  • শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে লোহাগাড়ায় আ. লীগের মিছিল-সমাবেশ

    শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে লোহাগাড়ায় আ. লীগের মিছিল-সমাবেশ

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ।

    সোমবার (২২ মে) বিকাল সাড়ে ৫ টায় বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলা সদর বটতলী মোটর ষ্টেশন প্রদক্ষিণ করেন। পরে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে প্রতিবাদ এক সমাবেশ অনুষ্টিত হয়।

    উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু।

    সমাবেশে বক্তব্য রাখেন লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, উপ-দপ্তর সম্পাদক এম. এস মামুন, উপজেলা কৃষক লীগের সভাপতি আলী আহমদ, তাঁতী লীগের আহবায়ক নাছির উদ্দীন, কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী ইছহাক মিয়া, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা ও চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছহাব উদ্দিন প্রমুখ।

    বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি- সাধারণ সম্পাদকসহ পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নেই- আমিনুল ইসলাম

    স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নেই- আমিনুল ইসলাম

    লোহাগাড়া প্রতিনিধি :বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, আগামীতে একটি আধুনিক, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের সামনে শেখ হাসিনার কোন বিকল্প নেই। আজকের বিশ্ব অর্থনৈতিক সংকটের মাঝেও দেশের অর্থনীতির চাকা সচল রেখেছে বলেই আজ বিশ্ব নেতৃবৃন্দ শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ। তাকে দেখছেন অনুপ্রেরণা হিসেবে।

    আজ শুক্রবার (১২ মে) সকাল ১১ টায় সাতকানিয়া উপজেলার গরিবারঝিল ও নলুয়া ইউনিয়নে সাম্প্রতিক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৮ টি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন।

    তিনি আরো বলেন, কোভিড উত্তর রাশিয়া ইউক্রেন যুদ্ধকালীন চরম বিশ্ব অর্থনৈতিক মন্দার মাঝেও বাংলাদেশ অনেকের চেয়ে ভালো অবস্থানে আছে শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভিশনারী, ডায়নামিক ও দূরদর্শী নেতৃত্বের জন্যে। যে কারণে আজ বিশ্ব ব্যাংক, আইএমএফ সহ বিশ্ব নেতৃবৃন্দ শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ।

    তিনি বলেন, শেখ হাসিনা আজ শুধু আমাদের নয়, খোদ বৃটেনের প্রধানমন্ত্রী ঋষি সোনাকের কাছেও বড় প্রেরণার নাম। তিনি বলেন, যে কোন বিপদ-আপদ ও সংকটে আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। তাই এই দেশের জনগণ আবারো শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পেতে চায়। এই লক্ষ্যে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

    এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার ফরিদুল আলম, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ শাহজাহান, সাতকানিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর লালু, সাধারণ সম্পাদক একেএম আসাদ, প্রবীণ আওয়ামী লীগ নেতা মাস্টার ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আহমেদ মিয়া, মদিনা আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি ইদ্রিস, আ.ন.ম সেলিম, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তৈয়বুল হক বেদার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আজিজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জায়েদ বিন কাশেম, কৃষকলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন, লুৎফুর রহমান, যুবলীগ নেতা এসএম আজিজ, ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক তোফাজ্জল হোসেন তুহিন, ছাত্রলীগ নেতা তাসরিফুল ইসলাম জিল্লু ও মোরশেদুল আলম প্রমুখ।

  • দেশের যে কোন দুর্যোগ-সংকটে আওয়ামী লীগ মানুষের পাশে দাঁড়িয়েছে- আমিনুল ইসলাম

    দেশের যে কোন দুর্যোগ-সংকটে আওয়ামী লীগ মানুষের পাশে দাঁড়িয়েছে- আমিনুল ইসলাম

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মাদ আমিনুল ইসলাম আমিন বলেছেন, আওয়ামী লীগ জনমুখী রাজনৈনিক দল। দেশের যে কোন দুর্যোগ ও সংকটে আওয়ামী লীগ সব সময় জনগণের পাশে দাঁড়িয়েছে। বর্তমানে বাংলাদেশে ৫০ লক্ষ পরিবার ওএমএসের মাধ্যমে খাদ্য সহায়তা, ১০ লক্ষ পরিবার ভিজিটি সুবিধা, এক লক্ষ পরিবার ন্যায্যমুল্যে নিত্যপণ্য ক্রয় সুবিধা পাচ্ছেন। এছাড়াও বঙ্গবন্ধু কন্যার নির্দেশনায় সারা দেশে আওয়ামী লীগের ইফতার পার্টির আয়োজনের অর্থ দিয়ে গরীব ও অসহায় মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।

    তিনি আরও বলেন, বিশ্বে অর্থনৈতিক মন্দার প্রভাবে যেখানে ইউরোপ, আমেরিকা ও সুইজারল্যান্ডের মতো দেশে অনেক ব্যাংক বন্ধ হয়ে গেছে, শ্রীলঙ্কা আগেই দেউলিয়া হয়ে গেছে সেখানে বাংলাদেশের পরিস্থিতি অনেক ভালো আছে। বাংলাদেশে একজন শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশ অনেকটা নিরাপদে রয়েছে।

    মঙ্গলবার (২৮ মার্চ) বিকেল ৩টায় সাতকানিয়া-লোহাগাড়ায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, নলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমদ মিয়া ও সাতকানিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাষ্টার ফোরক আহমদ প্রমুখ।

    এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, মুজিবুর রহমান মুজিব, মাষ্টার মো : মিয়া ফারুক, দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, নাজিম উদ্দিন, আবচার আহমদ, নুরুল হক কন্ট্রাক্টর, সাতকানিয়া কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ ঢালু, সাধারণ সম্পাদক নুর হোসাইন, লোহাগাড়া কৃষকলীগের সভাপতি আলী আহমদ ও ছাত্রলীগের সাবেক আহবায়ক এস.এম আজিজ প্রমুখ।
    এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলামের ব্যক্তিগত তহবিল থেকে সাতকানিয়া- লোহাগাড়ার ৬ হাজার অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

  • চট্টগ্রামে ছেলের বিরুদ্ধে আদালতে দাঁড়িয়ে বয়োবৃদ্ধ বাবার মামলা

    চট্টগ্রামে ছেলের বিরুদ্ধে আদালতে দাঁড়িয়ে বয়োবৃদ্ধ বাবার মামলা

    চট্টগ্রাম আদালতে ছেলের বিরুদ্ধে মামলা করেছেন হাফেজ আবুল মোজাফফর (৭৮) নামের এক ব্যক্তি। মামলায় তার ছেলে মোহাম্মদ ইয়াসিনের (৪৫) বিরুদ্ধে জোরপূর্বক জমি লিখিয়ে নেওয়া, টাকা আদায় ও চাঁদা দাবির অভিযোগ করেছেন তিনি।

    বৃহস্পতিবার (২৩ মার্চ) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও বন আদালতের বিচারক বেগম ফারজানা ইয়াসমিনের আদালতে এ মামলা দায়ের করা হয়। মামলাটি আমলে নিয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জকে (ওসি) প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন আদালত।

    মামলার বাদী হাফেজ মোজাফফর ও অভিযুক্ত ইয়াসিনের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে। হাফেজ মোজাফফর চট্টগ্রাম নগরের মিসকিন শাহ মাজার সংলগ্ন মসজিদের মুয়াজ্জিন।

    মামলার অভিযোগে উল্লেখ করা হয়, প্রথম স্ত্রী অসুস্থ হলে ২০১১ সালে দ্বিতীয় বিয়ে করেন ভুক্তভোগী হাফেজ মোজাফফর। ২০১৪ সালে তার প্রথম স্ত্রী মারা যান। অভিযুক্ত ইয়াসিন তার প্রথম স্ত্রীর সন্তান। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর থেকে ইয়াসিন বাবার বাড়িটি একা ভোগদখল করতে চান। নানা সময়ে ইয়াসিন তার বাবার কাছ থেকে বিভিন্ন প্রয়োজনের কথা বলে মোট ৩ লাখ ৭ হাজার ৪৩৫ টাকা ধার নেন। ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর একটি দুর্ঘটনায় ভুক্তভোগী মোজাফফরের পা ভেঙে যায়। ওই সময় তিনি স্বাভাবিক চলাফেরা করতে পারতেন না।

    এ সুযোগে ২০১৬ সালের ৯ অক্টোবর প্রাণনাশের হুমকি দিয়ে বাবার কাছ থেকে জোরপূর্বক ১৬ শতাংশ জমি লিখে নেন অভিযুক্ত ইয়াসিন। এরপর থেকে ইয়াসিন তার বাবাকে দ্বিতীয় স্ত্রী নিয়ে বাড়ি থেকে চলে যেতে হুমকি দিতে থাকেন। সবশেষ গত ১৫ ফেব্রুয়ারি ও ১৬ মার্চ হাফেজ মোজাফফর ও তার দ্বিতীয় স্ত্রীকে বাড়ি থেকে চলে যেতে হুমকি দেন ইয়াসিন। এ সময় ইয়াসিনের কাছ থেকে ধারের টাকা ও জোর করে লিখে দেওয়া জমি ফেরত চান হাফেজ মোজাফফর। এরপর জমি ফেরত দিলে বাবার কাছ থেকে ১০ লাখ টাকা দাবি করেন ইয়াসিন।

    মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান বলেন, আদালতে বয়োবৃদ্ধ বাবা হাজির হয়ে তার ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলাটি আমলে নিয়ে লোহাগাড়ার ওসিকে তদন্তের আদেশ দিয়েছেন আদালত।

  • স্বপ্নের ঠিকানা পেল ৩৮৪ পরিবার :  ‘ভূমিহীন ও গৃহহীনমুক্ত’ হলো লোহাগাড়া উপজেলা

    স্বপ্নের ঠিকানা পেল ৩৮৪ পরিবার : ‘ভূমিহীন ও গৃহহীনমুক্ত’ হলো লোহাগাড়া উপজেলা

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেছে সরকার। গত ২০২২ সনের ২৭ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় পর্যায়ে বরাদ্দকৃত ঘরগুলো উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লোহাগাড়াকে ভুমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে এ ঘোষণা দেন।

    তিনটি ধাপে নির্মিত উপজেলার চুনতি, বড়হাতিয়া, আধুনগর, পুটিবিলা, চরম্বা ও পদুয়া ইউনিয়নের ৩৮৪টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ করে জমিসহ ঘর উপহার দিয়ে লোহাগাড়াকে ভুমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    মঙ্গলবার (২১ মার্চ) দুপুর ১২টায় উপজেলা কনফারেন্স হল রুমে স্থানীয় সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো : শরীফ উল্যাহ এসব তথ্য জানান।

    ব্রিফিংকালে ইউএনও শরীফ আরো জানান, বুধবার সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থ ধাপে সারাদেশে ৩৯,৩৬৫ টি ঘর উদ্বোধন এবং গৃহহীনদের মাঝে হস্তান্তর করবেন। একই সাথে দেশের ৭টি জেলা ও ১৫৯টি উপজেলাকে ভুমিহীন ও গৃহহীনমুক্ত হিসেবে ঘোষণা করবেন। সারা দেশে ইতোপূর্বে ১ম ধাপে ৬৩, ৯৯৯টি, ২য় ধাপে ৫৩, ৩৩০টি ও ৩য় ধাপে ৩২, ৯০৪টি সহ সর্বমোট ১,৫০,২৩৩টি পরিবারের নিকট ঘর হস্তান্তর করা হয়েছে।

    এদিকে, উপজেলার ৬টি ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পগুলো ঘুরে দেখা গেছে, গৃহহীনরা খুব খুশি জমির দলিল ও ঘর বুঝে পেয়ে। তারা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

    এ প্রসঙ্গে জানতে চাইলে পুটিবিলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর হোছেন মানিক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে গৃহহীনদের বাঁচার স্বপ্ন জোরালো হয়েছে। তারা এখন নতুন করে সব সাজাচ্ছেন।

    প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুল আলম শাওন ভূইয়া, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ বেঙ্গল ও লোহাগাড়া উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোসলেহ উদ্দিন প্রমুখ।

  • লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনার ১০দিন পর আহত যুবক আনোয়ারের মৃত্যু

    লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনার ১০দিন পর আহত যুবক আনোয়ারের মৃত্যু

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়ায় সড়ক দুর্ঘটনার ১০ দিন পর মোহাম্মদ আনোয়ার (৩৫) নামে আহত এক যুবকের মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

    আনোয়ার উপজেলার কলাউজান ইউনিয়নের পূর্ব কলাউজান হাজির পাড়ার সিরাজুল ইসলামের পুত্র এবং তিন সন্তানের জনক।

    কলাউজান ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আনোয়ার দীর্ঘদিন ধরে পদুয়ায় একটি অটো রাইসমিলের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার দিন গত ১১ মার্চ সকালে সিএনজি চালিত অটোরিক্সাযোগে কর্মস্থলে যাওয়ার পথে পদুয়ার তুলাতলী এলাকায় পৌঁছলে ওভারটেক করতে গিয়ে আরেকটি অটোরিক্সার পেছনে ধাক্কা দেয়। এসময় আনোয়ার অটোরিক্সা থেকে ছিটকে পড়ে বুকে গুরতর আঘাতপ্রাপ্ত হন।

    স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারী হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১০ দিন ধরে মৃত্যুর সাথে লড়াই করে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় জানাজার নামাজ শেষে পূর্ব কলাউজানের হাজী পাড়াস্থ পারিবারিক কবরস্থানে নিহত আনোয়ারের লাশ দাফন করা হয়েছে ।

    এদিকে, সড়ক দুর্ঘটনায় যুবক আনোয়ারের অকাল মৃত্যুতে স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। তার আত্নীয়- স্বজনদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

  • লোহাগাড়ায় প্রবাসীর অর্ধগলিত লাশ উদ্ধার : স্ত্রী, শাশুড়ী ও শালিকা আটক

    লোহাগাড়ায় প্রবাসীর অর্ধগলিত লাশ উদ্ধার : স্ত্রী, শাশুড়ী ও শালিকা আটক

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় পুটিবিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড পহরচান্দার পাহাড়ী টিলা এলাকার নালায় মাটিচাপা অবস্থায় মনছুর আলী (২৭) নামে এক দুবাই প্রবাসীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

    এ ঘটনায় নিহত মনছুর আলীর স্ত্রী রিনা আক্তার (২৩), শ্বাশুড়ী সায়রা বেগম (৪৭) ও শালিকা রুম্মান আকতার (১৬) কে আটক করেছে পুলিশ।

    মঙ্গলবার (১৪ মার্চ) প্রায় তিন ঘন্টাব্যাপী অভিযানের পর দুপুর পৌনে ১২টায় নিহত মনছুর আলীর অর্থগলিত লাশটি উদ্ধার করা হয়েছে।

    তিনি উপজেলার পুটিবিলা ইউনিয়নের পূর্ব পহরচান্দা সেকান্দর পাড়ার ফয়েজ আহমদের পুত্র। তিনি দুই সন্তানের জনক বলে জানা গেছে।

    স্থানীয় সুত্রে জানা যায়, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি দুবাই থেকে দেশে আসেন মনছুর আলী। পরের দিন গত ১ মার্চ তিনি নিখোঁজ হন। এ ঘটনায় গত ২ মার্চ তাঁর বোন বুলবুল আক্তার বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন। গত ৮ মার্চ ৪/৫ জন অজ্ঞাতনামীয় আসামীদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় একটি অপরহণ মামলা দায়ের করেন বুলবুল। মামলাটির তদন্তের দায়িত্ব পেয়ে তদন্ত শুরু করেন থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম পিপিএম। মামলা তদন্তের এক পর্যায়ে তিনি অপহরণ ঘটনার ক্লু উদঘাটন করতে সক্ষম হন। অতপর : নিখোঁজের ১৪ দিন পর মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে দুর্ঘম পাহাড়ি এলাকায় মাটি চাপা অবস্থায় তার লাশটি উদ্ধার করেন।

    লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ আতিকুর রহমান জানান, গত ২ মার্চ সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়ন ফকির হাট এলাকা থেকে অজ্ঞাত ৪/৫ জন লোক সিএনজি যোগে পুটিবিলা পূর্ব পহরচান্দার সেকান্দর পাড়ার ফরিদ আহমদের ছেলে মনছুর আলী (২৭) নামের এক দুবাই ফেরত যুবককে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় অপহরণের শিকার মনছুরের বোন বুলবুল আকতার বাদী হয়ে গত ৮ মার্চ লোহাগাড়া থানায় অপহরণ মামলা (নং- ১৫, তারিখ : ০৮/০৩/২০২৩) দায়ের করেন।

    মামলাটি তদন্তকালে আর্থিক লেনদেন, অনৈতিক সম্পর্কের সন্দেহ ও পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে শশুর বাড়ীর লোকজনের সাথে ভিকটিম মনছুর আলীর বিরোধ চলছিল। উক্ত বিরোধের জের ধরেই ভিকটিম মনছুর আলী অপহৃত হতে পারেন মর্মে তথ্য পাওয়া যায়। উক্ত তথ্যের সূত্র ধরে তার স্ত্রী রিনা আক্তার (২৩), শাশুড়ী ছায়েরা খাতুন (৪৭) এবং শালিকা রুম্মান আক্তার (১৬) পুলিশ হেফাজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।

    তারা জিজ্ঞাসাবাদকালে ভিকটিমের অবস্থান সংক্রান্তে চাঞ্চল্যকর তথ্য প্রদান করেন। এছাড়া তথ্য প্রযুক্তির সাহায্যে ভিকটিম মনছুর আলীর সাথে কথোপকথনের ইতিহাস পর্যালোচনা করে পহরচান্দা এলাকায় ঘটনায় জড়িত ধৃত আসামী মনছুর আলীর স্ত্রী, শাশুড়ী ও শালিকাকে নিয়ে গতকাল ১৪ মার্চ মঙ্গলবার সকাল ৯টায় সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমানের তত্ত্বাবধানে লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় এসআই শরিফুল ইসলাম পিপিএম, এসআই যুযুৎসু যশ চাকমা, এসআই মোঃ নুরুন নবী, এএসআই আলমগীর হোসেন এবং স্থানীয় ২০/২৫ জন লোকসহ লোকালয় হতে প্রায় তিন মাইল দূরে পুটিবিলা ইউনিয়নের পহরচান্দার দূর্গম পাহাড়ী টিলা এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ধৃত রিনা আক্তার (স্ত্রী), ছায়েরা খাতুন (শাশুড়ী), এবং রুমন্নান আক্তার (শালিকা) দের তথ্যমতে দুপুর পৌনে ১২টায় আসামীদের বাড়ী হতে অনুমান ৩০০ গজ দক্ষিণ-পশ্চিমে লোহাগাড়া থানাধীন পুটিবিলা ইউনিয়নের পহরচান্দা পাহাড়ীটিলার পার্শ্ববর্তী নালায় মাটি চাপা ও উপরে ঝোপঝাড় দেয়া অবস্থায় ভিকটিম মনছুর আলীর লাশ পুতে রাখা অবস্থায় উদ্ধার করা হয়। ভিকটিমের ভাই খোরশেদ আলম লাশটি সনাক্ত করেন। মৃত দেহটি সম্পূর্ণ গলে গেছে। শরীর হতে চামড়া খসে গেছে। লাশটি সুরুতহালকালে মাথার ডান পার্শ্বে বড় ধরনের কাটা জখম, মৃতের দুই কান, নাক, মুখ এবং থুতনি শরীর হতে কেটে বিচ্ছিন্ন এবং শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহৃ লক্ষ্য করা যায়।
    মামলাটি তদন্তাধীন এবং ঘটনায় জড়িত অপরাপর আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

    নিহতের আত্মীয় মো : ফোরকান জানান, মনচুর আলম লেদু দুবাই প্রবাসী। শ্বশুর বাড়ির লোকজনের সাথে তার পারিবারিক বিরোধ চলে আসছিল। তার সাথে শালিকার প্রেমের সম্পর্ক ছিল। আমরা এ হত্যাকান্ডের সুষ্টু বিচার চাই।

    নিহতের বড় ভাই খোরশেদ আলম জানান, আমার ছোট ভাই মনচুর দেশে ফেরার পরের দিন হতে নিঁখোজ হন। শ্বশুর বাড়ির পরিবারের সদস্যদের সাথে তার বিরোধ ছিল। শালিকার সাথে পরকীয়া ছিল। আমরা এ হত্যাকান্ডের বিচার চাই। এ ঘটনায় জড়িতের শাস্তির দাবী জানাচ্ছি।

    স্থানীয় পুটিবিলা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোছেন মানিক জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। মনচুর আলম দুবাই প্রবাসী ও একজন রেমিটেন্স যোদ্ধা। নিখোঁজের আগের দিন তার সাথে আমার দেখা হয়েছিল। ১৪দিন পর তাঁর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সকলের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানাচ্ছি।

    এদিকে, এ ঘটনায় আটক নিহত মনছুর আলীর স্ত্রী রিনা আকতার, শ্বাশুড়ী সায়েরা বেগম, শালিকা রুম্মান আকতারকে আজ বুধবার সকালে চট্টগ্রামের সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হবে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শরিফুল ইসলাম পিপিএম।

  • লোহাগাড়ায় বাস-লেগুনা সংঘর্ষে ৩ জন নিহত

    লোহাগাড়ায় বাস-লেগুনা সংঘর্ষে ৩ জন নিহত

    চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বাসের সাথে লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।

    শনিবার (৪ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে লোহাগাড়ার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া সীমান্ত গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    দুর্ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন।
    নিহতরা হলেন- চকরিয়া উপজেলার হারবাং ৯ নম্বর ওয়ার্ড কলাতলী এলাকার আবুল বশরের পুত্র মো. হামিদুল্লাহ (২৯), একই এলাকার লাল মিয়ার পুত্র জাহাঙ্গীর আলম (২৫) ও উত্তর হারবাং করমহুরি পাড়ার দানু মিয়ার পুত্র নজরুল ইসলাম (৩৪)।

    প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখি বিজিবির বাসের সাথে যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন।

    হতাহতরা সবাই লেগুনার যাত্রী। তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।

    লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা রুবেল আলম জানান, ঘটনাস্থল থেকে নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ৪ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

  • লোহাগাড়ায় আগুনে পুড়লো ৭ বসতঘর

    লোহাগাড়ায় আগুনে পুড়লো ৭ বসতঘর

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরের ৮নম্বর ওয়ার্ডের খান মোহাম্মদ সিকদার পাড়ায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৭ পরিবারের বসতঘর। এ অগ্নিকান্ডে ৭ পরিবারের অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

    সোমবার (২০ ফেব্রুয়ারী) দিনগত রাত ২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে বলে গেছে।

    এ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ গৃহকর্তারা হলেন- মাওলানা নুরুল ইসলাম, হাফেজ রফিক আহমদ, মোহাম্মাদ জিয়াবুল, আব্দুল মজিদ, আব্দুর রউফ, তাওহিদ ও আব্দুল খালেক।

    অগ্নিকান্ডে পুড়ে যাওয়া বসতঘরগুলো হচ্ছে ইটের দেওয়াল, বাঁশের তৈরী বেড়া ও টিনের ছাউনির।

    ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন জানান, পরণের কাপড়-চোপড়গুলো ছাড়া কিছুই রক্ষা করা যায়নি।

    লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুর ছবুর ও ক্ষতিগ্রস্থ গৃহকর্তা আব্দুর রউফ জানান, দিবাগত রাত ২টার দিকে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। ক্ষতিগ্রস্থ গৃহকর্তা মোঃ জিয়াবুলের রান্নাঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারনা করা হচ্ছে। অগ্নিকান্ডের শুরুতেই আগুনের লেলিহান শিখা দ্রত ছড়িয়ে পড়ে প্রায় সব বসতঘরে। পরিবারের সদস্যদের শোর-চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।

    এদিকে, সংবাদ পেয়ে চুনতি হতে লোহাগাড়া উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনের একটি টিম রাত পৌনে ৩টার দিকে ঘটনাস্থলে পোঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন খোলা জায়গায় দিনাতিপাত করছেন বলে জানা হেছে।