Tag: লোহাগাড়ায়

  • লোহাগাড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ৬ সন্তানের জননী

    লোহাগাড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ৬ সন্তানের জননী

    নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ৬ সন্তানের এক জননী। আজ ৫ অক্টোবর (সোমবার) ভোর ৫ টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের নয়া পাড়ায় তার বাপের বাড়িতে ঘটনাটি ঘটে।

    নিহত নারীর নাম খুরশিদা বেগম। বয়স ৪৮। তিনি একই উপজেলার আধুনগর আখতারিয়া পাড়ার আবদুস শুক্কুরের স্ত্রী। পুলিশ জানিয়েছে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করা ওই নারী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিল।

    আত্মহত্যার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম। তিনি স্থানীয়দের বরাতে জানান, নিহত খুরশিদা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। কিছুদিন আগে চিকিৎসার জন্য পদুয়া ইউনিয়নের নয়া পাড়ায় বাপের বাড়ীতে যায় ৬ সন্তানের এ জননী।

    আজ সোমবার ভোরে হঠাৎ সে সকলের অগোচরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। কি কারণে খুরশিদা আত্মহত্যা করেছে পরিবারের লোকজন সেব্যাপারে কিছু বলতে পারেননি। তবে স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওসি তদন্ত।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • লোহাগাড়ায় ট্রাক-লেগুনার সংঘর্ষে নিহত ১২,আহত ৬

    লোহাগাড়ায় ট্রাক-লেগুনার সংঘর্ষে নিহত ১২,আহত ৬

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতী এলাকায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার খবর জানা গেছে।

    আজ ২১ মার্চ শনিবার রাত সাড়ে ৯টার সময় দুর্ঘটনাটি ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রশিদুল হক।

    তিনি বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। আহত ৮ জনকে হাসপাতালে নেওয়ার পথে আরো দুজন নিহত হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

    তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রশিদুল হক। তিনি বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। আহত ৮ জনকে হাসপাতালে নেওয়ার পথে আরো দুজন নিহত হয়।

    স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, লোহাগাড়া চুনতী অভিমুখী একটি যাত্রীবাহি হিউম্যান হলার চুনতী জাঙ্গালিয়া ফরেষ্ট অফিসের সামনে এলে চট্টগ্রামের উদ্দ্যেশে ছেড়ে যাওয়া একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হিউম্যান হলারের চালকসহ অন্তত ১০ জন পুরুষের মৃত্যু হয়।

    লোহাগাড়া থানার ওসি জাকির হোসেন জানিয়েছে দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার টিম ঘটনাস্থলে উপস্থিত হয়।

    ঘটনাস্থল থেকে ১০ জনের মৃতদেহ উদ্ধারের পাশাপাশি আরো ৮ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়। হাসপাতালে নেওয়ার পথে আরো দুজনের মৃত্যু হয়েছে বলে জানায় ওসি। তিনিও তাৎক্ষণিকভাবে হতাহত কারো নাম-পরিচয় জানাতে পারেনি।

  • লোহাগাড়ায় শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন

    লোহাগাড়ায় শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন

    ২৪ ঘন্টা ডট নিউজ ডেস্ক : লোহাগাড়া আধুনগর মছদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপন কান্তি নাথকে বিদ্যালয়ের সভাপতি সিরাজুল ইসলাম কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলা শিক্ষক সমিতি।

    আজ ১৯ ফেব্রুয়ারি বুধবার দুপুরে লোহাগাড়া উপজেলার সামনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকার ব্যানারে এ মানবন্ধন কর্মসূচির আয়োজন করে।

    গত ১২ ফেব্রুয়ারি বিদ্যালয় সভাপতি সিরাজুল ইসলাম প্রধান শিক্ষককে শারীরিক ভাবে লাঞ্ছিত করে । এ ঘটনায় প্রধান শিক্ষক উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার,প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ ও লোহাগাড়া থানায় জিডি করেছিলেন।

    মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা এবং শিক্ষকদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠান সভ্য মানুষের জায়গা, শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর। এ ঘটনা শিক্ষক সমাজের জন্য কলঙ্কজনক। স্কুল কমিটির সভাপতির এধরনের আচরণে উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে তিব্র নিন্দা জানানো হয়।

    সভাপতি সিরাজুল ইসলামের সদস্যপদ বাতিল করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান বক্তারা।লোহাগাড়ায় শিক্ষক লাঞ্চিতের ঘটনার প্রতিবাদে মানববন্ধন  ২

    মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক নেতা মোহাম্মদ আহমদ হোসেন, নুরুল আমিন, শাহজামাল, আবদুল কদ্দুস,মোজাহিদুল ইমলাম,মো: ফেরদৌস,মো: ইলিয়াছ, শাহেদা করিমুনিচ্ছা, রুপসী দাশ, নাছির আহমদ। এসময় ২শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

    প্রসঙ্গত: ১২ ফেব্রুয়ারি মছদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সিরাজুল ইসলাম অফিস কক্ষে আসেন এবং কোন ভূমিকা ছাড়াই বিদ্যালয়ের স্লিপ,রুটিন মেরামত ও প্রাক প্রাথমিক (২০১৮-২০১৯) বরাদ্দের হিসাব চাওয়ার পর প্রধান শিক্ষক রূপন কান্তি নাথ লিখিত হিসাব প্রদর্শন করে, প্রদর্শিত হিসাব না বুঝে চরম উত্তেজিত হয়ে লাঞ্ছিত করে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়।

  • চট্টগ্রামে বিষপানে আত্মহত্যা করেছে ৮ম শ্রেনীর মাদ্রাসা ছাত্রী

    চট্টগ্রামে বিষপানে আত্মহত্যা করেছে ৮ম শ্রেনীর মাদ্রাসা ছাত্রী

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের লোহাগাড়ায় ইয়াছমিন আক্তার নামে ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী বিষপান করে আত্মহত্যা করেছে।

    সোমবার রাত ৮ টার দিকে উপজেলার পুটিবিলা গৌড়স্থান চিরা মুড়া এলাকায় ঘটনাটি ঘটে।

    নিহত ইয়াছমিন আক্তার ওই এলাকার রিক্সা চালক শাহ আলমের মেয়ে। সে গৌড়স্থান আখতারুল উলুম দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় চেয়ারম্যান হাজী মুহাম্মদ ইউনুছ। তিনি নিহতের পরিবারের বরাতে বলেন, নিহত ইয়াছমিনকে মাদ্রাসায় যাবার সময় প্রতিদিন কিছু যুবক উত্ত্যক্ত করে আসছিলো। সোমবার সে মাদ্রাসা থেকে ফিরে এসে অপমানে বিষপান করে আত্মহত্যা করার চেষ্টা করে।

    পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে গুরুতর অবস্থায় ইয়াছমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • চট্টগ্রামের লোহাগাড়ায় আগুনে পুড়েছে ৫ দোকান

    চট্টগ্রামের লোহাগাড়ায় আগুনে পুড়েছে ৫ দোকান

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের লোহাগাড়ায় আগুনে পুড়ে গেছে ৫টি দোকান। এতে অন্তত ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে জানিয়েছন ফায়ার সার্ভিস।

    আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোররাত ৩টার দিকে উপজেলার দরবেশ হাট রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

    আগ্রাবাদ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোররাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

    এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে ৩টি মুদির দোকান, একটি লন্ড্রি ও একটি চায়ের দোকান পুড়ে গেছে।

  • লোহাগাড়ায় ২ নারীসহ তিন মাদক ব্যবসায়ি গ্রেফতার, ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার

    লোহাগাড়ায় ২ নারীসহ তিন মাদক ব্যবসায়ি গ্রেফতার, ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযান চালিয়ে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।

    শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া নামক স্থানে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১২ হাজার পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলো, ঈদগাহ জাগির পাড়া এলাকার সৈয়দ আহমদের স্ত্রী খালেদা বেগম (৩০), একই এলাকার রফিক প্রকাশ বোবা রফিকের স্ত্রী ছালেহা বেগম (৩০) এবং কক্সবাজারের ঈদগাহ ভিলিজার পাড়ার মৃত নাজির হোসেনের ছেলে শামশুল আলম (৪৫)।

    বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, তাদের কাছে আগে থেকে গোপন তথ্য ছিলো কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী একটি মাইক্রোবাসে করে কয়েকজন মাদক ব্যবসায়ি ইয়াবা পাচার করছে।

    এমন খবরে ওই এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে মাইক্রোবাসটি থামিয়ে তল্লাশী করা হয়। এসময় ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার হয় এবং ইয়াবা বহনের অপরাধে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়িকে পুলিশ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে জানালেন ওসি জাকের।

  • লোহাগাড়ায় দুই কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ : চালকের মৃত্যু

    লোহাগাড়ায় দুই কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ : চালকের মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি জাঙ্গালিয়া এলাকায় দুই কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক চালকের মৃত্যু হয়েছে।

    আজ ৩০ ডিসেম্বর সোমবার ভোরে কুয়াশার কবলে পড়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা প্রত্যক্ষদর্শীর।

    নিহতের নাম মোহাম্মদ সিরাজ (৩০)। তিনি কক্সবাজারের প্রেমখালী এলাকার মঞ্জুর রহমানের ছেলে এবং কাভার্ড ভ্যান চালক বলে জানা গেছে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন আরফাত। তিনি বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ কাভার্ড ভ্যান দুটি আটক করে হাইওয়ে থানা হেফাজতে এবং নিহতের মরদেহ সকল আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের হাতে হস্তান্তর করা হয়।

  • সাতকানিয়া-লোহাগাড়ায় হবে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ও ইকোনমিক জোন-নদভী

    সাতকানিয়া-লোহাগাড়ায় হবে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ও ইকোনমিক জোন-নদভী

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ার জমিতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল হবে। এছাড়া সাতকানিয়ার মৌলভীর দোকান থেকে কেরানীহাট পর্যন্ত সড়কের পশ্চিম পাশে করা হবে ইকোনমিক জোন। কেরানীহাট ও আমিরাবাদে ছয় লেনের দুটি ফ্লাইওভার নির্মাণও করা হবে।

    শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে নগরীর একটি রেস্টুরেন্টে সাতকানিয়া-লোহাগাড়া সাংবাদিক ফোরাম, চট্টগ্রাম আয়োজিত মতবিনিময় সভায় এসব প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী।

    ফোরামের সভাপতি ও দৈনিক চট্টগ্রাম প্রতিদিন সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক ও যুগান্তরের সিনিয়র রিপোর্টার মিজানুল ইসলাম।

    আলোচনায় অংশ নেন এমপি পত্নী ও মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য রিজিয়া রেজা চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক প্রদীপ নন্দী, জামালউদ্দিন ইউসুফ, সরোয়ার আমিন বাবু, সৈয়দ গোলাম নবী, আহমেদ মুসা, ওমর ফারুক, আকতার হোসেন, জোবায়ের মনজু, জয়া শর্মা, সৈয়দা সাজিয়া আফরিন, মিনহাজুল ইসলাম, সুজন আচার্য্য প্রমুখ।

    অনুষ্ঠানে ফোরামের পক্ষ থেকে প্রধান অতিথি সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভীকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

    আওয়ামী লীগের সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী বলেন, ‘সাঙ্গু ও ডলু নদীর ভাঙনরোধে ৫৭৭ কোটি টাকার কাজ হচ্ছে। এর মধ্যে ৩৩৩ কোটি টাকার কাজ বর্তমানে চলমান। বাংলাদেশের কোনো এমপি নদী ভাঙনরোধে এতো টাকা পেয়েছে? আমিই পেয়েছি।

    মফস্বল এরিয়াতে সবচেয়ে আলোচিত রাস্তা, দেশের সবচেয়ে সুন্দর রাস্তা হবে দুই মাসের মধ্যে, সাতকানিয়া রাস্তার মাথা থেকে গুনাগরী পর্যন্ত। এটা পটিয়া বাইপাসের চেয়ে অনেক বেশি সুন্দর হবে। ১০৬ কোটি টাকায় কাজটি হচ্ছে। স্বাধীনতার পর থেকে সাতকানিয়ায় এ রকম রাস্তা কেউ দেখেনি। এটা মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করাবো।’

    মাদার্শার পশ্চিমে দেশের সবচেয়ে সুন্দর ও বড় ইকোপার্ক হবে জানিয়ে তিনি বলেন, ‘ইকোপার্ক করার জন্য ফিজিবিলিটি স্টাডি হয়ে গেছে। সেখানে ক্যাবল কার হবে। আধুনিক রেস্টহাউস হবে। ঝুলন্ত ব্রিজ হবে, স্পিড বোট থাকবে। চুনতিতে ইসহাক মিয়া সড়ক, অহরহ কলেজ ভবন, প্রাথমিক বিদ্যালয় ভবন করেছি। ৬০ কোটি টাকায় সাতকানিয়া ও লোহাগাড়ায় দুটি কারিগরি স্কুল ও কলেজ হবে। বড় বড় শেল্টার ভবন নির্মাণ শুরু হতে যাচ্ছে।’

    চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য নদভী বলেন, ‘সাতকানিয়া-লোহাগাড়ায় এলএনজি টার্মিনাল হবে। এটা প্রক্রিয়াধীন আছে। সাতকানিয়া ও লোহাগাড়ায় রেলস্টেশন হচ্ছে। দেওদিঘী খাসমহলে যে ১০-১২ একর জায়গা আছে সেখানে হাইটেক পার্ক হবে। হাইটেক পার্কের জন্য ৫০ কোটি থেকে ১০০ কোটি টাকা পর্যন্ত বরাদ্দ দেয়া হয়। জুনায়েদ আহমেদ পলকের সাথে এ ব্যাপারে আমার কথা হয়েছে, উনাকে আমি সাতকানিয়ায় নিয়ে আসবো।’

    আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী বলেন, ‘শাহ জব্বারিয়া রোড চুনতি বাজার থেকে শুরু করে চরতি পর্যন্ত ৩৫ কিলোমিটার সড়ক হয়ে গেছে। সেটা এখন ডাবল করার জন্য পরিকল্পনা করছি। টংকাবতীতে বহুমুখী সেতু করার জন্য ইতিমধ্যে ডিও দেওয়া হয়ে গেছে। এটার কাজ শুরু হবে।

    এটা শুধু আমার ঘোষণা নয়, আবেদিন মামারও (প্রধানমন্ত্রীর সামরিক সচিব) ঘোষণা। ডলু খালের উপর ডলু ব্রিজ ছাড়া আর কোন ব্রিজ আপনারা দেখেননি অতীতে। এখন সাতকানিয়া ও লোহাগাড়া মিলে নয়টি ব্রিজের কাজ চলছে ডলু খালের ওপর।’

    সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ নদভী বলেন, ‘দেশে কয়টি স্কুল জাতীয়করণ হয়েছে? আপনারা জানেন, এমপিওভুক্তির জন্য মানুষ পাগল হয়ে যায়। কারণ এমপিওভুক্তি মানে সরকার এটার দায়িত্ব নিয়েছে। সাড়ে তিনশজন এমপির মধ্যে ভাগ করলে জনপ্রতি ৬-৭টি করে এমপিওভুক্ত স্কুল পড়ে। কিন্তু ৫০ জন এমপি-মন্ত্রী একটাও পায়নি। আমি একা পেয়েছি ২৫টি। এটা চাট্টিখানি বিষয়!’

    তিনি বলেন, ‘আমি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম করেছি, যদিও এটা আমার দখলে নেই। এটা যাদের দখলে আছে, একটা ছেঁড়া কাগজও দেখাতে পারবে না, তারা বিদেশ থেকে এক টাকা এনেছে। ডকুমেন্টস সব আমার কাছে আছে। কাতার, কুয়েত, সৌদি আরব, ওআইসি, শেখ জায়েদ ফাউন্ডেশনের সাথে আমিই চুক্তি করেছি।

    এ ধরনের বিশ্ববিদ্যালয় করতে গেলে এখন ১০ হাজার কোটি টাকা লাগবে। বাংলাদেশে এত সুন্দর বিশ্ববিদ্যালয় আর নেই। এটা আমি করেছি। এরকম একটি বিশ্ববিদ্যালয় সাতকানিয়া-লোহাগাড়ার জমিতে আমি করবোই, করবো।’

    ‘হাসপাতাল একটা দরকার। যেহেতু ছয় লেন হয়ে যাচ্ছে, রেললাইন হয়ে যাচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাবো, চেষ্টা করবো একটা সুন্দর জায়গায় যাতে একটা মেডিকেল করা যায়। কেরানীহাট ও আমিরাবাদে দুটি ফ্লাইওভার হবে। এজন্য আমি সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে কথা বলে ফেলেছি। এগুলো ছয়লেনের ফ্লাইওভার হবে’ – বলেন সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী।

    সাতকানিয়ায় ইকোনমিক জোন করার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘মৌলভীর দোকান থেকে কেরানীহাট পর্যন্ত পশ্চিম পাশের জমিগুলো পুকুর হয়ে গেছে। যেহেতু পুকুর হয়ে গেছে আর কাজে আসবে না। এক বছর পর ইটভাটা উঠে যাবে, আরব দেশের মত ব্লক ইট আসছে। সেখানে ইকোনমিক জোন করার জন্য আমি উদ্যোগ নিয়েছি। এটা ইকোনমিক জোন হলে সাতকানিয়া-লোহাগাড়া কিভাবে আলোকিত হবে, আপনারা কল্পনাও করতে পারবেন না।’

  • লোহাগাড়ায় পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

    লোহাগাড়ায় পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

    চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পানিতে ডুবে আড়াই বছরের এক শিশুপুত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টার সময় উপজেলার পদুয়া তেওয়ারীখিল এলাকার প্রবাসী মো. রিয়াজ উদ্দিনের বাড়ির পুকুরে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে।

    নিহত শিশুটির নাম আল আমিন। সে ওই বাড়ির রিয়াজ উদ্দিনের ছেলে।

    নিহতের স্বজনরা জানিয়েছেন, বাড়ির পাশে পুকুরের আশে পাশে খেলতে খেলতে কোন এক সময় আল আমিন পুকুরে পরে যায়। কিছুক্ষণ পরে তাকে দেখতে না পেয়ে বাড়ির আশে পাশে খুজতে গিয়ে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে।

    এসময় বাড়ির লোকজন পুকুর থেকে শিশু আল আমিনকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

    পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের শিশু আল আমিনের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেন লোহাগাাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন।