Tag: লোহাগাড়া

  • লোহাগাড়ায় সাবেক ইউপি সদস্যের বাড়িতে সশস্ত্র ডাকাতি : ব্যবসায়ী গুলিবিদ্ধ, আহত ৩

    লোহাগাড়ায় সাবেক ইউপি সদস্যের বাড়িতে সশস্ত্র ডাকাতি : ব্যবসায়ী গুলিবিদ্ধ, আহত ৩

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতিতে স্থানীয় সাবেক ইউপি মেম্বার হোসাইন আহমদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

    এসময় স্বসস্ত্র ডাকাতদলের সদস্যরা তাঁর বড় ভাই মৃত ছিদ্দিক আহমদের বাড়ির লোহার দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশের চেষ্টা করলে গৃহকর্তা ব্যবসায়ী মো: জাহাঙ্গীর আলম, জাহেদুল আলম ও তাহমিদুল আলম কাউসারের সাথে ডাকাতদের হাতাহাতি হয়। একপর্যায়ে ডাকাতদের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হন ব্যাবসায়ী জাহাঙ্গীর আলম (৫৫)। এতে আহত হন তাঁর ভাই জাহেদ (৪৭) ও কাউছার(২৮)।

    ১৬ জুলাই (বৃহষ্পতিবার) দিনগত গভীর রাতে উপজেলার চুনতি ইউনিয়নের মিরিখিল এলাকায় এ ডাকাতির ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ জাহাঙ্গীর আলম ওই এলাকার মৃত ছিদ্দিক আহমদের ছেলে ও বটতলীর ব্যবসায়ী। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

    ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, ঘটনারদিন রাত দেড়টার দিকে আমাদের পারিবারিক পুকুরে বড়শী দিয়ে মাছ ধরছিলেন আমার ভাগিনা ইঞ্জিনিয়ার তানভীর, নাঈমুদ্দীন, ইমরান, সালমান ও জুয়েল। এমন সময় রাত ৩টার দিকে ১০/১২ জনের মুখোশধারী একটি সশস্ত্র ডাকাত দল প্রথমে তাদের মারধর করে পুকুর সংলগ্ন আমার চাচা মনির আহমদের বাড়ীতে নিয়ে বেঁধে রাখে। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে নগদ দেড় লাখ টাকা ও ব্যবহৃত ৭টি মোবাইল সেট ছিনিয়ে নেয়। এরপর আমার আরেক চাচা চুনতি ইউনিয়ন পরিষদের স্থানীয় সাবেক মেম্বার হোসাইন আহমদের বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমিরা খোলে নগদ ৪০ হাজার টাকা ও একটি আয়রণ নিয়ে যায়।

    পরে আমার বাড়ির গ্রিলের দরজা ভেঙে ভেতরে ঢুকার চেষ্টা করলে আমি, ছোট ভাই জাহেদুল আলম ও তাহমিদুল আলম কাউছারের সাথে ডাকাতদের হাতাহাতি হয়। একপর্যায়ে আমার ডান হাতের কব্জিতে গুলি করে এবং কপালে লোহার রড় দিয়ে আঘাত করে ডাকাতরা পালিয়ে যায়। এতে আমি গুলিবিদ্ধ ও গুরতর আঘাতপ্রাপ্ত হই। এসময় আমার ভাই জাহেদুল আলম (৪৭) ও কাউছারও (২৮) আহত হয়।

    ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের প্রতিবেশী মকবুল আহমদ(৬৫) বলেন, ডাকাতি ও হামলার শিকার পরিবারের লোকজনের আত্নচিৎকার ও চেঁচামেচি শুনে আমি বাড়ি থেকে বের হয়ে সেদিকে যাওয়ার পথে ১০/১২ জনের সশস্ত্র ডাকাতের দল আমাকে চড়-থাপ্পড় মেরে আমার হাতে থাকা টর্চলাইটটি ছিনিয়ে নেয়।

    তিনি আরো জানান, ডাকাতদলের সদস্যদের মধ্যে ৬/৭ জন হাফ-প্যান্ট পরা এবং ৪/৫ জন লুঙ্গি পরা ছিল।

    এদিকে, ডাকাতির খবর পেয়ে দিনগত রাত ৪টার দিকে চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো : আলমগীর ঘটনাস্থল পরিদর্শন করেন।

    আজ শুক্রবার সকাল ১১ টার দিকে লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম, দুপুর ১২টার দিকে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    এসময় তাঁরা ডাকাতি ও হামলার শিকার পরিবারের লোকজনের সাথে কথা বলেন।

    ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা, রক্তমাখা শার্টসহ বেশকিছু আলামত জব্দ করেন। অন্যদিকে, এ ডাকাতির ঘটনায় সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

    এ প্রসঙ্গে জানতে চাইলে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়েছি। আমি নিজেও ঘটনাস্থলে গিয়েছি। আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

    ২৪ ঘণ্টা/এম আর/আজাদ

  • লোহাগাড়ায় গাড়ির ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত : আহত ১

    লোহাগাড়ায় গাড়ির ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত : আহত ১

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোহাম্মাদ জাহাঙ্গীর আলম (২৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে মোহাম্মাদ আরিফ(২৬) নামের অপর এক আরোহী।

    ১৬ জুলাই (বৃহস্পতিবার) সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার আমিরাবাদ ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

    দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. ইয়াছিন আরফাত এসব তথ্য নিশ্চিত করেছেন।

    নিহত মো. জাহাঙ্গীর উপজেলার চুনতি ইউনিয়নের হাজ্বী রাস্তার কাজীর পাড়ার মৃত জালাল আহামদের পুত্র। আহত যুবক মো. আরিফ কলাউজানের গাবতল এলাকার নুরুল আমিনের পুত্র। তাঁরা দুজনই লোহাগাড়া বটতলী শহরের মোবাইল মার্কেটের ব্যবসায়ী।

    লোহাগাড়া বটতলী মোবাইল মার্কেটের ব্যবসায়ী নেতা আ ন ম আবদুল্লাহ বাবলু জানান, ঘটনারদিন তাঁরা দুজন মোটর সাইকেলযোগে তাদের এক বন্ধুকে আনতে রাজঘাটা যাচ্ছিলেন।

    এ সময় আমিরাবাদ ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছালে একটি আজ্ঞাত গাড়ি পেছন থেকে স্বজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান জাহাঙ্গীর।

    গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা আরিফকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যায়। সেখানে আরিফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

    ২৪ ঘণ্টা/এম আর/আজাদ

  • লোহাগাড়ায় একসঙ্গে ৩ সন্তান প্রসব

    লোহাগাড়ায় একসঙ্গে ৩ সন্তান প্রসব

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় সিটি হাসপাতালে একসঙ্গে ৩ সন্তান জন্ম দিলেন মিফতাহুল জান্নাত নামের এক নারী। তিনি চরম্বা ইউনিয়ন পরিষদ (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমানের সহধর্মিণী। তাঁর বাড়ি উপজেলার চরম্বা ইউনিয়নের ঘটিয়ার পাড়ায়।

    বুধবার (১৫ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে সিজারিয়ানের মাধ্যমে এ তিন ছেলে সন্তান জন্ম দেন তিনি।

    লোহাগাড়া সিটি হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ও সার্জন ডা : কানিজ নাসিমা জানান, মঙ্গলবার বিকেল ৪টায় মিফতাহুল জান্নাতকে সিটি হাসপাতালে ভর্তি করা হয়। আজ (বুধবার) বিকেল সোয়া ৩টার দিকে আমার তত্বাবধানে সিজার করা হয় । সিজারিয়ানের মাধ্যমে পরপর জন্ম নেয় তিন ছেলে সন্তান। মা এবং তিন সন্তানই বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে ।

    এ ব্যাপারে চরম্বা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া। আমাদের ঘরে একসঙ্গে ৩ সন্তান দান করেছেন। আমি অনেক খুশি হয়েছি। আমার স্ত্রী এবং তিন সন্তান সুস্থ রয়েছেন। আমার সন্তানদের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।

    ২৪ ঘণ্টা/এম আর/আজাদ

  • লোহাগাড়ায় ফলের আড়ালে ইয়াবার আড়তদারী,ব্যবসায়ী আটক

    লোহাগাড়ায় ফলের আড়ালে ইয়াবার আড়তদারী,ব্যবসায়ী আটক

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় ফলের দোকান ও গোডাউনে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ খানে আলম (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। সে লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের রশিদার পাড়ার মৃত লাল মিয়ার ছেলে।

    এ সময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ২৮ হাজার টাকা জব্দ করা হয়।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যা ৬টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি যৌথ টিম লোহাগাড়ার রশিদারপাড়ায় অভিযান পরিচালনা করে। এসময় একটি তিন তলা ভবন, বটতলী মোটর স্টেশনের ফলের দোকান ও গোডাউনে তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ২৮ হাজার টাকাসহ খানে আলমকে গ্রেফতার করা হয়।

    চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার জানান, খানে আলম ইতোপূর্বেও বেশ কয়েকবার মাদকসহ ধরা পড়েছিল। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলাও রয়েছে। এদিকে, গ্রেফতার খানে আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

    ২৪ ঘণ্টা/এম আর/আজাদ

  • লোহাগাড়ায় মাদ্রাসা ছাত্রীকে অপহরণ,থানায় অভিযোগ

    লোহাগাড়ায় মাদ্রাসা ছাত্রীকে অপহরণ,থানায় অভিযোগ

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় হান্নানা আক্তার বেলি (১৮) নামের মাদ্রাসায় পড়ুয়া এক ছাত্রীকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

    রবিবার (১২ জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার আধুনগর ইউনিয়নের পেঠানের পাড়ার নিজ বাড়ি থেকে তাকে অপহরণ করা হয় বলে জানা গেছে। সে ওই এলাকার দিনমজুর ফজল করিমের মেয়ে ও আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলীম ১ম বর্ষের ছাত্রী ।

    এ ঘটনায় রবিবার রাতেই ছাত্রীটির বাবা ফজল করিম লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (নং- ৩৯০, তারিখ-১২/০৭/২০) দায়ের করেছেন।

    ছাত্রীটির বাবা ফজল করিম জানান, মাদ্রাসায় পড়ুয়া আমার মেয়ে বেলিকে রবিবার রাত ৮টার দিকে কে বা কারা অপহরণের পর রাত ৮ টা ২০ মিনিটে আমার বাড়ির মোবাইল নাম্বারে জনৈক ব্যাক্তি মোবাইল নাম্বার (০১৭৪২৫৭৩৩২২) থেকে ফোন করে জানায় “বেলিকে আমরা তুলে নিয়ে এসেছি, কোথাও খোঁজাখুজি করবি না, বাড়াবাড়ি করলে তাকে মেরে ফেলবো।” এর পর ফোনের লাইনটি কেটে দেন এবং মোবাইলটি বন্ধ করে দেন। তারপরও থানায় অভিযোগ করে আমরা বসে নেই, সবদিকে খোঁজ-খবর নিচ্ছি বললেন বেলীর অসহায় বাবা ফজল করিম।

    জানা যায়, উপজেলার আমিরাবাদ এলাকার ব্যবসায়ী মনিরুল ইসলামের সাথে গত ৮ মে হান্নানা আক্তার বেলির ধর্মীয় বিধানমতে বিবাহের ঠিক ফর্দ চুড়ান্ত হয়। দেশে চলমান প্রাণঘাতী করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণে বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আনুষ্ঠানিকভাবে বেলীকে স্বামীর ঘরে নিয়ে যাওয়ার কথা চুড়ান্ত রয়েছে।

    বেলীর স্বামী ব্যবসায়ী মনিরুল ইসলাম জানান, বেলির সাথে বিগত দুই বছর ধরে প্রেমের সম্পর্কের পর পারিবারিকভাবে গত ৮মে ধর্মীয় বিধানমতে আমাদের বিয়ের ঠিক ফর্দ চুড়ান্ত হয়। দেশের চলমান এ করোনা পরিস্থিতিতে বিবাহের আনুষ্ঠানিক আয়োজন সম্পন্ন না হওয়ায় তাকে ঘরে তুলে নেয়া সম্ভব হয়নি। তবে পারিবারিকভাবে আমাদের যাওয়া-আসা রয়েছে। আজও (রবিবার) সকালে আম-কাঁঠাল নিয়ে আমি আর ভাবী বেলীর বাড়ীতে বেড়াতে গিয়েছিলাম। হঠাৎ কেন আজ তাকে অপহরণ করা হলো ঠিক বুঝতে পারছি না। এ ব্যাপারে লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে।

    জানতে চাইলে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, জিডি করার পর থেকেই নিখোঁজ মাদ্রাসা ছাত্রীকে উদ্ধারের তৎপরতা চালাচ্ছে পুলিশ।

    ২৪ ঘণ্টা/এম আর/আজাদ

  • লোহাগাড়ায় ১৮ লক্ষ টাকার ইয়াবাসহ গ্রেফতার ৪

    লোহাগাড়ায় ১৮ লক্ষ টাকার ইয়াবাসহ গ্রেফতার ৪

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় ১৮ লক্ষ টাকা মূল্যমানের ৬ হাজার পিস ইয়াবাসহ ৪ পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

    ১০ জুলাই (শুক্রবার) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে একটি পিক-আপে তল্লাশি চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। আজ শনিবার দুপুরে তাদেরকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    অভিযানে আটককৃতরা হল- ময়মনসিংহের মুক্তাগাছা লাঙ্গলবান্ধার মৃত মোহাম্মদ হামেদ আলীর পুত্র মোঃ রমজান বাবু (২০), টেকনাফের জাদিমরা বিদেশ পাড়ার নুর আহম্মদের পুত্র নাজিম উল্লাহ (২৬), লোহাগাড়ার উত্তর আমিরাবাদ জলদাশ পাড়ার মানিক ডাক্তারের বাড়ীর সুশীল শীলের পুত্র রাজেশ শীল (৪২), সাতকানিয়ার বাজালিয়া বাকের আলী বিল বৌদ্ধ পাড়া অানুরঘোনা এলাকার মৃত আলী আকবরের পুত্র মোঃ হাছান আলী (৩৫)।

    লোহাগাড়া থানা সুত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ১২টার দিকে পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে চট্টগ্রাম শহরমুখী একটি পিক-আপে তল্লাশি চালিয়ে ১৮ লক্ষ টাকা মূল্যমানের ৬ হাজার পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। এসময় পাচারকাজে ব্যবহৃত পিক-আপটি জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়।
    লোহাগাড়া থানার ওসি জাকির হোসাইন মাহমুদ বলেন, মাদকের ব্যাপারে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। প্রায় প্রতিদিন লোহাগাড়া থানা পুলিশ হাজার হাজার পিস ইয়াবাসহ মাদক পাচারকারী ও বিক্রেতাকে গ্রেফতার করছে।

    ২৪ ঘণ্টা/এম আর/আজাদ

  • লোহাগাড়ায় সন্ত্রাসী হামলার শিকার পরিবারকে উল্টো মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

    লোহাগাড়ায় সন্ত্রাসী হামলার শিকার পরিবারকে উল্টো মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় আদালতের নিষেজ্ঞা অমান্য করে মৌরশী ভূমি জবর-দখলচেষ্টায় প্রতিপক্ষের সন্ত্রাসী হামলার শিকার এক নির্যাতিত পরিবারকে উল্টো মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানী করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নির্যাতিত পরিবারের সদস্য আছমা পারভীন মুন্নি (৩০)।

    ১০ জুলাই (শুক্রবার) দুপুর ১২ টায় লোহাগাড়া উপজেলা সদর বটতলী মোটর ষ্টেশনস্থ একটি রেষ্টুরেন্টে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

    আছমা পারভীন মুন্নি লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়নের রশিদের পাড়ার মৃত আব্দুল গণি মাষ্টারের মেয়ে। সাংবাদিক সম্মেলনে নির্যাতিত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

    সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে আছমা পারভীন মুন্নি জানান, লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের রশিদের পাড়ায় আমাদের বসতভিটা ও তৎসংলগ্ন মৌরশী ভূমি আদালতে নিষেধাজ্ঞা থাকার পরও তা অমান্য করে বার বার জবর-দখল করার পায়তারা চালিয়ে আসছিল প্রতিপক্ষরা। এ লক্ষে প্রতিপক্ষরা আমাকে ও আমার পরিবারের অন্য সদস্যদের প্রাণে হত্যা করিবে মর্মে প্রকাশ্যে হুমকি-ধমকি দিলে আমি প্রতিপক্ষের হুমকি-ধমকি ও ভূমি জবর-দখলচেষ্টার আশংকার তথ্য জানিয়ে গত ৬ জুলাই রাতে প্রতিপক্ষ সাইদুল আলম, জহিরুল আলম, দিদারুল আলম রাসেল ও আব্দুল নুর তুষারসহ ৪ জনের বিরুদ্ধে লোহাগাড়া থানায় লিখিত একটি সাধারণ ডায়রী (নং-২২৭, তারিখ- ০৬/০৭/২০) দাযের করি। থানায় ডায়রী দায়েরের বিষয়টি জানতে পেরে প্রতিপক্ষরা তড়িঘড়ি করে গত ৭ জুলাই সকালে ভূঁয়া, ভিত্তিহীন ও মিথ্যা তথ্য উপস্থাপন করে আমাদের বিরুদ্ধে একটি সাংবাদিক সম্মেলন আয়োজন করেন। এরপর একইদিন বিকেলে বাড়ী যাওয়ার পথে আমার ওপর শারিরীক আক্রমণ করেন প্রতিপক্ষরা। আক্রমণের বিষয়টি আমি থানা পুলিশকে জানালে আরো বেশী ক্ষিপ্ত হয়ে উঠেন তারা।

    সর্বশেষ গত ৮ জুলাই সকাল সাড়ে ১০ টার দিকে দেশীয় তৈরী অস্ত্র-স্বস্ত্র নিয়ে আমাদের বসতভিটার টিনের ঘেরা-বেড়া ও পাকা পিলার ভাংচুর করে। এরপর আমাদের জায়গায় ইট, বালি ও সিমেন্ট স্তুপ করত: জোরপূর্বক বাড়ী নির্মাণ কাজ করতে থাকে।

    এসময় আমার বড়বোন শাহেদা বেগম কুসুম গিয়ে বাঁধা দিলে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মারাত্মক জখম করে। বড়বোনের আত্নচিৎসারে আমি প্রতিপক্ষের হাত থেকে তাঁকে বাঁচাতে এগিয়ে আসলে আমাকেও মারাত্নকভাবে আঘাত করে তারা। এসময় তারা আমার মোবাইল ও নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়। এছাড়াও বসতভিটার ৪০ হাজার টাকার ঘেরা-বেড়া ভাংচুরসহ ৬০ হাজার টাকার ক্ষতি সাধন করে।

    পরে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা গ্রহণ করি। আমাদের ওপর হামলা করে উল্টো আমাদেরকে ফাঁসিয়ে হয়রানী করার উদ্দেশ্যে আমাদের আসামী করে থানায় মিথ্যা মামলা দায়ের করেন প্রতিপক্ষরা। পরে অবশ্য আমি বাদী হয়ে দাযের করা অভিযোগটিও মামলা হিসেবে রেকর্ড করেন। লোহাগাড়া থানার মামলা নং-১১, তারিখ : ০৮/০৭/২০২০। এ মামলায় সাইদুল আলমসহ প্রতিপক্ষের ১২ জনকে আসামী করা হয়।

    এদিকে, মামলা দায়ের করার পর আসামীরা বসতবাড়ীতে স্ব-শরীরে উপস্থিত হয়ে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে জানান ভূক্তভোগী আছমা পারভীন মুন্নিসহ তাঁর পরিবারের সদস্যরা। বর্তমানে তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানানো হয়।

    ২৪ ঘণ্টা/এম আর/আজাদ

     

  • মিনি ট্রাক ও পিক-আপে ইয়াবা পাচার : লোহাগাড়ায় ৭ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৫ পাচারকারী কারাগারে

    মিনি ট্রাক ও পিক-আপে ইয়াবা পাচার : লোহাগাড়ায় ৭ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৫ পাচারকারী কারাগারে

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে মিনি ট্রাক ও পিক-আপে করে ইয়াবা পাচারকালে ৭ হাজার পিস ইয়াবা নিয়ে গ্রেফতার এক মহিলাসহ ৫ মাদক পাচারকারীকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছে আদালত।

    আজ ৯ জুলাই (বৃহষ্পতিবার) দুপুরে তাদেরকে আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের এ আদেশ দেন।

    এর আগের দিন বুধবার রাতে লোহাগাড়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করে।

    অভিযানে গ্রেফতারকৃতরা হল-কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং কোরবানিয়া ঘোনার আক্তার হোসেনের ছেলে মঈনুদ্দিন (২৭), চকরিয়া উপজেলার ফাঁসিয়া খালীর মৃত আলী আহমদের ছেলে মো : শফি (৩৫), টেকনাফ উপজেলার লম্বরী জাফরান বাড়ির নুর আলমের স্ত্রী আয়েশা খাতুন (২৫), কক্সবাজার পৌরসভার মহাজর পাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে নুরুল বশর (৩৪) ও কক্সবাজারের টেকনাফ ওয়াইক্যং বালু খালীর মৃত সৈয়দ কবিরের ছেলে মুসা আকবর রুবেল (২৫)।

    লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

    লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে থানা পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী একটি মিনি ট্টাকে তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মাদ মুসা আকবর রুবেলকে আটক করা হয়। এসময় পাচারকাজে ব্যবহার করা মিটি ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়। একই স্থানে অপর একটি অভিযানে চট্টগ্রাম অভিমুখী পিক-আপে তল্লাশী চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ আয়েশা খাতুন, মাঈনুদ্দিন, মো : শফি, ও নুরুল বশরকে আটক করে। এসময় পাচারকাজে ব্যবহার করা পিক-আপটি জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়। আটকের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেশাদার ইয়াবা পাচারকারী বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর পর আজ ৯ জুলাই দুপুরে চট্টগ্রাম জেলা জজ আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

    ২৪ ঘণ্টা/এম আর/আজাদ

  • লোহাগাড়ায় চুরি হওয়া ট্রাক পিরোজপুর থেকে উদ্ধার

    লোহাগাড়ায় চুরি হওয়া ট্রাক পিরোজপুর থেকে উদ্ধার

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরের পুরাতন থানা এলাকায় চুরি হওয়া একটি ট্রাক পিরোজপুর জেলা সদর এলাকা থেকে উদ্ধার করেছে লোহাগাড়া থানা পুলিশ।

    এ সময় ট্রাক চুরির অভিযোগে শরীফুল ইসলাম (২৭) নামের এক চোরকে আটক করা হয়েছে।

    ৮ জুলাই (বুধবার) দুপুর ১২টায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্য্যালয়ে এক সংক্ষিপ্ত ব্রিফিংকালে এ সফল অভিযানের তথ্যাদি নিশ্চিত করেন লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ।

    আটক চোর শরীফুল ইসলাম খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার ইসলামপুর এলাকার রহিম উল্লাহর পুত্র। সে একজন পেশাদার চোর এবং আন্ত: জেলা ট্রাক চোর চক্রের সদস্য বলে পুলিশ জানিয়েছে। আজ বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

    লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহামুদ ব্রিফিংকালে জানান, গত ২৯ জুন রাতে লোহাগাড়া উপজেলা সদরের পুরাতন থানা এলাকা থেকে ট্রাকটি চুরি হয়। এর পরেরদিন ট্রাকটির মালিক মিজানুর রহমান বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলা দায়েরের পর পুলিশ তদন্তকাজ শুরু করে। ট্রাকটি উদ্ধার ও চোর ধরতে মাঠে নেমে পড়ে পুলিশ।

    গত ৫ জুলাই রাতে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি পুলিশ টিম চট্টগ্রাম নগরীর ২ নাম্বার গেইট এলাকায় টানা কয়েকদফা অভিযান চালিয়ে প্রথমে পেশাদার ট্রাক চোর চক্রের সদস্য শরীফুলকে আটক করা হয়।

    পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ট্টাকটি চুরি করার তথ্য স্বীকার করে। পরে সে চুরি হওয়া ট্রাকটি পিরোজপুর জেলার সদর থানাধীন পানির ট্যাংকি এলাকায় রেখে এসেছে বলে তথ্য দেয়।

    পুলিশ তার দেয়া তথ্য অনুযায়ী সেখানে অভিযান চালিয়ে ট্রাকটি উদ্ধার করে মঙ্গলবার রাতে লোহাগাড়া থানা হেফাজতে নিয়ে আসে। আজ বুধবার দুপুরে আটক ট্টাক চোর শরিফুল ইসলামকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত ট্রাকটি থানা হেফাজতে রয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর/আজাদ

  • লোহাগাড়ায় দু’হাজার ইয়াবা নিয়ে গ্রেফতার চকরিয়ার শাকের কারাগারে

    লোহাগাড়ায় দু’হাজার ইয়াবা নিয়ে গ্রেফতার চকরিয়ার শাকের কারাগারে

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে যাত্রীবাহী বাসে করে যাত্রীবেশে ইয়াবা পাচারকালে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার চকরিয়ার মাদক বিক্রেতা মো : আরমান হোসাইন শাকের (২৮) কে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছে আদালত।

    গ্রেফতারের পর আজ ৭ জুলাই (মঙ্গলবার) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের এ আদেশ দেন।

    এর আগের দিন সোমবার রাত সাড়ে ১১টার দিকে লোহাগাড়া থানা পুলিশ তাকে ইয়াবাসহ গ্রেফতার করে।

    গ্রেফতারকৃত মো : আরমান হোসাইন শাকের কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হরিদাঘোনা গ্রামের সোলতান আহমদের ছেলে।

    লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

    লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১১ টার দিকে এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চকরিয়ার মাদক বিক্রেতা শাকেরকে আটক করে।

    আটকের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পেশাদার ইয়াবা বিক্রেতা বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর পর আজ ৭ জুলাই দুপুরে চট্টগ্রাম জেলা জজ আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

    ২৪ ঘণ্টা/এম আর/আজাদ

  • লোহাগাড়ায় কলেজ ছাত্রকে মারধরের পর পুলিশ অভিযোগ তদন্তে গেলে চাচাকেও মারধর

    লোহাগাড়ায় কলেজ ছাত্রকে মারধরের পর পুলিশ অভিযোগ তদন্তে গেলে চাচাকেও মারধর

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় মোস্তফা আল হোসাইন ইমরান (২১) নামের এক কলেজ ছাত্রকে মারধর করে পাহাড়ের গহীন অরণ্যে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ পুলিশ তদন্ত করতে গেলে তাঁর চাচাকেও মারধর করার অভিযোগ উঠেছে।

    সোমবার (৬ জুলাই) বিকেল ৪ টার দিকে উপজেলার উত্তর চরম্বা দেওয়ান আলী সিকদার পাড়ার দোকানের সামনে এ ঘটনাটি ঘটে।

    এ ঘটনায় সোমবার রাতে একই এলাকার মৃত আহমদুল্লাহর ছেলে নুরুল আবছার, তার ছোট ভাই শহিদুল ইসলাম ও শামসুল আলমের ছেলে জসিম উদ্দিন হেলালীসহ তিন জনের বিরুদ্ধে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দাযের করেছে কলেজ ছাত্র মোস্তফা আল হোসাইন ইমরান।

    ভূক্তভোগী পটিয়া সরকারী কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের অনার্স ১ম বর্ষের ছাত্র ইমরান জানান, গত ৪ জুলাই রাত সাড়ে ৮টার দিকে আমি স্থানীয় দোকানে বাজার করতে গেলে স্থানীয় নুরুল আবছার কথা আছে বলে আমাকে ডেকে অন্ধকারে নিয়ে যায়। এর পর কিছু বুঝে উঠার আগেই আমাকে কিল-ঘুষি-লাথি মারতে মারতে পার্শ্ববর্তী পাহাড়ের দিকে নিয়ে যেতে টানা-হেঁচড়া করলে আমি জোরে চিৎকার দিই। এতে আশ-পাশের লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে যায়। এ ঘটনার পর আমি থানায় লিখিত অভিযোগ দাযের করলে থানা পুলিশের এএসআই শ্যামল দত্ত সোমবার বিকেল ৪টার দিকে ঘটনার বিষয়ে তদন্ত করতে ঘটনাস্থলে যায়। এতে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করত: আমার চাচা শফিক আহমদ সিকদারকে গলা টিপে ধরে কিল-ঘুষি-লাথি মেরে গুরতর আহত করে। এসময় স্থানীয় লোকজন ও এএসআই শ্যামল দত্ত প্রতিপক্ষদের হাত থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রতিপক্ষরা আমি এবং চাচাকে মারধর করেও ক্লান্ত নয়, প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। এ অবস্থায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনায় সোমবার রাতেই পূণরায় থানায় লিখিত অভিযোগ দাযের করেছি।

    ইমরান আরো জানান, প্রতিপক্ষরা খুব হিংস্র ও সন্ত্রাসী। জামায়াতের দুধর্ষ ক্যাডার। তাদের বিরুদ্ধে নাশকতা, ভাংচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে ৮/১০টি মামলা রয়েছে থানায়।

    এ ব্যাপারে জানতে চাইলে ঘটনা তদন্তে যাওয়া এএসআই শ্যামল দত্ত বলেন, সোমবার বিকেলে কলেজ ছাত্র ইমরানের ওপর হামলার ঘটনায় দাযেরকৃত অভিযোগ তদন্তে গিয়েছিলাম। আমি তদন্ত করে যথারীতি চলে আসি। আসার পথে খবর পেলাম বাদি-বিবাদি কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি দিয়েছে।

    এ প্রসঙ্গে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসআই অজয়দেব শীলকে পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষ যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    ২৪ ঘণ্টা/এম আর/আজাদ

     

  • লোহাগাড়ায় জঙ্গি তৎপরতা : গোপন বৈঠক থেকে ‘নব্য জেএমবি’ নেতা আটক

    লোহাগাড়ায় জঙ্গি তৎপরতা : গোপন বৈঠক থেকে ‘নব্য জেএমবি’ নেতা আটক

    এ. কে. আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় গোপন বৈঠক ও প্রশিক্ষণ চলাকালে মো : আব্দুল কাইয়ুম (২৩) নামের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র এক নেতাকে হাতেনাতে আটক করেছে এন্টি টেররিজম ইউনিটের একটি টিম। এ সময় ৪টি মোবাইল সেট, ৮/১০টি জিহাদী বই, জঙ্গি হামলা সংক্রান্ত ৬/৭টি মোবাইলের স্ক্রিনশর্ট কপি ও বেশকিছু প্রচারপত্র উদ্ধার করা হয়।

    সোমবার (৬ জুলাই) রাত পৌনে ২ টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তাকে আটক করা হয়।

    এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নব্য জেএমবি’র ৮/৯ সদস্য কৌশলে পালিয়ে যায়। আটক জঙ্গি নেতা মো : আব্দুল কাইয়ুম উপজেলার পদুয়া ইউনিয়নের নয়া পাড়ার আব্দুস শুক্কুরের ছেলে।

    আটকের পর জঙ্গি নেতা কাইয়ুম পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনিসহ গ্রেফতার এড়াতে পালিয়ে যাওয়া জঙ্গি সদস্যরা বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র বিভিন্ন স্তরের নেতা বলে বলে স্বীকার করেন।

    এ ঘটনায় এন্টি টেররিজম ইউনিট ঢাকার পুলিশ পরিদর্শক মো : সোলায়মান শেখ বাদী হয়ে লোহাগাড়া থানায় আটক আব্দুল কাইয়ুমসহ ১০ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী/২০১৩) এর ৬(২)/৮/৯/১০/১২ ধারায় নিয়মিত মামলা রুজু করেছেন । মামলাটি এন্টি টেররিজম ইউনিটই তদন্ত করছেন বলে জানা গেছে।

    এন্টি টেররিজম ইউনিট ঢাকার পুলিশ পরিদর্শক সোলায়মান শেখ জানান, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া বাজারের পূর্বপার্শ্বে পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে কতিপয় উগ্রপন্থী বিপদগামী ব্যাক্তি বাংলাদেশের অখন্ডতা, সংহতি, জননিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করা, জনসাধারণের ভিতর আতংক সৃষ্টি, ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচারের মাধ্যমে দেশের আইন শৃংখলা পরিস্থিতির মারাত্বক অবনতি ও নাশকতা ঘটানোর উদ্দেশ্যে গোপন বৈঠক ও বিভিন্ন পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্ততি গ্রহণের জন্য একত্রিত হবে এমন গোপন তথ্যের ভিক্তিতে সোমবার রাত ২ টা ১৫ মিনিটে উক্ত স্থানে আমার নেতৃত্বে এন্টি টেররিজম ইউনিট ঢাকার একটি টিম অভিযান পরিচালনা করি। অভিযানে জঙ্গি নেতা আব্দুল কাইয়ুমকে হাতেনাতে আটক করতে সক্ষম হলেও ৮/৯ জন সদস্য কৌশলে পালিয়ে যায়। এসময় তাদের ব্যবহ্নত ৪টি মোবাইল সেট, বেশকিছু জিহাদী বই, জঙ্গি হামলা সংক্রান্ত মোবাইল স্ক্রীনশর্ট কপি ও বেশকিছু প্রচার পত্র জব্দ করি। আটকের পর জঙ্গি কাইয়ুম প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাতক তার দুই সহযোগীর নাম-ঠিকানা জানালেও অন্য ৬/৭ জনের পরিচয় কৌশলে এড়িয়ে যায়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছি। তার সহযোগীদের আটকের চেষ্টা চলছে।

    এ বিষয়ে জানতে চাইলে লোহাগাড়া থানার ওসি জাকির হোসাইন মাহমুদ বলেন, এন্টি টেররিজম ইউনিট অভিযানের বিষয়টি আমাকে অবহিত করিয়া থানা পুলিশের সহায়তায় পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে অভিযান পরিচালনা করিয়া মোঃ আবদুল কাইয়ুম নামের নব্য জেএমবি’র এক সদস্যকে চারটি মোবাইল ফোন, আটটি জিহাদি বই, স্ক্রীণ শর্ট ও জব্দ তালিকায় বর্ণিত আলামত সহ থানায় হাজির হইয়া লিখিত এজাহার দায়ের করিলে লোহাগাড়া থানার মামলা নং-০৬, তাং-০৬/০৭/২০ ইং, ধারা- সন্ত্রাস বিরোধি আইন ২০০৯(সংশোধনী ২০১৩) এর ৬(২)/৮/৯/১০/১২ রুজু করি। এন্টি টেররিজম ইউনিট মামলাটি তদন্ত করছেন।

    ২৪ ঘণ্টা/এম আর