Tag: লোহাগাড়া

  • লোহাগাড়ায় এসিল্যান্ডের অভিযানে ২ লক্ষ ঘনফুট বালু জব্দ

    লোহাগাড়ায় এসিল্যান্ডের অভিযানে ২ লক্ষ ঘনফুট বালু জব্দ

    লোহাগাড়া প্রতিনিধি : লোহাগাড়ায় পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া ধইন্ন্যার বিল চানপুরা খাল এবং চরম্বা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ লক্ষ ঘনফুট বালু জব্দ করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ শাহজাহান।

    আজ বুধবার (২ নভেম্বর) সকাল ১১ থেকে বেলা ৩টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে তিনি এসব বালু জব্দ করেছেন।

    নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শাহজাহান জানান, উপজেলার জঙ্গল পদুয়া এলাকার ধইন্ন্যার বিল চানপুরা খাল এবং চরম্বার বিভিন্ন এলাকার খাল ও ছড়া থেকে বালু খেকোরা অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন গোপন সংবাদ পেয়ে উল্লেখিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এসময় মোট ২ লক্ষ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

    অভিযানকালে লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনোর রশীদ, পদুয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মুুহাম্মদ শরফুদ্দিন খাঁন সাদিসহ থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

    ২৪ঘণ্টা/এসএ

  • লোহাগাড়ায় খাসজমি থেকে গর্জন গাছ কাটার সময় এক শ্রমিক নিহত

    লোহাগাড়ায় খাসজমি থেকে গর্জন গাছ কাটার সময় এক শ্রমিক নিহত

    লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় সরকারী খাস জমি থেকে গর্জন গাছ কাটার সময় মোজাম্মেল হক (৫০) নামের এক শ্রমিক মর্মান্তিকভাবে নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

    রবিবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার পশ্চিম চুনতি মিরিখীলের রাঙ্গাপাহাড় এলাকার ফরিদুল আলমের বসতভিটা সংলগ্ন বাগানে এ ঘটনাটি ঘটেছে। সরকারী খাস ও খতিয়ানভুক্ত যৌথ জমিতে বাগানটি সৃজন করা হয়েছে বলে জানা গেছে।

    নিহত মোজাম্মেল হক কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং লালব্রিজ সংলগ্ন পূর্ব বিন্দাবনখিল এলাকার মৃত আহমদ হোসেনের পুত্র। তিনি দুই ছেলে ও দুই কন্যা সন্তানের জনক বলে জানা গেছে।

    স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার পশ্চিম চুনতি মিরিখীল রাঙ্গা পাহাড় এলাকার বদিউর রহমানের পুত্র ফরিদুল আলম চুনতি মৌজার ১নং খাস খতিয়ানভুক্ত (সরকারী) বিএস দাগ নং- ৩৭৩৭, ১৯১৩ নং খতিয়ানের বিএস দাগ নং- ৪৫ ও ২৫৩৮ নং খতিয়ানের ৩৭২৮ নং দাগের মোট ১৭.৩০ একর জমিতে বসতঘর, মসজিদ, পোল্ট্রি ফার্ম ও বিভিন্ন প্রজাতির গাছের বাগান সৃজন করে দীর্ঘদিন ধরে ভোগ দখলে রয়েছে। কিছুদিন আগে বাগানটি চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনুর কাছে বিক্রি করেন। জনু চেয়ারম্যান গত ১০দিন পূর্বে বাগানটি কাটা শুরু করেন। এক পর্যায়ে গতকাল রবিবার বড় একটি গর্জন গাছ কাটার সময় গাছটি উল্টে গিয়ে শ্রমিক মোজাম্মেল হকের মাথার উপর পড়ে মারাত্মকভাবে জখমপ্রাপ্ত হলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

    নিহত মোজাম্মেল হকের ছেলে ইমাম হোসেন জানান, আমি ঘটনার বিষয়ে জানতাম না। আজ রবিবার বিকেল ৩টার দিকে একটি জীপে করে কয়েকজন লোক আমার বাবার লাশটি বাড়ির পুকুর পাড়ে রেখে চলে যায়। এর পরই জানতে পারলাম গাছ কাটার সময় আমার বাবা গাছ পড়ে মারা গেছেন।

    এ প্রসঙ্গে চুনতি বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ কেন্দ্র (অভয়ারণ্য) রেঞ্জ কর্মকর্তা মো : মাহমুদ হোসাইন জানান, চুনতি মিরিখীলে গাছ কাটার সময় গাছ পড়ে এক শ্রমিক নিহত হওয়ার সংবাদ পেয়ে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ সময় গর্জন, জাম, গামারী, সাথিয়ান ও নাগেশ্বরীসহ ১১টি গাছের মোথা জব্দ করেছি। এ ঘটনায় বনায়ন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হবে।

    লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো : আতিকুর রহমান জানান, নিহত মোজাম্মেল হকের স্ত্রী ও সন্তানরা লাশ গ্রহণ করেছে। তারা পোস্টমর্টেম না করার জন্য আবেদন করেছে। তাই তাদের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে। এটি একটি দুর্ঘটনা।

    ২৪ঘণ্টা/এনআর

  • লোহাগাড়ায় গভীর রাতে এসিল্যান্ডের অভিযান : দুই ব্যক্তিকে ৯০ হাজার টাকা অর্থদন্ড, ট্রাক জব্দ

    লোহাগাড়ায় গভীর রাতে এসিল্যান্ডের অভিযান : দুই ব্যক্তিকে ৯০ হাজার টাকা অর্থদন্ড, ট্রাক জব্দ

    চট্টগ্রামের লোহাগাড়ায় চরম্বা ইউনিয়নের বিবিরবিলার দক্ষিণ পাড়া এলাকায় কৃষি জমির টপ সয়েল কাটার অভিযোগে মোহাম্মদ হারুন (৩৫) নামের এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা অর্থদন্ড এবং এসময় মাটি পরিবহন কাজে ব্যবহার করা একটি ট্রাক জব্দ করা হয়েছে। এছাড়াও চুনতি ইউনিয়নের মিরিখীল হাবিব মেম্বারের পোলট্রি ফার্ম সংলগ্ন এলাকায় মাটি কেটে বিক্রি এবং অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মো : কামরুদ্দিন (৪০) নামের এক ব্যাক্তিকে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এসময় বালু উত্তোলনের মেশিন ধ্বংস করে দেয়া হয়েছে।

    শনিবার (২৯ অক্টোবর) গভীর রাতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে
    পৃথক পৃথকভাবে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ অর্থদন্ড প্রদান করা হয়েছে।

    অর্থদন্ড প্রাপ্ত মো : হারুন উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিরবিলা দক্ষিণ পাড়ার মো : ইব্রাহিমের পুত্র এবং অপর দন্ডপ্রাপ্ত মো : কামরুদ্দিন চুনতি ইউনিয়নের মিরিখীল এলাকার হাফেজ আহমদের পুত্র বলে জানা গেছে।

    অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শাহজাহান জানান, অদ্য ২৯ অক্টোবর রাত ১২ টা ১০ মিনিটে চরম্বা ইউনিয়নের বিবিরবিলা দক্ষিণ পাড়া এলাকায় মাটির টপ সয়েল কাটার গোপন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করি। এ সময় ঘটনাস্থল থেকে একটা ট্রাক আটক করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে অপরাধ করে দোষ স্বীকার করায় মোহাম্মদ হারুনকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পরবর্তীতে এ ধরণের অপরাধ আর করবে না মর্মে অঙ্গিকারনামাও নেয়া হয়েছে।

    এদিকে, একইদিন শনিবার বিকেল ৩টা ১০ মিনিটে পৃথক অভিযান পরিচালনা করে চুনতি ইউনিয়নের মিরিখিল হাবিব মেম্বারের পোল্ট্রি ফার্ম সংলগ্ন এলাকায় মাটি কাটা ও অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো : কামরুদ্দিনকে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এসময় বালু উত্তোলনের মেশিন ধ্বংস করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে আইন বহির্ভূতভাবে ইটভাটায় ও মাটি ভরাটে মাটি বিক্রির অপরাধ করে দোষ স্বীকার করায় তাকে এ অর্থদন্ড দেয়া হয়েছে। পরবর্তীতে এ ধরণের অপরাধ আর করবে না মর্মে অঙ্গিকারনামাও নেয়া হয়।

    অভিযান পরিচালনাকালে লোহাগাড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিনসহ সঙ্গীয় ফোর্স সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

  • লোহাগাড়ায় প্রতিবেশীর হামলায় ভাই-বোন গুরুতর আহত

    লোহাগাড়ায় প্রতিবেশীর হামলায় ভাই-বোন গুরুতর আহত

    চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে সম্পত্তি বিরোধের জের ধরে প্রতিবেশীর হামলায় এক নারীসহ দুইজন আহত হয়েছেন। হামলায় আহত সুফিয়া ফারজানা ও সাইদুর রহমান সাজিল ওই এলাকার মৃত আবদুস ছাত্তার ও মৃত উম্মে কুলছুমের ছেলে-মেয়ে। হামলার শিকার দুই ভাই বোন হামলার জন্য তাদের প্রতিবেশী মৃত কেফায়েত উল্ল্যার ৫ ছেলে এবং অজ্ঞাত কয়েকজনকে দায়ী করছেন।

    মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে চুনতীর ডেপুটি পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে হামলার শিকার সুফিয়া ফারজানা অভিযুক্তদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে মৃত কেফায়েত উল্লার ৫ ছেলে মাহামুদ উল্লাহ বাছেদ, রহমত উল্লাহ মোর্শেদ, মাসুদ কায়ছার, কামরুল্লাহ সাজেদ, এহেছান উল্ল্যাহসহ অজ্ঞাত ৩/৪জনও যুক্ত বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

    অভিযোগ সূত্রে জানা যায়, হামলাকারীরা আক্রান্তদের প্রতিবেশী। দীর্ঘদিন ধরে চলে আসা সম্পত্তি বিরোধের ক্ষোভ থেকে রাতের আঁধারে এ হামলা করা হয়েছে। আক্রান্তদের চলার পথে মোটরসাইকেল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণ জানতে চাইলে হামলাকারীরা প্রথমে সুফিয়া ফারজানার ওপর ঝাঁপিয়ে পড়ে মারধর শুরু করে। তাকে এলোপাতাড়ী কিল, ঘুষি, লাথি মেরে শারীরিকভাবে লাঞ্চিত করেছে। এ সময় তার ছোট ভাই সাইদুর রহমান সাজিল বোনকে বাঁচাতে এগিয়ে আসলে তাকে নির্মমভাবে পিটিয়ে রক্তাক্ত করেছে। লোহার রড দিয়ে মেরে মাটিতে ফেলে ইট দিয়ে আঘাত করে তার নাক মুখ ফেটে দিয়েছে। হামলাকারীরা তার পকেটে থাকা সিরাত মাহফিলের চাঁদার ১লক্ষ ৭২হাজার টাকা এবং ব্যবহৃত মোবাইল ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগে উল্লেখ করেছে।

    এদিকে থানায় লিখিত অভিযোগ দেয়ার পরও হামলাকারী প্রভাবশালীদের বিরুদ্ধে পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলে দাবি আহতদের। তারা থানা পুলিশকে ম্যানেজ করে ভবিষ্যতে আবারও হামলার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে অসহায় পরিবারটি তাদের জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

    এ বিষয়ে জানতে চাইলে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান এ ধরণের লিখিত কোনো অভিযোগ পাননি, পেলে ব্যবস্থা নেয়া হবে বলে দাবি করেন। পরে এ প্রতিবেদকের কাছে লিখিত অভিযোগের কপি থাকার কথা জানালে তিনি বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, স্থানীয় চেয়ারম্যান এবং সমাজের দায়িত্বশীলরা বিষয়টি পারিবারিকভাবে সুরাহা করার চেষ্টা করছেন বলে তিনি জানিয়েছেন।

     

  • লোহাগাড়ায় ২৬ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ ও মেশিন ধ্বংস করলো এসিল্যান্ড

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ও পুটিবিলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

    বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।

    অভিযানকালে পুটিবিলা ইউনিয়নের সরই খালের ব্রীজ সংলগ্ন আফিয়া বড় চর ও দক্ষিণ পহরচান্দা থেকে ১৫ হাজার ঘনফুট এবং চুনতি ইউনিয়নের মোসকাইন্যা খাল থেকে ১১ হাজার ঘনফুট সহ মোট ২৬ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়। এসময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত দুইটি মেশিন নিষ্ক্রিয় করে দেয়া হয়।

    অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে চুনতি ও পুটিবিলা ইউনিয়নের বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মোট ২৬ হাজার ঘনফুট বালু জব্দ এবং দুইটি মেশিন নিষ্ক্রিয় করে দেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

    অভিযানকালে লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন, চুনতি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মুহাম্মদ ইদ্রিস সহ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

  • লোহাগাড়ায় ছেলের সাথে অভিমান করে কীটনাশক পানে বাবার মৃত্যু

    লোহাগাড়ায় ছেলের সাথে অভিমান করে কীটনাশক পানে বাবার মৃত্যু

    লোহাগাড়া প্রতিনিধি : লোহাগাড়ায় কীটনাশক পানে বনমালি দাশ (৬০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে।

    শনিবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে এই বৃদ্ধ তার নিজ বসতঘরে কীটনাশক পান করে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

    তিনি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ী গ্রামের মৃত বিনোদ বিহারী দাশের পুত্র।

    স্থানীয়রা জানান, গত কিছুদিন ধরে বাবা-ছেলের মধ্যে দ্বন্ধ ও ঝগড়াঝাঁটি চলে আসছিল। ছেলের অপমান সইতে না পেরে শেষ পর্যন্ত তিনি কীটনাশক পান করেন।

    কীটনাশক পানের পর স্বজনরা তাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর আশঙ্খাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে প্রাণ হারান তিনি।

    লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শিমূল জানান, কীটনাশক পান করা এক বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসছিল। তার শারীরিক অবস্থা আশাংকাজনক দেখে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি।

    এদিকে, ঘটনার সংবাদ পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ও এসআই সত্যজিৎ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    ওসি মুুহাম্মদ আতিকুর রহমান জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

    ২৪ঘণ্টা/জেআর

  • ইউএনও শরীফ উল্যাহ’র ‘সান্ধ্যকালীন হোম ভিজিট’

    ইউএনও শরীফ উল্যাহ’র ‘সান্ধ্যকালীন হোম ভিজিট’

    লোহাগাড়া প্রতিনিধিঃ মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে, শিক্ষা কার্যক্রমে গতিশীলতা আনয়ন, শিক্ষার্থীদেরকে বইমুখী করা এবং পড়াশুনায় মনোযোগী করতে বিভিন্ন ব্যতিক্রমী উদ্যোগ ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম ইতোমধ্যে সমগ্র উপজেলায় ব্যাপক সাড়া ফেলেছে। এরই মধ্যে ইউএনও শরীফ উল্যাহ গতকাল সন্ধ্যায় শুরু করেন ছাত্র-ছাত্রীদের বাড়িতে সশরীরে সরেজমিনে গিয়ে ‘সান্ধ্যকালীন হোম ভিজিট’ কার্যক্রম।

    গতকাল সন্ধ্যা সাতটা থেকে রাত প্রায় দশটা পর্যন্ত তিনি তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট এগারো জন শিক্ষার্থীর বাড়িতে গিয়েছন।

    এসময় তিনি দেখেছেন- শিক্ষার্থীরা সন্ধ্যার পর যথাসময়ে বাসায় প্রবেশ করেছে কি না, বাড়িতে পড়াশুনা করছে কি না ও পড়াশুনার সার্বিক খোঁজখবর নেন। অভিভাবকদের সাথে কথা বলেন। কিছু পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন। এছাড়া প্রয়োজনীয় শিক্ষা উপকরণের একটি করে ব্যাগ প্রত্যেক শিক্ষার্থীর হাতে উপহার হিসেবে তুলে দেন।

    জানা যায়, লোহাগাড়া সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী অমিত দেবনাথ, জুবাইরুল ইসলাম, জাহেদুল ইসলাম, দশম শ্রেণির শিক্ষার্থী আবুল ইলহাম, সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী অমি দাশ, দ্বীপ দাশ, রিদম দাশ, রক্তম দাশ পশ্চিম কলাউজান শাহ মজিদিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মোহাম্মদ ফয়সাল, মাহাতির মোঃ ইয়াসিন ও দশম শ্রেণির ছাত্র আবদুল্লাহ মাহিন এর বাড়িতে ‘সান্ধ্যকালীন হোম ভিজিট’ করেছেন। জানা যায়, ভিজিটকালে প্রত্যেক শিক্ষার্থীকে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ ও একটি বইসহ প্রায় এক হাজার টাকার শিক্ষাসামগ্রী প্রদান করা হয়।

    উপজেলা নির্বাহী অফিসারের সান্ধ্যকালীন এমন আকস্মিক ভিজিটে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। যেসব শিক্ষার্থীর বাড়িতে তিনি গিয়েছেন সেসব শিক্ষার্থী ও অভিভাবকরা বিস্মিত, অভিভূত ও অত্যন্ত আনন্দিত হয়েছেন। তারা ধারণাই করতে পারেননি, উপজেলা প্রশাসনের সর্বোচ্চ অফিসার এভাবে সরাসরি ছাত্র-ছাত্রীদের বাড়িতে ভিজিট করতে চলে আসবেন। তারা মনে করেন, উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এতটাই শিক্ষাবান্ধব যে তিনি একের পর এক নতুন নতুন ও ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে চমক সৃষ্টি করে যাচ্ছেন! যা শিক্ষার মানোন্নয়নে অনেক বড় ভূমিকা রাখবে। তারা বলেন, এমন কার্যক্রমে আমাদের সন্তানরা পড়াশুনায় আরও বেশি আগ্রহী হয়ে উঠবে। প্রশাসনের এমন কঠোর মনিটরিং থাকলে শিক্ষার প্রতিটি স্তরে উন্নতি অবশ্যম্ভাবী।

    এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ জানান, শিক্ষার্থীদেরকে ক্লোজ মনিটরিং এ নিয়ে আসা, তারা যাতে সন্ধ্যার পরে অহেতুক বাসার বাইরে না থাকে, আড্ডা না দেয়, খারাপ সঙ্গে জড়িয়ে না পরে, কিশোর গ্যাং সৃষ্টি না করে, মাদকাসক্তি ও অসামাজিক কার্যকলাপে সম্পৃক্ত না থাকে এবং তাদেরকে পড়াশুনায় মনোযোগী করা ও উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এ উদ্যোগটি হাতে নিয়েছি। আমাদের শিক্ষার্থীরা বইমুখী হলে, পড়াশুনায় মনোযোগ দিলে সামগ্রিক অর্থে শিক্ষা জীবনে তাদের সাফল্য ও উন্নতি হবে এবং জীবনে তারা অনেক উপরে উঠতে পারবে। একার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। আশা করি, এতে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা তৈরি হবে।

    তিনি আরও বলেন, এই উদ্যোগের প্রথম ধাপে আমরা গরীব মেধাবী ছাত্রদেরকে প্রাধান্য দিয়েছি। আমরা সন্ধ্যার পরপরই তাদের বাড়ি বাড়ি গিয়েছি। প্রথমদিন আমরা মোট এগারো জন শিক্ষার্থীর বাড়িতে গিয়েছি। এর মধ্যে নয়জন ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী আর দুইজন দশম শ্রেণিতে অধ্যয়নরত। এছাড়া গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে কিছু প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দিয়েও সহায়তা করা হয়।

    উপজেলা নির্বাহী অফিসারের এমন আকস্মিক ‘সান্ধ্যকালীন হোম ভিজিটের’ বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী, সচেতন সমাজ, অভিভাবক ও শিক্ষকমহলে ব্যাপকভাবে আলোচিত ও প্রশংসিত হয়। তাদের মতে, এটি সম্পূর্ণরূপে নতুন একটি বিষয়, যা অতীতে আমরা কখনোই দেখিনি। এই প্রথম এমন উদ্যোগ দেখলাম। শিক্ষা ক্ষেত্রে এটি একটি ভিন্ন মাত্রা যোগ করবে। শিক্ষাসচেতনতা বৃদ্ধিতে ও শিক্ষার প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসারের এমন উদ্যোগ অনেক বেশি কার্যকর ভূমিকা রাখবে বলে তারা বিশ্বাস করেন। একইসাথে তারা চান, শিক্ষা ক্ষেত্রে মানসম্মত পরিবর্তন আনয়নে ও আমাদের আগামীর প্রজন্মকে সঠিক দিক-নির্দেশনা দিয়ে গড়ে তুলতে উপজেলা নির্বাহী অফিসারের অন্যান্য ব্যতিক্রমী কার্যক্রমের পাশাপাশি এই কার্যক্রমও যাতে চলমান থাকে।

    মাধ্যমিক শিক্ষা অফিসার অফিসার জনাব নুরুল ইসলাম জানান, আমার দীর্ঘ চাকুরি জীবনে ইউএনও কর্তৃক ‘সান্ধ্যকালীন হোম ভিজিট’ অতীতে কখনই দেখিনি। আসলে আমাদের ইউএনও মহোদয় সার্বিক শিক্ষা কার্যক্রমকে বেগবান ও কার্যকর করার লক্ষ্যে এই উপজেলায় যোগদানের পর থেকেই যেভাবে কাজ করে যাচ্ছেন, বিভিন্ন নতুন নতুন বিষয় সংযোজন করছেন ইতোমধ্যেই সর্বমহলে সেগুলো খুবই প্রশংসিত হয়েছে। আশা করি, অচিরেই আমরা লোহাগাড়ার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক ইতিবাচক পরিবর্তন দেখতে পাবো।

    উপজেলা নির্বাহী অফিসারের ‘সান্ধ্যকালীন হোম ভিজিটে’ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাওন ভূঁইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দেবাশীষ আচার্য্য ও মাস্টার মোবারক হোসেন সাথে ছিলেন।

  • চুনতিতে বাসচাপায় সিএমপির কনস্টেবল নিহত

    চুনতিতে বাসচাপায় সিএমপির কনস্টেবল নিহত

    লোহাগড়ার চুনতি এলাকায় বাসচাপায় মারুফুল ইসলাম নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুন) রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার এএসআই বাদশা মিয়া বলেন, নিহত মারুফুল ইসলাম কক্সবাজার জেলার উত্তর হারবাংয়ের বাসিন্দা। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন।

    তিনি বলেন, কক্সবাজার থেকে মোটরসাইকেলে চট্টগ্রাম শহরের দিকে আসছিলেন মারুফুল। লোহাগড়ার চুনতি এলাকায় পৌঁছলে কক্সবাজারমুখী হানিফ পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারফুলের মৃত্যু হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হচ্ছে।

    তিনি বলেন, ঘটনার পরপরই চালক ও হেলপার বাসটি নিয়ে পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

    জেএন/মোরশেদ

  • লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

    লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

    লোহাগাড়ার পুটিবিলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও ড্রাম ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছে। বুধবার (১৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান।

    নিহত তৌহিদ মোটরসাইকেল আরোহী ছিলেন বলে জানা গেছে। তবে নিহত ৭ বছর বয়সী শিশুর নামপরিচয় জানা যায়নি।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগাড়ার পুটিবিলা এলাকায় দ্রুত গতির একটি ড্রাম ট্রাক পেছন থেকে একটি মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী তৌহিদ ঘটনাস্থলে প্রাণ হারান। এছাড়া হাসপাতালে নেওয়ার পথে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়। তবে শিশুটি কিসের যাত্রী ছিল প্রাথমিকভাবে তা জানা যায়নি।

  • লোহাগাড়ায় ইনসাফ রেস্তোঁরাসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

    লোহাগাড়ায় ইনসাফ রেস্তোঁরাসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ইনসাফ রেস্তোঁরাসহ দুই ব্যবসা প্রতিষ্টান থেকে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

    সোমবার (৩০ মে) সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালিত হয়। অভিযানে লোহাগাড়া
    থানা পুলিশ সহযোগিতা করেন।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ জানান, অভিযানে উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনের ইনসাফ রেস্তোঁরাকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরী ও সংরক্ষণের অপরাধে ১০ হাজার টাকা অর্থদণ্ড সহ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। একই এলাকার মাহি ফুডসকে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে এক হাজার টাকা অর্থদণ্ড ও সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

  • লোহাগাড়ায় নৌকার বিদ্রোহী-বিরোধীদের নেতৃত্বে না আনার জোর দাবী তৃণমূলের

    লোহাগাড়ায় নৌকার বিদ্রোহী-বিরোধীদের নেতৃত্বে না আনার জোর দাবী তৃণমূলের

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : আগামী জুনের মধ্যেই চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড সম্মেলন সম্পন্ন করে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতির নির্দেশনা দেয়া হয়েছে। সেই সাথে বিগত জাতীয় সংসদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় বিদ্রোহী প্রার্থী ও নৌকার বিরোধিতাকারীদের দলের কোন পর্যায়ে নেতৃত্বে না আনতে জোর দাবী জানিয়েছেন তৃণমূলের নেতারা। এছাড়াও ব্যাক্তি-পরিবার আওয়ামী লীগার কিনা যাচাই-বাছাই করেই আগামীতে তৃণমূলের নেতৃত্বে আনার জন্যও জেলা সাংগঠনিক টিমের কাছে দাবী জানানো হয়। সভায় জুনের মধ্যেই ওয়ার্ড ও ইউনিয়ন সম্মেলন সম্পন্ন করার লক্ষে ইউনিয়ন ভিত্তিক ৯টি সাংগঠনিক টিমও ঘোষণা করা হয়।

    আজ শনিবার (২১ মে) বিকেল ৩টায় দলীয় কার্যালয়ে অনুষ্টিত লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু’র সঞ্চালনায় অনুষ্ঠিত এ বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জহির উদ্দিন চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মির্জা কচির উদ্দিন চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট কামরুন্নাহার, উপ- দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া ও কার্যনির্বাহী সদস্য আনোয়ার কামাল।

    বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুচ্ছাফা চৌধুরী, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, সহ-সভাপতি নিবাস দাশ সাগর, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবির রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, মুজিবুর রহমান, মোহাম্মদ মিয়া ফারুক, কোষাধ্যক্ষ মুক্তিযোদ্ধা মাহমুদুল হক, মুক্তিযোদ্ধা সাংবাদিক নুরুল ইসলাম, লোহাগাড়া সদর ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, চুনতি ইউনিয়ন সভাপতি শাহ আলম পল্টু, বড়হাতিয়া ইউনিয়ন সভাপতি সাজেদুর রহমান চৌধুরী দুলাল, পুটিবিলা ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিক, আধুনগর ইউনিয়ন সভাপতি নুরুল কবির, আমিরাবাদ ইউনিয়ন আহবায়ক সিরাজুল ইসলাম, কলাউজান ইউনিয়ন সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, পদুয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আবচার আহমদ, আধুনগর ইউনিয়ন সাধারণ সম্পাদক আলী আহমদ ও চরম্বা ইউনিয়ন সাধারণ সম্পাদক আসহাব উদ্দিন প্রমুখ।

    সভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জহির উদ্দিন চৌধুরী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অত্যান্ত কঠিন ও প্রতিদ্বন্ধিতাপূর্ণ। বিএনপি-জামায়াত জোট রাষ্ট্র ক্ষমতায় আসার স্বপ্নে বিভোর। তারা দেশ-বিদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে চলছে। আগামী সংসদ নির্বাচন মোকাবিলা করতে দলকে তৃণমূল পর্যাযে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্র। কেন্দ্রের নির্দেশনায় আজকের বিশেষ বর্ধিত সভা। আগামী জুনের মধ্যেই ওয়ার্ড-ইউনিয়ন সম্মেলনের মাধ্যমে শক্তিশালী নেতৃত্ব তৈরী করতে হবে।

  • লোহাগাড়ায় বসতঘর-কবরস্থানের জায়গা দখল চেষ্টার অভিযোগ ভূক্তভোগী নারীর

    লোহাগাড়ায় বসতঘর-কবরস্থানের জায়গা দখল চেষ্টার অভিযোগ ভূক্তভোগী নারীর

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় বসতঘর ও পারিবারিক কবরস্থানের জায়গা জোরপূর্বক দখল প্রচেষ্টার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী এক পরিবারের কর্ত্রী বৃদ্ধা নূরজাহান বেগম। বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যায় অনুষ্টিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ তুলেন।

    লোহাগাড়া উপজেলার আধুনগর সীমানার জনপদ আমতলী গ্রামে পরিবারের পক্ষে নিজ বসতঘরেই এ সংবাদ সংম্মেলনের আয়োজন করেন বৃদ্ধা নূর জাহান বেগম। সংবাদ সম্মলনে অভিযোগ আনা হয়েছে মাহমুদুল হক বাবুল, সাহাব উদ্দীন, মো. সাঈদ ও মো. গিয়াস উদ্দীনের বিরুদ্ধে।

    লিখিত বক্তব্যে বলা হয়, অভিযুক্তরা ভুক্তভোগী পরিবারের প্রতিবেশী। তারা দীর্ঘদিন হতে ভুক্তভোগী নূরজাহান বেগম পরিবারের বসতঘর ও পারিবারিক কবরস্থানের জায়গা দখলের চেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে প্রতিকার পেতে বৃদ্ধার পরিবারের পক্ষ থেকে সাতকানিয়া চৌকির লোহাগাড়া সহকারী জজ আদালতে মামলা দায়ের করা হয়েছে গত ২০২০ সনে। উক্ত জায়গার ব্যাপারে স্থিতাবস্থা বজায় রাখার জন্য আদালত কৃর্তক আদেশ দেয়া হয়েছে। কিন্তু, অভিযুক্তরা সে আদেশ অমান্য করে বসতঘর ও কবরস্থানের জায়গা দখলের পায়তারা চালিয়ে যাচ্ছে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।

    ফলে, ভুক্তভোগী পরিবারের সদস্যরা প্রাণের ভয়ে ঘরে তালা দিয়ে অন্যত্রে ভাড়া বাসায় দিনযাপন করছেন। অভিযুক্তরা সেই ঘরের গেটে তালায় শীসা ঢুকিয়ে দেয় গত ১৬ মে সকালে। এ ব্যাপারে গত ১৭ মে লোহাগাড়া থানায় সাধারণ ডায়েরী (নং-৬৮৪) দায়ের করা হয়েছে। সাধারণ ডায়েরীর প্রেক্ষিতে ও সংবাদ সম্মেলনের সংবাদ পেয়ে অবশেষে পুলিশ কর্তৃক ঘরের গেটের সেই তালা খুলে দেয়া হয়েছে বলে জানান পরিবারের কর্ত্রী।

    সংবাদ সম্মলনে ভুক্তভোগী পরিবারের বসতঘর ও পারিবারিক কবরস্থানের জায়গা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন বৃদ্ধা নূরজাহান বেগম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী নুরজাহানের পুত্রবধূসহ পরিবারের অন্য সদস্যরা।