Tag: লোহাগাড়া

  • লোহাগাড়ায় ষাটোর্ধ বৃদ্ধা-পুত্র ও দুই পুত্রবধূ হত্যাচেষ্টার মামলায় জসিম আটক

    লোহাগাড়ায় ষাটোর্ধ বৃদ্ধা-পুত্র ও দুই পুত্রবধূ হত্যাচেষ্টার মামলায় জসিম আটক

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উত্তর কলাউজানের লেইঙ্গা পুকুর পাড় এলাকায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এলাকার কুখ্যাত ত্রাস ডাকাত বাবুল বাহিনী কর্তৃক ষাটোর্ধ বৃদ্ধা সাজেদা বেগম, পুত্র হেলাল উদ্দিন এবং দুই পুত্রবধু শাহিন আক্তার মনি ও শাহিন আক্তারকে মারাত্বকভাবে রক্তাক্ত জখম করে হত্যাচেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলায় জসিম উদ্দিনকে (৩৮) গ্রেফতার করেছে থানা পুলিশ।

    ৩১ জুলাই (শনিবার) রাতে উত্তর কলাউজান এলাকা থেকে তাকে গ্রেফতার করে আজ রবিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।

    গ্রেফতার জসিম উদ্দিন উপজেলার উত্তর কলাউজানের লেইঙ্গা পুকুর পাড় এলাকার মৃত সৈয়দুর রহমানের পুত্র। সে এলাকার কুখ্যাত ত্রাস ডাকাত বাবুলের ঘনিষ্ঠ সহযোগী বলে জানিয়েছেন স্থানীয়রা।

    ভুক্তভোগী ও মামলার বাদী সাজেদা বেগম (৬৫) জানান, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জসিম উদ্দিনের ভাড়াটে সন্ত্রাসী বাবুল বাহিনীর লোকজন আমার ছেলে হেলালের উপর বেশ কযেকবার হামলা করেছিল। সর্বশেষ গত ২৬ জুলাই সকাল ৯টার দিকে আমাদের মৌরসী জমিতে ধানের চারা রোপন করতে গেলে জসিমের ভাড়াটে সন্ত্রাসী ডাকাত বাবুলসহ তার লোকজন আমার ছেলে হেলালের উপর অতর্কিত হামলা করে। এ সময় হেলালের চিৎকার শুনে আমি ও দুই পুত্রবধু তাকে উদ্ধার করতে গেলে সন্ত্রাসীরা দুই পুত্রবধুকে শ্লীলতাহানিসহ দেশীয় অস্ত্র-স্বস্ত্র দিয়ে মারাত্বকভাবে রক্তাক্ত জখমসহ শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে। এসময় দুই পুত্রবধুর কাছ থেকে এক লক্ষ ৯০ হাজার টাকা মূল্যের দুই ভরি ওজনের স্বর্ণের চুঁড়ি ও আংটি ছিনিয়ে নেয়। এরপর ডাকাত বাবুল বাহিনীর সন্ত্রাসীরা প্রায় ঘন্টাব্যাপী ত্রাসের রাজত্ব চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আশংকাজনক অবস্থায় আমাদেরকে চমেক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এ ঘটনায় গত ৩০ জুলাই রাতে লোহাগাড়া থানায় ডাকাত বাবুল, জসিম উদ্দিন, রফিক, মাইনুদ্দিন, রুজিসহ ৩/৪জন অজ্ঞাতনামীয় সন্ত্রাসীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।

    এ প্রসঙ্গে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ বলেন, এ ঘটনায় জড়িত জসিম উদ্দিনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার মুলহোতা বাবুল এলাকার একজন কুখ্যাত ত্রাস। সে এলাকায় ডাকাত বাবুল হিসেবে পরিচিত। সে বিদেশ থেকে আসার পরই এলাকায় নানা অঘটনের জন্ম দিচ্ছে। তাকে শীগ্রই গ্রেফতার করা হবে।

  • এসপি’র ফেসবুক আইডি নকল করে প্রতারণা :যুবক গ্রেফতার

    এসপি’র ফেসবুক আইডি নকল করে প্রতারণা :যুবক গ্রেফতার

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) আবুল কালাম আজাদের ব্যাক্তিগত ফেসবুক আইডি নকল করে বিভিন্ন লোকজনের সঙ্গে প্রতারণার অভিযোগে নোমান (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।

    চট্টগ্রামের লোহাগাড়া থানায় প্রতারক নোমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের পর ২৭ জুলাই (মঙ্গলবার) রাতে তাকে চুনতি এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে আজ বুধবার (২৮ জুলাই) দুপুরে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ।

    প্রতারক নোমান চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী দুর্লভের পাড়ার আব্দুল কুদ্দুসের পুত্র বলে জানা গেছে।

    লোহাগাড়া থানা পুলিশ জানান, প্রতারক নোমান ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদের (MD AZAD AZAD) ব্যাক্তিগত ফেসবুক আইডি থেকে ছবি ডাউনলোড করে হুবহু আরেকটি ফেইক ফেসবুক আইডি খুলে চালিয়ে আসছিল। ওই ফেইক আইডি থেকে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন লোকজন থেকে আর্থিক সুবিধা আদায় করে আসছিল। সর্বশেষ গত ১৯ জুলাই ওই আইডি থেকে এসএসসি অথবা এইচএসসি পাশ ১৮ বছর বয়সী একজন কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে মর্মে পোস্ট দেয় প্রতারক নোমান। ওই পোস্ট দেখে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের রুদ্র পাড়ার অপু রুদ্রের পুত্র অসীম রুদ্র ওই ফেসবুক আইডিতে মেসেঞ্জারে অডিও কল দিলে নোমান নিজেকে ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দেয়। কথোপকথনের এক পর্যায়ে কম্পিউটার অপারেটরের সেই চাকুরি পেতে হলে তাঁর বিকাশ নাম্বারে (নং-০১৮৭২০২৫৪১৭) ৫৫৭৫ টাকা পাঠাতে বললে অসীম রুদ্র কথা মতো টাকা পাঠিয়ে দেয় তাকে। পরে আরও বেশি টাকা পাঠাতে বললে সন্দেহ হয় অসীম রুদ্রের। তখন সন্দেহবশত: বিষয়টি সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকুকে জানালে তিনি ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদের সাথে কথা বলে নিশ্চিত হন এই নামে তাদের কোন ফেসবুক আইডি নেই এবং কম্পিউটার অপারেটর নিয়োগের কোন পোষ্ট দেয়া হয়নি।

    লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, প্রতারক নোমানের বিরুদ্ধে অসীম রুদ্রের দায়ের করা মামলার ভিত্তিতে মঙ্গলবার রাতে লোহাগাড়া উপজেলার চুনতি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে মোবাইল সেট ও একাধিক সিমকার্ড জব্দ করা হয়। বুধবার দুপুরে তাকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।

  • লোহাগাড়ায় কঠোর লকডাউনের পাঁচদিনে ১৪৯ মামলায় এক লাখ ২০ হাজার টাকা জরিমানা

    লোহাগাড়ায় কঠোর লকডাউনের পাঁচদিনে ১৪৯ মামলায় এক লাখ ২০ হাজার টাকা জরিমানা

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় কঠোর লকডাউন বাস্তবায়নে তৎপর রয়েছে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ। প্রতিদিন সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় যৌথভাবে টহল দিচ্ছেন তাঁরা। এসময় কেউ চলমান কঠোর লকডাউনের নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখা, মুখে মাস্ক না পরা এবং অহেতুক ঘোরা-ফেরার কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হচ্ছে।

    এদিকে, কঠোর লকডাউনের প্রথমদিন ২৩ জুলাই থেকে মঙ্গলবার ২৭ জুলাই পঞ্চম দিন পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় কঠোর লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে অহেতুক ঘোরাফেরা, মুখে মাস্ক না পরা এবং দোকান খোলা রাখার দায়ে সংক্রমণ আইন ২০১৮ এর ২৪ ধারা অনুসারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে মোট ১৪৯টি মামলায় ১ লাখ ১৯ হাজার ৯৬০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

    এরমধ্যে ২৩ জুলাই প্রথমদিনের অভিযানে ১৯ মামলায় ১৫ হাজার ৮০০ টাকা, ২৪ জুলাই দ্বিতীয় দিনের অভিযানে ১৬ মামলায় ৫ হাজার ২০০ টাকা, ২৫ জুলাই তৃতীয় দিনের অভিযানে ৭৬ মামলায় ৬৭ হাজার ৬০০ টাকা, ২৬ জুলাই চতুর্থ দিনের অভিযানে ২৮ মামলায় ২৮ হাজার ৩৬০ টাকা এবং ২৭ জুলাই পঞ্চম দিনের অভিযানে ১০ মামলায় ২ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

    পরিচালিত এসব অভিযানগুলোতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আহসান হাবীব জিতু এবং উপজেলা সহকারী কমিশনার(ভূমি) খোরশেদ আলম চৌধুরী।

  • আশ্রয়ণ প্রকল্পে জন্ম নেয়া নবজাতকের ঘরে প্রধানমন্ত্রীর উপহার নিয়ে ইউএনও

    আশ্রয়ণ প্রকল্পে জন্ম নেয়া নবজাতকের ঘরে প্রধানমন্ত্রীর উপহার নিয়ে ইউএনও

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : ফাতেমা বেগম। স্বামী মুহাম্মদ সাজ্জাদুর রহমান। বাড়ী চট্টগ্রামের লোহাগাড়ার উপজেলার আমিরাবাদ ইউনিয়নের কাজির পুকুর পাড় এলাকায়। তাঁর কোন ভিটেবাড়ি ও থাকার ঘর নেই। গেল দুই মাস পুর্বে উপজেলার পুটিবিলা ইউনিয়নের তাঁতী পাড়া আশ্রয়ণ প্রকল্পে স্বপ্নের ঠিকানাতে উঠেন সাজ্জাদের পরিবার। প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়ে স্বামী-স্ত্রী মহাখুশী। ফাতেমা বেগমের প্রথম কন্যার বয়স ৪ বছর। আশ্রয়ন প্রকল্পের নতুন ঘরে উঠার পর ১৯ জুলাই তাঁর ঘরে আগমণ ঘটে নতুন অতিথির (পুত্র সন্তানের)। নতুন ঘরে নতুন অতিথি।

    এদিকে, আশ্রয়ণ প্রকল্পের ফাতেমা বেগমের ঘরে নতুন অতিথির আগমণের খবরে ২৬ জুলাই (সোমবার) দুপুর দুইটার দিকে তাঁকে দেখতে ছুটে যান লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো : আহসান হাবীব জিতু। সাথে নবজাতক শিশুটির জন্য উপহার হিসেবে নিয়ে যান নতুন জামা-কাপড় ও মিষ্টি। এ সময় আশ্রয়ণ প্রকল্পের নতুন অতিথি নবজাতক শিশুটিকে কোলে নিয়ে কিছুক্ষণ সময় কাটান ইউএনও মো : আহসান হাবীব জিতু।

    এসময় ইউএনও’র সফর সঙ্গী ছিলেন লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মাহবুব আলম শাওন ভুঁইয়া ও লোহাগাড়া প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মুহাম্মদ রায়হান সিকদার।

    তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো : আহসান হাবীব জিতু বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অনন্য স্বপ্ন আশ্রয়ণ প্রকল্প। উপজেলার বিভিন্ন এলাকার আশ্রয়ণ প্রকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর ঘর উপহার পেয়ে অনেক খুশী উপকারভোগীরা। সেখানে তারা সুন্দরভাবে জীবন-যাপন করছেন। উপজেলার পুটিবিলা তাঁতী পাড়ার আশ্রয়ণ প্রকল্পে এক অসহায় মহিলা ফাতেমা বেগম স্বপ্নের ঠিকানায় উঠেন। তাঁর ঘরে নতুন অতিথির (পুত্র সন্তান) আগমণ হয়। আর আশ্রয়ণ প্রকল্পে এ নতুন অতিথির আগমণের খবর পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে নতুন জামা-কাপড় ও মিষ্টি উপহার নিয়ে তাদের খোঁজ-খবর নিতে ছুটে গেলাম। এসময় নবজাতক শিশুটিকে কোলে নিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, খুব ভালোই লাগলো জানালেন ইউএনও জিতু।

    এদিকে, ফাতেমা বেগম ও তার স্বামী সাজ্জাদ তাদের ঘরে নবজাতক শিশুকে পেয়ে অনেক খুশী। তাদের নবজাতক সন্তান ও পরিবারের খোঁজ-খবর নিতে এ চলমান কঠোর লকডাউনেও আশ্রয়ণ প্রকল্পে ছুটে যাওয়ায় ইউএনও আহসান হাবীব জিতু এবং পিআইও মাহবুব আলম শাওন ভুঁইয়াকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী এ দম্পতি।

  • ১২৩ মামলায় কারাগারে ১৮৩ মাদক কারবারী : লোহাগাড়ায় ৫ মাসে ১৬ কোটি টাকার মাদকদ্রব্য ও ৪৩ গাড়ী উদ্ধার

    ১২৩ মামলায় কারাগারে ১৮৩ মাদক কারবারী : লোহাগাড়ায় ৫ মাসে ১৬ কোটি টাকার মাদকদ্রব্য ও ৪৩ গাড়ী উদ্ধার

    এ. কে. আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) : করোনা মহামারীতেও বসে নেই মাদক কারবারীরা। নিত্য নতুন কৌশলে মাদকের চালান পাচার করে যাচ্ছে তারা। পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে টেকনাফের নাফ নদী সীমান্ত পেরিয়ে সীমান্তরক্ষী ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশের নানা প্রান্তে ঢুকে পড়ছে এসব ইয়াবার চালান। বিভিন্ন কৌশলে খুচরা বিক্রেতাদের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে যাচ্ছে এসব ইয়াবা। কখনো গাড়িতে, কখনো গাড়ীর বিভিন্ন যন্ত্রাংশের ভেতরে, আবার কখনো মানুষের পেটে করে পাচার করা হচ্ছে ইয়াবা। চলমান প্রাণঘাতী করোনা মহামারিও থামাতে পারেনি তাদের এই পাচারকাজ।

    লোহাগাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশ করোনাসহ বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি মাদক উদ্ধার কার্যক্রমও অব্যাহত রেখেছে সমানতালে। এরই অংশ হিসেবে মাদক উদ্ধারে গঠিত লোহাগাড়া থানার চৌকস পুলিশ টিম অভিযান চালিয়ে চলতি ২০২১ সনের জানুয়ারী, ফেব্রুয়ারী, মার্চ, এপ্রিল ও মে সহ গেল ৫ মাসে ৫ লাখ ১৯ হাজার ৪৮০ পিস ইয়াবা ট্যবলেট, ১৩৪.৫০ লিটার ছোলাইমদ, ৪০০ গ্রাম গাজা উদ্ধার করেছে। পরিচালিত এসব অভিযানে ১৮৩ জন মাদক কারবারী, পাচারকারী ও সেবনকারীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রেকর্ড করা হয়েছে ১২৩টি। এ সময় মাদক পাচারকাজে ব্যবহার করা ৭টি মালবাহী ট্রাক, ১২টি প্রাইভেট কার, ৫টি মাইক্রোবাস, ৬টি কাভার্ডভ্যান, ১২টি মোটরসাইকেল ও ১টি পিকআপ সহ মোট ৪৩টি গাড়ী,১টি মোবাইল সেট ও নগদ ৫ হাজার ৫৪০ টাকা জব্দ করেছে।

    এছাড়াও গত ১০ মে রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পরিচালিত অভিযানে মাদক উদ্ধার করতে গিয়ে দুইটি দেশীয় তৈরী ওয়ান শুর্টার গানসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে উপ-পরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়ার নেতৃত্বাধীন থানা পুলিশের একটি টিম।

    ওসি জাকের হোসাইন মাহমুদ আরো জানান, উর্ধ্বতন কর্মকর্তাগণের নির্দেশে চলমান করোনার সংকটময় মুহূর্তেও থানা এলাকার নানা অপরাধ কর্মকান্ড নিয়ন্ত্রণ, মামলা তদন্ত, নানা অভিযোগ তদন্ত, বিভিন্ন মামলার আসামী গ্রেফতার সহ নিয়মিত দায়িত্বপালনের পাশাপাশি লোহাগাড়া থানা পুলিশ মাদক পাচাররোধে কাজ করে যাচ্ছে।

    জানতে চাইলে লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, অভিযানে গ্রেফতারকৃত মাদক কারবারী ও মাদকসেবীদের দেয়া তথ্যমতে, প্রতি পিস ইয়াবা ৩শ’ টাকা, প্রতি লিটার ছোলাইমদ ৪৫৬ টাকা ও প্রতি পুরিয়া গাজা ১শ’ টাকায় বিক্রি করা হয় বলে জানা গেছে। সে হিসাব অনুযায়ী চলতি ২০২১ সনের গেল ৫ মাসে লোহাগাড়া থানা এলাকা থেকে উদ্ধার করা ৫ লাখ ১৯ হাজার ৪৮০ পিস ইয়াবার অনুমান মূল্য দাঁড়ায় ১৫ কোটি ৫৮ লাখ ৪৪ হাজার টাকা, ১৩৪.৫০ লিটার ছোলাইমদের অনুমান মূল্য দাঁড়ায় ৬১ হাজার ১০৪ টাকা এবং ৪০০ গ্রাম গাজার অনুমান মূল্য দাঁড়ায় ১২ হাজার টাকা। এছাড়াও উদ্ধার করা নগদ ৫ হাজার ৫৪০ টাকাসহ সর্ব মোট ১৫ কোটি ৫৯ লাখ ২২ হাজার ৬শ’ ৪৪ টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

    এ প্রসঙ্গে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু বলেন, মাদক প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন পুলিশ। চট্টগ্রাম দক্ষিণে লোহাগাড়া থানা পুলিশ টিম মাদক উদ্ধারে প্রশংসনীয় ভূমিকা রেখে চলছেন। চলতি বছরের গেল ৫ মাসে লোহাগাড়া থানা পুলিশ বেশ ক’টি বড় চালানসহ সাড়ে ৫ লাখেরও অধিক ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ১৮৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে। তাই অবদানের স্বীকৃতি হিসেবে লোহাগাড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়াকে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের শ্রেষ্ট মাদক উদ্ধারকারী কর্মকর্তার সম্মাননা প্রদান করেছেন চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি মো : আনোয়ার হোসেন বিপিএম (বার) পিপিএম (বার)। মাদকের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স অবস্থান। মাদকসেবী, কারবারী ও পাচারকারী যতই প্রভাবশালী হউক কোন ছাড় নেই।

  • লোহাগাড়ায় গীতার আসর থেকে ফেরার পথে বাক প্রতিবন্ধী যুবতীকে গণধর্ষণ : দুই যুবক গ্রেফতার

    লোহাগাড়ায় গীতার আসর থেকে ফেরার পথে বাক প্রতিবন্ধী যুবতীকে গণধর্ষণ : দুই যুবক গ্রেফতার

    এ. কে. আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের লোহাগাড়ায় এক বাক প্রতিবন্ধী (৩০) যুবতীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের রাবার ড্যাম হিন্দু পাড়ায় অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

    এ ঘটনায় আটককৃতরা হল-ওই এলাকার মৃত বিমল দাশের পুত্র বিপ্লব দাশ টিশু ও স্বপন দাশের পুত্র বিশ্বজিৎ দাশ বিসু৷

    লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো : রাশেদুল ইসলাম বলেন, ২৪ মে সোমবার রাত ১০টার দিকে কলাউজান ইউনিয়নের উত্তর কলাউজান রাবার ড্যাম হিন্দু পাড়ায় পাশের বাড়ি থেকে গীতার আসরে যায় ওই প্রতিবন্ধী যুবতী ৷ গীতার আসর শেষ করে বাড়ি ফেরার পথে বিসু ও টিশু তারা দু’জন মিলে ওই যুবতীকে মুখ চেপে ধরে পাশের নির্জন খড়ের গাদায় নিয়ে যায়। সেখানে তারা পালাক্রমে ধর্ষণ করে ওই প্রতিবন্ধী যুবতীকে।

    তিনি আরো বলেন, এ ঘটনায ধর্ষণের শিকার যুবতীর বাবা লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে আমরা অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে টিসু ও বিসুকে আটক করি।

    লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, এ ঘটনায় অভিযোগ দায়েরের দুই ঘন্টা পর অভিযান চালিয়ে ঘটনায় জড়িত দুই যুবককে আটক করেছি। আটকের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ করার বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় প্রতিবন্ধী যুবতীর বাবা বাদী হয়ে লোহাগাড়া থানায় আটকৃতদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছে বলেও নিশ্চিত করেছেন ওসি জাকের হোসাইন মাহমুদ।

    ২৪ ঘণ্টা/এ. কে. আজাদ

  • লোহাগাড়ায় ৭ হাজার পিস ইয়াবাসহ আটক মাদক কারবারী কারাগারে

    লোহাগাড়ায় ৭ হাজার পিস ইয়াবাসহ আটক মাদক কারবারী কারাগারে

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মালবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ সুমন বড়ুয়া (৪০) নামের এক মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ।

    রবিবার (৫ মে) সকালে তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগের দিন মঙ্গলবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। এসময় পাচারকাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। সে কক্সবাজারের উখিয়া রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বজেন্দ্র বড়ুয়ার ছেলে।

    লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে থানা পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে ৭ হাজার পিস ইয়াবা নিয়ে গাড়িতে থাকা সুমন বড়ুয়াকে আটক করা হয়। আটকের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পেশাদার মাদক কারবারী বলে স্বীকার করে। এসময় পাচারকাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

    ২৪ ঘণ্টা/এ. কে. আজাদ

  • লোহাগাড়ায় দেড় হাজার পরিবারে কেন্দ্রীয় আ.লীগ নেতা আমিনের ইফতার-সেহেরী

    লোহাগাড়ায় দেড় হাজার পরিবারে কেন্দ্রীয় আ.লীগ নেতা আমিনের ইফতার-সেহেরী

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : দেশে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় চলমান সর্বাত্বক লকডাউনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলামের উদ্যোগে সাতকানিয়া-লোহাগাড়ার ৫ হাজার কর্মহীন হতদরিদ্র পরিবারে ইফতার-সেহেরী সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে লোহাগাড়ায় দেড় হাজার পরিবারে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়েছে।

    আজ শুক্রবার (৩০ এপ্রিল) দুপুর ১২টার দিকে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলার ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে আনুষ্টানিকভাবে এসব ইফতার-সেহেরী সামগ্রীর প্যাকেট হস্তান্তর করা হয়।

    ইফতার-সেহেরী বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু।

    এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাশেম মিয়া, সাংগঠনিক সম্পাদক নামজুল হাসান মিন্টু, দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, উপ-দপ্তর সম্পাদক এমএস মামুন, কার্যনির্বাহী সদস্য মামুন-উর রশিদ চৌধুরী, নুরুল হক কন্ট্রাক্টর, লোহাগাড়া সদর ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, আধুনগর ইউনিয়ন সভাপতি নুরুল কবির, সাধারণ সম্পাদক আলী আহমদ, বড়হাতিয়া ইউনিয়ন সভাপতি সাজেদুর রহমান চৌধুরী দুলাল, পদুয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আবচার আহমদ, আমিরাবাদ ইউনিয়নের যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন, কলাউজান ইউনিয়ন সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, আমিনুল ইসলামের ব্যক্তিগত সচিব মিরান হোসেন মিজান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আবছার উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আলতাপ উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিহান পারভেজ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক একেএম পারভেজ, আওয়ামী লীগ নেতা আক্তার কামাল পারভেজ, কাজী রায়হান, ইকবার বাহাদুর, স্বেচ্ছাসেবক লীগের লোহাগাড়া সদর ইউনিয়ন সভাপতি রেজাউল করিম, পদুয়া ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান মানিক, চুনতি ইউনিয়ন সভাপতি ইরফান আলী, বড়হাতিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক খোকন দাশ, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার জিহান ও যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম।

    বিতরণ করা প্রতি প্যকেটে রয়েছে চাল, চনা, পিয়াজ, সয়াবিন তৈল, মসুর ডাল, লবন, চিনি ও সেমাইসহ ১২ কেজি ওজনের খাদ্যপণ্য।

    এ প্রসঙ্গে জানতে চাইলে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম আমিন বলেন, দেশে দ্বিতীয় দফা করোনায় দিন দিন আক্রান্ত ও মৃত্যুের মিছিল বাড়ছে। করোনার সংক্রমণ মোকাবিলায় সরকার ঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়া গ্রামের দিনমজুর, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব বলে মনে করি। তাই পবিত্র এ রমজানে দ্বিতীয় দফায় সাতকানিয়া-লোহাগাড়ার ৫ হাজার কর্মহীন হতদরিদ্র পরিবারে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণের অংশ হিসেবে লোহাগাড়ায় দেড় হাজার পরিবারে ইফতার-সেহেরী বিতরণ করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/আজাদ

  • সাতকানিয়া-লোহাগাড়ায় ৫ হাজার কর্মহীন ব্যক্তিকে কেন্দ্রীয় আ.লীগ নেতা আমিনুল ইসলামের ইফতার বিতরণ

    সাতকানিয়া-লোহাগাড়ায় ৫ হাজার কর্মহীন ব্যক্তিকে কেন্দ্রীয় আ.লীগ নেতা আমিনুল ইসলামের ইফতার বিতরণ

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : দেশে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় চলমান লকডাউনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনের উদ্যোগে সাতকানিয়া-লোহাগাড়ার ৫ হাজার কর্মহীন হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে দ্বিতীয় দফায় ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ শুরু করেছে।

    আজ শনিবার (২৪ এপ্রিল) বিকেল ৩টায় সাতকানিয়া উপজেলার বারদোনাস্থ আমিনুল ইসলামের গ্রামের বাড়ী থেকে এ ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ কার্যক্রম আনুষ্টানিকভাবে শুরু হয়।

    ইফতার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী। এতে উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো : শাহজাহান, কার্যনির্বাহী সদস্য নাজিম উদ্দিন, সাতকানিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নছিমুল করিম সিকদার, ছদাহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, কাঞ্চনা ইউপি চেয়ারম্যান রমজান আলী, ঢেমশা ইউপি চেয়ারম্যান রিদুয়ান উদ্দিন, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এসএম আজিজ, আমিনুল ইসলামের ব্যক্তিগত সচিব মিরান হোসেন মিজান, ছদাহা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন, স্থানীয় ইউপি মেম্বার সেলিম উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন ও সাতকানিয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো: এমরান প্রমুখ।
    এ সময় কর্মহীন হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য সাতকানিয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যানগণের হাতে এসব ইফতার-সেহেরী সামগ্রীর প্যাকেট তুলে দেয়া হয়।

    বিতরণ করা প্রতি প্যকেটে রয়েছে চাল, চনা, পিয়াজ, সয়াবিন তৈল, মসুর ডাল, লবন, চিনি ও সেমাইসহ মোট ১৪ কেজি খাদ্যপণ্য।

    এ প্রসঙ্গে জানতে চাইলে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম আমিন বলেন, দেশে দ্বিতীয় দফা করোনায় দিন দিন আক্রান্ত ও মুত্যেুর মিছিল বাড়ছে। করোনার সংক্রমণ মোকাবিলায় সরকার ঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়া গ্রামের দিনমজুর, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব বলে মনে করি। তাই পবিত্র এ রমজানে দ্বিতীয় দফায় সাতকানিয়া-লোহাগাড়ার ৫ হাজার কর্মহীন হতদরিদ্রদের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করলাম।

    ২৪ ঘণ্টা/আজাদ

  • লকডাউনেও মিনিট্রাক-মাইক্রোবাসে ইয়াবা পাচার : লোহাগাড়ায় ১৫ হাজার ইয়াবাসহ তিন কারবারী আটক

    লকডাউনেও মিনিট্রাক-মাইক্রোবাসে ইয়াবা পাচার : লোহাগাড়ায় ১৫ হাজার ইয়াবাসহ তিন কারবারী আটক

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় লকডাউনেও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে মিনিট্রাক ও মাইক্রোবাসে করে ইয়াবা পাচারকালে পৃথক অভিযান চালিয়ে তিন মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং পাচারকাজে ব্যবহ্নত ১টি মিনিট্রাক ও ১টি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

    ১৬ এপ্রিল (শুক্রবার) রাত সাড়ে ১২ টার দিকে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।

    অভিযানে আটককৃতরা হল- বরিশালের গৌরনদী এলাকার মৃত বাদশা সরকারের পুত্র সুজন সরকার (৩০), পটুয়াখালীর ধুমকি এলাকার মালেক সিকদারের পুত্র নিজাম সিকদার (৩৭) ও কক্সবাজারের নাপিতখালীর জাফর আলমের পুত্র রিয়াজ উদ্দিন (২২)।

    লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো : রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে সুজন সরকার ও নিজাম সিকদারের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একই স্থানে চট্টগ্রাম অভিমুখী অপর একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে রিয়াজ উদ্দিনের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ মোট ১৫ হাজার পিস ইয়াবা এবং তিন মাদক কারবারীকে আটক করা হয়।

    তিনি আরও জানান, আটকের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেশাদার ইয়াবা কারবারী বলে স্বীকার করেছে।

    আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজুর পর শনিবার সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।

    ২৪ ঘণ্টা/আজাদ

  • লোহাগাড়ায় অসহায়-দুস্থ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার দিল উপজেলা প্রশাসন

    লোহাগাড়ায় অসহায়-দুস্থ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার দিল উপজেলা প্রশাসন

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (ইফতার সামগ্রী) বিতরণ করেছে লোহাগাড়া উপজেলা প্রশাসন।

    ১৭ এপ্রিল (শনিবার) বিকেল ৩টায় লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পাবলিক হলে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে ছিল ১ কেজি চনা,১ কেজি পেয়াজ, ১ কেজি চিনি, ১ কেজি চিড়া, ১ লিটার সয়াবিন তৈল, ১ কেজি মুসর ডাল ও ১ কেজি লবণ।

    প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো : আহসান হাবীব জিতু।

    বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভূঁইয়া, লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও লোহাগাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ মোসলেহ উদ্দিন, লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, লোহাগাড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি মাষ্টার সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এইচ এম জসিম উদ্দিন, অর্থ সম্পাদক খোকন সুশীল, দপ্তর সম্পাদক রায়হান সিকদার, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মিনহাজ উদ্দিন, কার্যনির্বাহী সদস্য আবদুল জব্বার ফিরোজ, আতাউর রহমান মাসুদ, সদস্য আবদুল করিম ও আরিফুল ইসলাম রিফাত প্রমুখ।

    লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো : আহসান হাবীব জিতু জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউনের কারণে অনেক দিনমজুর ও শ্রমজীবি মানুষ অসহায়ত্ব দিনযাপন করছে। তাদের মানবিকতা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ২শ’ ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/আজাদ

  • লোহাগাড়ায় করোনা আক্রান্ত হয়ে ঠিকাদারের মৃত্যু

    লোহাগাড়ায় করোনা আক্রান্ত হয়ে ঠিকাদারের মৃত্যু

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামের লোহাগাড়ার যুবক আবদুর রহমান মানিকের (৩৫) মৃত্যু ঘটেছে।

    শনিবার (১৭ এপ্রিল) সকাল ৮ টার দিকে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকের জেঠাতো ভাই ব্যবসায়ী নুরুন্নবী কবির।

    তিনি উপজেলার চুনতি হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন মরহুম নুরুল আমিনের ছেলে। তিনি পেশায় একজন ঠিকাদার। মানিক এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।

    মানিকের জেঠাতো ভাই নুরুন্নবী কবির বলেন, আবদুর রহমান মানিক গত শনিবার সকাল ৮ টার দিকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান। এর আগে গত ২৯ মার্চ শবে বরাতের দিন করোনা আক্রান্ত হয়ে উক্ত হাসপাতালে মানিককে ভর্তি করা হয়।
    এদিকে, একইদিন শনিবার বিকেল সাড়ে ৪টায় স্থানীয় চুনতি হাফেজিয়া আদর্শ মাদ্রাসা মাঠে জানাজার নামাজ শেষে আব্দুর রহমান মানিকের লাশ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানা গেছে।

    অন্যদিকে, করোনায় ঠিকাদার মানিকের অকাল মৃত্যুতে উপজেলার চুনতি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    ২৪ ঘণ্টা/আজাদ