Tag: লোহাগড়া

  • লোহাগাড়ায় মাইক্রোবাসে ইয়াবা পাচার : ৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার দু’জন কারাগারে

    লোহাগাড়ায় মাইক্রোবাসে ইয়াবা পাচার : ৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার দু’জন কারাগারে

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার দুই মাদক পাচারকারীকে আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ।

    আজ ১৪ জুলাই (মঙ্গলবার) ভোরে লোহাগাড়া থানা পুলিশের এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে থানা পুলিশর একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

    অভিযানে আটককৃতরা হল-কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার নয়ার পাড়ার শামশুর রহমানের ছেলে মোঃ শফি (১৯) এবং একই এলাকার নূর মোহাম্মদের ছেলে মোঃ রিদুয়ান (১৮)।

    লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করা হয়।
    আটকের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দু’জনই পেশাদার মাদক পাচারকারী বলে স্বীকার করেছে। একইদিন আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর পর দুপুর ১২টায় চট্টগ্রাম আদালতে সোপর্দ করা করা হলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • লোহাগড়ায় নিহত বেড়ে ১৫ : দক্ষিণ চট্টগ্রামে শোকের ছায়া

    লোহাগড়ায় নিহত বেড়ে ১৫ : দক্ষিণ চট্টগ্রামে শোকের ছায়া

    চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগড়ার চুনতী জাঙ্গালিয়া এলাকায় গতকাল রাতে ট্রাক-হিউম্যান হলার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫। নিহতদের মধ্যে দুই সহোদরও রয়েছেন।

    এই ঘটনায় পুরো দক্ষিণ চট্টগ্রামে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতদের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দাবি উঠছে চট্টগ্রাম-কক্সবাজার মহসড়ক চার লেনে উন্নীত করার।

    গত রাতে নিহতদের বেশ কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। রোববার সকালে লোহাগাড়া থানার ডিউটি অফিসার দুলাল বাড়ৈ বলেন, চুনতী জাঙ্গালিয়ার টেকের সড়ক দুর্ঘটনায় নিহত সবার পরিচয় এখনো পাওয়া যায়নি। ঘটনাস্থলে ১৩ জন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আরো দু’জন সর্বমোট ১৫ জন নিহত হয় বলে নিশ্চিত করেন ওই পুলিশ কর্মকর্তা।

    যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন আজিজনগর এলাকার আব্বাস উদ্দিনের ছেলে সাংবাদিক কাইছার হামিদের দুই ভাই জসিম উদ্দিন (২২) ও তাওরাত হোসেন বেলাল (১৮), লোহাগাড়া সদর ইউনিয়নের লোহাগাড়া দিঘীর পাড় এলাকার জাফর ড্রাইভারের ছেলে মোহাম্মদ জহির (২৩), বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি এলাকার মৃত কালু মিয়া সিকদারের ছেলে ও আজিজনগর কৃষি ব্যাংকের কর্মচারি মোহাম্মদ বাদশা মিয়া (৩০), আজিজনগর এলাকার মোহাম্মদ এনাম, ভিলেইজার পাড়া এলাকার লালু ফকির (৫৮), ইসলাম ট্রেডিং এলাকার মোস্তাফিজ খলিফার ছেলে জসিম উদ্দিন, লেদু ফকির, আনোয়ার হোসেন ও চুনতী মীরখীল এলাকার সিরাজ মিস্ত্রিসহ (৩৮) আরো কয়েকজন।

    এদিকে আজ সকাল ১১টায় আজিজনগর এলাকায় নিজ গ্রামে দুই সহোদর জসিম উদ্দিন ও তাওরাত হোসেন বেলালের নামাজে জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

  • জনগণ আ’লীগ ও শেখ হাসিনার সাথে আছে : তথ্যমন্ত্রী

    জনগণ আ’লীগ ও শেখ হাসিনার সাথে আছে : তথ্যমন্ত্রী

    তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। তাদের এধরণের মিথ্যে ভাষণে জনগণ বিভ্রান্ত হবেন না। জনগণ আওয়ামী লীগ ও শেখ হাসিনার সাথে রয়েছে।

    তথ্যমন্ত্রী আজ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে প্রধানমন্ত্রীর প্রয়াত সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রমের স্মরণে নাগরিক শোক সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    প্রয়াতের বড় ভাই ইসমাঈল হোসেন মানিকের সভাপতিত্বে চুনতি মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

    বিএনপি নেতা আমীর খসরু চৌধুরীর বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘মিথ্যা ভাষণ দিয়ে তারা জনগণের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতে চাচ্ছেন। তাদের বলবো এ ধরণের মিথ্যে ভাষণ দিয়ে জনগণকে বিভ্রান্ত করে লাভ হবেনা।’

    চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন নির্বাচনে ‘প্রবাসী ও মৃত ব্যক্তিরাও ভোট দিয়েছেন’ আমীর খসরু চৌধুরীর এমন অভিযোগের জাবাবে হাছান মাহমুদ বলেন, এ আসনের মহানগর অংশে ভোটারের সংখ্যা প্রায় পৌনে ৪ লাখ। তারমধ্যে মোসলেম উদ্দিন আহমেদ চৌধুরী মাত্র ৩৬ হাজার ভোট পেয়েছেন। যদি ভোট কেন্দ্র দখল হতো এবং তার ভাষ্য অনুযায়ি এই ধরণের ভোটাররা ভোট দিতো তাহলে বিজয়ী প্রার্থী ৩৬ হাজার নয় ১ থেকে ২ লাখ ভোট পেতেন।

    তথ্যমন্ত্রী এসময় প্রয়াত জয়নুল আবেদীনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘তিনি মানুষের জন্য নিভৃতে কাজ করেছেন, সেকারণে তিনি আজকে এত জনপ্রিয়। তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ হাজার হাজার মানুষের সমাগত হয়েছে।’

    ড. হাছান মাহমুদ বলেন, ‘মেজর জেনারেল জয়নুল আবেদীন রাজনীতি করতেন না। কিন্তু তার গ্রামের বাড়ি থেকে ঢাকার বাসায় কেউ গেলে দেখতে পেতেন, একজন রাজনীতিবিদের বাড়িতে যেভাবে সকাল বেলা প্রচুর মানুষ দেখা করতে যায়, সে রকম মানুষের যাতায়াত। তার গ্রামের বাড়িতেও একইভাবে গণমানুষের যাতায়াত ছিল। রাজনীতি না করেও সারাজীবন তিনি দেশের মানুষের জন্য কাজ করেছেন উল্লেখ করে তিনি বলেন, জয়নুল আবেদীনের হাত ধরে বহুজনের জীবনে পরিবর্তন এসেছে, বহুজন জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন, অনেকের জীবনে আমূল পরিবর্তন এসেছে ‘

    তথ্যমন্ত্রী বলেন, “অনেকেই বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শতভাগ বিশ্বস্ত জয়নুল আবেদীনের সহায়তা নিতেন, কারণ তিনি প্রধানমন্ত্রীর কাছে এমনভাবে পরিবেশন করতেন, তাতে সম্মতি আদায় করা যেত।”

    চট্টগ্রামের বে টার্মিনাল প্রকল্প হাতে নেওয়ার জন্য প্রয়াত জয়নুল আবেদীন সহযোগিতার কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন ‘প্রধানমন্ত্রী চট্টগ্রামে আসার সুযোগ না পেলেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জয়নুল আবেদীনের উদ্যোগের কারণে। আজকে বে টার্মিনালের কাজ শুরু হয়েছে। শুধু চট্টগ্রামের নয়, বাংলাদেশের বহু উন্নয়ন প্রকল্প মেজর জেনারেল জয়নুল আবেদীনের কারণে গতি পেয়েছে।’

    শোক সভায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন আহমেদ এমপি, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, ওয়াসিকা আয়েশা খানম এমপি, কানিজ ফাতেমা এমপি, সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, আওয়ামী লীগের তথ্যও গবেষণা সম্পাদক ড. সেলিম আহমেদ, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন ,দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন আবু রেজা নদভী এমপি।

  • বিএনপি নির্বাচন ও আন্দোলনে পরাজিত হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে : কাদের

    বিএনপি নির্বাচন ও আন্দোলনে পরাজিত হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে : কাদের

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচন ও আন্দোলন-সংগ্রামে পরাজিত হয়ে আজকে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ষড়যন্ত্রের মাধ্যমে চোরাপথ দিয়ে তারা বঙ্গবন্ধু কন্যাকে ক্ষমতা থেকে হঠাতে চায়।

    তিনি বলেন, ষড়যন্ত্র হচ্ছে, চ্যালেঞ্জ আছে। তবে এসব মোকাবিলা করে এগিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ মুহূর্তে শেখ হাসিনার পাশে একজন বিশ্বস্ত সাহসী মানুষ প্রয়াত সামরিক সচিব মেজর জেনারেল জয়নুল আবেদীনের খুব প্রয়োজন ছিল।

    ওবায়দুল কাদের আজ বুধবার চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে প্রধানমন্ত্রীর সামরিক সচিব প্রয়াত মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রম স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    প্রয়াতের বড় ভাই ইসমাঈল হোসেন মানিকের সভাপতিত্বে চুনতি মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

    এছাড়াও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ এমপি, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, ওয়াসিকা আয়েশা খানম এমপি, কানিজ ফাতেমা এমপি, সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, আবু রেজা নদভী এমপি, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম আহমেদ, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ বক্তব্য রাখেন।

    ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নেতা-কর্মী, জনগণের সঙ্গে গণভবনের সেতুবন্ধন রচনা করেছিলেন সামরিক সচিব জয়নুল আবেদীন। সৈনিক হয়েও তার গন্ডি পেরিয়ে জনগণের সঙ্গে অবাধে মিশে যেতে পারতেন তিনি। তার মধ্যে অহংকার কখনও দেখিনি।

    ওবায়দুল কাদের বলেন, জয়নুল আবেদীন ছিলেন একজন আপোষহীন কর্মবীর। তার গ্রামে এলে বোঝা যায়, একজন মানুষ শেকড়ের টানে নিজ জন্মভূমির জন্য কি না করতে পারেন। এ অন্ধকার গ্রামে শিক্ষার আলো ছড়িয়েছেন জয়নুল আবেদীন। তিনি সরাসরি রাজনীতি করেননি। কিন্তু একজন রাজনীতিকের যে গুণাবলী থাকা দরকার তার চেয়ে অনেক বেশি গুণাবলী ছিল জয়নুল আবেদীনের মধ্যে।

    ওবায়দুল কাদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সোনার মানুষের দরকার। তবে এখন সেই সোনার মানুষের বড় অভাব রাজনৈতিক অঙ্গনে।

  • দাফনের ২৫ দিন পর কলেজছাত্রের লাশ উত্তোলন

    দাফনের ২৫ দিন পর কলেজছাত্রের লাশ উত্তোলন

    চট্টগ্রামের লোহাগাড়ায় দাফনের ২৫ দিন পর কলেজছাত্র মোসাদ্দেক হোসেন ফালুর লাশ ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়েছে।

    ফালু ওই এলাকার আমিনুল হকের পুত্র। তিনি চট্টগ্রাম শহরের হাজী মুহাম্মদ মহসিন কলেজের মাস্টার্সের ছাত্র ও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে জানা যায়।

    সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার পুটিবিলা মাওলানা পাড়ার পারিবারিক কবরস্থান থেকে এ লাশটি উত্তোলন করা হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ।

    তিনি বলেন, নিহত ফালুর স্বজনদের সন্দেহ ছিল তাকে হত্যা করা হয়েছে। প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট আদালতে অভিযোগের ভিত্তিতে লাশটি উত্তোলনের আদেশ দেওয়া হয়। এ আদেশের ভিত্তিতে লাশটি উত্তোলন করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

    উল্লেখ্য, গত ২ অক্টোবর চট্টগ্রাম নগরীর টাইগারপাস মোড়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয় মোসাদ্দেক হোসেন ফালু। পরদিন ৩ অক্টোবর ময়নাতদন্ত ছাড়াই লোহাগাড়ার পুটিবিলা মাওলানা পাড়ায় পারিবারিক কবরস্থানে লাশের দাফন করা হয়।

  • খালাতো বোন মিমকে ‘ডিম’ বলায় খালাতো ভাইকে গলাটিপে হত্যা

    খালাতো বোন মিমকে ‘ডিম’ বলায় খালাতো ভাইকে গলাটিপে হত্যা

    নড়াইলের লোহাগড়া উপজেলার সিংগা গ্রামের ১ম শ্রেণির ছাত্র রমজান শেখ(৭) হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ।

    খালাতো বোন মিমকে“মিম না ডিম” বলে ব্যঙ্গ করায় রমজানকে গলা টিপে হত্যা করা হয়। মূল আসামী মিম আক্তার(১৩) গতকাল ১৯ আক্টোবর সন্ধ্যার পরে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা এর আমলি আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকান্ডের বর্ণনা দিয়েছেন।

    গত শনিবার রাত সাড়ে ১১ টায় চরআড়িয়ারা গুচ্ছ গ্রামে অভিযান চালিয়ে হত্যার সময় শিশু রমজানের সাথে থাকা বই ও স্যান্ডেল উদ্ধার করেছে পুলিশ।

    হত্যাকান্ডের ঘটনায় এ পর্যন্ত আটক হয়েছেন পুতুল, মিম, ইলিয়াস শেখ, ইউসুফ শেখ, লাকী বেগম, হাবিবুর রহমানসহ ৬জনকে আটক করেছে পুলিশ।

    মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই মিলটন কুমার দেবদাস জানান,ঘাতক মিম নিহত রমজানের খালাতো বোন। মিম আক্তার চরআড়িয়ারা গুচ্ছ গ্রাম এর মোঃ রাকায়েত শেখ ও লাকী বেগমের মেয়ে। রাকায়েত শেখ লাকী বেগমের আগের স্বামী। রমজান তার খালাতো বোন মিম আক্তারকে “মিম না বলে ডিম” বলে ডাকতো। এতে ক্ষিপ্ত ছিল মিম। গত বুধবার স্কুল থেকে বাড়ি ফেরার পরে মিম আক্তার রমজানকে ঘরের মধ্যে মারপিট করে। দৌঁড়ে রমজান উঠানে পড়ে গেলে মিম রমজানের গলা টিপে ধরে। এসময় রমজানের মৃত্যু হয়।

    পরে পরিবারের সহযোগিতায় মিম লাশ গুম করবার চেষ্টা করে।

    উল্লেখ্য, রমজান সিংগা-মশাঘুনি আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ত। গত বুধবার সকালে স্কুলে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। বুধবার সন্ধ্যার আগে তার লাশ পাওয়া যায় শিশুটির পিতা ও নানার বাড়ি পাশ্ববর্তী বাগানে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল।

    এঘটনায় শুক্রবার রমজানের নানা বাদি হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।