Tag: ল্যাপটপ

  • চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিলেন পুলিশ

    চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিলেন পুলিশ

    ২৪ ঘন্টা ডট নিউজ। ডেস্ক : কক্সবাজারের লালদিঘীর পাড়ের একটি ব্যাচেলর বাসা থেকে চুরি হওয়া (apple macbook laptop) ল্যাপটপ উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর করেছে কক্সবাজার সদর থানা পুলিশ।

    পুলিশ জানায়, গত ২ ফেব্রুয়ারি কক্সবাজার সদর থানায় একটি চুরির অভিযোগ দায়েরের পর ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে শহরের টেকপাড়া এলাকার হাসানের বাড়ি থেকে চোরাই করা ল্যাপটপটি উদ্ধার করা হয়।

    উদ্ধারের পর আদালতের সকল প্রক্রিয়া শেষ করে আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ল্যাপটপের মালিক মো. শরীফের হাতে হস্তান্তর করেছে সদর থানার এসআই রাজিব পোদ্দার।

    এসআই রাজিব জানান, চট্টগ্রাম শহরের আগ্রাবাদ এলাকার বাসিন্দা শফিউল আজমের ছেলে মো. শরীফগেত ২ ফেব্রুয়ারি সদর থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগে উল্লেখ করেন কক্সবাজারের একটি মোবাইল কোম্পানীতে চাকুরীর সুবাধে জেলা সদরের লালদিঘী পাড় এলাকায় ব্যাচেলর বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন।

    তিনি অভিযোগে বলেন, গত ১ ফেব্রুয়ারি ওই ব্যাচেলর বাসা থেকে তার গুরুত্বপূর্ণ ল্যাপটপটি চুরি হয়। অভিযোগ পাওয়ার পর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সাকের্ল) আদিবুল ইসলাম ও অফিসার ইনচার্জ শাহজানান কবিরের পরামর্শে ওই এলাকার বেশ কিছু সিসি ক্যামরার ফুটেজ সংগ্রহ করা হয়। একটি ফুটেজে চুরির বিষয়টি ধরা পড়ে।

    পরে বুরিং নামে একজনকে গ্রেফতার করার পর তার দেওয়া তথ্যমতে টেকপাড়ার জনৈক হাসানের বাড়িতে অভিযান চালিয়ে চোরাইকৃত ল্যাপটপটি উদ্ধার করা হয়েছে।

    গ্রেফতার আসামির আদালতে জবানবন্দি নিয়ে এবং সকল আইনি প্রক্রিয়া শেষ করে আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকালে প্রকৃত মালিক মো. শরীফকে ল্যাপটপ বুঝিয়ে দেয়া হয়েছে।

  • স্কুলের ল্যাপটপ-নোটপ্যাড ও প্রজেক্টর চুরি করে পুলিশের হাতে ধরা তিন চোর

    স্কুলের ল্যাপটপ-নোটপ্যাড ও প্রজেক্টর চুরি করে পুলিশের হাতে ধরা তিন চোর

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকার একটি স্কুল থেকে ল্যাপটপ-নোটপ্যাড ও প্রজেক্টর চুরি করে পুলিশের হাতে ধরা পড়েছে চোর চক্রের তিন সদস্য।

    নগরীর কোতোয়ালি থানা বৌদ্ধ মন্দির সংলগ্ন লাভলেইনস্থ সরকারি ন্যাশনাল প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষিকা বদরুন নেছার দায়ের করা চুরির অভিযোগের প্রেক্ষিতে বুধবার দিনভর অভিযান চালিয়ে এ তিন চোরকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে চোরাই মালামাল।

    গ্রেফতারকৃতরা হলেন, বিদ্যালয়ের আশে পাশের বাসিন্দা ও ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর বিদ্যাকুট মিস্ত্রি বাড়ির মো. আবুল কালামের ছেলে মো. জাকির হোসেন (৩১), নগরীর কোতোয়ালি থানা নুর আহম্মদ সড়ক পুরাতন বিমান অফিসের কসবা হাউসের ৫ম তলার বাসিন্দা মৃত রেজাউল হক খানের ছেলে নাহিয়ান উল হক খান (২৭) এবং হালিশহর থানা মধ্যম রামপুর এলাকার বাসিন্দা ও সাতকানিয়া উপজেলার রুপকানিয়া মাইজ্জ্যা মুহুরী পাড়ার হাজী মো. ইব্রাহিমের ছেলে মো. মজিবুর রহমান।

    বৃৃহস্পতিবার বেলা ১২টার দিকে তিন চোরকে গ্রেফতারের তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি মো. মহসীন।

    তিনি জানান, গত ২৮ জানুয়ারি রাতে ভেন্টিলেটর ভেঙে লাভলেইনস্থ সরকারি ন্যাশনাল প্রাইমারী স্কুলের ভিতরে ঢুকে ২টি ল্যাপটপ, ১টি প্রজেক্টর ও ১টি নোটপ্যাড চুরি হয়। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক কোতোয়ালি থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেন।

    মামলাটি তদন্ত করতে গিয়ে বুধবার বিকাল ৪টার সময় নগরীর কোতোয়ালী থানা এলাকার কাজীর দেউরী আউটার স্টেডিয়ামে অভিযান চালিয়ে মো. জাকির হোসেন নামে এক চোরকে গ্রেফতার করে কোতোয়ালি পুলিশ। সে স্কুলের মালামাল চুরির কথা স্বীকার করে এবং এ ঘটনার সাথে জড়িত আরো ২ জনের বিষয়ে তথ্য দেন।

    পরে বিকাল সাড়ে ৫টার সময় নাহিয়ান উল হক খান নামে আরো একজনকে গ্রেফতার করা হলে তার দেয়া তথ্যমতে সিডিএ মার্কেটে অভিযান চালায় পুলিশ। এসব নিজ দোকান থেকে মো. মজিবুর রহমান নামে এক চোরাই পণ্য বিক্রেতাকে গ্রেফতার করে পুলিশ। তার দোকান থেকেই চোরাই ২টি ল্যাপটপ ও ১টি প্রজেক্টর উদ্ধার করা হয়।

    ওসি জানান, দীর্ঘদিন ধরে গ্রেফতার তিনজনই পরস্পরের যোগসাজশে চুরি করে চোরাই ল্যাপটপ ও বিভিন্ন চোরাই ইলেকট্রনিক্স পণ্য ক্রয়-বিক্রয় করে আসছে। গ্রেফতার তিন চোরের বিরুদ্ধে মামলা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি মো. মহসীন।