Tag: ল্যাব এইড হাসপাতাল

  • করোনায় মারা গেলেন ল্যাবএইড হাসপাতালের অ্যানেস্থেশিয়া কনসালটেন্ট

    করোনায় মারা গেলেন ল্যাবএইড হাসপাতালের অ্যানেস্থেশিয়া কনসালটেন্ট

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বেসরকারি ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের অ্যানেস্থেশিয়া বিভাগের কনসালটেন্ট ডা. শাখাওয়াত হোসেন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

    সোমবার (৮ জুন) সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. শাখাওয়াত।

    গণমাধ্যমকে ল্যাবএইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম এই তথ্য নিশ্চিত করেছেন।

    করোনায় আক্রান্ত হয়ে ডা. শাখাওয়াত বাড্ডার এএমজেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

    সেখানেই ভেন্টিলেশনে থাকা অবস্থায় আজ মারা যান তিনি।

    ডা. সাখাওয়াত হোসাইন ময়মনসিংহ কমিউনিটি বেজড মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন কমিউনিটি মেডিকেল কলেজের ৫ম ব্যাচের শিক্ষার্থী।

    তিনি রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড ও ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের একজন অ্যানেস্থেশিওলজিস্ট ছিলেন।

    মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। ব্যক্তিগত জীবনে বিবাহিত ডা. সাখাওয়াত ছিলেন ৩ সন্তানের জনক।

    তিনি করোনায় আক্রান্ত হয়ে গত ২৯ মে থেকে এ হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস (এফডিএসআর)।

    সংগঠনটি জানায়, এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে ২১ জন চিকিৎসক মারা গেছেন।

    করোনায় প্রাণ হারানোদের মধ্যে রয়েছেন ফরেনসিক মেডিসিনের কিংবদন্তি অধ্যাপক ডা. হাবিবুর রহমান, প্রখ্যাত ইউরোলজিস্ট ডা. মঞ্জুর রশীদ চৌধুরী, ইব্রাহিম মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ মহিউদ্দীন, ডিজি হেলথের অবসরপ্রাপ্ত ইভালুয়াটার অফিসার ডা. এ কে এম ওয়াহিদুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এস এ এম গোলাম কিবরিয়া ও স্কয়ার হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. মির্জা নাজিম উদ্দিন

    ২৪ ঘণ্টা/এম আর