Tag: শতাংশ

  • চট্টগ্রামে ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ হার ১৪.৫২ শতাংশ

    চট্টগ্রামে ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ হার ১৪.৫২ শতাংশ

    নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে সে পুরনো চিরচেনা রুপই যেন ধারণ করছে প্রাণঘাতী করোনা ভাইরাস। নতুন করে আবারো আতঙ্ক ছড়াচ্ছে পুরো চট্টগ্রাম জুড়ে।

    মৃত্যুর পরিসংখ্যানে স্বস্থির খবর দেখা দিলেও সংক্রমণ হার ও শনাক্তে চোখ রাঙ্গাচ্ছে এ ভাইরাস। দিন দিন বড় লাফ দিচ্ছে শনাক্তে। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ২৯৬ জনের শরীরে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে।

    নতুন আক্রান্তদের সিংহভাগই নগরের বাসিন্দা। নতুন শনাক্ত ২৯৬ জনের মধ্যে ২৬৩ জন নগরীর এবং ৩৩ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

    চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন এক লক্ষ চার হাজার একশ ৮৮ জন। মোট শনাক্তদের মধ্যে নগরীর ৭৫ হাজার ৬শ ১৪ জন আর জেলার বিভিন্ন উপজেলার ২৮ হাজার ৫শ ৭৪ জনের করোনা শনাক্ত হয়।

    এসব তথ্য দিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়। বলা হয়, চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মহানগরীতে নতুন করে কারো মারা যাওয়ার তথ্য পাওয়া যায়নি।

    জেলায় মোট মৃতের সংখ্যা এক হাজার ৩শ ৩৫ জন। এর মধ্যে ৭শ ২৫ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৬শ ১০ জন।

    শুক্রবার (১৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী।

    বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১৩ টি ল্যাবে দুই হাজার ৩৮ জনের নমুনা পরীক্ষায় ২৯৬ জনের শরীরে করোনার অস্তিত্ব শনাক্ত হয়।

    বিগত ২৪ ঘন্টায় সংক্রমণ হার ১৪ দশমিক ৫২ শতাংশে দাঁড়াল।

    ২৪ ঘন্টা/রাজীব