Tag: শপিংমল-দোকানপাট

  • দোকানপাট খোলা রাখার সময় ৩ ঘণ্টা বাড়ল

    দোকানপাট খোলা রাখার সময় ৩ ঘণ্টা বাড়ল

    মহামারি করোনা সংক্রমণ পরিস্থিতিতে ৩ আগস্ট পর্যন্ত সীমিতভাবে সরকারি-বেসরকারি অফিস চলমান থাকবে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনও (বাস, লঞ্চ ও ট্রেন) চালু থাকবে।
    পরিবর্তন আনা হয়েছে দোকানপাট খোলা-বন্ধের সময়ে। খোলা রাখার সময় বাড়ানো হয়েছে ৩ ঘণ্টা।

    মঙ্গলবার (৩০ জুন) রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

    জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‌যেভাবে সীমিত পরিসরে কর্মকাণ্ড চলছে সেভাবেই আগামী ৩ আগস্ট পর্যন্ত চলবে। মানুষকে সচেতন করতে স্বাস্থ্য সেবা বিভাগ এবং তথ্য মন্ত্রণালয় প্রচার-প্রচারণা চালাবে।

    তিনি আরো জানান, সার্বিক বিষয় বিবেচনা করে দোকানপাট খোলা রাখার সময় তিন ঘণ্টা বাড়ানো হয়েছে।

    বুধবার (১ জুলাই) থেকে ৩ আগস্ট পর্যন্ত সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে।

    এতদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার নির্দেশনা ছিল।

    এর আগে, শপিংমল খোলা রাখার সময় পরিবর্তন চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর আবেদন জানিয়েছিল ঢাকা মহানগর দোকান মালিক সমিতি।

    ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহসান সাক্ষরিত ওই আবেদনে দেখা যায়, সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখার পরিবর্তে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার আবেদন জানানো হয়।

    আবেদনে বলা হয়, সরকারের নির্দেশনা মেনেই মার্কেট খোলা রাখছেন ব্যবসায়ীরা। তবে খোলা রাখার সময় কম হওয়ায় বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানানো হয় আবেদনে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • পীরগঞ্জে জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে দোকানপাট চালু

    পীরগঞ্জে জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে দোকানপাট চালু

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃসামাজিক দূরত্ব নিশ্চিত না হওয়ায় দোকান বন্ধ রাখতে জেলা প্রশাসনের নির্দেশ অমান্য করে সোমবার (১৮ মে) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌরসভার ঢাকাইয়া পট্টির সকল প্রকার কাপড়, জুতা ও কসমেটিকের দোকান চালু রাখেছে ব্যবসায়ীরা।

    কোন প্রকার স্বাস্থ্য না মেনেই সকাল থেকে এসব দোকানে কেনা কাটা করতে হুমড়ি খেয়ে পড়ে সাধারণ মানুষ। গনমাধ্যম কর্মীরা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানালে দুপুরে পুলিশ এসে দোকানপাট বন্ধ করে দেয়।

    তবে পুলিশ চলে যাওয়ার পর ব্যবসায়ীরা দোকানের একটা সাটার অর্ধেক খুলে ক্রেতা ভিতরে ঢুকিয়ে চুটিয়ে ব্যবসা করতে থাকেন। এতেও মানা হচ্ছে না কোন স্বাস্থ্য বিধি। একে অপরের গা ঘেষে বসে এবং দাঁড়িয়ে পছন্দের কাপড়, জুতা ও কসমেটিক কিনছেন ক্রেতারা। অবশ্য ব্যবসায়ীরা বলছেন বাধ্য হয়েই দোকান খুলছেন তারা।

    কাপড় ব্যবসায়ী রিয়াজুল বলেন, দীর্ঘদিন ধরে দোকানপাঠ বন্ধ ছিল। এখন খোলা হলেও আবার বন্ধ ঘোষনা করা হয়েছে। বছরে ঈদের সময়েই বেচা কেনা বেশি। এ সময় দোকান বন্ধ রাখলে পথে বসতে হবে তাদের। তাই ঝুঁকি নিয়ে দোকান খুলছেন অনেকে। তারা সামাজিক দুরত্ব বজায় রাখার চেষ্টা করছেন। কিন্তু মানুষ মানছে না।

    এদিকে মুদি, হার্ডওয়ার, কোকারিজ ও ফলের দোকানগুলোতেও মানা হচ্ছেনা সামাজিক দুরত্ব। এতেও বাড়ছে স্বাস্থ্যঝুকি।

    উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, কাপড়, জুতা ও কসমেটিকের দোকান যেন খোলা না হয়, সে বিষয়ে সজাগ আছে উপজেলা প্রশাসন। নিয়মিত মনিটরিং করা হচ্ছে। সামাজিক দুরত্ব নিশ্চিত করার বিষটিও প্রতিও জোড় দেওয়া হচ্ছে।

    উল্লেখ্য, দোকানপাটে সামাজিক দুরত্ব নিশ্চিত না হওয়ায় সোমবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলার সকল প্রকার কাপড়ের দোকান, তৈরী পোশাক দোকান সহ জুতা ও কসমেটিকের দোকান বন্ধ রাখতে রবিবার সন্ধ্যায় নির্দেশনা জারি করে জেলা প্রশাসন।

    ২৪ ঘণ্টা/এম আর/গৌতম

  • ঈদ উপলক্ষে ১০ মে থেকে শপিংমল-দোকানপাট খোলার অনুমতি

    ঈদ উপলক্ষে ১০ মে থেকে শপিংমল-দোকানপাট খোলার অনুমতি

    ঈদুল ফিতরকে সামনে রেখে আগামী ১০ মে থেকে দোকান-পাট ও শপিং মল খোলার অনুমতি দিয়েছে সরকার।

    বেশ কয়েকটি শর্ত মেনে বিকাল ৪টা পর্যন্ত সারা দেশের শপিং মলগুলো খোলা রাখা যাবে জানিয়ে জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব এবং সব বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের সোমবার নির্দেশনা পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

    ১০ মে থেকে সারা দেশে হাট-বাজার, ব্যবসা কেন্দ্র, দোকানপাট ও শপিং মলগুলো সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে সীমিত পরিসরে খোলা রাখা যাবে।

    প্রজ্ঞাপনে বলা হয়, শর্তাদির মধ্যে প্রযোজ্য বিষয়াদি বিবেচনা করে দেশের বিভিন্ন জেলা/উপজেলাসমূহ অভ্যন্তরীণভাবে ব্যবসা/বাণিজ্য, দোকান-পাট, শপিংমলসহ অন্যান্য কার্যাবলী আগামী ১০ মে থেকে সীমিত আকারে খুলে দেয়ার ব্যবস্থা করার জন্য অনুরোধ জানানো হলো। তবে এ ক্ষেত্রে আন্তঃজেলা, আন্তঃউপজেলা যোগাযোগ /চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।

    প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বলা হয়, হাট-বাজার, ব্যবসা কেন্দ্র, দোকান-পাট ও শপিংমলগুলো সকাল ১০টা হতে বিকাল ৪টার মধ্যে সীমিত রাখতে হবে। সেই সঙ্গে প্রতিটি শপিংমলে প্রবেশের ক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঘোষিত সতর্কতা গ্রহণ করতে হবে।

    এদিকে সোমবার রাতে বাণিজ্যমন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পবিত্র রমজান এবং ঈদুল ফিতরকে সামনে রেখে সীমিত পরিসরে দোকান-পাট, শপিংমলগুলো স্বাস্থ্যবিধি মেনে আগামী ১০ মে থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে।

    ২৪ ঘণ্টা/এম আর