Tag: শর্টপিস

  • সীতাকুণ্ডে শেখ রাসেল স্মৃতি দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

    সীতাকুণ্ডে শেখ রাসেল স্মৃতি দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

    সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ডে শেখ রাসেল স্মৃতি দিবারাত্রি শর্টপিস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

    মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় উপজেলার বার আউলিয়াস্থ সোনাইছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস।

    মাসব্যাপী এই দিবারাত্রী ক্রিকেট টুর্নামেন্টে মোট ৩২টি টিম অংশ গ্রহণ করে। উদ্বোধনী খেলায় অংশ নেয় বি.এফ.সি ফাইটার্স বনাম অপরাজয়া ক্রীড়া সংঘ।

    ছাত্রনেতা মোঃ সাদেকের সঞ্চলনায় উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. ইসমাইল, সোনাইছড়ি ইউনিয়ন যুবলীগ সভাপতি নুরুল আলম বাবুল, সাধারণ সম্পাদক অহিদুল আলম চৌধুরী, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, ইউপি সদস্য নাছির উদ্দিন, ছাত্রনেতা জসিম উদ্দিন, নিজাম উদ্দিনসহ যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।

    বক্তরা বলেন, খেলাধুলা ছেলেদের শারীরিক গঠন বৃদ্ধি করতে সহায়তা করে। তাদের মন মানসিকতা প্রফুল্ল রাখে।

    পড়ার পাশাপাশি ছেলেদের খেলাধুলার প্রয়োজন রয়েছে। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই।