Tag: শর্মি ইসলাম

  • শর্মি ইসলামের ‘সখি গো আমার মন ভাল না’ শীঘ্রই মুক্তি পাবে

    শর্মি ইসলামের ‘সখি গো আমার মন ভাল না’ শীঘ্রই মুক্তি পাবে

    জনপ্রিয় গান ‘সখি গো আমার মন ভালা না’ গানের শিরোনামটি সবার মুখেই কমবেশি শোনা যায়। গানটির দর্শকপ্রিয়তার রেশ ধরে মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করেছেন উত্তম অধিকারী। আর এতে মডেল হয়েছেন শর্মী ইসলাম সাথে ছিলেন নির্মাতা উত্তম অধিকারী ও মিজানুর রহমানসহ অনেকে।

    একই নির্মাতার পরিচালনায় রোমান্টিক কমেডি ঘরানার নাটক ‘পাথর বাবা’র শুটিংও শেষ সম্পন্ন করেছিন শর্মি।

    রামপুরার আফতাবনগরে মনোরম পরিবেশে নাটক ও মিউজিক্যাল ফিল্মের দৃশ্য ধারন সম্পন্ন হয়।

    এ বিষয়ে মডেল ও অভিনেত্রী শর্মী বলেন, যে মিউজিক্যাল ফিল্মে মডেল হয়েছি গানটি ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয় হয়েছে পাশাপাশি একটি রোমান্টিক নাটকে কাজ করলাম। আমার খুবই ভালো লেগেছে, আশা করছি দর্শক শ্রোতাদের ভালো লাগবে।

    মিউজিক্যাল ফিল্ম এবং নাটকটির কাজ সম্পন্ন হলে অনলাইন প্ল্যাটফর্ম ইউকে ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।

  • মডেল থেকে অভিনেত্রী শর্মি ইসলাম

    মডেল থেকে অভিনেত্রী শর্মি ইসলাম

    একটি পোশাকের ব্রান্ড মডেল হওয়া নড়াইলের লোহাগড়ার মেয়ে শর্মী ইসলাম টিভি অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেন লিটু করিমের অন্তরালে বিষাদ নাটক দিয়ে।

    টিভিতে তার ক্যারিয়ার মাত্র এক বছরের। এই সময়ে তিনি ওয়েব সিরিজ, ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, দুটি টেলিফিল্ম এবং ১২টি নাটকে অভিনয় করেছেন। এর মধ্যে ধারাবাহিক নাটকও রয়েছে। ঈদের নাটক হিসেবে তিনি কাজ করেছেন ছয়টি নাটকে। এর মধ্যে রয়েছে যদি থাকে নসিবে, বন্ধন, বিএসসি তালেব, গফুরের বিয়ে, কল্পনায় ভালোবাসা এবং লাভ লেইনের পান।

    শর্মী ইসলাম বলেন, চলচ্চিত্রে অভিনয়ের জন্য বেশ কয়েকজন খ্যাতিমান নির্মাতাই তাকে অফার দিয়েছেন। কিন্তু সেগুলোতে তিনি তেমন একটা সাড়া দেননি। কেন দেননি জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘অভিনয়ে পরিপক্কতা লাভের পর আমি চলচ্চিত্রে অভিনয় করতে চাই।’ তিনি শৈশব থেকেই উদীচী শিল্পী গোষ্ঠীতে কাজ করে আসছেন। মঞ্চেও কাজ করেন। সুতরাং তার অভিনয়ের পাটাতন নড়বড়ে বলা যাবে না। তবে তিনি চলচ্চিত্রে অভিনয় করার মানসিক প্রস্তুতি গ্রহণ করছেন বলে জানালেন।

    শর্মী ইসলাম

    যশোহরের এমএম কলেজ থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর করা শর্মী বলেন, ‘চলচ্চিত্র বা নাটক বলে কথা নয়, আমার কাছে গল্পটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গল্প পছন্দ হলে পারিশ্রমিক নিয়ে খুব একটা ভাবি না। বাবা মার পরামর্শও আমি যেন ভালো গল্পে কাজ করি। বাবা-মার পর আমার ভালোবাসার স্থান মিডিয়া। এখানেই আমার ঠিকানা গড়ে তুলতে চাই।’

    এক প্রশ্নের জবাবে শর্মী বলেন, ‘টিভির সব নায়কই আমার পছন্দের। তবে বেশি পছন্দ তাকেই, যিনি ভালো অভিনয় জানেন।’ তিনি বলেন, আমার ক্যারিয়ার এক বছর হলেও খুব কম সময়ের মধ্যে আমি সবার নজরে এসে গেছি। আমি মনে করি এটাই আমার বড় স্বার্থকতা এবং পাওয়া। আমার আরেক বড় পাওয়া হলো আমার পারিবারিক পৃষ্ঠপোষকতা।’

    তিনি বলেন, ‘অভিনয়ের মাধ্যমে আমি দর্শক মনে একটা স্থান করে নিতে চাই। এজন্য প্রয়োজন সংশ্লিষ্টদের সহযোগিতা।’

    শর্মি বলেন, ‘আমার কোনো প্রেম নেই, কোনো বয়ফ্রেন্ড নেই। কারণ আমার কাছে একজন বয়ফ্রেন্ডের চাইতে ক্যারিয়ার অনেক গুরুত্বপূর্ণ। আমার ক্যারিয়ারে যে সহায়তা করবে কেবল সেই হতে পারে আমার বয়ফ্রেন্ড।’ প্রসঙ্গত তিনি মিডিয়া জগতের অসুবিধা নিয়েও কথা বলেন। তিনি বলেন, কাজ করতে গিয়ে আমাকে কখনোই কোনো সমস্যায় পড়তে হয়নি। কেউ আমার প্রতি বিরুপ মনোভাবও দেখায়নি। আমি যে ইউনিটে কাজ করি, সেই ইউনিটকে আমি আপন করে নেই। সবার সঙ্গে পরিবারের সদস্যদের মতো থাকি।’

  • মিডিয়াতে ক্যারিয়ার গড়তে চান শর্মি ইসলাম

    মিডিয়াতে ক্যারিয়ার গড়তে চান শর্মি ইসলাম

    বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সাংসদ নড়াইল এক্সপ্রেস মাশরাফির এলাকার মেয়ে দেশীয় টিভি মিডিয়ার উঠতি অভিনেত্রী মডেল ও অভিনেত্রী শর্মি ইসলাম। শর্মি একাধারে একজন নৃত্যশিল্পী, অভিনেত্রী ও মডেল। সুন্দরী, সুদর্শনা এবং স্মার্ট মেয়ে শর্মি। শোবিজ এ এসেছেন বছর দেড়েক। তাতেই নির্মাতা ও দর্শকদের নজরে এসেছেন তিনি। অভিনয় করছেন নাটক, টেলিফিল্ম,শর্ট ফিল্ম আর মডেলিং করছেন বিভিন্ন শিল্পীর মিউজিক ভিডিওতে।

    নিজের সম্পর্কে শর্মি ইসলাম তার সাংস্কৃতিক চর্চার শুরুর দিকটা জানালেন। তৃতীয় শ্রেণীতে পড়ার সময় তার বাবা এ আর এম নজরুল ইসলাম আলম তাকে নড়াইলের লোহাগড়ার স্থানীয় নাচের একাডেমিতে ভর্তি করিয়ে দেন। এর পর যুক্ত হন মঞ্চ নাটকের সাথে। ওখানকার গণনাট্য সংস্থার হয়ে শর্মি ইসলাম বেশ কিছু মঞ্চ নাটকে অভিনয় করেছেন। এগুলোর মধ্যে কালপুরুষ নামের একটি নাটকের অসংখ্য শো করেছেন তিনি। অভিনয় আর নাচে ওই সময়ে খুলনা বিভাগীয় পর্যায়ে অসংখ্য বার চ্যাম্পিয়ন হয়েছেন বলে জানান শর্মি।

    প্রগতিশীল আর সংস্কৃতিমনা বাবার ঐকান্তিক আগ্রহ আর ইচ্ছায় পড়াশোনার পাশাপাশি চলতে থাকে শর্মির উদীচীর হয়ে অভিনয় আর নাচের চর্চা। গেলো বছর যশোর এম এম কলেজ থেকে অর্থনীতি বিষয়ে অনার্স কমপ্লিট হওয়ার পর শর্মি তার স্বপ্ন পূরণে উদ্যোগী হন। শুরু করেন টিভি মিডিয়ায় অভিনয়ের পথচলা।

    বন্ধুবৎসল আর সদাহাস্য তরুণী শর্মি বলেন, আমি আরো আগেই নিজের স্বপ্নের জগতে আত্মপ্রকাশ করতে পারতাম। কিন্তু ওই সময়টাতে আমার কাছে অগ্রাধিকার ছিল আমার একাডেমিক ক্যারিয়ার। পরিবার থেকেও বলা হচ্ছিল অন্তত অনার্স কমপ্লিট করে যেন মিডিয়ায় আসি।

    নিজের প্রথম কাজ কোনটি জানতে চাইলে শর্মি জানান, লিটু করিম পরিচালিত শর্ট ফিল্ম অন্তরালে বিষাদ। এরপর তিনি নিরুপায়, কলংকিত বউ, নেশার জন্যে, বোবা বোন সহ প্রায় এক ডজন শর্ট ফিল্ম এ অভিনয় করে নিজের প্রতিভার দ্যুতি ছড়ান। এরপর শিল্পী বাধন রাজের গাওয়া লোভী মেয়ে গানে মডেল হয়ে শর্মি ব্যাপকভাবে আলোচিত হয়ে উঠেন।

    কথায় কথায় মিষ্টি হাসির বিনয়ী মেয়ে শর্মি ইসলাম জানান, তিনি একজন জনপ্রিয় অভিনয় তারকা হওয়ার যে স্বপ্ন নিয়ে মিডিয়ায় এসেছেন, সেই স্বপ্ন পূরণের জন্য সম্প্রতি তিনি একটি কর্পোরেট কোম্পানির চাকরি পর্যন্ত ছেড়ে দিয়েছেন। স্বল্প দিনের শোবিজ ক্যারিয়ারে ইতিমধ্যে চলচ্চিত্রেও অভিনয়ের প্রস্তাব এসেছে তার কাছে। শর্মিও বিনোদনের বৃহৎ মাধ্যমে কাজ করতে আগ্রহী। তবে এ মূহুর্তে না। এখন তিনি টিভি মিডিয়ায় কাজ করে নিজেকে চলচ্চিত্রের জন্যে আরো দক্ষ ও উপযোগী করে নিতে চান।

  • শর্মী ইসলামের সল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওভার দ্য গেইম’র নির্মাণ সম্পন্ন

    শর্মী ইসলামের সল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওভার দ্য গেইম’র নির্মাণ সম্পন্ন

    গাজীপুরের কালিয়াকৈর জমিদার বাড়িতে শেষ হলো শর্মী ইসলামের সল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “ওভার দ্য গেইম”।

    এটি রচনা এবং পরিচালনা করেছেন এম সাখাওয়াত হোসেন। কমেডিয়ান রোমান্টিক ধাচের অসাধারণ একটি সুন্দর গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।

    শুটিং এর দৃশ্য

    এ বিষয়ে অভিনেত্রী শর্মী ইসলাম বলেন,পরিচালক এম সাখাওয়াত হোসেনের লেখা প্রতিটি গল্পই অসাধারণ ও মনোমুগ্ধকর। কিছুদিন আগেও আমি পরিচালক এম সাখাওয়াত হোসেনের রচনা এবং পরিচালনায় টেলিছবি খেয়া তে নায়িকা চরিত্রে অভিনয় করেছি। ‘খেয়া’তে কাজ করে আমার অনেক ভালো লেগেছে। আর এই ভালোলাগা থেকেই ২য় বার একই পরিচালকের সল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “ওভার দ্য গেইম “এর কাজ শেষ করলাম। এটা খুব তাড়াতাড়ি একটি ইউটিউব চ্যানেলে রিলিজ হবে। কাজটি করে আমার অনেক ভালো লেগেছে। আশাকরি আমার সকল দর্শকদের ও অনেক ভালো লাগবে।

    চলচ্চিত্রটিতে আরো অভিনয় করেছেন- তমাল মাহবুব ও সজীব।

  • প্রকাশিত হতে যাচ্ছে শর্মি ইসলামের আর্টফিল্ম ‘ভন্ড সন্ন্যাসী’

    প্রকাশিত হতে যাচ্ছে শর্মি ইসলামের আর্টফিল্ম ‘ভন্ড সন্ন্যাসী’

    সম্প্ৰতি পূর্বাচলের ৩০০ ফিটে শুটিং শেষ হলো আর্টফিল্ম `ভন্ড সন্ন্যাসী’র। মিঠুন শর্মার রচনায় আর্টফিল্মটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নির্মাতা এস এম মনির। চিত্রগহণে ছিলেন রাসেল জমাদ্দার ,রূপসজ্জায় মাসুদ ও ক্যামেরায় ছিলেন রাছেল জোমাদ্দার। অভিনেত্রী হিসাবে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী শর্মী ইসলাম ও আহমেদ সাজু।

    এ ব্যাপারে কথা হয় এই আর্টফিল্মটির পরিচালক নির্মাতা এস এম মনিরের সাথে তিনি জানান , এই কাজটি একটু আলাদা ধরণের কাজ আমি খুব যত্ন নিয়ে কাজটি করেছি আর আমার সাথে যারা কাজ করেছে তারাও খুব যত্ন নিয়ে কাজটি করেছে আশা করি কাজটি সবার ভালো লাগবে।

    শর্মি ইসলাম

    মডেল শর্মি ইসলাম বলেন ,আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই এই আর্টফিল্মের নির্মাতা এস এম মনির ভাইয়াকে। আমাকে এমন একটা কাজে সুযোগ দেয়ার জন্য। আমি আশা দর্শকরা আমার এই কাজটি দেখে আনন্দ পাবে বাকিটা দর্শকদের উপর ছেড়ে দিলাম। আর আহমেদ সাজু ভাই খুব ভালো অভিনয় করে। সব মিলিয়ে কাজটি আমার বিস্বাস ভালো কিছু হবে।

    এই আর্টফিল্মটি লোটাস মাল্টিমিডিয়া অফিশিয়াল ইউটিউব চ্যানেলে যে কোনো সময় প্রকাশিত হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।