Tag: শহরে

  • জরুরি প্রয়োজন ছাড়া চট্টগ্রাম শহরে আসা/যাওয়া বন্ধ ঘোষণা সিএমপি’র

    জরুরি প্রয়োজন ছাড়া চট্টগ্রাম শহরে আসা/যাওয়া বন্ধ ঘোষণা সিএমপি’র

    ২৪ ঘণ্টা চট্টগ্রাম ডেস্ক : মহামারি করোনাভাইরাস প্রতিরোধে ঢাকা মহানগরীতে জরুরি প্রয়োজন ছাড়া কেউ আসতে পারবেন না বা নগরীর বাইরে যেতেও পারবেন না বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখা।

    রবিবার (১৭ মে) বিকেল ৪টার দিকে সিএমপি’র জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সিএমপি জানিয়েছে, নগরবাসীর বৃহৎ স্বার্থে করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে রবিবার থেকে চট্টগ্রাম নগরীর প্রবেশ ও বের হওয়ার পথে তল্লাশির ব্যবস্থা জোরদার করা হয়েছে।

    আজ রবিবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যাতে কোনো ব্যক্তি একান্ত জরুরি প্রয়োজন ছাড়া চট্টগ্রাম শহরে প্রবেশ বা নগরী থেকে বাইরে যেতে না পারেন, তা নিশ্চিত করতেই তল্লাশির এই ব্যবস্থা।

    তবে জরুরী সেবা ও রপ্তানি পণ্য সরবরাহ কাজে নিয়োজিত ব্যক্তি ও যানবাহনসমূহ এই নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে জানিয়ে সিএমপির বিজ্ঞপ্তিতে করোনা ঠেকাতে নগরীতে এই নিয়ন্ত্রিত চলাচলের ব্যাপারে নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে সিএমপি।

    আশঙ্কা করা হচ্ছে, ঈদ সামনে রেখে লোকজনের চট্টগ্রাম ত্যাগের ফলে করোনা ভাইরাস গ্রাম পর্যায়ে ব্যাপক হারে ছড়িয়ে পড়তে পারে। মহামারি করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে রবিবার থেকে চট্টগ্রাম মহানগরীতে প্রবেশ ও বাহির পথে চেকপোস্ট ব্যবস্থা জোরদার করা হয়েছে।

    কোনো ব্যক্তি একান্ত জরুরি প্রয়োজন ব্যতীত চট্টগ্রাম শহরে প্রবেশ বা নগর থেকে বাহিরে যেতে না পারেন সেজন্য এ ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • এ শহর আমার-আপনার, শহরে সৌন্দর্য রক্ষা করাও সকলের দায়িত্ব-মেয়র নাছির

    এ শহর আমার-আপনার, শহরে সৌন্দর্য রক্ষা করাও সকলের দায়িত্ব-মেয়র নাছির

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীন বলেছেন, এই শহর আমার, আপনার। এ শহরকে নিজের সন্তানের মতো লালন পালন করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।

    আমাদের মধ্যে মতাদশের্র পার্থক্য আছে। আছে বিভাজনও। তারপরেও এই নগরে আমরা সকলেই বসবাস করি। তাই শহরে সৌন্দর্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব রয়েছে। এই দায়িত্ববোধের কারণে সকল প্রকার ভেদাভেদ এর উর্দ্ধে উঠে আমাদের এই নগরকে গড়ে তুলতে হবে।

    আজ ২৩ জানুয়ারি বৃহস্পতিবার সকালে স্থানীয় সরকার আইন ২০০৯ মোতাবেক বৈধ ও আইনানুগ কার্যক্রম সম্পর্কে নাগরিক জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী সমাবেশে তিনি এ কথাগুলো বলেন।

    তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরবাসির একমাত্র সেবাদানকারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির জন্য নিয়মিত পৌরকর প্রদান, যথাযথ স্থানে ময়লা আর্বজনা ফেলা, ব্যবসা পরিচালনার পূর্বে ট্রেড লাইসেন্স গ্রহনসহ স্থানীয় সরকারের আইন ২০০৯ এর বিধি-বিধান মেনে চলার ক্ষেত্রে নগরবাসির সহযোগিতা কামনা করেন সিটি মেয়র।

    এর আগে বৃহস্পতিবার সকালে ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড, মাইক, টি-শাট ও ক্যাপ ইত্যাদি সজ্জিত বর্ণাঢ্য র‌্যালিটির নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীন।বর্ণাঢ্য র‌্যালি

    সিটি গর্ভনেন্স প্রজেক্ট (সিজিপি) সার্বিক সহযোগিতায় এ বর্ণাঢ্য র‌্যালিটি চসিক পুরাতন ভবণ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে পুর্ণরায় চসিক পুরাতন ভবণে এসে শেষ হয়।

    র‌্যালিতে চসিক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, সচিব মো. আবু সাহেদ চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আক্তার, স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস, প্রধান নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম, সিজিপি’র মো. আমিনুর হোসেন চুন্নু, মো. জাহাঙ্গীর হোসেন, মানিক লাল দেবনাথ, রবি মং মারমা, মো. আকিব রেজা আবির, ও মো. ওবায়দুর রহমানসহ কর্মকর্তা ও কর্মচারীসহ নগরী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।

    স্থানীয় সরকার আইন ২০০৯ মোতাবেক বৈধ ও আইনানুগ কার্যক্রমের মধ্যে ট্রাফিক আইন মেনে চলা, সময়মত পৌর কর পরিশোধ করা, বাল্য বিবাহ বন্ধ করা, জঙ্গি দমনে সহায়তা প্রদান করা, সময়মত পানির বিল পরিশোধ করা, ব্যবসা পরিচালনার পূর্বে ট্রেড লাইসেন্স প্রদান করা, বিল্ডিং কোড মেনে বাসা-বাড়ি নির্মাণ করা, যথাযথ স্থানে ময়লা আবর্জনা ফেলা,জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে না বলা, খোলা জায়গায় মলমূত্র ত্যাগ না করা, রাস্তার উপর কোন ধরণের প্রতিবন্ধকতা সৃষ্টি না করা, বৃক্ষ রোপন করুন, অন্যকে বৃক্ষ রোপনে উৎসাহিত করুন, আপনার সন্তানকে সময়মত টিকা দিন, আপনার সন্তানকে সময়মত স্কুলে পাঠান এমন অনেক স্লোগানের প্লেকার্ড র‌্যালিতে শোভা পাই।