Tag: শহীদ আফ্রিদি

  • স্ত্রী-২ কন্যাসহ করোনামুক্ত হলেন আফ্রিদি

    স্ত্রী-২ কন্যাসহ করোনামুক্ত হলেন আফ্রিদি

    সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার শহিদ আফ্রিদি গত ১৩ জুন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দিয়েছিলেন দুঃসংবাদটা। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার জানিয়েছিলেন, করোনা পজিটিভ হয়েছেন তিনি। তার সঙ্গে করোনায় আক্রান্ত হয়েছিলেন স্ত্রী ও দুই কন্যাও।

    এমন খবর শোনার পর থেকেই উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছিল আফ্রিদির ভক্ত-সমর্থকদের। অবশেষে ওই সামাজিক যোগাযোগমাধ্যমেই সুখবর দিলেন বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ক্রিকেটার। জানালেন, স্ত্রী ও দুই কন্যাসহ করোনা টেস্টে নেগেটিভ হয়েছেন।

    টুইটারে আফ্রিদি তার ছোট মেয়েকে আদরের চুমু এঁকে দেয়া এক ছবি দিয়ে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার স্ত্রী এবং কন্যারা, আকসা ও আনশা পজিটিভ হওয়ার পর এখন পুণরায় টেস্ট করিয়েছি। আর কোনো সমস্যা নেই। এই সময়টায় অবিরাম শুভকামনা জানানো সবাইকে ধন্যবাদ দিতে চাই। আপনাদের যেন আল্লাহ ভালো রাখেন। এখন পরিবারের কাছে ফেরার সময়, আমি তাকে আঁকড়ে ধরা মিস করেছি।

    Alhamdulillah, my wife & daughters, Aqsa & Ansha have re-tested after our previously positive results for #COVIDー19, & are now clear. Thanking u all for your continuous well wishes, & may the Almighty bless you and yours. Now back to family time; I’ve missed holding this one pic.twitter.com/J5mDv7DnBD

    — Shahid Afridi (@SAfridiOfficial) July 2, 2020
    পাকিস্তানে করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। খেলোয়াড়রাও আক্রান্ত হচ্ছেন। দুজন ক্রিকেটার করোনা পজিটিভ হয়ে মারাও গেছেন। সাবেক ওপেনার তৌফিক ওমর অবশ্য সুস্থ হয়ে হয়েছেন।

    এর মধ্যে ইংল্যান্ড সফরের স্কোয়াডে ১০ জন পাকিস্তানি ক্রিকেটার করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েন। তবে তাদের মধ্যে ছয়জন দ্বিতীয়বার পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। দলের সঙ্গে যোগও দিচ্ছেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনা আক্রান্ত আফ্রিদি, দোয়া চেয়েছেন ভক্তদের

    করোনা আক্রান্ত আফ্রিদি, দোয়া চেয়েছেন ভক্তদের

    করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ঝুঁকি নিয়েই ময়দানে নেমেছিলেন তিনি। বেশ ক’দিন ধরেই ঘরবন্দি পাকিস্তানের বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন পাকিস্তানের সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

    কিন্তু পাকিস্তান তো বটেই, গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের জন্য দুশ্চিন্তার খবর। শহীদ আফ্রিদি নিজেই এখন করোনা আক্রান্ত।

    তাঁর লালারসের পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে শনিবার।
    এরপর থেকে আইসোলেশনে রয়েছেন আফ্রিদি এবং কোয়ারেন্টাইনে রয়েছে তার পরিবার।

    ফ্যানদের কাছে তার আবেদন, ‘আমি যেন দ্রুত সুস্থ হয়ে উঠি, সেই প্রার্থনাই আপনারা সবাই করুন। ’

    করোনা মোকাবিলায় প্রায় পুরো বিশ্বেই এতদিন চলেছে লকডাউন।

    এখন লকডাউন উঠলেও কোভিড পরিস্থিতির কোনও উন্নতি নেই ভারত-পাকিস্তানের মতো অনেক দেশেই। এই পরিস্থিতিতে যাঁদের রুটি-রুজি সঙ্কটে পড়ে গিয়েছে, তাদের পাশে অনেক দিন আগেই দাঁড়িয়েছেন আফ্রিদি। নিজের ফাউন্ডেশনের মাধ্যমে আফ্রিদি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের দিকে। যা দেখে টুইটারে এর আগে প্রশংসাও করেন হরভজন সিং। সেই আফ্রিদির কোভিড পজিটিভের খবর পেয়ে স্বভাবতই ভেঙে পড়েছেন তার ফ্যানরা।
    ২৪ ঘণ্টা/এম আর

  • ১৭ লাখ টাকায় মুশফিকের ব্যাট কিনলেন আফ্রিদি

    ১৭ লাখ টাকায় মুশফিকের ব্যাট কিনলেন আফ্রিদি

    বাংলাদেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। কমিউনিটি ট্রান্সমিশনের কারণে ভাইরাসের গতিরোধ করা অনেকটাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে আক্রান্তদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য প্রয়োজন বড় অঙ্কের অর্থ সহায়তা।

    সেই ভাবনা থেকেই নিজের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে তুলেছিলেন মুশফিকুর রহিম। জাতীয় দলের অধিনায়ক থাকাকালে ২০১৩ সালে দেশের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মুশফিক। গল টেস্টের সেই ইনিংসে মুশফিক যে ব্যাট দিয়ে কিনেছিলেন, তা তোলা হয়েছিল নিলামে। সেই ব্যাট কিনে নিয়েছে পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদির গড়া শহীদ আফ্রিদি ফাউন্ডেশন।

    ভুয়া বিডিংয়ের কারণে কিছুটা ঝক্কি-ঝামেলা পোহাতে হলেও ব্যাটটির নিলাম সম্পন্ন হয়েছে। প্রায় ১৭ লাখ (১৬ লাখ ৮০ হাজার) টাকায় ব্যাটটি বিক্রি হয়েছে নিলামে, যার ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৬ লাখ টাকা। গত ১০ মে রাতে মুশফিকের ব্যাটের নিলাম শুরু হয়। ব্যাট বিক্রির পুরো অর্থই করোনাভাইরাস মোকাবেলায় কাজে খরচ করা হবে।

    ২০১৩ সালে গল টেস্টে ঐতিহাসিক এক কীর্তি করে বসেছিলেন মুশফিকুর রহিম। দেশের ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর তিনি হাঁকিয়েছেন আরও একটি ডাবল সেঞ্চুরি। কিন্তু গলের সেই ২০০ রানের ইনিংস স্বভাবতই বিশেষ কিছু হয়ে আছে। বিশেষ কিছু হয়ে আছে সেই ব্যাটটিও, যে ব্যাট দিয়ে ২০০ রানের ইনিংসটি সাজিয়েছিলেন মুশফিক। প্রিয় ও ঐতিহাসিক সেই ব্যাটটিই তিনি তোলেন নিলামে।

    যদিও ভুয়া বিডিংয়ে নিলাম একপর্যায়ে স্থগিত করা হয়। নিলাম শুরুর পরপরই চড়া মূল্য হাঁকাচ্ছিলেন বেনামী ভুয়া বিডাররা। সংশোধিত তথ্য হালনাগাদের পর আবারো বেনামী ও নীল সিনেমার তারকাদের নামধারী বিডাররা দর হাঁকাতে থাকেন। এতে ব্যাটের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যায়। কর্তৃপক্ষ বাধ্য হয়ে ব্যাটের নিলাম স্থগিত করেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • পঞ্চম কন্যা সন্তানের বাবা হলেন আফ্রিদি

    পঞ্চম কন্যা সন্তানের বাবা হলেন আফ্রিদি

    আবারো বাবা হলেন কিংবদন্তী অলরাউন্ডার পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ খান আফ্রিদি। এবারও আফ্রিদি-নাদিয়া দম্পতির কোল আলোকিত করে এসেছে কণ্যা সন্তান। এ নিয়ে পঞ্চম কন্যা সন্তানের বাবা হলেন তিনি।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে আফ্রিদি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

    আফ্রিদির আগের সন্তানের নাম- আকনা, আনসা, আজয়া ও আসমারা। পঞ্চম সন্তানের নাম এখনো ঠিক করেননি আফ্রিদি।

    আফ্রিদি ভক্তদের সুখবর দিয়ে লিখেছেন, ‘সর্বশক্তিমানের অসীম আশীর্বাদ ও করুণা আমার উপর। ইতোমধ্যে চারটি কন্যা আমাকে দেয়া হয়েছে, আমি এখন পঞ্চম কন্যা সন্তানের বাবা। আলহামদুলিল্লাহ। আমার শুভাকাঙ্খীদের সাথে এই সুসংবাদটি ভাগ করে নিচ্ছি।’

    ৩৯ বছর বয়সি আফ্রিদি পাকিস্তানের হয়ে ২২ বছর ক্রিকেট খেলেছেন। নেতৃত্বও দিয়েছেন জাতীয় দলকে। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বললেও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছেন মারকুটে ব্যাটসম্যান। বিভিন্ন দেশে টি-টোয়েন্টি ফেরি করে বেড়ানো এ ক্রিকেটার নিয়মিত খেলছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)।

  • সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে সাকিব

    সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে সাকিব

    নয়াদিল্লিতে গতকাল অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ-ভারতের মধ্যকার খেলাটি ছিল ১০০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। এই ১০০০তম ম্যাচ বিবেচনায় সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ সাজিয়েছে ভারতীয় জনপ্রিয় ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকট্রেকার। তাদের সেই সেরা একাদশে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

    ২০০৪ সালের ৫ আগস্ট প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলে ইংল্যান্ড-নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল। ২০০৫ সালের ১৭ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যে ছেলেদের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়।

    ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অংশ নেয় ভারত-পাকিস্তান।

    গত ১৫ বছরে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে বিভিন্ন সময়ে যারা অংশ নিয়েছেন তাদের মধ্য থেকে সেরাদের বাছাই করে একাদশ সাজিয়েছে ক্রিকট্রেকার। তাদের সেই একাদশে আছেন বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান।

    পাকিস্তান থেকে সুযোগ পেয়েছেন তিনজন-কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি, পাকিস্তানদলে সাবেক হয়ে যাওয়া তারকা পেসার উমর গুল ও সাবেক অধিনায়ক শোয়েব মালিক।

    ভারত থেকে সুযোগ পেয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা।

    টি-টোয়েন্টির সর্বকালের সেরা একাদশের নেতৃত্বে রয়েছেন সবশেষ ইংল্যান্ড বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ইয়ন মর্গান।

    শ্রীলংকা থেকে সুযোগ পেয়েছেন লাসিথ মালিঙ্গা, দক্ষিণ আফ্রিকা থেকেইমরান তাহির আর নিউজিল্যান্ড থেকে চান্স পেয়েছেন ব্রান্ডন ম্যাককালাম। আফগানিস্তান থেকে সুযোগ পেয়েছেন তারকা লেগ স্পিনার রশিদ খান।

    টি-টোয়েন্টির সর্বকালের সেরাএকাদশ: রোহিত শর্মা, ব্রান্ডন ম্যাককালাম, বিরাট কোহলি, সাকিব আল হাসান, ইয়ন মর্গান (অধিনায়ক), শোয়েব মালিক, শহীদ আফ্রিদি, রশিদ খান, লাসিথ মালিঙ্গা, উমর গুল ও ইমরান তাহির।