Tag: শান্ত- কাইয়ুম

  • কুবিতে এক্স-ক্যাডেট এসোসিয়েশনের যাত্রা; নেতৃত্বে শান্ত- কাইয়ুম

    কুবিতে এক্স-ক্যাডেট এসোসিয়েশনের যাত্রা; নেতৃত্বে শান্ত- কাইয়ুম

    কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিএনসিসির প্রাক্তন ক্যাডেটদের নিয়ে এক্স-ক্যাডেট এসোসিয়েশনের যাত্রা শুরু হয়েছে। গত ২৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি প্লাটুনে ১২ সদস্য বিশিষ্ট প্রথম কার্যনির্বাহী কমিটি প্রণয়ন করা হয়।

    এসোসিয়েশন প্রণয়নকালে এসোসিয়েশনের লক্ষ্য, উদ্দেশ্য, কাঠামো এবং কার্যক্রম নির্ধারন করা হয়।

    ১২ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ সভাপতি- জসিম রেজা জয়, যুগ্ম সাধারণ সম্পাদক- মোঃ মিনহাজুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক- নিজাম উদ্দিীন, অর্থ সম্পাদক ফেরদৌস, প্রচার ও প্রকাশনা সম্পাদক- মোঃ সোহান শেখ, দপ্তর সম্পাদক- তন্ময় কুমার সরকার, সদস্য- সাইফুল ইসলাম, মিথিলা সরকার, সৈয়দা আসমা জান্নাত রুহি।

    এসোসিয়েশনের উপদেষ্টা মন্ডলীর দায়িত্বে থাকবেন: বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী, বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার ড. মো.শামিমুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি- সাধারণ সম্পাদক, রেজিমেন্ট কমান্ডার এবং রেজিমেন্ট এডজুট্যান্ট।

    উল্লেখ্য, কমিটির মেয়াদ আগামী দুই বছর কার্যকর থাকবে। প্রতিবছর জানুয়ারী, মে ও সেপ্টেম্বরের প্রথম তারিখে কমিটির পাক্ষিক মিটিং অনুষ্ঠিত হবে এবং কমিটির কার্যবিবরণী প্রকাশ করতে হবে।