Tag: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

  • জো বাইডেনের ‘কথিত’ উপদেষ্টা বিমানবন্দরে আটক

    জো বাইডেনের ‘কথিত’ উপদেষ্টা বিমানবন্দরে আটক

    যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ‘কথিত’ উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফীকে আটক করেছে পুলিশ। রোববার (২৯ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

    এর আগে শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় আরেফী নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তার সঙ্গে বিএনপি নেতা ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।

    গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, কথিত উপদেষ্টা আরেফীকে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে।

    জানা গেছে, আরেফীর পুরো নাম জাহিদুল ইসলাম আরেফী। তার ডাক নাম বেল্লাল। তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে থাকেন। তিনি একজন বাংলাদেশি আমেরিকান। জন্ম ও বেড়ে ওঠা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়। তিনি মাঝে মাঝেই বাংলাদেশে আসেন।

    এর আগে শনিবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেনের সঙ্গে বসে আরেফি কথা বলেন।

    এ সময় তিনি নিজেকে মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা দাবি করে বলেন, মার্কিন প্রেসিডেন্ট তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার সম্পূর্ণ পক্ষে। মার্কিন সরকারের সব গুরুত্বপূর্ণ ব্যক্তি বিরোধীদের আন্দোলনকে সমর্থন করে।

    বাইডেন ছাড়াও আরেফি মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং বাংলাদেশে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে তিনি জানান।

     

  • থার্ড টার্মিনালের ৮১ শতাংশ কাজ শেষ, উদ্বোধন অক্টোবরে

    থার্ড টার্মিনালের ৮১ শতাংশ কাজ শেষ, উদ্বোধন অক্টোবরে

    প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বৃহস্পতিবার (২৭ জুলাই) হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন থার্ড টার্মিনাল পরিদর্শন করেছেন।

    তিনি এলিভেটেড ড্রাইভওয়ে, বোর্ডিং ব্রিজ, ডিপার্চার লাউঞ্জের ফ্যাসিলিটি, চেক ইন কাউন্টার ও সেন্ট্রাল সিকিউরিটি সিস্টেমসহ নির্মাণাধীন টার্মিনালের বিভিন্ন অংশ পরিদর্শন করেন।

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিদর্শনের সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা মুখ্যসচিবের সঙ্গে ছিলেন।

    সিভিল এভিয়েশনের চেয়ারম্যান ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কনসালটেন্ট থার্ড টার্মিনালের এখন পর্যন্ত শেষ হওয়া (৮১ শতাংশ) কাজ সম্পর্কে মুখ্য সচিবকে ব্রিফ করেন। মুখ্যসচিব তাতে সন্তোষ প্রকাশ করেন।

    আগামী অক্টোবর মাসে থার্ড টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    হযরত শাহজালাল বিমানবন্দরের নবনির্মিত এ ৩য় টার্মিনালে বিশ্বের শীর্ষস্থানীয় আধুনিক বিমানবন্দরগুলোর সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে। টার্মিনালটিতে ৫ লাখ ৪২ হাজার বর্গমিটার এলাকায় ৩৭টি উড়োজাহাজ পার্ক করার স্থান, ১ হাজার ২৩০টি গাড়ি পার্কিং করার সুবিধাসহ পার্কিং ভবন, ৬৩ হাজার বর্গফুট জায়গায় আমদানি-রপ্তানি কার্গো কমপ্লেক্স এবং ১১৫টি চেক ইন কাউন্টার থাকবে।

  • শাহজালালে একদিনে সাড়ে ২৮ কেজি সোনা জব্দ, গ্রেপ্তার ৩

    শাহজালালে একদিনে সাড়ে ২৮ কেজি সোনা জব্দ, গ্রেপ্তার ৩

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দুই অভিযানে প্রায় সাড়ে ২৮ কেজি সোনা উদ্ধার করা হয়েছে।

    ঢাকা কাস্টম হাউস ও অন্যান্য সংস্থার সমন্বয়ে গঠিত বিশেষ টিমের প্রথম অভিযানে বিমানের সিটের নিচ থেকে বেওয়ারিশ প্রায় ২৫ কেজি তরল সোনা এবং অপর অভিযানে তিন ব্যক্তির পেটের ভেতর (রেক্টাম) থেকে প্রায় সাড়ে তিন কেজি ওজনের সোনার বার ও স্বর্ণালঙ্কার জব্দ করা হয়েছে।

    সোমবার (১৭ জুলাই) বিমানবন্দরে আয়োজিত ঢাকা কাস্টমসের সংবাদ সম্মেলন সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

    কাস্টমস কর্তৃপক্ষ জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঢাকা কাস্টম হাউস, কাস্টমস গোয়েন্দা ও এনএসআই কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বিশেষ টিম দুবাই থেকে আসা এমিরেটসের ফ্লাইটে (নম্বর EK-584) অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে এয়ারক্রাফটের ইকনোমি ক্লাস এবং বিজনেস ক্লাসের যাত্রীদের সিট তল্লাশি করা হয়। তল্লাশি কার্যক্রম পরিচালনাকালে ইকোনোমি ক্লাসের ১২টি সিটের নিচে ৯৮টি নীল স্কচটেপে মোড়ানো ডিম্বাকৃতির বস্তু দেখতে পাওয়া যায়। পাতলা পলিথিলিন মোড়ানো অবস্থায় ২৭ কেজি ৬০০ গ্রাম কাঁচা স্বর্ণের পেস্ট মিলে। কষ্টি পাথর ও এসিড দ্বারা পরীক্ষার পর প্রায় ২৫ পঁচিশ কেজি স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা। তল্লাশি অভিযান পরিচালনাকালে জব্দকৃত স্বর্ণ পরিবহনের সঙ্গে কোনো যাত্রীর সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

    অন্যদিকে একই দিন বিকেলে দুবাই হতে আসা ফ্লাইটে (নম্বর Ek-586) অভিযান চালিয়ে ৩ জন যাত্রী যথাক্রমে মশিউর রহমান রুবেল, জাহাঙ্গীর আলম ও আকবর হোসেনকে আটক করা হয়। বোর্ডিং ব্রিজ হতে গ্রিন চ্যানেলে নিয়ে এসে আর্চওয়ে করা হলে তাদের শরীরে ধাতব পদার্থের অস্তিত্ব পাওয়া যায়। পরে তাদেরকে এক্স-রে করানো হলে তাদের রেক্টামে ডিম্বাকৃতির ধাতব পদার্থের অস্তিত্ব পাওয়া যায়। জব্দকৃত সোনার বার ও স্বর্ণালঙ্কারের ওজন ৩ কেজি ৩৩০ গ্রাম। যার বাজার মূল্য ৩ কোটি ৪০ লাখ টাকা। যাত্রীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরপূর্বক বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।

  • শাহজালালে সাড়ে ১৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

    শাহজালালে সাড়ে ১৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

    ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ১৩ কোটি টাকার স্বর্ণের বারসহ এক বাসচালককে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ। বৃহস্পতিবার সকালে মো. হারুন অর রশীদ নামের ওই বাসচালককে ১৩ কেজি ৯৯০ গ্রাম স্বর্ণের বারসহ আটক করা হয়।

    ঢাকা কাস্টমস হাউজের একটি সূত্র জানায়, ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস ৩৪৩ নম্বরের একটি ফ্লাইট সকাল সাতটা পাঁচ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

    গোপন তথ্যের ভিত্তিতে খবর ছিল, ইউএস বাংলার মালিকানাধীন যেসব পরিবহনের মাধ্যমে বিমানযাত্রীদের টার্মিনাল পর্যন্ত আনা নেওয়া করা হয় সেসব বাস এবং কারে লুকানো অবস্থায় স্বর্ণের বার চোরাচালান হবে।

    ঢাকা কাস্টম হাউজ টিম হজরত শাহজালাল বিমানবন্দরের ২১ নম্বর গেইটের সামনে অবস্থান নেয়। যাত্রীরা নেমে যাবার কাস্টমসের টিম বাস ও কার ব্যাপক তল্লাশি চালায়। এক পর্যায়ে (ঢাকা মেট্রো-স-১২-০১১৩) নম্বর বাসের চালক মো. হারুন অর রশীদকে জিজ্ঞাসাবাদ করে স্কচটেপ মোড়ানো চারটি প্যাকেট উদ্ধার করা হয়।

    পরবর্তীতে বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে বিমানবন্দরের কাস্টমস আগমনী হলের ব্যাগেজ কাউন্টারে ইনভেন্টিকালে চারটি প্যাকেটে ১২০টি স্বর্ণেরবার যার ওজন ১৩ কেজি ৯৯০ গ্রাম পাওয়া যায়। যার মূল্য ১৩ কোটি ৫০ লাখ টাকা।

    ঢাকা কাস্টমস হাউজ সূত্র জানায়, সংশ্লিষ্ট বাসটিতে অন্য কোনো ব্যক্তি ছিল না তাই বাসচালক হারুন অর রশীদ কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্রের যোগসাজসে স্বর্ণবারসমূহ চোরাচালানের চেষ্টা করেন।

    আটক মোহাম্মদ হারুন অর রশীদ গাজীপুর জেলার সদর থানার মুলাইদ গ্রামের আলী হোসেনের ছেলে। তিনি রাজধানীর তুরাগ থানার বাউনিয়াবাদ এলাকায় বসবাস করেন।

    এ ব্যাপারে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক মিয়া বলেন, ‘এখনও পর্যন্ত কাউকে আমাদের থানায় হস্তান্তর করা হয়নি।’

    জেএন/এমআর

  • শাহজালাল বিমানবন্দরের স্টাফ ও যাত্রীর কাছে মিললো ২ কেজি সোনা

    শাহজালাল বিমানবন্দরের স্টাফ ও যাত্রীর কাছে মিললো ২ কেজি সোনা

    ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই কেজি সোনাসহ বিমানবন্দরে কর্মরত হেল্পলাইন স্টাফ ও এক যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তারা হলেন- জুয়েল (৩০) ও মো. আমজাদ হোসেন (৩৭)।

    রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার পর এপিবিএনের গোয়েন্দা দল তাদের দুজনকে আটক করে। এসময় তাদের কাছে ১৬টি স্বর্ণের বার ও ৯৯ গ্রাম সোনার অলংকার সহ মোট এক কেজি ৯৫৫ গ্রাম সোনা উদ্ধার করা হয়।

    এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি বলেন, দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে যাত্রী জুয়েল (৩০) বিমানবন্দরে অবতরণ করেন। আগে থেকে ফোনে যোগাযোগ করে রাখা হেল্পলাইন স্টাফ আমজাদের সঙ্গে দেখা করেন তিনি।

    ৪ নাম্বার অ্যারাইভাল লাগেজ বেল্টের কাছে দুজনের সাক্ষাৎ হয়। সেখানে যাত্রী জুয়েল হেল্পলাইন স্টাফ আমজাদের কাছে একটি কালো রংয়ের পাওয়ার ব্যাংক ও টেপে মোড়ানো চার পিস সোনার বার দেন। এসময় যাত্রী জুয়েলের কাছে আরও দুটি স্বর্ণবার ও ৯৯ গ্রাম ওজনের অলংকার ছিল’ বলেন এপিবিএনের এ অতিরিক্ত পুলিশ সুপার।

    এপিবিএন কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল হক জানান, এপিবিএনের গোয়েন্দা দল সন্দেহের ভিত্তিতে তাদের নজরে রাখে। গ্রিন চ্যানেল পার হওয়ার পর তাদের দুজনকে আটক করা হয়। এসময় পাওয়ার ব্যাংকের ভেতরে লুকিয়ে রাখা ১০টি স্বর্ণবার পাওয়া যায়। এছাড়া আমজাদের প্যান্টের পকেটে তল্লাশি করে আরও চারটি স্বর্ণবার পাওয়া যায়। অন্যদিকে যাত্রীকে তল্লাশি করে আরও দুটি স্বর্ণবার ও অলংকারসহ মোট এক কেজি ৯৫৫ গ্রাম সোনা উদ্ধার করা হয়।

    পরে যাত্রী জুয়েল ও হেল্পলাইন স্টাফ আমজাদকে জিজ্ঞাসাবাদ করেছে এপিবিএন। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, দুবাইয়ে অবস্থানরত কবির নামে একজন বাংলাদেশি প্রবাসীর কাছ থেকে তিনি এ সোনা সংগ্রহ করেন। ঢাকা পর্যন্ত সোনার বারগুলো পৌঁছে দিতে পারলে মোটা অংকের টাকা পাওয়ার কথা তার। সে জন্যই তিনি বিমানবন্দরে কর্মরত হেল্পলাইন স্টাফ আমজাদের সঙ্গে যোগাযোগ করেন এবং সোনা চোরাচালান করার পরিকল্পনা করেন।

    যাত্রী দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষারত এক বাংলাদেশি ব্যক্তির কাছে থেকে এ সোনা সংগ্রহ করেন। ঢাকায় এসে প্রথমেই তিনি আমজাদের সঙ্গে যোগাযোগ করেন এবং বেল্ট এলাকায় সোনা লুকিয়ে রাখা পাওয়ার ব্যাংক ও স্বর্ণবার দেন। কিন্তু আমজাদ ও জুয়েল এপিবিএনের অভিযানে ধরা পড়ে যায়।

    অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক বলেন, এর আগেও তারা একই পদ্ধতিতে চোরাচালান করেছেন বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে। এক সপ্তাহ আগেও একটি চোরাচালানে সহযোগিতা করায় আমজাদ ২০ হাজার টাকা পেয়েছিলেন। অভিযুক্তদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলার প্রক্রিয়াধীন।

  • ২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার পাচারের চেষ্টা,শাহজালালে গ্রেপ্তার ২

    ২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার পাচারের চেষ্টা,শাহজালালে গ্রেপ্তার ২

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ লাখ ৩০ হাজার ৫শ মার্কিন ডলারসহ দুই জনকে গ্রেপ্তার করেছেন ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তারা।

    গ্রেপ্তাররা হলেন- বাংলাদেশি নাগরিক মাহমুদা ফিরোজ ও তুর্কি নাগরিক মেহমেত রেমজি। এ ঘটনায় ডিএমপির বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।

    বৃহস্পতিবার (২ জুন) বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মো. আসলাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, বুধবার (১ জুন) সন্ধ্যা ও রাতে ডলার পাচারের অভিযোগে এক বাংলাদেশি ও এক তুর্কি নাগরিককে আটক করে ঢাকা কাস্টমস হাউজ। পরে এ ঘটনায় বিশেষ আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। আটকদের থানায় সোপর্দ করা হয়েছে এবং মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

    ঢাকা কাস্টমস হাউজ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটসের ইকে ৫৮৭ ফ্লাইটে বাংলাদেশি পাসপোর্টধারী মাহমুদা ফিরোজ নামের এক যাত্রীকে তল্লাশি করে তার কাছ থেকে সাড়ে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করা হয়। মাহমুদ ফিরোজ যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন, সেখান তার ২ ছেলে-মেয়ে থাকেন। তিনি রাজধানীর নিউমার্কেটের বাসিন্দা।

    ঢাকা কাস্টমস হাউজের অপর এক অভিযানে রাত সাড়ে ৯টায় বিমানবন্দর থেকে ২ লাখ মার্কিন ডলারসহ মেহমেত রেমজি নামে এক তুর্কি নাগরিককে আটক করা হয়। পরে মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখানো হয়।

    কাস্টমস হাউজ জানায়, তার্কিশ এয়ারলাইন্সে বাংলাদেশ ত্যাগ করার চেষ্টা করছিলেন তিনি। কোনো ধরনের ঘোষণা ছাড়াই তিনি ডলারগুলো বহন করছিলেন।

  • শাহজালাল বিমানবন্দরে ফের ২৫০ কেজির বোমা উদ্ধার

    শাহজালাল বিমানবন্দরে ফের ২৫০ কেজির বোমা উদ্ধার

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে আরও একটি ২৫০ কেজি ওজনের জেনারেল পারপাস (জিপি) বোমা পাওয়া গেছে। আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

    আইএসপিআর জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশন সাইটে চলমান পাইলিং এর সময় শনিবার আনুমানিক সকাল ১০টা ৫০ মিনিটে আরও একটি ২৫০ কেজি ওজনের জেনারেল পারপাস (জিপি) বোমা পাওয়া যায়।

    বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর প্রশিক্ষিত বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা আধুনিক যন্ত্রপাতি সহকারে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করেন।

    পরবর্তীতে বোমাটি ধ্বংস করার উদ্দেশ্যে প্রয়োজনীয় সতর্কতার সঙ্গে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

    বোমা বিশেষজ্ঞরা ধারণা করছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাপ্ত আগের বোমাগুলোর মতো এ বোমাটিও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।

  • শাহজালাল বিমানবন্দরে ফের মিলল বোমা

    শাহজালাল বিমানবন্দরে ফের মিলল বোমা

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল থেকে আরও একটি বোমা পাওয়া গেছে।

    আজ সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে নির্মাণের জন্য পাইলিংয়ের সময় বোমাটি উদ্ধারের কথা জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

    বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান জানান, বোমাটি নিষ্ক্রিয় করেছে বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল। এটি পুরোপুরি নিষ্ক্রিয় করতে টাঙ্গাইলে বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জে পাঠানো হচ্ছে। আগে যে বোমাটি পাওয়া গিয়েছিল, এটির আকার সেটির প্রায় সমান।

    গত ৯ ডিসেম্বর সকালে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের পাইলিংয়ের সময় শ্রমিকরা মাটির প্রায় ৩ মিটার গভীরে সিলিন্ডারের মতো বোমা দেখতে পান। পরে বিষয়টি তারা কর্তৃপক্ষকে জানান।

    বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গেই বিষয়টি বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুর বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানায়। তারা ঘটনাস্থলে এসে নিশ্চিত করে এটি একটি বোমা। যার ওজন ২৩০ কেজি। প্রাথমিকভাবে তারা বোমাটি নিষ্ক্রিয় করে। এখন এটিকে পুরোপুরি নিষ্ক্রিয় করার জন্য বিমান বাহিনীর ময়মনসিংহ রসুলপুর ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। বোমা বিশেষজ্ঞরা ধারণা করছেন, বোমাটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।

    নির্মাণাধীন তৃতীয় টার্মিনালটি মূল বিমানবন্দরের এলাকার বাইরে।

  • করোনার ‘জাল সনদ’, বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হল শাজাহান খানের মেয়েকে

    করোনার ‘জাল সনদ’, বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হল শাজাহান খানের মেয়েকে

    করোনার সনদ জালিয়াতি করার কারণে সাবেক নৌ-পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানের মেয়ে ঐশী খানকে ফিরিয়ে দেয়া হলো বিমানবন্দর থেকে।

    জানা গেছে, জাল সনদের নেগেটিভ রিপোর্ট নিয়ে বিমানবন্দরের ইমিগ্রেশনে অনলাইন চেকে তার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়।

    আজ রবিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে এ ঘটনা ঘটে। এতে ঐশীকে লন্ডন যেতে দেওয়া হয়নি।

    বিমানবন্দরের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

    সূত্র জানায়, রবিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০০১ ফ্লাইটে লন্ডন যাওয়ার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান ঐশী। ইমিগ্রেশনে তার সঙ্গে থাকা করোনা নেগেটিভ সার্টিফিকেট চেক করেন ইমিগ্রেশন কর্মকর্তা। ইমিগ্রেশন পুলিশ অনলাইনে করোনা সার্টিফিকেট চেক করলে সেটি পজিটিভ দেখায়।

    সঙ্গে সঙ্গেই তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়।

    এ ব্যাপারে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে বলেন, ইমিগ্রেশনে করোনা পজিটিভ ধরা পড়ায় বিমানের লন্ডন ফ্লাইটে একজন যাত্রীকে যেতে দেওয়া হয়নি বলে জেনেছি।

    তিনি একজন সাবেক মন্ত্রীর মেয়ে কিনা জানতে চাইলে তিনি বলেন, তার পরিচয় কী, সেটা আমরা জানি না। তিনি বিমানের যাত্রী ছিলেন, ইমিগ্রেশনে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে গেছেন, কিন্তু অনলাইনে চেক করলে সেটা পজিটিভ আসে। সেজন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে লন্ডন যেতে দেয়নি।

    শিডিউল ফ্লাইটটি রবিবার দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্য ছেড়ে গেছে বলেও জানান এই কর্মকর্তা। তবে এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসানের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ঘন কুয়াশার কবলে আন্তর্জাতিক ৩ ফ্লাইট : শাহআমানতে না নেমে শাহজালালে অবতরণ

    ঘন কুয়াশার কবলে আন্তর্জাতিক ৩ ফ্লাইট : শাহআমানতে না নেমে শাহজালালে অবতরণ

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : মাত্র দেড় ঘন্টার ব্যবধানে চট্টগ্রাম শাহআমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ঘন কুয়াশার কবলে পড়েছে আন্তর্জাতিক তিনটি ফ্লাইট।

    সোমবার সকাল ৭টা থেকে সাড়ে আটটার মধ্যে এ তিনটি ফ্লাইট চট্টগ্রাম বিমান বন্দরে নামার কথা থাকলেও ঘন কুয়াশার কবলে পড়ে ফিরে গেছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

    বিমান বন্দর সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৭টায় দোহা থেকে আসা রিজেন্ট এয়ারলাইন্সের ফ্লাইট, সকাল ৮টা ২২ মিনিটে দোহা থেকে আসা ইউএস বাংলার ফ্লাইট ও ৮টা ২৬ মিনিটে মাসকাট থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৮৭ ড্রিমলাইনার প্লেন ঘন কুয়াশার কারণে চট্টগ্রামে অবতরণ করতে পারেনি। ফলে এ তিনটি আন্তর্জাতিক বিমান ফিরে গেছে ঢাকা বিমান বন্দরে।

    তথ্যটি নিশ্চিত করে বিমানবন্দরের সহকারী ব্যবস্থাপক খায়রুল কবির বলেন, সকাল ৯টার পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান উঠা নামা স্বাভাবিক হতে শুরু করে। এর আগে অভ্যন্তরীণ ফ্লাইটগুলো এক ঘন্টা দেরিতে ছেড়েছে।

    এছাড়া ঘন কুয়াশার কারনে আন্তর্জাতিক তিনটি ফ্লাইট অবতরণ করতে না পেরে ঢাকায় অবস্থান করছে। দ্রুত সময়ের মধ্যে ফ্লাইটগুলো চট্টগ্রামে চলে আসবে বলে জানান তিনি।

  • শাহজালাল বিমানবন্দরে তরুণীর লাগেজে মিলল ১১ কেজি পেঁয়াজ!

    শাহজালাল বিমানবন্দরে তরুণীর লাগেজে মিলল ১১ কেজি পেঁয়াজ!

    ২৪ ঘন্টা ডেস্ক : চীন থেকে দামি প্রসাধনী বাদ দিয়ে বাবা মায়ের আবদার মেটাতে লাগেজ ভর্তি করে ১১ কেজি পেঁয়াজ নিয়ে দেশে ফিরছেন রিনি রাজীউন তিসা নামের এক তরুণী। ছুটি কাটিয়ে দেশে ফিরতে শাহজালাল বিমানবন্দরে তার লাগেজ খুলে ১১ কেজি পেঁয়াজ পাওয়া যায়।

    গতকাল শুক্রবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওই তরুণীর লাগেজ খুলে পেঁয়াজ দেখে অবাক হয়ে যান বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা।

    তরুণী তিসা মূলত বাবা-মা পেঁয়াজ চাইলেন তাই অন্যসব বাদ দিয়ে চীন থেকে পেঁয়াজ নিয়ে আসার গল্প শুনালেন কাস্টমস কর্মকর্তাদের। তিসা জানিয়েছে সে একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। কাজের একঘেয়েমিতা দূর করতে ছুটি পেলেই ঘুরে বেড়ান দেশ-বিদেশে। গত ১৪ নভেম্বর ছুটি পেয়ে চীনে গিয়েছিলেন এই ভ্রমণপিপাসু তরুণী।

    তিসা জানালেন, দেশে ফেরার আগে ফোনে বাবা-মাকে জিজ্ঞেস করি কী আনব তোমাদের জন্য? বাবার জবাব, কিছুই লাগবে না। তবে যদি আনতেই চাও, তো কয়েক কেজি পেঁয়াজ নিয়ে এসো। শুনেছি ওখানে পেঁয়াজের দাম অনেক কম। ঢাকায় পেঁয়াজের দাম ২৫০ টাকা হয়েছে।

    বাবার এমন কথা না মেনে পারলেন না তিসা। ফেরার আগে সোজা চলে যান একটি মুদি দোকানে। গিয়ে দেখেন ১১ কেজি পেঁয়াজ অবশিষ্ট রয়েছে সেই দোকানে। সব পেঁয়াজই কিনে নেন তিনি।

    তিসা জানান, অন্য কোনো উপহার না কিনে বাংলাদেশি টাকায় প্রতি কেজি ৩৮ টাকা দরে ১১ কেজি পেঁয়াজ কিনে বাবা-মাকে উপহার দিয়েছি। ঢাকায় বিমানবন্দর কাস্টমসের কর্মকর্তারা সেই পেঁয়াজ দেখে যেমন মুচকি হেসেছিলেন চীনের ওই বিক্রেতাও সেভাবেই হেসেছেন।

    তিসা জানান, চীনের ওই দোকানের বিক্রেতা আমার পেঁয়াজ কেনা অবাক হয়ে দেখেছিল। ১১ কেজি হবার পর একটা পেঁয়াজ বেশি ছিল, সেটাও গিফট হিসেবে দিয়ে দেয় সে। কোনো বিদেশি ভ্রমণে গিয়ে এত পেঁয়াজ কিনেছে এটা নাকি তার প্রথম অভিজ্ঞতা।

    তিসা আরও জানান, দেশের বাইরে ভ্রমণে গেলে সেখান থেকে বাবা-মার জন্য উপহার কিনে এনেছি অনেকবারই। তারা খুশিও হয়েছেন। কিন্তু এবার পেঁয়াজ পেয়ে তারা যতটা খুশি হয়েছেন এতটা খুশি হতে দেখিনি কখনও।

  • বিমানের সিটের নিচ থেকে সাড়ে ৫ কেজি সোনা উদ্ধার

    বিমানের সিটের নিচ থেকে সাড়ে ৫ কেজি সোনা উদ্ধার

    হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাসকাট থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানরে একটি ফ্লাইটের সিটের নিচ থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৫ কেজি ৮০০ গ্রাম সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিম। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

    আজ বুধবার সকালে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এই বিপুল পরিমাণ সোনা উদ্ধার করা হয়।

    গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউজ, ঢাকার দায়িত্বরত প্রিভেন্টিভ টিম বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি ও তল্লাশি চালায়। এক পর্যায়ে সকাল ৮টা ৪০ মিনিটে ৮ নম্বর বোর্ডিং ব্রিজে থাকা মাসকাট থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের (ফ্লাইট নম্বর- বিজি০২২, সিট নম্বর-২২সি) সিটের নিচে সুকৌশলে লুকানো অবস্থায় ৫০টি সোনার বার পাওয়া যায়।

    তিনি আরো জানান, উদ্ধারকৃত সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।