Tag: শাহপরীর দ্বীপ

  • সৈকতে ভেসে এল বিরল প্রজাতির মৃত তিমি

    সৈকতে ভেসে এল বিরল প্রজাতির মৃত তিমি

    কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সমুদ্র সৈকতে একটি মৃত তিমি ভেসে এসেছে। সোমবার সকালে শাহপরীর দ্বীপ ঘোলারচর নামক সৈকতে এই তিমিটি দেখে লোকজন ভিড় করেন।

    প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, এটি বিরল প্রজাতির তিমি। এর নাম ব্রিডস হোয়েল (Bryde’s Whale)।

    শাহপরীর দ্বীপের বেশ কয়েকজন জেলে জানান, গত দুইদিন আগে একটি তিমি জোয়ারের সময় সাগরতীরে ভাসতে দেখা গেছে। পরে তিমিটি সাগরের দিকে চলে যেতে জেলেরা সহযোগীতা করেছিল। সম্ভবত এই তিমি মাছটিই পরে মারা গেছে।

    বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কক্সবাজার কার্যালয়ের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. এহসানুল করিম বলেন, এটি ইন্দো-প্যাসিফিক বোতল নাক (হাম্পব্যাক) তিমি নামে পরিচিত। এই প্রজাতি গুলো দলবদ্ধ হয়ে চলাফেরা করে থাকে। ধারণা করা হচ্ছে, খাবারের সন্ধানে দলছুট হয়ে তিমিটি টেকনাফের কাছাকাছি এসেছে এবং আঘাত পেয়ে মারা গেছে।

    তিনি বলেন, ৯-১০ ফুট উচ্চতার এই মাছটির ওজন ১৬০ কেজি হতে পারে। মূলত এই মাছগুলো ভারত এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ক্রান্তীয় জলে পাওয়া যায়। তবে বেশিরভাগ সাধারণ বোতলজাতীয় তিমি ,এই তিমিগুলো অগভীর, উপকূলীয় জল পছন্দ করে। ফলে এ মাছ আশপাশের অঞ্চলে দেখা অস্বাভাবিক কিছু নয়।

    স্থানীয় সাংবাদিক জসিম মাহমুদ বলেন, সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ সমুদ্রসৈকতে একটি মৃত তিমি দেখা যায়। এ সময় সেটি দেখতে লোকজন ভিড় করে। বিকেল ৫ টা পর্যন্ত তিমিটি সেখানে পড়ে ছিল। তবে কেউ তিমিটি সেখান থেকে সরিয়ে না নেওয়ায় দূর্গন্ধ বের হচ্ছে। এ অবস্থায় থাকলে পঁচে পরিবেশ দূষনের আশঙ্কা রয়েছে।

    টেকনাফের শাহপরীর দ্বীপ ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য নুরুল আমিন বলেন, তার এলাকায় সৈকতে একটি বিশাল প্রজাতির মৃত তিমি ভেসে এসেছে।এই সময়ে সাগরে জেলেদের মাছ ধরা বন্ধ। কিন্তু কিভাবে মাছটি মারা গেছে বলা যাচ্ছেনা। তবে মাছের শরীরে তেমন দৃশ্যমান আঘানের চিহ্ন নেই।

    টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, একটি বড় প্রজাতির মাছের মৃতদেহ ভেসে আসার বিষয়টি শুনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

    টেকনাফ শাহপরীর দ্বীপ পুলিশ ফাড়ির ইনচার্জ দিপক বিশ্বাস বলেন, সোমবার সকালে মৃত একটি বিশাল প্রজাতির মাছ ভেসে এসেছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • কোস্ট গার্ডের পৃথক অভিযানে দুই লক্ষ আশি হাজার পিস ইয়াবা উদ্ধার

    কোস্ট গার্ডের পৃথক অভিযানে দুই লক্ষ আশি হাজার পিস ইয়াবা উদ্ধার

    ২৪ ঘন্টা ডট নিউজ। ডেস্ক নিউজ : কক্সবাজারে পৃথক অভিযান চালিয়ে দুই লক্ষ আশি হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার ১০ ডিসেম্বর সকালে গোপন সূত্রের খবরে পৃথক অভিযান দুটি পরিচালিত হয়।

    কোস্টগার্ড পূর্বজোনের কর্মকর্তা লে. (বিএন) এম হায়াত ইবনে সিদ্দিক পৃথক অভিযানের বিষয়ে ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, কক্সবাজারের টেকনাফ থানার আওতাধীন নোয়াখালী পাড়ার মেরিন ড্রাইভ ও শাহপুরী দ্বীপের প্যারাবন এলাকায় অভিযান চালায় বাংলাদেশ কোস্ট গার্ড।

    তবে অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্ট ইয়াবা কারবারিরা পালিয়ে যাওয়ায় দুটি অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।অভিযানস্থল থেকে দুটি বস্তা ও একটি জেরিকেন উদ্ধার করে সেখান থেকে দুই লক্ষ আশি হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

    ইয়াবাগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাচারের উদ্দেশ্যে মায়ানমার হতে আনা হয়েছিল বলে ধারণা করছেন কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাহ জিয়া। তিনি বলেন, উদ্ধারকৃত ইয়াবাগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

    বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রনে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।