Tag: শাহেদ

  • হেদায়েতুল ইসলাম চট্টলার জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির শ্রেষ্ঠ সংগঠক ছিলেন: দ্বিপ্তী

    হেদায়েতুল ইসলাম চট্টলার জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির শ্রেষ্ঠ সংগঠক ছিলেন: দ্বিপ্তী

    বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী বলেন, মরহুম হেদায়েতুল ইসলাম চৌধুরী চট্টলার জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির শ্রেষ্ঠ সংগঠক ছিলেন। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের আদর্শ বুকে ধারণ করে তিনি বার আউালীয়ার পূর্ণভূমিতে জাতীয়তাবাদী আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য আমৃত্যু কাজ করে গেছেন।

    তিনি এ সময় মহানগর যুবদলের আওতাধীন ১৫টি থানা ও ৪৩ টি ওয়ার্ড নেতাকর্মীদেরকে মরহুম হেদায়েতুল ইসলামের মত সংগঠক হয়ে কাজ করার আহবান জানান।

    তিনি আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বাদে জোহর মোমিন রোডস্থ কদম মোবারক শাহী জামে মসজিদে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রাণ স্পন্দন ও মহানগর যুবদলের সাবেক সফল সাধারণ সম্পাদক মরহুম হেদায়েতুল ইসলাম চৌধুরীর ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর যুবদলের দোয়া ও মিলাদ মাহফিলে এ সব কথা বলেন।

    বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, বর্তমান শাসকগোষ্ঠী সর্বোপরি, দুর্নীতি, দু:শাসন, গুম, খুন, ধর্ষণ ও লুটপাটের রাজত্ব কায়েম করেছে। আদর্শহীন রাজনীতির বড় উদাহরণ আজকের এই আওয়ামী দু:শাসন। সর্বত্র লুটপাট চলমান।

    তিনি এ সময় মরহুম হেদায়েতুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করেন এবং হেদায়েতুল ইসলাম চৌধুরীর মত দলের একনিষ্ঠ আদর্শিক কর্মী হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য যুবদলের নেতাকর্মীদেরকে উদাত্ত আহবান জানান।

    সংক্ষিপ্ত আলোচনা শেষে মুনাজাত পরিচালনা করেন কদম মোবারক শাহী জামে মসজিদের পেশ ইমাম। মুনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন ও তাকে জান্নাত নসীব করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। মরহুম হেদায়েতুল ইসলামকে জান্নাতের সুউচ্চ স্থানে জায়গা করে দেয়ার জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে আর্জি পেশ করা হয়।

    মহানগর যুবদলের সাবেক সফল সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম চৌধুরীর ২৮তম মৃত্যুবার্ষিকীতে কবরে পুষ্পস্তবক অর্পণ করেন মোশাররফ হোসেন দিপ্তী ও মুহাম্মদ শাহেদসহ নেতৃবৃন্দ।

    মিলাদ মাহফিল শেষে কদম মোবারক মসজিদস্থ কবরস্থানে চট্টগ্রাম মহানগর যুবদলের পক্ষ থেকে মরহুম হেদায়েতুল ইসলামের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সি: সহসভাপতি ইকবাল হোসেন, সহসভাপতি ফজলুল হক সুমন, আবদুল গফুর বাবুল, সাহাব উদ্দিন হাসান বাবু, মোহাম্মদ মুছা, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, জসিমুল ইসলাম কিশোর, জাহেদুল হাসান বাবু, মো. আলী সাকি, সি: যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক মো: হুমায়ুন কবীর, আবদুল হামিদ পিন্টু, শাহীন পাটওয়ারী, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, হেলাল হোসেন, গুলজার হোসেন, সহসাধারণ সম্পাদক আসাদুর রহমান টিপু, ওসমান গণি সিকদার, জাফর আহমদ খোকন, সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ সাগীর, মো. আলাউদ্দিন, মহিউদ্দিন মুকুল, এস এম বখতেয়ার উদ্দিন, সহসম্পাদক মনোয়ার হোসেন মানিক, কমল জ্যোতি বড়ুয়া, শাহেদুল ইসলাম, মো. জহিরুল ইসলাম জহির, গিয়াস উদ্দিন টুনু, মেজবাহ উদ্দিন মিন্টু, জাহাঙ্গীর আলম বাবু, জাহাঙ্গীর আলম মানিক, মাস্টার ফজলুর রহমান, আনোয়ার হোসেন, সালাহ উদ্দিন, মো. ইদ্রিস, মিজানুর রহমান দুলাল, জসিম উদ্দিন, সদস্য সোহাগ খান, আবদুল্লাহ আল মামুন, সাব্বির ইসলাম ফারুক, থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোর্শেদ কামাল, মো. আইয়ুব, রিদওয়ান হোসেন জনি, মো. মিল্টন, ৯ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক মো. ইউনুস, ১২ নং যুবদলের যুগ্ম আহবায়ক এম এস অভিসহ প্রমুখ নেতৃবৃন্দ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • জিয়াউর রহমান ছিলেন সত্যিকার জাতীয়তাবাদী রাষ্ট্রনায়ক: শাহেদ

    জিয়াউর রহমান ছিলেন সত্যিকার জাতীয়তাবাদী রাষ্ট্রনায়ক: শাহেদ

    বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সফল রাষ্ট্র নায়ক ক্ষণজন্মা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৩৯ তম শাহাদাত বার্ষিকীতে মহান নেতার রূহের মাগফিরাত কামনায় বীর চট্টলার অসহায় ভাসমান মানুষের মাঝে খাবার ও নগদ অর্থ বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।

    আজ রবিবার (৩১ মে) বিকালে মিচকিন শাহ (রাঃ) মাজারে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

    এ সময় মুহাম্মদ শাহেদ বলেন, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান বীর উত্তম পঁচাত্তর পরবর্তী রাষ্ট্র ক্ষমতার শীর্ষে উঠেছিলেন দেশের প্রয়োজনে, নিজের জন্য নয়। তিনি একদলীয় বাকশাল শাসন ব্যবস্থা বাদ দিয়ে বহুদলীয় গণতন্ত্র কায়েমের লক্ষে সব রাজনৈতিক দলকে রেজিস্ট্রেশন দিয়েছিলেন। জিয়াউর রহমান ছিলেন সত্যিকার জাতীয়তাবাদী রাষ্ট্রনায়ক।

    তিনি আরো বলেন, আওয়ামীলীগ নামে রাজনৈতিক দলকে তৎকালীন সময় অনুমোদন না দিলেও কারো বলার কিছু ছিলো না কিন্তু তিনি এমন চিন্তা কখনো মাথায়ই আনেননি। মরহুম জিয়াউর রহমানের উদারতার মাত্রা সাধারণের তুলনায় অনেক উঁচুতে ছিলো। অথচ এই আওয়ামীলীগকেই দেখা যায় জিয়াউর রহমানকে নিয়ে অকথ্য ভাষায় লাগামহীন বক্তব্য দিতে, অযৌক্তিক গাত্রদাহ সম্বল করে।

    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ, নগর যুবদলের সহ-সম্পাদক জিয়াউল হক মিন্টু প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • জাতির ক্রান্তিকালে জিয়াউর রহমানের নেতৃত্ব ছিল অবিস্মরণীয়: শাহেদ

    জাতির ক্রান্তিকালে জিয়াউর রহমানের নেতৃত্ব ছিল অবিস্মরণীয়: শাহেদ

    বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেছেন, জাতির ক্রান্তিকালে জিয়াউর রহমানের নেতৃত্ব ছিল অবিস্মরণীয়।

    তিনি সকল সংকটে দেশ ও জনগণের পক্ষে অবস্থান গ্রহণ করেন। মহান স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণা, স্বাধীনতা যুদ্ধের ময়দানে বীরোচিত ভূমিকা এবং একটি নতুন গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে তাঁর অনবদ্য অবদানের কথা আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। স্বাধীনতা যুদ্ধের শেষে জাতি বিদেশী শাসন থেকে মুক্তি লাভ করে বিজয় অর্জনের অব্যবহিত পরে স্বৈরাচারী শাসকগোষ্ঠীর দুর্বিনীত দু:শাসনে মানুষের নাগরিক স্বাধীনতা ও কাঙ্খিত গণতন্ত্র মাটিচাপা পড়ে।

    একের পর এক দেশের মানুষের গণতান্ত্রিক স্বাধীনতা হরণ করা হয়, দেশ একদলীয় সামন্ততান্ত্রিক শাসনের নিষ্ঠূর কবলে পড়ে পিষ্ট হতে থাকে। সংবাদপত্রের স্বাধীনতা হরণ করে মানুষের বাক ও চিন্তার স্বাধীনতাকে খর্ব করা হয়। সেই সময় দেশের সর্বত্র বিভৎস অরাজকতা নেমে আসে। গণতন্ত্র হত্যা ও অরাজকতার অমানিশার দুর্যোগের মুখে দেশের সিপাহী-জনতার মিলিত শক্তির মিছিলে জিয়াউর রহমান জাতীয় রাজনীতির পাদপ্রদীপের আলোয় উদ্ভাসিত হন। ফিরিয়ে দেন বহুদলীয় গণতন্ত্র এবং সংবাদপত্র ও নাগরিক স্বাধীনতা।

    তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা করেন। উৎপাদনের রাজনীতির মাধ্যমে দেশীয় অর্থনীতিকে সমৃদ্ধশালী করেন। বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির আখ্যা থেকে খাদ্য রপ্তানীকারক দেশে পরিণত করেন।

    তিনি আজ শনিবার (৩০ মে) ০৪নং চান্দগাঁও ওয়ার্ড যুবদলের উদ্যোগে বাদ জোহর হযরত সুলতান শাহ (রাঃ) মাজারে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সফল রাষ্ট্র নায়ক ক্ষনজন্মা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৩৯ তম শাহাদত বার্ষিকীতে মহান নেতার রূহের মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল শেষে এ কথা বলেন।

    তিনি আরো বলেন, জাতীয় জীবনের চলমান সংকটে শহীদ জিয়ার প্রদর্শিত পথ ও আদর্শ বুকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং জাতীয় স্বার্থ, বহুমাত্রিক গণতন্ত্র এবং জনগণের অধিকার সুরক্ষায় ইস্পাতকঠিন গণঐক্য গড়ে তুলতে হবে। বর্তমান সরকার দেশে একদলীয় সরকার পুন:প্রতিষ্ঠা করেছে। কর্তৃত্ববাদী শাসনের নির্মমতা চারিদিকে বিদ্যমান। বিরোধী দলের অধিকার,
    চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতাকে সবচেয়ে বড় শত্রু মনে করে বর্তমান সরকার। সেজন্য গণতন্ত্রের আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। এখন
    তাঁকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়া হয়েছে। তাঁর মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহার করে নি:শর্ত মুক্তি দিতে হবে। বাংলাদেশসহ বিশ্বব্যাপী চলছে অজ্ঞাত দানব করোনা মহামারির তান্ডব। ইতোমধ্যে তিন লক্ষাধিক মানুষ এই রোগে মৃত্যুবরণ করেছে, আর আক্রান্ত হচ্ছে লক্ষ লক্ষ মানুষ। এখন গভীর আতঙ্ক ও উৎকন্ঠার মধ্যে রচিত হচ্ছে দিনযাপনের মানবিক কাহিনী।

    খতমে কোরআন শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুমিন। তিনি এসময়, শহীদ জিয়াউর রহমানের আত্নার মাগফিরাত কামনা করেন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহ রাব্বুল আল আমিনের নিকট দোআ করেন।

    এ সময় উপস্থিত ছিলেন নগর যুবদলের সহ-সভাপতি নূর আহমেদ গুড্ডু, ইকবাল হোসেন সংগ্রাম, ফজলুল হক সুমন, আব্দুল করিম, সাহাব উদ্দিন হাসান বাবু, জসিমুল ইসলাম কিশোর, মোহাম্মদ আলী সাকী, নগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম খান, ইকবাল পারভেজ, রাশেদুল হাসান লেবু, এরশাদ হোসেন, তাজুল ইসলাম, তৌহিদুল ইসলাম রাসেল, রাজন খান, ওমর ফারুক হেলাল হোসেন,
    গুলজার হোসেন, বজল আহমেদ, সাজ্জাদ হোসেন সাজু, জমির উদ্দিন মানিক, সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ সাগীর, মহিউদ্দিন
    মুকুল, আসাদুজ্জামান রুবেল সহ- সম্পাদক কামরুল ইসলাম, মেজবাহ উদ্দিন মিন্টু, জাহাঙ্গীর আলম বাবু, জাহাঙ্গীর আলম মানিক, ইব্রাহীম খান, দেলোয়ার হোসেন, সাইদুল ইসলাম, বেলাল হোসেন, হোসেন জামান, সদস্য মাহবুব খান জনি, আব্দুল করিম, মনজুর আলম, রাজু খান, জাবেদ আলী, রাসেল আকাশ, সাইফুল ইসলাম, মোঃ মিল্টন, জসিম উদ্দিন, আকতার হোসেন, আবু বক্কর বাবু, এস এম আলী, সাইফুল ইসলাম, মোঃ জাবেদ, মোহাম্মদ হাসান, জহিরুল ইসলাম, মেহেদী হাসান, মাসুদ আলম, সাইফুল, মুহাম্মদ সোহেল, একরাম, ইফতেখার, ইদ্রিস, ইউছুফ, জাহিদ ইউসুফ প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • দীপ্তি’র জন্য দোয়া চেয়েছেন নগর যুবদলের সাধারণ সম্পাদক শাহেদ

    দীপ্তি’র জন্য দোয়া চেয়েছেন নগর যুবদলের সাধারণ সম্পাদক শাহেদ

    বৈশ্বিক মহামারী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ভাটিয়ারীস্থ চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।

    বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ এক বিবৃতিতে বলেন, করোনা ভাইরাস আমাদের দেশে প্রথম সনাক্ত হওয়ার পর থেকে বীর চট্টলার জনসাধারণকে সচেতন করার লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ এর নেতৃত্বে চট্টগ্রামের ১৫ টি থানা ও ৪৩ টি সাংগঠনিক ওয়ার্ডের আওতাধীন ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন (টুকু)র নির্দেশে যুবদলের পক্ষ থেকে বিরামহীন কার্যক্রম পরিচালনা অব্যাহত আছে।

    দীর্ঘদিন লকডাউনে গৃহবন্দি অসহায় মানুষের পাশে ছুটে গেছেন যুবদল নেতৃত্ব। নগরীর প্রতিটি ওয়ার্ডে মাস্ক, পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এবং শেষ পর্যন্ত নিরন্ন অসহায় মানুষের মাঝে ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার সংকল্প করেছেন।

    কিন্তু অত্যান্ত দুঃখের সাথে আমরা জানাচ্ছি, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি করোনা আক্রান্ত হয়ে গতকাল বুধবার (২৭ মে) থেকে ভাটিয়ারীস্থ চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

    বিবৃতিতে শাহেদ, নগরীর ১৫ টি থানা ও ৪৩ টি সাংগঠনিক ওয়ার্ড যুবদলের নেতা-কর্মীদের চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী ও তাঁর পরিবারের জন্য মহান আল্লাহ্ রাব্বুল আল-আমিনের নিকট দোআ করার জন্য অনুরোধ করেন এবং মনোবল শক্ত করে সাহসের সাথে মহামারী করোনা মোকাবেলার জন্য মানসিক ভাবে প্রস্তুতি নেওয়ার আহবান জানান।

    শাহেদ বলেন, সরকারের সমন্বয়হীনতাই বীর চট্টলা আজ করোনার হট স্পটে পরিনত হয়েছে। স্বাস্হ্য ব্যবস্হা সম্পূর্ণ রূপে ভেঙ্গে পড়েছে। ঘরে থাকুন। স্বাস্হ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে চলুন।

    বিবৃতিতে, নগর যুবদল সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ আশা বাদ ব্যক্ত করেন, অচিরেই করোনা যুদ্ধে বিজয়ী হয়ে নগর যুবদল সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি আমাদের মাঝে সুস্হ স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • তথ্য গোপন ও সরকারের ভুল পদক্ষেপে দেশ আজ কঠিন পরিস্থিতিতে: শাহেদ

    তথ্য গোপন ও সরকারের ভুল পদক্ষেপে দেশ আজ কঠিন পরিস্থিতিতে: শাহেদ

    বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ লকডাউনে ঘরবন্দি অসহায় মানুষের মাঝে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে উপহার স্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করেন মুরাদপুরস্হ আপন গার্ডেন কমিউনিটি সেন্টারে আজ ২৫ রমজান মঙ্গলবার (১৯ মে) সকালে নগরীর সিএনজি চালক, অটো-রিক্সা চালক ও কর্মহীন মেহনতি মানুষের মাঝে।

    দীর্ঘদিন লকডাউনে নগরীর সিএনজি চালকেরা মানবেতর জীবন যাপন করছে।

    এ সময় মুহাম্মদ শাহেদ বলেন, বৈশ্বিক মহামারী করোনা নিয়ে শুরু থেকে শাসকদল তথ্য গোপন করেছে। সরকার সঠিক প্রস্তুতি নিয়ে কার্যকরী পদক্ষেপ নিলে অবস্থা এমন হতো না। সারা বিশ্ব যখন মহামারীতে মানবিক আচরণ করতেছে আমাদের শাসকগোষ্ঠী ব্যস্ত লুটপাটে। এই দুঃসময়ে ইতালির মাফিয়ারাও মানুষের পাশে দাঁড়িয়েছে অথচ মুক্তিযুদ্ধের চেতনার নামধারী আওয়ামীলীগ ত্রাণ-অনুদান নগদ বরাদ্দ লুটপাটে মরিয়া। বিনা ভোটের অবৈধ সরকার সরকারী অর্থ নয়-ছয় করেই করোনা মোকাবেলা করতেছে। সরকারের সদিচ্ছা থাকলে গণস্বাস্থ্যের কিট নিয়ে এতো জল-ঘোলা করতো না। এখনও নাটক চলমান শাসকগোষ্ঠি চাইলেই গণস্বাস্হের কিট দিয়ে অনেক বেশি টেস্ট করতে পারতো। শুধু মাত্র কিট পাশের দেশ থেকে আমদানী করার জন্যই সরকার ধীরে চলো নীতিতে অনঢ়।

    তিনি বলেন,দেশের শীর্ষ স্থানীয় আকিজ শিল্প গ্রুপ বিনা পয়সায় করোনা চিকিৎসা দেওয়ার জন্য গণস্বাস্থ্যের ডাঃ জাফর উল্লাহর পরামর্শে ৩০০ বেডের অস্হায়ী হাসপতাল তৈরী করলো সম্পূর্ণ নিজ খরচে কিন্তু মুক্তিযোদ্ধা ডাঃ জাফর উল্লাহ্ সাহেবের রাজনৈতিক ভিন্ন পরিচয়ের অজুহাতে ঐ হাসপাতাল আর আলোর মুখ দেখিনি। সরকার চাইলে আরো ১ মাস আগেই হাসপাতালে সেবা চালু করতে প্রস্তুত ছিলো আকিজ গ্রুপ। উল্টো বসুন্ধরা গ্রুপের কনভেনশানে সরকার প্রায় ৪০ কোটি টাকা খরচ করে অস্হায়ী হাসপাতাল করলো তাও এখনো চালু করতে পারেনি। সরকারী অর্থ লুটপাটের বড় উদাহরণ আর কি হতে পারে ?

    শাহেদ বলেন, সামান্য চাউলের লোভ যে দল সামলাতে পারে না সেই আওয়ামীলীগের নেতাদের মুখে বিএনপি’র ত্রাণ বিতরণ নিয়ে সমালোচনা মানায় না। বিএনপি জনগণের দল। মানুষের পাশে ছিলো থাকবে-ইনশাআল্লাহ।

    তিনি এসময়, সবাইকে করোনা আক্রান্ত রোগীদের প্রতি মানবিক আচরণ করার অনুরোধ জানান। যে কেউ আক্রান্ত হতে পারেন কারণ বারো-আউলিয়ার পূণ্য ভূমি বীর চট্টলা আজ করোনার হট-স্পটে পরিণত হয়েছে।

    তিনি বলেন, সরকারের ভুল পদক্ষেপে মার্কেট, শিল্প, কল-কারখানা খুলে দেওয়ায় প্রিয় চট্টগ্রাম আজ করোনায় সয়লাভ।

    এসময় উপস্থিত ছিলেন নগর যুবদলের সহ-সভাপতি সাহাব উদ্দিন হাসান বাবু, মোহাম্মদ আলী সাকী, সি.যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, ইকবাল পারভেজ, রাশেদুল হাসান লেবু, ওমর ফারুক, গুলজার হোসেন, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সহ-সম্পাদক আতিকুর রহমান, জাহাঙ্গীর আলম বাবু, সদস্য জাহেরী মাসুদ, থানা যুবদলের যুগ্ম আহবায়ক আইয়ুব আলী, সাহিদুল ইসলাম মাসুম, জাবেদ আলী, সৌরভ বড়ুয়া, মোঃ নাছির, জুনায়েদ রানা, হাসান তোফা, মোঃ জাবেদ, সোলাইমান মনা, শাহাদাত হোসেন, জাবেদ প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • দেশবাসী নয় আওয়ামীলীগের ঘরেই যাচ্ছে সব ত্রাণ-অনুদান, নগদ বরাদ্ধ: শাহেদ

    দেশবাসী নয় আওয়ামীলীগের ঘরেই যাচ্ছে সব ত্রাণ-অনুদান, নগদ বরাদ্ধ: শাহেদ

    বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ লকডাউনে ঘরবন্দি অসহায় মানুষের মাঝে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে উপহার স্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করেন আজ ২৩ রমজান রবিবার (১৭ মে) বিকালে নগরীর ৪২ নং নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড এলাকায়।

    এ সময় মুহাম্মদ শাহেদ বলেন, সরকারী সব সিদ্ধান্ত করোনা মোকাবেলায় বুমেরাং।বিনাভোটের সরকার আমলাদের উপর ভর দিয়ে করোনা মহামারী মোকাবেলায় ব্যস্ত আর লীগের নেতা-কর্মীরা ত্রাণ-অনুদান এমনকি নগদ ২৫০০ টাকা করে অসহায় মানুষের সহায়তার টাকা নিজেরাই নামে-বেনামে পকেটে পুড়ছে। এটাই শাসকদলের প্রকৃত চিত্র। মুখে উন্নয়ন আর অন্তরে লুটপাটের কুট-কৌশল। দেশের মানুষ ভালো নেই একদিকে মহামারী বিনা চিকিৎসা অন্যদিকে সরকারী ত্রাণের লুটপাটের মহোৎসব চলছে। মন্ত্রী, এমপিরা আজ অমাবস্যার চাঁদ, কোথাও খুজে পাওয়া যায় না এটাই কি করোনা প্রস্তুতি ? ফ্রন্ট লাইন যোদ্ধারা প্রয়োজনীয় উপকরণ পাচ্ছে না, সরকার নির্বাক। ভাবটা এমন দেশে কিছুই হচ্ছে না সব স্বাভাবিক। স্বাস্থ্য মন্ত্রী এখনও ভুল-বাল বক্তব্য দিয়ে যাচ্ছে এ যেন হীরক রাজার দেশ! স্বাস্থ্য খাতের বেহাল দশা একদিনে হয়নি শুধু উন্নয়ন আর উন্নয়নের নাম প্রচার আর লুটপাটেই ব্যস্ত শাসকদল।

    তিনি এসময় আরো বলেন, সামনে করোনা পরিস্থিতি আরো অবনতি হবে আমাদের সাহসের সাথে সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এই যুদ্ধ শেষ করতে হবে। করোনা রোগীদের প্রতি মানবিক আচরণ করতে হবে।

    প্রশাসনকে অনুরোধ জানান করোনা আক্রান্ত ব্যক্তির পরিবারের অন্য সবার টেস্ট যেন আরো দ্রুত সম্পন্ন করেন এতে করে মানসিকভাবে রোগী ও আক্রান্ত পরিবার একটু হলেও স্বস্তিবোধ করবেন।

    এ সময় উপস্থিত ছিলেন নগর যুবদলের সি. যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, রাশেদুল হাসান লেবু, সহ সম্পাদক আতিকুর রহমান, ইলিয়াস হাসান মন্জু, ইব্রাহীম খান, দেলোয়ার হোসেন, সাহেদ খান পারভেজ, এনামুল হক কামাল, এস এম শাহবাজ, মোঃ রফিক, মাসুদ আলম প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর

     

  • শাসকগোষ্ঠির গুরুত্বহীনতায় সারাদেশে করোনা সংক্রমণের বর্তমান প্রেক্ষাপটে আমরা সবাই কমবেশী বিভ্রান্ত: শাহেদ

    শাসকগোষ্ঠির গুরুত্বহীনতায় সারাদেশে করোনা সংক্রমণের বর্তমান প্রেক্ষাপটে আমরা সবাই কমবেশী বিভ্রান্ত: শাহেদ

    বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ লকডাউনে ঘরবন্দি অসহায় মানুষের মাঝে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে উপহার স্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করেন আজ ২২ রমজান শনিবার (১৬ মে) বিকালে নগরীর পতেঙ্গা থানাধীন ৪০ ও ৪১ নং ওয়ার্ড এলাকায়।

    এ সময় মুহাম্মদ শাহেদ বলেন, সাধারণ মানুষ নিরাপদে ঘরে না থাকলে করোনা সংক্রমণ ও মৃত্যুর ঝুঁকিতে অন্যদিকে ঘরে থাকলে ক্ষুধা নিবারণের জ্বালা। সরকারী ত্রাণ -অনুদান লুটপাটে ব্যস্ত বিনা ভোটের সরকার। আওয়ামীলীগের ঘরেই যাচ্ছে সরকারী ত্রাণ-অনুদানের বরাদ্ধ নামে-বেনামে। সরকার চাইলে বৈশ্বিক মহামারী মোকাবেলায় সবাইকে নিয়ে যুদ্ধে শামিল হতে পারতো কিন্তু ক্ষমতালোভী দল নিজেদের রক্ষায় ব্যস্ত।

    তিনি বলেন,গত ১৫ মে আ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক রির্পোটে বলেছে, বাংলাদেশে করোনা আক্রান্ত রোগীদের মানবাধিকার রক্ষা হচ্ছে না। কিন্তু বাস্তবতা আরো ভয়াবহ করোনা আক্রান্ত রোগী এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে চিকিৎসার আশায় ঘুরে ঘুরে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। বিনা ভোটের সরকার গত এক যুগে লুটপাটে স্বাস্থ্য খাতের উন্নয়নের নামে মানুষের সাথে তামাশা করেছে। পত্রিকায় পাতায় দেখা যায় করোনা উপসর্গে মৃত্যুর লম্বা লিস্ট। সরকার করোনা মোকাবেলায় এখনো জনগণকে বিভ্রান্ত করে যাচ্ছে।

    তিনি এসময়, দেশের সবাইকে করোনা আক্রান্ত রোগী ও পরিবারবর্গদের প্রতি মানবিক হওয়ার অনুরোধ জানান এবং সামর্থ অনুযায়ী সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

    এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি মনিরুল হাসান সিদ্দিকী, হাসান মুরাদ, সি. যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, রাশেদুল হাসান লেবু, নগর যুবদলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইকবাল, আপ্যায়ন সম্পাদক দিদারুল আলম, সহ-সম্পাদক আতিকুর রহমান, ইয়াছিন আজাদ, মোহাম্মদ নাছির, নগর যুবদলের সদস্য সোহাগ খান প্রমুখ।
    ২৪ ঘণ্টা/এম আর

     

     

  • করোনা’র দুঃসময়েও আমরা বাক-স্বাধীনতা ও তথ্য পাওয়ার অধিকার থেকে বঞ্চিত : শাহেদ

    করোনা’র দুঃসময়েও আমরা বাক-স্বাধীনতা ও তথ্য পাওয়ার অধিকার থেকে বঞ্চিত : শাহেদ

    ২৪ ঘণ্টা ডট নিউজ ডেস্ক : লকডাউনে ঘরবন্দি অসহায় মানুষের মাঝে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে উপহার স্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।

    বিএনপি‘র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ ১৬ রমজান রবিবার (১০ মে) বিকালে নগরীর বায়েজিদ থানাধীন ২ নং জালালাবাদ ওয়ার্ড এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    এ সময় মুহাম্মদ শাহেদ বলেন, সারা বিশ্ব যখন করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধ, সরকার তখন ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে গণমাধ্যম নিয়ন্ত্রণে ব্যস্ত। দেশের মানুষ সরকারের অব্যবস্থাপনায় দিশেহারা।

    সরকার করোনা মোকাবেলায় সম্পূর্ণ ব্যর্থ কিন্তু গণমাধ্যম নিয়ন্ত্রণে সফল। শুধু ১ এপ্রিল থেকে মে মাসের ১ম সপ্তাহেই ৪২ জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে তারমধ্যে ২০ জন সাংবাদিক। ত্রাণ লুটের নিউজ করার জন্যও সাংবাদিক লাঞ্চিত হয়েছে।

    ইউরোপ-আমেরিকাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত গণ মাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার জন্য সরকারকে বলেছেন। এটা এখন দিবালোকের মত সত্য দেশের জনগণ করোনা’র সঠিক তথ্যও পাচ্ছে না।

    রোগীর সংখ্যা ও প্রকৃত মৃত্যুর সংখ্যার হিসাবেও গড়মিল কিন্তু আওয়ামীলীগ বৈশ্বিক মহামারী করোনা নয় সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে তৎপর। চারিদিকে ত্রাণ লুটপাটের মহোৎসব চলছে।

    তিনি এসময়, সরকারকে আহবান জানান ঐক্যবদ্ধ হয়ে সবদল-মতের সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ জাতী হিসেবে করোনা মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার।

    এ সময় উপস্থিত ছিলেন নগর যুবদলের সহ-সভাপতি আবদুল করিম, অরুপ বডুয়া, মোহাম্মদ আলী সাকী, সি.যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, রাশেদুল হাসান লেবু, সেলিম উদ্দিন রাসেল, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সহ-সম্পাদক হাফেজ কামাল উদ্দিন, বায়েজীদ থানা যুবদলের যুগ্ম আহবায়ক শাহাআলম, ওবায়দুল হক, রুহুল আমিন, আলমগীর, ২নং ওয়ার্ডের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, মোঃ ইমতিয়াজ মিন্টু, মোঃসাজু, মাইনুদ্দিন, মোঃ সাবলু, ইব্রাহীম, মোঃ রহিম প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সরকার বৈশ্বিক মহামারী করোনাকে হালকাভাবে নিয়ে মানুষের জীবন ও জীবিকা বিপর্যস্ত করেছে: শাহেদ

    সরকার বৈশ্বিক মহামারী করোনাকে হালকাভাবে নিয়ে মানুষের জীবন ও জীবিকা বিপর্যস্ত করেছে: শাহেদ

    বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ লকডাউনে ঘরবন্দি অসহায় মানুষের মাঝে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে উপহার স্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করেন আজ ১৫ রমজান শনিবার (৯ মে) বিকালে নগরীর ৩নং পাঁচলাইশ ওয়ার্ড এলাকায়।

    এ সময় মুহাম্মদ শাহেদ বলেন, দীর্ঘদিন বিনা ভোটে ক্ষমতায় থেকে সব কিছুই হালকাভাবে নেয় শাসকদল। বৈশ্বিক মহামারী করোনাকেও হালকাভাবে নিয়ে আজ আমাদের নিরীহ জনগণের জীবন ও জীবিকা বিপর্যস্ত করেছে আওয়ামীলীগ। ত্রাণ লুটপাট করোনার ন্যায় সারাদেশের ৬৪ জেলায় অব্যাহত। আজ গাজীপুরে বেতনের দাবীতে পোষাক শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গুলিবর্ষণ করোনা মোকাবেলায় ব্যর্থ সরকারের দেউলিয়াত্ব প্রকাশের নমুনা। জাতি ক্ষমা করবে কি নির্লজ্জ এই শাসকগোষ্ঠিকে ?

    তিনি এসময়, সরকারের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চট্টলার ব্যবসায়ী নেতৃবৃন্দ সব মার্কেট-শপিং মল বন্ধ রাখার জন্য ব্যবসায়ীদেও ধন্যবাদ জানান। আগে জীবন তারপর জীবিকা। পবিত্র রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনকে অনুরোধ করেন।

    এসময় উপস্থিত ছিলেন নগর যুবদলের সহ-সভাপতি আবদুল করিম, বায়েজিদ থানা আহবায়ক অরুপ বড়ুয়া, পাঁচলাইশ থানা আহবায়ক মোহাম্মদ আলী সাকী, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, রাশেদুল হাসান লেবু, সেলিম উদ্দিন রাসেল, জিল্লুর রহমান জুয়েল, সহ সম্পাদক আতিকুর রহমান, হাফেজ কামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম বাবু, বায়েজিদ থানা যুগ্ম আহবায়ক মঞ্জুর আলম মঞ্জু, সাহেদ হোসেন খান পারভেজ, ওসমান গনি, নিজাম উদ্দিন, ৩নং ওয়ার্ড যুবদলের আহবায়ক মোহাম্মদ হাসান, আনোয়ার হোসেন, হেলাল উদ্দিন, মহিউদ্দিন, আলমগীর, তাজিমুল ইসলাম, সাজ্জাদ হোসেন সাজু, কাইয়ুম, নুরুল ইসলাম, তারেক প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনা মোকাবেলায় সমন্বয়হীনতা সরকারের ব্যর্থতার বহিঃপ্রকাশ:শাহেদ

    করোনা মোকাবেলায় সমন্বয়হীনতা সরকারের ব্যর্থতার বহিঃপ্রকাশ:শাহেদ

    বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ লকডাউনে ঘরবন্দি অসহায় মানুষের মাঝে উপহার স্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করেন ৯ম রমজান বরিবার (৩ মে)সকালে নগরীর ১৯ নং বাকলিয়া ওয়ার্ড এলাকায়।

    এ সময় মুহাম্মদ শাহেদ বলেন, বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় যথেষ্ট সময় পাওয়ার পরও শাসকদল সঠিক প্রস্তুতি না নিয়ে জনগণের সাথে তামাশা করেছে। সরকারী প্রতিটি প্রতিষ্ঠানে করোনা যুদ্ধে সমন্বয়হীনতা আজ দৃশ্যমান। ডাক্তার, নার্স হতে শুরু করে কোভিড হাসপাতালে ন্যূনতম প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করতে না পারা সরকারের চরম ব্যর্থতা।

    তিনি এ সময়, শাসকদলকে একলা চলো নীতি বাদ দিয়ে সবাইকে নিয়ে করোনা মোকাবেলার আহবান জানান।

    পবিত্র রমজান মাসেও নিত্য-পণ্যের বাজার অস্থিতিশীল। মানুষের কষ্ট দিন দিন বাড়ছে। বিনাভোটের সরকার সব কিছুতেই ধীরে চলো নীতিতে প্রতিজ্ঞাবদ্ধ। প্রশাসনকে নির্লজ্জভাবে দলীয় করণের কারণে আজ সব কিছুতেই দূর্নীতি হচ্ছে। স্বাস্হ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর সম্পূর্ণ ব্যর্থ অথচ এরাই বলেছিলো আমাদের প্রস্তুতি ইউরোপ-আমেরিকার চেয়ে এগিয়ে।

    তিনি করোনা সংক্রান্ত বরাদ্ধে দুর্নীতিবাজদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আইনানুগ বিচারের দাবি জানান।

    এসময় উপস্থিত ছিলেন নগর যুবদলের সি. যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, সেলিম উদ্দিন রাসেল, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিপু, সহ সম্পাদক আতিকুর রহমান, জসিম উদ্দিন, এয়াকুব খান, ফারুক, শফি, মাসুদ প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • শুধু করোনা নয় চুরির মহামারীও ঠেকাতে হবে: শাহেদ

    শুধু করোনা নয় চুরির মহামারীও ঠেকাতে হবে: শাহেদ

    বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ লকডাউনে ঘরবন্দি অসহায় মানুষের মাঝে উপহার স্বরুপ খাদ্য সামগ্রী বিতরণ করেন আজ ৪র্থ রমজান (২৮ এপ্রিল) নগরীর ১২, ১৩ ,৩১ ও ৩৫ নং ওয়ার্ড এলাকায়।

    এ সময় মুহাম্মদ শাহেদ বলেন, সারা দুনিয়া যখন বাঁচা-মরার লড়াইয়ে ঐক্যবদ্ধ আমাদের শাসকগোষ্ঠী একলা চলো নীতিতে অনড়। সারাদেশে করোনা আক্রান্ত রোগী বাড়ছে প্রতিনিয়ত সরকার ধীরে চলো নীতিতে। করোনার মহামারীতে চুরিরও মহামারী চলছে। শুধু করোনা নয় শাসকদলের চুরির মহামারীও ঠেকাতে হবে।

    তিনি এসময় নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়ার আহবান জানান। করোনার এই দুঃসময়েও অসাধু ব্যবসায়ী চক্র তৎপর। সমাজের সবাইকে একে-অপরের পাশে দাঁড়িয়ে আমাদের এই যুদ্ধে বিজয়ী হতে হবে।

    এসময় উপস্হিত ছিলেন নগর যুবদলের সহ-সভাপতি ইকবাল হোসেন সংগ্রাম, সি. যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, সেলিম খান, সেলিম উদ্দিন রাসেল, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সহ-সম্পাদক আতিকুর রহমান, মেছবাহ উদ্দিন মিন্টু, সাইফুদ্দিন যুবরাজ, বেলাল উদ্দিন, মোঃ ফিরোজ, মোঃহাসান, রিয়াদ, সৌরভ বড়ুয়া প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর

     

  • করোনা’য় অনাহারে দিন কাটাচ্ছে অসহায় মানুষ অন্যদিকে লুটপাটে ব্যস্ত শাসকগোষ্ঠি:শাহেদ

    করোনা’য় অনাহারে দিন কাটাচ্ছে অসহায় মানুষ অন্যদিকে লুটপাটে ব্যস্ত শাসকগোষ্ঠি:শাহেদ

    বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারন সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ লকডাউনে ঘরবন্দি অসহায় মানুষের মাঝে উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।

    আজ সোমবার (২০ এপ্রিল) নগরীর ০৫, ২৮ ও ২৯ নং ওয়ার্ড এলাকায় ত্রাণ বিতরণ করেন তিনি।

    এই সময় মুহাম্মদ শাহেদ বলেন, সরকার এখনো বাস্তবতা উপলব্ধি করতে পারছে না। মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। দেশের অসহায় মানুষ ত্রাণের জন্য বিক্ষোভ করছে অন্য দিকে শাসক দলের নেতা-কর্মীরা ব্যস্ত সরকারী ত্রাণ লুটপাটে। সব কিছুতেই তথ্য লুকানোর ব্যর্থ প্রয়াস আমাদের সংকটকে আরো ভয়াবহের দিকে নিয়ে যাচ্ছে। করোনা’র এই দুঃসময়েও দূর্নীতি থেমে নেই জাতী হিসেবে এর চেয়ে লজ্জার আর কি আছে। ডাক্তার, নার্স’দের নিন্ম মানের পিপিই, মাস্ক দেওয়ার ফলে করোনায় আক্রান্ত হচ্ছে। তিনি এ সময় জীবন রক্ষা সামগ্রী সরবরাহে দূর্নীতিবাজদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান। অবিলম্বে নিত্যপণ্যের বাজারে অস্হিরতা দূর করতে প্রশাসনকে অনুরোধ জানান।

    এ সময় উপস্হিত ছিলেন সহসভাপতি মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক আবদুল হামিদ পিন্টু, সেলিম উদ্দিন রাসেল, খুলশী থানার আহবায়ক হেলাল হোসেন, সহ সাধারণ সম্পাদক জমির উদ্দিন মানিক, সম্পাদক নুর হোসেন উজ্জল, নুরুল ইসলাম, সহ সম্পাদক আতিকুর রহমান, কমল জ্যোতি বড়ুয়া, হাফেজ কামাল, সুলতান সুমন, মাহবুব জনি, মোঃ জাবেদ, সাইফুল, নাসিরউদ্দিন, আবু হানিফ, আখতার হোসেন, জহিরুল ইসলাম, শফিক, মানিক, ফারুক, আলমগীর, জাহেদ, কামাল শিকদার, সজিব, রাজিব, সুজন প্রমূখ।