Tag: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

  • ঘন কুয়াশায় রানওয়ের কার্যক্রমে সমস্যা : শাহ আমানতে বিমান ওঠানামায় বিঘ্ন

    ঘন কুয়াশায় রানওয়ের কার্যক্রমে সমস্যা : শাহ আমানতে বিমান ওঠানামায় বিঘ্ন

    ২৪ ঘন্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক : ঘন কুয়াশার কারণে চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ের কার্যক্রমে সাময়িক সমস্যা হওয়ায় সকাল ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সাময়িকভাবে বিমান ওঠানামা বন্ধ ছিল।

    এ সময়ের মধ্যে বিমান সূচি অনুযায়ী অবতরণ করতে পারেনি তিনটি আন্তর্জাতিক বিমান।

    শাহ আমানত বিমানবন্দরে দায়িত্বরত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার ই আলম তথ্যটি নিশ্চিত করে বলেন, সকাল সোয়া ৯টার দিকে কুয়াশা কেটে গেলে সাড়ে ৯টা থেকে বিমান ওঠানামা স্বাভাবিক হয়।

    তবে এ সময়ের মধ্যে বিমান উড্ডয়নের কোনো শিডিউল ছিল না জানিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্য থেকে আসা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটসহ তিনটি বিমান শিডিউল অনুযায়ী অবতরণ করতে পারেনি। এসব বিমানে ১৫ মিনিট থেকে ৪৫ মিনিট পর্যন্ত সময় দেরি হয় অবতরণে।

  • চট্টগ্রাম বিমান বন্দরে কোটি টাকার স্বর্ণবারসহ যাত্রী আটক

    চট্টগ্রাম বিমান বন্দরে কোটি টাকার স্বর্ণবারসহ যাত্রী আটক

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় কোটি টাকার ২০টি স্বর্ণবারসহ দুবাই ফেরত এক বিমান যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ ও এনএসআই সদস্যরা।

    ৮ ডিসেম্বর রবিবার সকালে দুবাই থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে চট্টগ্রাম বিমানবন্দরে আসা যাত্রী অহিদুল আলম (৩০)’র কাছ থেকে স্বর্ণগুলো উদ্ধার করার পর তাকে আটক করা হয়। অহিদুল চট্টগ্রামের হাটহাজারী উপজেলার স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে।

    চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারি ম্যানেজার খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, অহিদুল যে ফ্লাইটে চট্টগ্রাম আসেন সেটি ছিলো কানেক্টিং ফ্লাইট। এটি দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় যাবার কথা। অহিদুল চট্টগ্রামের ছেলে হয়েও সে ঢাকা যাওয়ার উদ্দ্যেশে ফ্লাইটে অবস্থান করছিলো।

    এদিকে গোপন সংবাদের ভিত্তিতে দোতলার বোর্ডিং লাউঞ্জে তল্লাশির সময় অহিদুল আলমের জ্যাকেটের ভেতর কৌশলে লুকানো ২০টি সোনার বার পাওয়া যায়। যার ওজন দুই কেজি ৩শ ৪০ গ্রাম এবং বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।

    উদ্ধারকৃত স্বর্ণের কোন বৈধ কাগজপত্র না তাকায় বিমান যাত্রী অহিদুলকে আটক করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান বিমানবন্দরের সহকারি ম্যানেজার খায়রুল কবির।

  • শাহ আমানতে স্বর্ণের বারসহ দুবাই ফেরত যাত্রী আটক

    শাহ আমানতে স্বর্ণের বারসহ দুবাই ফেরত যাত্রী আটক

    চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত অহিদুল আলম (৩০) নামের যাত্রীর কাছ থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

    আজ রোববার (৮ ডিসেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটে বিমানবন্দরে দায়িত্বরত শুল্ক গোয়েন্দা বিভাগের সহযোগিতায় জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এ চালান আটক করে। উদ্ধার হওয়া স্বর্ণের পরিমাণ দুই কেজি ৩৪০ গ্রাম এবং বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।

    আটক অহিদুলের বাড়ি হাটহাজারী উপজেলার চারিয়া এলাকায়।

    বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুবাই থেকে অহিদুল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে আসেন। এটি ছিল কানেকটিং ফ্লাইট। গোপন সংবাদের ভিত্তিতে দোতলার বোর্ডিং লাউঞ্জে তল্লাশির সময় ওই যাত্রীর জ্যাকেটের ভিতর থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

    এরপর আটক যাত্রী ও স্বর্ণের বারগুলো আইনি কার্যক্রম ও মামলার জন্য শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়।

  • টয়লেটে মিলল ৪ কোটি টাকার স্বর্ণেরর বার

    টয়লেটে মিলল ৪ কোটি টাকার স্বর্ণেরর বার

    চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেবে প্রায় ৪ কোটি টাকা মূল্যমানের ৭০টি স্বর্ণেরবার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর।

    শুক্রবার (২২ নভেম্বর) পরিত্যক্ত অবস্থায় স্বর্ণেরবারগুলো উদ্ধার করা হয়।

    শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান বলেন, দুপুরে ওমানের মাসকাট থেকে সালাম এয়ারের যাত্রীরা নামার পর বিমানবন্দরে তল্লাশি চালিয়ে টয়লেট থেকে পলিথিনে মোড়ানো ৮ কেজি ১৭০ গ্রাম ওজনের ৭০টি স্বর্ণের বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা।

    ধারণা করা হচ্ছে, তল্লাশির বিষয়টি আঁচ করতে পেরে পাচারকারীরা স্বর্ণের বারসহ পলিথিনটি টয়লেটে লুকিয়ে রেখে চলে যায়।

    তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা বিষয়টি তদন্ত করবেন। এ ঘটনায় কাস্টমস আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • শাহ আমানতে বিমান চলাচল স্বাভাবিক

    শাহ আমানতে বিমান চলাচল স্বাভাবিক

    ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে গতকাল বিকাল থেকে বন্ধ থাকার ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর সচল হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর।

    রোববার (১০ নভেম্বর) সকাল ৭টার পর থেকে চট্টগ্রাম বিমানবন্দরের ফ্লাইট চালু হয়। এর আগে শনিবার (৯ নভেম্বর) বিকেল ৪টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

    শাহ আমানত বিমানবন্দরের তথ্য কর্মকর্তা আবু হানিফা গণমাধ্যমে জানান, সকাল থেকে বিমানবন্দর চালু হয়েছে। ৯টা থেকে শিডিউল অনুযায়ী ফ্লাইট ওঠা-নামা শুরু হয়।

  • শাহ আমানত বিমানবন্দরে বিদেশী সিগারেট ও স্বর্ণের বার উদ্ধার

    শাহ আমানত বিমানবন্দরে বিদেশী সিগারেট ও স্বর্ণের বার উদ্ধার

    শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে ২৯৫ কার্টন বিদেশি সিগারেট ও একটি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা।

    আজ শুক্রবার (১১ অক্টোবর) সকাল সাড়ে আটটায় জি৯-৫২১ এয়ার এরাবিয়ার ফ্লাইটে তারা চট্টগ্রাম আসেন। এসময় তল্লাশীকালে কাছে একজনের কাছে একটি স্বর্ণের বার অপরজনের কাছে সিগারেটের কার্টূন পাওয়া যায়।

    চট্টগ্রাম কাস্টম হাউজের এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট শাখার সহকারী কমিশনার আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শারজাহ থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে ২৯৫ কার্টন বিদেশি সিগারেটসহ একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। একজনের লাগেজের মধ্যে সিগারেটের কার্টনগুলো পাওয়া যায়। অপর যাত্রীর দেহ তল্লাশি করে একটি স্বর্ণের বার পাওয়া যায়।

    তিনি আরও জানান, উদ্ধার হওয়া সিগারেট ও স্বর্ণের বারের মূল্য ১২ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় কাস্টম আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।

    তবে কাষ্টমস কর্মকর্তা তাৎক্ষনিক দুজনের নাম পরিচয় জানাতে পারেন নি।