চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় শাহ মোহছেন আউলিয়া উচ্চ বিদ্যালয় (র.) উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত নবম এবং দশম শ্রেণির শিক্ষার্থীদের লেখাপড়া মানোন্নয়নের জন্য অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
২৫ জুন (সোমবার) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে শাহ মোহছেন আউলিয়া (র.) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক এনামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এডভোকেট ইমরান হোসেন বাবু।
সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের দাতা সদস্য শাহাবুদ্দীন, শিক্ষানুরাগী সদস্য তারেক চৌধুরী, অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম, নুরুল আবছার, এস এম কামরুল ইসলাম, জসিম উদ্দিন, ফাতিমা বেগম, বিদ্যালয়ের শিক্ষক বিজেন কান্তি চৌধুরী রোকেয়া বেগম, স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ, শিক্ষক/শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
জে-আর