Tag: শিকার

  • বিয়ের আশ্বাসে বন্ধুর সাথে হোটেলে উঠে গণধর্ষণের শিকার তরুণী, হোটেল ম্যানেজারসহ গ্রেফতার ৬

    বিয়ের আশ্বাসে বন্ধুর সাথে হোটেলে উঠে গণধর্ষণের শিকার তরুণী, হোটেল ম্যানেজারসহ গ্রেফতার ৬

    কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড : সীতাকুণ্ডে বিয়ের করার কথা বলে হোটেলে নিয়ে গণধর্ষণের শিকার হয়েছে এক তরুণী। এ ঘটনায় পুলিশ হোটেল ম্যানেজারসহ অভিযুক্ত ৬ জনকে গ্রেফতার করে।

    গত শনিবার বিকেলে থেকে রোববার রাত ২টা পর্যন্ত সীতাকুণ্ডের জলসা আবাসিক হোটেলে গণধর্ষণের ঘটনাটি ঘটে।

    থানায় মামলা সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার মধ্যম ভাটেরখীল গ্রামের কাসেম মিস্ত্রির ছেলে নয়নের (২২) সাথে এক মাস আগে একটি বিয়ের অনুষ্ঠানে পরিচয় হয় মিরসরাই উপজেলার ওই তরুণীর।

    এরপর থেকে মোবাইল ফোনে নয়নের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হয়। নয়ন গত শনিবার বিকাল ৪টার সময় মোবাইলে বিয়ে করার কথা বলে ওই তরুণীকে সন্ধ্যা ৬ টার মধ্যে সীতাকুণ্ডে আসতে বলে।

    তরুণী সীতাকুণ্ডে আসলে বিশ্রামের কথা বলে নয়ন তাকে পৌর সদরের জলসা আবাসিক হোটেলের ৪র্থ তলার ৪০১ নম্বর কক্ষে নিয়ে যায়। এসময় নয়ন তরুণীকে জোর করে নেশা জাতীয় ট্যাবলেট খাওয়ায়। এরপর তাকে পর পর তিনবার ধর্ষণ করে।

    রাত ১০ টার দিকে নয়ন খাবার আনার কথা বলে হোটেলের নিচে যায়। এরপর রাত সাড়ে ১০ টার দিকে আরো ৫ যুবক পর্যায়ক্রমে রুমে গিয়ে রাত দেড়টা পর্যন্ত তাকে ধর্ষণ করে। এরপর তারা বাহিরে চলে যায়।

    রাত দুইটার দিকে হোটেল ম্যানেজার তরুণীকে জানান, আরো তিনজন যুবক হোটেলে আসবে। এ কথা শুনার পর তরুণী আরেকটি রুমে গিয়ে লুকিয়ে থাকে। তিন যুবক তখন তরুণীকে না পেয়ে নিচে চলে যায়।

    মামলা সুত্রে আরো জানা যায়, রাত দুইটার পর ঐ তরুণী হোটেল থেকে বের হয়ে বাড়ির উদ্যেশ্যে রওয়ানা দিলে গভীর রাত হওয়াতে বাড়ি যাওয়ার গাড়ি না পেয়ে সারারাত পৌরসদর বাসস্ট্যান্ডেই কাটায়। পরদিন সকালে বাড়ি ফিরে যায়।

    এরপর আজ সোমবার সকালে তরুণী সীতাকুণ্ড মডেল থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানায়। অভিযোগ পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশের একটি টিম হোটেল জলসা ও পৌর সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে।

    আটকরা হলেন- উপজেলার ভাটেরখীল গ্রামের মো. নুর নবীর ছেলে মোহাম্মদ আলীম হোসেন (২২), গুলিয়াখালী খালিদ মেম্বারের বাড়ির মোহাম্মদ জামাল উল্লাহ মোহাম্মদ রিফাত (১৯), দক্ষিণ ভাটেরখীল গ্রামের আবদুল মালেকের ছেলে মোহাম্মদ ইমন ইসলাম (২০), একই এলাকার নেছার আহমেদের ছেলে রনি (২০), জসিম উদ্দিনের ছেলে বারেক (২২), আবুল কাসেম মিস্ত্রির ছেলে নয়ন (২২) এবং জলসা হোটেলের ম্যানেজার নুর উদ্দিন (৩৮)।

    এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক বলেন, ধর্ষণের শিকার তরুণীর সাথে এক মাস আগে বিয়ের অনুষ্ঠানে নয়নের পরিচয় হয়। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে মোবাইল ফোনে ডেকে এনে নেশা জাতীয় ট্যাবলেট খাইয়ে নয়নসহ তার বন্ধুরা পালাক্রমে ধর্ষণ করে।

    ভুক্তভোগী তরুণীর অভিযোগ পাওয়ার কয়েক ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • দেশের শিপ ব্রেকিং শিল্প আন্তজার্তিক চক্রান্তের শিকার-এমপি দিদার

    দেশের শিপ ব্রেকিং শিল্প আন্তজার্তিক চক্রান্তের শিকার-এমপি দিদার

    দেশে শীপ ব্রেকিং ইয়ার্ড গুলোতে আমদানী করা পুরনো জাহাজে নতুন ভ্যাট সংযুক্ত করায় রি রোলিং মিল গুলোতে কাঁচামালের সংকট বাড়ছে বলে জানিয়েছেন ষ্টীল ও স্ক্রাপ শিল্পের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

    আজ শনিবার (২৬ অক্টোবর) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে আয়োজিত ষ্টীল ও স্ক্রাপ ব্যবসায়ীদের এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। উপজেলার ফৌজদারহাটে একটি কমিউনিটি সেন্টারে এ শিল্পের সংকট নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে ষ্টীল ও স্ক্র্যাপ বায়ার্স এসোসিয়েশন।

    সংগঠনের সভাপতি আলহাজ্ব শেখ মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে মতোবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

    এসময় তিনি বলেন, দেশের একমাত্র শিপ ব্রেকিং ইয়ার্ড আমাদের জন্য তথা পুরো দেশের জন্য আশির্বাদ বয়ে এনেছে। এই শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে সরকারী প্রতি মাসে কোটি কোটি টাকা রাজস্ব পাচ্ছে। এতে সমৃদ্ধ হচ্ছে রাস্ট্রীয় কোষাগার।

    কিন্তু দূঃখের বিষয় আন্তজার্তিক চক্রান্তে আমাদের দেশ থেকে শীপ ব্রেকিং ইয়ার্ড নিয়ে যাওয়ার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। এবিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। নানাবিধ কারণে বর্তমানে এ শিল্পে চরম দুঃসময় অতিবাহিত করছে।

    মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বাবু মানিক দেবনাথ বলেন, শিপ ব্রেকিং ইয়ার্ড ও রি-রোলিং মিলস শিল্প একটি কঠিন সংকট অতিবাহিত করছে। পুরনো জাহাজের ওপর অতিরিক্ত ভ্যাট ও কর সংযোজনের কারনে সীতাকুণ্ডে ৭৫টি শীপ ব্রেকিং ইয়ার্ডে পুরনো জাহাজ আমদানী বন্ধ করে দিয়েছে।

    এছাড়া আন্তজার্তিক বাজারে স্ক্রাপের দাম কম থাকায় পুরানো জাহাজের সাথে সামঞ্জস্যতা নাই। ফলে শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ না থাকায় কাঁচামালের সংকটে ইতিমধ্যে অনেক রি-রোলিং মিলস বন্ধ হয়ে গেছে।

    মতবিনিয়ম সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ জান্নাতুল ইসলাম, বাংলাদেশ শিপ ব্রেকার্স এন্ড রিসাইক্নিন এসোসিয়শনের সদস্য মাস্টার আবুল কাশেম, এসএল গ্রুপের চেয়ারম্যান লোকমান হোসেন, ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন, নারায়ণগঞ্জ লৌহ ব্যাবসায়ী মালিক সমিতির সভাপতি মো. সালাউদ্দিন, মেসার্স রাজা এন্টার প্রাইজের স্বাত্ত্বাধিকারী এফ,করিম চৌধুরী, ব্যবসায়ী নয়ন ওসমান, মো. শামীম মহিউদ্দিন, গোলাম মোস্তফা শাহীন, মো. মনির হোসেন, জসিম উদ্দিন প্রমূখ।