২৪ ঘণ্টা ডট নিউজ। হাটহাজারী প্রতিনিধি : বৈশ্বিক মহামারি (কোভিড-১৯) এর সংক্রমণরোধে দেশের অন্যান্য অঞ্চলের ন্যায় হাটহাজারী’ও লকডাউন।
চলমান এ লকডাউনে উপজেলার খেটে খাওয়া হত দরিদ্র মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ছে। ঠিক এমন পরিস্থিতে হাটহাজারী উপজেলার হতদরিদ্র, অস্বচ্ছল, দিনমজুর ও নিম্ন আয়ের কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়াতে সহায়তা স্বরূপ হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন এর ব্যক্তিগত তহবিলে নগদ পঞ্চাশ হাজার টাকা অনুদান প্রদান করেছেন হাটহাজারী সরকারি কলেজ শিক্ষক পরিষদ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে হাটহাজারী সরকারি কলেজ শিক্ষক পরিষদের নেতৃবৃন্দরা ইউএনও এর হাতে এ সহায়তা অর্থ হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী সরকারি কলেজের উপাধ্যক্ষ গুল মোহাম্মদ, সহকারী অধ্যাপক সাইফুদ্দিন চৌধুরী, প্রভাষক মোঃ রাসেল জব্বার খান, প্রভাষক মীর মোহাম্মদ জিয়াউল হক, প্রভাষক মোঃ আবু তালেব।
উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন হাটহাজারী সরকারি কলেজ শিক্ষক পরিষদের অনুদানকে স্বাগত জানিয়ে বলেন, উপজেলার হতদরিদ্র, অস্বচ্ছল, দিনমজুর ও নিম্ন আয়ের কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে যে নগদ অনুদান প্রদান করেছেন তা সত্যিই প্রশংসার দাবিদার এবং অনুকরণীয় বটে।
এসময় দেশের এই সংকটকালীন মুহুর্তে সমাজের খেটে খাওয়া দিনমজুর অসহায় মানুষের পাশে দাড়াঁতে সমাজের ধনী ও বিত্তবানদের প্রতি আহ্বান জানান ইউএনও মোহাম্মাদ রুহুল আমিন।
২৪ ঘণ্টা/মো. পারভেজ/আর এস পি