গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁওঃ অস্থায়ী বাঁশের তৈরি শহীদ মিনার তৈরি করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ঘুঘুয়া আবদুস সোবহান স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীসহ স্থানীয়রা।
শিক্ষার্থী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,
১৯৯৪ সালে এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হলেও আজ পর্যন্ত শহীদ মিনার স্থাপন করা হয়নি। বিগত কয়েক বছর ধরে এরকম করে শহীদদের জন্য শ্রদ্ধা নিবেদন করে আসছে স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা।
এ বিষয়ে ঘুঘুয়া আব্দুস সোবহান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা বলেন, “সরকারি বাজেটে শহীদ মিনার হবে যা শুধু সময়ের ব্যাপার।”
দ্রুত সময়ের মধ্যে শহীদ মিনার স্থাপনের জন্য উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন এলাকার মানুষসহ শিক্ষক শিক্ষার্থী।