Tag: শিক্ষার্থীর

  • গাড়ির ধাক্কায় প্রাণ গেল মিরসরাই ডিগ্রী কলেজ শিক্ষার্থী আলাউদ্দিনের

    গাড়ির ধাক্কায় প্রাণ গেল মিরসরাই ডিগ্রী কলেজ শিক্ষার্থী আলাউদ্দিনের

    ২৪ ঘন্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছে মিরসরাই ডিগ্রি কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আলাউদ্দিন (২১)।

    আজ ২৩ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই ইসমাইল কার্পেট এলাকায় আলাউদ্দিনের মোটরবাইকে অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

    নিহত আলাউদ্দিন মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের মো. শরিয়ত উল্ল্যাহর ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

    বিষয়টি নিশ্চিত করে নিহত আলাউদ্দিনের চাচা আলতাফ হোসাইন বলেন, সকালে তিন বন্ধুকে সাথে নিয়ে মোটর বাইকে করে মিরসরাই ইকোনমিক জোনে যাচ্ছিলেন।

    মোটর বাইক নিয়ে ইসমাইল কার্পেট এলাকায় পৌছালে অজ্ঞাত গাড়ি তাদের ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মারা যায় আলাউদ্দিন। পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় বলে তিনি জানান।

  • হাটহাজারীতে এশিয়ান ইউনির্ভাসিটির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

    হাটহাজারীতে এশিয়ান ইউনির্ভাসিটির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারীতে এশিয়ান ইউনির্ভাসিটির শিক্ষার্থী মো. এমদাদ উল্লাহ ওরফে হাসান সিকদারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড মিরেরখিল এলাকার ‘মায়ের আঁচল’ নামে একটি ভবন থেকে পুলিশ লাশটি উদ্ধার করা হয়।

    মো. এমদাদ উল্লাহ ওই এলাকার আবদুল মালেক সিকদার বাড়ির মৃত মো. রফিক সিকদারের ছেলে। সে এশিয়ান ইউনির্ভাসিটির বিএ (সম্মান) ইসলামের ইতিহাস ও সভ্যতা বিভাগের ছাত্র এবং ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেডের সিকিউরিটি গার্ডে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

    হাটহাজারী মডেল থানার ওসি মো. মাসুদ আলম লাশ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে একটি ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহতের সুরুতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

    তিনি বলেন, সুরতহাল রিপোর্টের প্রাথমিক তথ্যে ধারণা করা হচ্ছে এমদাদ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

    এদিকে পরিবারের বরাত দিয়ে হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক মো. ইউনুস মিয়া জানান, এইচএসসি পরীক্ষায় পাসের পর হাসান ঢাকায় এশিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশে (এইউবি) ভর্তি হন। এরপর পড়াশোনার পাশাপাশি বেসরকারি বিমানসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেডের সিকিউরিটি গার্ডের চাকরি নেন।

    গত রবিবার কর্মস্থল থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়ি মিরেরখিলে যান হাসান। সেখানে বড়বোন লাকি আক্তারের কাছে চাবি নিয়ে পর দিন সোমবার তিনি উপজেলার পৌরসভা এলাকার ৮ নম্বর ওয়ার্ড মিরেরখিল এলাকার গ্রামের বাড়িতে ওঠেন।

    দুপুরে খোঁজ নিতে বোন লাকি কয়েকবার হাসানের মোবাইল ফোনে কল করেন। কিন্তু হাসান রিসিভ করছিলেন না। পরে রাতে বোন বাড়ি গিয়ে দেখেন ঘরের দরজার ভেতর থেকে আটকানো।

    এতে সন্দেহ হলে স্থানীয় জনতার সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে হাসানের নিথর দেহ সিলিংফ্যানের সাথে ঝুলতে দেখেন। পরে থানায় খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ লাশটি উদ্ধার করে।

  • মহসীন কলেজের এক শিক্ষার্থীর সাহসিকতায় ধরা পড়লো ২ ছিনতাইকারী

    মহসীন কলেজের এক শিক্ষার্থীর সাহসিকতায় ধরা পড়লো ২ ছিনতাইকারী

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসীন কলেজের শিক্ষার্থী খালিদ মাহমুদ রিহামের সাহসিকতা ও স্থানীয় জনতার সহযোগীতায় পুলিশের হাতে ধরা পড়েছে দুই ছিনতাইকারী।

    বুধবার সন্ধ্যা পৌণে সাতটার সময় নগরীর রহমতগঞ্জস্থ কুসুম কুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এবং রাতে দিদার মার্কেট এলাকা থেকে এ দুই কৌশলী ছিনতাইকারীকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।

    গ্রেফতার দুই ছিনতাকারী হলেন, কুমিল্লা জেলার দাউদকান্দি মারুকা এলাকার আবদুর রউফের ছেলে খালিদ উদ্দিন ইমন (১৮) ও ভোলা জেলার লালমোহন গাইমারা এলাকার মো. আল ইসলাম প্রকাশ খাইরুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম বাবু (১৮)। তারা দুজনই বাকলিয়ার বগারবিল এলাকায় বসবাস করে বিভিন্ন এলাকায় ছিনতাই কাজে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

    পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে রিহাম বুধবার সন্ধ্যার সময় লালখান বাজারের বাসা থেকে বের হয়ে রহমতগঞ্জস্থ ক্রিয়েটিভ কোচিং সেন্টারে যাচ্ছিলেন। কুসুম কুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গেলে ইমন ও বাবুসহ তিন যুবক রিহামকে ডেকে তার সাথে কথা বলার চেষ্টা করেন। একপর্যায়ে তিনজন মিলে রিহামকে অহেতুক কোন কারণ ছাড়াই ভয়ভীতি ও উচ্ছৃংখল আচরণ করতে থাকে।

    এসময় রিহাম সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা রিহামের ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে। রিহাম ছিনতাকারী বলে চিৎকার শুরু করলে আসে পাশের স্থানীয় লোকজন একজনকে আটক করতে সক্ষম হয়। পরে স্থানীয়রা টহল পুলিশকে ডেকে ঈমনকে তাদের কাছে হস্তান্তর করে।

    জিজ্ঞাসাবাদে ঈমন ছিনতাইকাজে জড়িত থাকার কথা স্বীকার করে এবং ঘটনার সময় পালিয়ে যাওয়া তার অপর সহযোগীদের তথ্য দেন। তার দেওয়া তথ্য মতে রাতে নগরীর দিদার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই গ্রুপটির অপর সদস্য সাকিবুলকেও গ্রেফতার করে পুলিশ।

    কোতোয়ালি থানার ওসি মো.মহসীন ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, আটক দুজনই ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা রহমতগঞ্জ, বাংলা কলেজ, গুডস হিল, গণি বেকারী এলাকায় পাহাড়ের নির্জন, অন্ধকারাচ্ছন্ন স্থানে ছিনতাইয়ের কাজ করে থাকে। বুধবার মহসীন কলেজের শিক্ষার্থী রিহামের সাহসিকতায় এ দুজনকে গ্রেফতার করা হয়।

    ওসি বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করে এ গ্রুপের অন্যান্য সদস্যদেরও গ্রেফতারে পুলিশের চেষ্টা থাকবে। তাছাড়া বুধবার গ্রেফতার দুজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান ওসি মো. মহসীন।