২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসীন কলেজের শিক্ষার্থী খালিদ মাহমুদ রিহামের সাহসিকতা ও স্থানীয় জনতার সহযোগীতায় পুলিশের হাতে ধরা পড়েছে দুই ছিনতাইকারী।
বুধবার সন্ধ্যা পৌণে সাতটার সময় নগরীর রহমতগঞ্জস্থ কুসুম কুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এবং রাতে দিদার মার্কেট এলাকা থেকে এ দুই কৌশলী ছিনতাইকারীকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতার দুই ছিনতাকারী হলেন, কুমিল্লা জেলার দাউদকান্দি মারুকা এলাকার আবদুর রউফের ছেলে খালিদ উদ্দিন ইমন (১৮) ও ভোলা জেলার লালমোহন গাইমারা এলাকার মো. আল ইসলাম প্রকাশ খাইরুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম বাবু (১৮)। তারা দুজনই বাকলিয়ার বগারবিল এলাকায় বসবাস করে বিভিন্ন এলাকায় ছিনতাই কাজে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে রিহাম বুধবার সন্ধ্যার সময় লালখান বাজারের বাসা থেকে বের হয়ে রহমতগঞ্জস্থ ক্রিয়েটিভ কোচিং সেন্টারে যাচ্ছিলেন। কুসুম কুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গেলে ইমন ও বাবুসহ তিন যুবক রিহামকে ডেকে তার সাথে কথা বলার চেষ্টা করেন। একপর্যায়ে তিনজন মিলে রিহামকে অহেতুক কোন কারণ ছাড়াই ভয়ভীতি ও উচ্ছৃংখল আচরণ করতে থাকে।
এসময় রিহাম সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা রিহামের ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে। রিহাম ছিনতাকারী বলে চিৎকার শুরু করলে আসে পাশের স্থানীয় লোকজন একজনকে আটক করতে সক্ষম হয়। পরে স্থানীয়রা টহল পুলিশকে ডেকে ঈমনকে তাদের কাছে হস্তান্তর করে।
জিজ্ঞাসাবাদে ঈমন ছিনতাইকাজে জড়িত থাকার কথা স্বীকার করে এবং ঘটনার সময় পালিয়ে যাওয়া তার অপর সহযোগীদের তথ্য দেন। তার দেওয়া তথ্য মতে রাতে নগরীর দিদার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই গ্রুপটির অপর সদস্য সাকিবুলকেও গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালি থানার ওসি মো.মহসীন ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, আটক দুজনই ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা রহমতগঞ্জ, বাংলা কলেজ, গুডস হিল, গণি বেকারী এলাকায় পাহাড়ের নির্জন, অন্ধকারাচ্ছন্ন স্থানে ছিনতাইয়ের কাজ করে থাকে। বুধবার মহসীন কলেজের শিক্ষার্থী রিহামের সাহসিকতায় এ দুজনকে গ্রেফতার করা হয়।
ওসি বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করে এ গ্রুপের অন্যান্য সদস্যদেরও গ্রেফতারে পুলিশের চেষ্টা থাকবে। তাছাড়া বুধবার গ্রেফতার দুজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান ওসি মো. মহসীন।