Tag: শিক্ষার্থীর মরদেহ

  • ফটিকছড়িতে খালে ডুবে যাওয়া কলেজ শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

    ফটিকছড়িতে খালে ডুবে যাওয়া কলেজ শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

    ফটিকছড়িতে মাছ ধরতে গিয়ে খালে ডুবে প্রসেনজিৎ দাশ (২১) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

    আজ ১৭ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে জাফতনগর ইউনিয়নের ২ ওয়ার্ডের বায়তুলহুদা মাদ্রাসার থেকে ৫ শত মিটার দক্ষিণে তেলপারইখালে এ ঘটনা ঘটে।

    জানা যায়, প্রসেনজিৎ বাবার সাথে তাদের বাড়ী থেকে উত্তরে ১ মিলোমিটার দূরে বায়তুলহুদা মাদ্রাসা এলাকায় তেলপরাই খালে মাছ ধরতে যান। সে তার বাবাকে নৌকায় করে মাছ ধরতে সহযোগিতা করেন।

    এক পর্যায়ে নৌকা থেকে খালের পানিতে পড়ে যায় প্রসেনজিৎ। সাথে সাথে তার বাবা পানিতে লাফ দিলেও ছেলেকে অনেক অনেক খুঁজাখুঁজি করে পাওয়া যায়নি। এলাকাবাসীকে খবর দিলে তারা এসে প্রায় ৪ ঘন্টা যাবৎ খুঁজে ব্যর্থ হয়ে ফিরে যান।

    পরে আবারও স্থানীয়রা খুঁজতে থাকলে নিখোঁজের প্রায় ৬ ঘন্টা পরে ঘটনাস্থল থেকে প্রায় ২ শ মিটার দক্ষিণে দুপুর আড়াইটার সময় এক ডুবুরি প্রসেনজিতের মৃতদেহ খুঁজে পায়।

    নিহত প্রসেনজিৎ দাশ জাফতনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মধ্যম দাশ পাড়ার বাচা জলদাশের পুত্র। তিনি রাউজান গহিরা কলেজ থেকে ২০১৯ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে।

    আরো খবর : ফটিকছড়িতে খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ কলেজ ছাত্র