Tag: শিক্ষার্থীর মৃত্যু

  • মীরসরাইয়ে ঝর্ণায় ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

    মীরসরাইয়ে ঝর্ণায় ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

    মিরসরাই উপজেলার রূপসী ঝর্ণায় বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিক্ষার্থী দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

    রোববার (২ জুলাই) রাত সাড়ে আটটার দিকে মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

    দুই জন শিক্ষার্থীরা হলেন, মোহাম্মদ জমিরের ছেলে আফসার (১৫) ও মোহাম্মদ জসিমের ছেলে আরিফ (১৮)। উভয়ের নগরের আকবরশাহ থানার ফিরোজশাহ কলোনির বাসিন্দা।

    আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক বলেন, রূপসী ঝর্ণায় নয় বন্ধু বেড়াতে গিয়ে দুইজন শিক্ষার্থী পানিতে ডুবে যায়। রোববার (আজ) বিকেলে সাড়ে পাঁচটার দিকে খবর পায় ফায়ার সার্ভিস।

    পরে রাত সাড়ে আটটার দিকে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

  • জোরপূর্বক বৈদ্যুতিক খুঁটিতে উঠিয়ে অবৈধ সংযোগ নেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

    জোরপূর্বক বৈদ্যুতিক খুঁটিতে উঠিয়ে অবৈধ সংযোগ নেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

    লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ জোরপূর্বক বিদ্যুতের খুঁটিতে উঠিয়ে দিলে এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হওয়ার অভিযোগ পাওয়া গেছে ঘটনাটি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরকলাকোপা গ্রামের।

    জানা গেছে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর কলাকোপা গ্রামের দুলাল মিয়ার ছেলে স্থানীয় মাদ্রাসার কোরআনে হাফেজ মোঃ তানজু (১৭)কে গত বছরের নভেম্বরে ১৪ তারিখে ভাত খাওয়ার সময় ডেকে নিয়ে বৈদ্যুতিক খুঁটিতে তুলে দেয় একই এলাকার আবুল কালাম ওরফে আবু সরদারের ছেলে মোঃ কবির হোসেন(৩৫)। তানজু বৈদ্যুতিক হিটারে উঠতে নারাজ হওয়াতে চড় থাপ্পড় মেরে জোরপূর্বক তাকে ফেলে উঠতে বাধ্য করে কবির। এমন সময় জনৈক পথচারী ও বৈদ্যুতিক পিলারে উঠতে বারণ করে তদুপরি ও কোভিদ হোসেন তাকে হুমকি ধমকি দিয়ে ফেলে উঠে তাকে অবৈধভাবে সংযোগ স্থাপন করে দেয়ার জন্য। এসব মত তারে হাত দেওয়ার আগে তানজু বলে আপনি পল্লীবিদুৎ অফিসে ফোন দেন লাইন বন্ধ করতে প্রতারক কোভিদ হোসেন কানে মোবাইল দিয়ে কথা বলার বাহানা করে তানজু কে বিদ্যুৎ নেই বলে কাজ করার ধমক দেয় তানজু সংযোগ স্থাপনে লাইনে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে ঘটনা বেগতিক দেখে তানজু কে নিচে আহত অবস্থায় রেখে পালিয়ে যায় কবির হোসেন পরে ঘটনাস্থল থেকে রায়হান, দুলাল ও জাফর নামের লোকজন উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

    এই নিয়ে রামগতি থানা ডোমজুড় পিতা বাদী হয়ে অপমৃত্যু মামলা দায়ের করেন যার নং ০৩/২০।

    এদিকে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কবির হোসেন, আবুল কালাম ও রেহানা বেগমকে আসামি করে মামলা (সিআর নং ৩২১/১৯) দায়ের করলে কবির হোসেন গ্রেফতার হয়।

    আসামি কবির হোসেন এতই ধূর্ত যে তানজু হত্যার ঘটনাটাকে ভিন্নখাতে প্রবাহিত করতে স্থানীয় সংবাদ কর্মীদের দিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে মর্মে সংবাদ প্রকাশ করায়। যা মূলত কবির হোসেন জোরপূর্বক বৈদ্যুতিক খুঁটিতে অবৈধ সংযোগ স্থাপনে বাধ্য করায় বিদ্যুৎস্পৃষ্টে মারা যায় তানজু।

  • ফটিকছড়িতে পানিতে ডুবে প্রথম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

    ফটিকছড়িতে পানিতে ডুবে প্রথম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

    ফটিকছড়ি প্রতিনিধি:::ফটিকছড়িতে পানিতে ডুবে তামান্না ইসলাম রুহি (৭) নামের প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

    রোববার (৩ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত রুহি ওই গ্রামের সিরাজ চেয়ারম্যান বাড়ীর তাজুল ইসলাম বাপ্পির কন্যা।

    স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় পরিবারের লোকজন ইফতারি তৈরির কাজে ব্যস্ত ছিল। কাজ শেষ করার পর রুহিকে অনেকক্ষণ পর্যন্ত দেখতে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন দিকে খুঁজতে থাকেন। সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও রুহির সন্ধান না পেয়ে সন্ধ্যা ৭টার দিকে বাড়ির সামনের পুকুরে তাকে মূর্মষ অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয়রা।

    পরে তাকে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    স্থানীয় ইউপি সদস্য আনোয়ার পাশা হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- নিহত রুহি মাইজভাণ্ডার আহমদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

    শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    ২৪ ঘণ্টা/এম আর/জুনায়েদ

  • কাভার্ড ভ্যানের ধাক্কায় চট্টগ্রাম মহসিন কলেজ শিক্ষার্থীর মৃত্যু

    কাভার্ড ভ্যানের ধাক্কায় চট্টগ্রাম মহসিন কলেজ শিক্ষার্থীর মৃত্যু

    চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছে চট্টগ্রাম মহসিন কলেজের এক শিক্ষার্থী।

    বুধবার বেলা সাড়ে ১২টার সময় লোহাগাড়া উপজেলা সদরের বটতলী এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এ শিক্ষার্থীর মৃত্যু হয়।

    নিহত মো. হাতিম হোসেন লিমন (২৩) চট্টগ্রাম হাজী মহসিন কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র এবং লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মহলাদার পাড়া এলাকার মোহাম্মদ জাহেদ হোসেনের ছেলে বলে জানা গেছে।

    স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত লিমনের ছোট ভাই হামিম এবারের জেডিসি পরীক্ষার্থী। বুধবার পরীক্ষা শেষে উপজেলার সুখছড়ি রহমানিয়া মাদ্রাসার কেন্দ্র থেকে ছোট ভাইকে আনতে বাড়ি থেকে মোটর সাইকেল নিয়ে বের হয় লিমন।

    বেলা সাড়ে ১২টার সময় লিমনের মোটর সাইকেলটি বটতলী স্টেশনের কাছাকাছি গেলে চট্টগ্রাম মূখি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-১১৩৯৪৩) এর সাথে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই লিমনের মৃত্যু হয়।

    দুর্ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে দূর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটি উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যায়।

    দোহাজারী হাইওয়ে থানার ওসি আহসান হাবিব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটর সাইকেল আরোহী লিমনের মাথায় হেলমেট না থাকায় দুর্ঘটনাটি ঘটে।

    তিনি বলেন, ঘাতক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি তবে কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে এবং লিমনের মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।