Tag: শিক্ষার্থী আহত

  • চুয়েটের ৪ শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত

    চুয়েটের ৪ শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত

    চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চার শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে।

    আজ শনিবার সন্ধ্যায় রাঙ্গুনিয়া উপজেলার লিচুবাগান এলাকায় এই ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কে বুইজ্জার দোকান এর সামনে শিক্ষার্থীদের বহন করা সিএনজিকে একটি ট্রাক ধাক্কা দেয়।

    এই ঘটনায় সিএসই ‘১৫ এর তাহমিদ চৌধুরী নামে একজন গুরুতর আহত হয়েছে। এছাড়া আরো তিন জন শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    আহত শিক্ষার্থীদের হাসপাতালে নেওয়ার খবরটি নিশ্চিত করেছেন ওই প্রতিষ্ঠানের শিক্ষক আরাফাত রহমান রানা।

  • চবির বাস খাদে পড়ে ২৫ শিক্ষার্থী আহত

    চবির বাস খাদে পড়ে ২৫ শিক্ষার্থী আহত

    চবি প্রতিনিধি : ফটিকছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উদ্দেশ্যে ছেড়ে আসা শিক্ষার্থীবাহী একটি বাস (নববাক ১) খাদে পড়ে গিয়ে প্রায় ২৫ শিক্ষার্থী আহত হয়েছে।

    বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে মনিয়াপুরের চেয়ারম্যান ঘাটায় এই দুর্ঘটনা ঘটে।

    জানা যায়, ফটিকছড়ি থেকে ছেড়ে আসা নববাক ১ বাসটি মনিয়াপুরের চেয়ারম্যান ঘাটা এলাকায় আসলে অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে উল্টে পড়ে যায়। এতে অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়। এর মধ্যে ৮ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায় নি।

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর এস এম মনিরুল হাসান বলেন, ফটিকছড়ি থেকে আসা একটা বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আমরা ঘটনাস্থলে এসেছি। আহত ৮ জনকে চমেকে পাঠানো হয়েছে।