Tag: শিক্ষার্থী

  • বৃদ্ধাশ্রমবাসীদের মুখে হাসি ফুটানোর চেষ্টায় ইডিইউ শিক্ষার্থীরা

    বৃদ্ধাশ্রমবাসীদের মুখে হাসি ফুটানোর চেষ্টায় ইডিইউ শিক্ষার্থীরা

    ২৪ ঘন্টা ডেস্ক : দিন দিন দেশের বিভিন্ন প্রান্তে গড়ে উঠছে বৃদ্ধাশ্রম, যেখানে বসবাসকারীদের জন্য বিনোদন ও চিকিৎসার ব্যবস্থাও অনেক সময় অপ্রতুল। তার ওপর আপনজন পাশে না থাকার বেদনা তাদের নিত্যসঙ্গী।

    তাই বৃদ্ধাশ্রমবাসীদের মুখে একটি দিনের জন্য হাসি ফুটিয়ে তুলতে এগিয়ে এসেছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) একদল শিক্ষার্থী। ‘আশার আলো’ নামের এ প্রজেক্টের জন্য অর্থ সংগ্রহ করছে ‘দি এলপিডা’ দল।

    শুধু এই দলটিই নয়, আরো পাঁচটি দল সমাজে ফলপ্রসু ভূমিকা রাখবে এমন ৬টি প্রজেক্ট নিয়ে অর্থসংগ্রহে নেমেছে। ইডিইউর অ্যাক্সেস অ্যাকাডেমিতে সোশ্যাল ডেভলপমেন্ট সেমিনারের এবারের কোর্সওয়ার্ক মেরাকি-৩ এর থিম হলো ফান্ড রাইজিং।

    মঙ্গলবার ৩ ডিসেম্বর সকাল দশটায় ইডিইউর খুলশীস্থ ক্যাম্পাসে এ ইভেন্ট শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান অর্থদানের মাধ্যমে দিনটির শুভ সূচনা করেন, যা শেষ হয় সন্ধ্যা সাড়ে ৫টায়।

    শিক্ষার্থীদের মাঝে সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য এ ধরণের কোর্সওয়ার্কের প্রয়োজন আছে বলে মনে করেন উপাচার্য। তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক তারতম্য এবং ঘাটতিগুলো পরিচর্যার মাধ্যমে সব শিক্ষার্থীকে সমমানের করে তুলতে কাজ করছে ইডিইউর অ্যাক্সেস অ্যাকাডেমি।

    প্রচলিত পরীক্ষা ব্যবস্থার পরিবর্তে উন্নতি ও মেধা যাচাইয়ের কোর্সওয়ার্ক মেরাকি শিক্ষার্থীদের মধ্যে দলগতভাবে কাজ করার প্রবণতা ও নেতৃত্ব তৈরি করবে।

    অটিজম আক্রান্তদের বিষয়ে সমাজে সচেতনতা সৃষ্টি করতে বিভিন্ন ধরণের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে অর্থ সংগ্রহ করছে ‘ডিফরেন্ট বাট নট ব্রোকেন’ দল। এছাড়া ইডিইউতে কর্মরত অফিস স্টাফদের নিত্যদিনের কাজ ও সহযোগিতার জন্য ধন্যবাদসূচক দিনব্যাপী বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্যে কাজ করছে ‘টিম আলফা’।

    বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে অর্থ সংগ্রহ করছে ‘গ্রিন আর্মি’। ‘ওয়াল অব হিউম্যানিটি’ এই শীতে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে অর্থ ও কাপড় সংগ্রহ করছে। ‘দ্য রিফর্মার্স’ গ্রুপটি শিক্ষার্থীদের মাঝে একাডেমিক বইয়ের বাইরে পাঠের চর্চা চলমান রাখতে বুকশেলফ স্থাপন করবে, যেখানে প্রত্যেকেই তাদের সংগ্রহে থাকা বই এনে রাখতে পারবে এবং যার প্রয়োজন হবে নিয়ে যেতে পারবে বই।

    ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে সামাজিক ও নৈতিক নেতৃত্ব তৈরিতে কাজ করছি আমরা। এর লক্ষ্যে ক্যাম্পাসে নানা ধরণের কার্যক্রমের পাশাপাশি চালু করেছি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট শিডারশিপ এক্সপেরিয়েন্স কোর্স চালু।

    এ কোর্সে বিশ্বের উন্নত বাণিজ্যনগরীগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে তাদের দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন আসে এবং অভিজ্ঞতা সমৃদ্ধ হয়।

  • দুবাইতে ইডিইউর শিক্ষার্থীদের স্বপ্নযাপন

    দুবাইতে ইডিইউর শিক্ষার্থীদের স্বপ্নযাপন

    ২৪ ঘন্টা ডেস্ক : স্বপ্নকে বাস্তবতায় পরিণত হতে দেখছেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট লিডারশিপ এক্সপেরিয়েন্স (আইজিএলই) কোর্সে দুবাই-আবুধাবি যাওয়া শিক্ষার্থীরা। প্রতিদিনই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন ও ওয়ার্কশপ-সেশনে অংশ নিতে তারা পার করছেন খুবই ব্যস্ত, কিন্তু একই সাথে জীবনের অন্যতম চমৎকার কিছু সময়।

    গতকাল ২৬ নভেম্বর মঙ্গলবার দুবাইতে টিম ইডিইউ’র তৃতীয় দিন। মানবসম্পদ ব্যবস্থাপনা, ব্যক্তিগত ও পেশাগত উন্নতি সংক্রান্ত বিভিন্ন ধরণের ডিপ্লোমা কোর্স, স্নাতকোত্তর প্রোগ্রাম পরিচালনার জন্য বিখ্যাত দুবাই নলেজ পার্কে সকাল থেকেই বেশ কয়েকটি সেশনে উপস্থিত হয়েছেন তারা।

    দুবাইকে জ্ঞাননির্ভর অর্থনৈতিক অঞ্চলে প্রতিষ্ঠিত করতে ২০০৩ সালে চালু হয় নলেজ পার্ক। এখানে আমিরাতের অন্যতম বাণিজ্যিক প্রতিষ্ঠান টেকম গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তা শাজাদী দুররানি ‘আন্ডারস্ট্যান্ডিং দ্য কালচারাল মিক্স অব ইন্টারন্যাশনাল স্টুডেন্ট’ শীর্ষক সেশন পরিচালনা করেন।

    বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষার্থী ও ব্যক্তিবর্গের সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে জানাশোনা এবং তাদের সঙ্গে বোঝাপোড়া বাড়ানোর নানা দিক ও কৌশল সম্পর্কে প্রায়োগিক এ কর্মশালায় শেখানো হয়।

    এছাড়া ২৫ নভেম্বর সোমবার প্রাক্তন ব্যাংকার ও বর্তমানে একটি আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠানের পরিচালক উজায়ের হাসানের সঙ্গে লিডারশিপ ও ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে দিনব্যাপী কয়েকটি সেশনে মিলিত হয় টিম ইডিইউ। এতে গুরুত্বপূর্ণ লেকচারের পাশাপাশি বিভিন্ন ধরণের এক্টিভিটির মাধ্যমে শিক্ষার্থীদের কর্মজীবন ও চারপাশের মানুষগুলো সম্পর্কে ধারণা দিয়েছেন উজায়ের।

    আইজিএলই কোর্সের প্রথম দিন ২৪ নভেম্বর ইডিইউর শিক্ষার্থীদের ওয়ার্কশপ পরিচালনা করেন এমন দুজন বাংলাদেশি, যারা আমিরাতে দীর্ঘদিন ধরে দুটো বড় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন। তারা হলেন আমিরাত এনবিডি’র গ্রুপ ক্রেডিট এর ভাইস প্রেসিডেন্ট রাহিদ খন্দকার এবং বিশ্বখ্যাত কম্পিউটার প্রতিষ্ঠান আইবিএম এর সফটওয়্যার ক্লায়েন্ট আর্কিটেক্ট সোহরাব সায়ীদ।

    বর্তমান সময়ে ইন্ডাস্ট্রিতে স্ট্রাটেজিক প্ল্যানিং এবং ডিজিটাল ট্রান্সফর্মেশনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন তারা। একই সাথে কিভাবে একটি হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার জগতের প্রতিটি ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠান হয়ে উঠেছে, তা নিয়েও বিশদ কথা বলেন। এ সময় তারা আমিরাতে, বিশেষত আইবিএম’র মতো প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশিদের কাজের সম্ভাবনা নিয়েও কথা বলেন।

    আইজিএলই কোর্সে দুজন বাংলাদেশিকে যুক্ত করার কারণ শুধুমাত্র কর্মক্ষেত্রে তাদের দক্ষতা নয়, একই সাথে প্রবাসী হিসেবে আমিরাতে কাজের সমস্যা-সম্ভাবনার অভিজ্ঞতা ও অর্জিত শিক্ষা সম্পর্কে জানাটাও ছিলো অন্যতম উদ্দেশ্য, বলেন ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান।

    তিনি আরো বলেন, আইজিএলই শুধুমাত্র একটি কোর্স নয়, এটি আমাদের শিক্ষার্থীদের জন্য লাইফটাইম এচিভমেন্ট। এ অভিজ্ঞতা তাদের জীবনে চলার পথে অন্যতম পাথেয় হিসেবে কাজ করবে।

    শিক্ষার্থী মাইমুনা মানিতা বলেন, বিদেশের সংস্কৃতি, তাদের মানুষজনের সাথে কাজ করার ইচ্ছে বহুদিনের। ইডিইউর এই কোর্সে সেই সুযোগটা পাচ্ছি। একেবারে ভিন্ন একটি পরিবেশে নিজেদের সক্ষমতাকে আমরা নিরূপণ করতে পারছি নতুন করে।

    উল্লেখ, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত দুবাই এবং আমিরাতে অবস্থান করে কালচারাল হেরিটেজ সাইট, গ্লোবাল ভিলেজ, শেখ যায়েদ ইউনিভার্সিটি, ফ্রি জোন, লেবার ক্যাম্পসহ প্রতিদিনই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন ও কর্মশালায় অংশ নেবে টিম ইডিইউ।

  • মেধাবী শিক্ষার্থীরাই আগামীতে ফজলে করিমের মত আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে

    মেধাবী শিক্ষার্থীরাই আগামীতে ফজলে করিমের মত আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে

    আজকের মেধাবী শিক্ষার্থীরাই একদিন উন্নত, সমৃদ্ধ বাংলাদেশের বিনির্মাতা হিসেবে নিজেদের গড়ে তোলবে। এরাই আগামীতে রাউজানের স্বপ্ন দ্রষ্টা সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর মতো আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে।

    চট্টগ্রামের রাউজানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ লাভ করা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সন্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। আরো : পিতার জন্মদিনে সাংসদপুত্রের ব্যতিক্রমী উদ্যোগ

    বক্তারা আরো বলেন, একজন সংসদ সদস্যের জন্মদিন উপলক্ষে এই ধরণের আয়োজন নিঃসন্দেহে সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

    আজ ৬ নভেম্বর বুধবার সকালে রাউজান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।

    সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীর।

    উদ্বোধক ছিলেন রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ, বিশিষ্ট লেখক ও কলামিস্ট অধ্যাপক ড. মাসুম চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি বাবু রতন কান্তি দেবাশীষ, রাউজান থানার অফিসার ইনচার্জ কেপায়েত উল্লাহ, রাউজান উপজেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান।

    এছাড়াও অতিথি ছিলেন ১৫ নং নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার্দী শিকদার, পাহাড়তলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকন উদ্দিন, রাউজান পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি, বাংলাদেশ এমেচার বক্সিং ফেডারেশন এর নির্বাহী সদস্য সুমন দে, রাউজান পৌরসভা আওয়ামীলীগ এর সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজান এর আহবায়ক মহিউদ্দিন ইমন, যুগ্ন আহবায়ক দিদারুল আলম, সদস্য সচিব তপন দে, রাউজান পৌরসভা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান শিকদার, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ।

    স্বাগত বক্তব্য রাখেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি মোঃ সাইদুল ইসলাম।

    অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা ও ৩০ জন শিক্ষার্থীকে ভর্তি ফি বাবদ নগদ টাকা মেধাবৃত্তি হিসেবে প্রদান করা হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, অর্থ সম্পাদক তারেক হাসান, আবু বক্কর আরাফাত, মোহাম্মদ রিফাত, রাকিব চৌধুরী, সৈয়্যদ জুনাইদ উল্লাহ, মিজানুর রহমান, ওমর ফারুক মনি, মোহাম্মদ আরমান, অনিক ভট্টাচার্য, মোহাম্মদ আরফাত, মোহাম্মদ রবিন, তাজনবী ইমন, মোহাম্মদ ফয়সাল, আরমান উদ্দিন, সাজ্জাদ হোসেন, প্রিয়টন দে, জুনাইদ উল্লা তুষার, নুর উদ্দিন মুন্না, অমিত দাশগুপ্ত, নেওয়াজ চৌধুরী, ফরহানুল ইসলাম, তৌসিফ আহমেদ রাহাত, জাহেদুল ইসলাম ফরহাদ, জুনায়েদ আহমেদ শওকত, তামিম শিকদার সাইফ, মোহাম্মদ নাহিদ, এফ.এ ফাহিম, মোরশেদ আলম, তানভীর হোসেন প্রমুখ।

  • পটিয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত কলেজ ছাত্রী

    পটিয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত কলেজ ছাত্রী

    চট্টগ্রামের পটিয়াতে বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হয়েছেন মেরিনা আক্তার (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী। বুধবার সকালে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পশ্চিম হাইদগাঁও মো. আলির বাড়িতে এ দুর্ঘটাটি ঘটে।

    আহত মেরিনা আকতার ওই বাড়ির মো. আলির মেয়ে। সে পটিয়া খলিলুর রহমান ডিগ্রি কলেজের এইচ এস সি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

    পরিবার সূত্রে জানা যায়, কলেজ পড়ুয়া মেয়ে মেরিনা (১৭) বুধবার সকালে নির্মানাধীন পাকা ঘরের কাজ করার সময় এলোমেলা ভাবে রাখা বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়লে তাকে জোড়ে ধাক্কা দিলে সে মাটিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

    সেখানে জরুরী বিভাগের কর্ত্যব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

    বিষয়টি ২৪ ঘন্টা ডট নিউজকে নিশ্চিত করেন পটিয়া হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পাপিয়া চক্রবর্তী।

  • নতুন করে বুয়েট শিক্ষার্থীদের ১০ দফা

    নতুন করে বুয়েট শিক্ষার্থীদের ১০ দফা

    বুয়েটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে নতুন করে ১০ দফা দাবি জানিয়েছেন আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

    বুধবার সকালে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবি জানানো হয়। একই সঙ্গে আবরার হত্যার প্রতিবাদে বুধবার সন্ধ্যা ৭টায় বুয়েট ক্যাম্পাসে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এই কর্মসূচি পালনের আহ্বানও জানানো হয়।

    আবরার হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে বুয়েট ক্যাম্পাসে মৌন মিছিল করেছে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০ টায় মৌন মিছিল শেষে বুয়েট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শফিকুল ইসলাম আবরার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। একইসাথে বুয়েট ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক রাজনীতি বন্ধের দাবি জানান তিনি।

    উল্লেখ্য, গত রবিবার দিবাগত রাত ২টার দিকে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ নেতারা। এরপর থেকে এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের সকল ক্যাম্পাসে আন্দোলন করছে শিক্ষার্থীরা।