Tag: শিক্ষা উপমন্ত্রী

  • ভোট দিলেন শিক্ষা উপমন্ত্রী

    ভোট দিলেন শিক্ষা উপমন্ত্রী

    চট্টগ্রাম-৯ আসনে নিজ নির্বাচনী এলাকায় ভোট দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। রোববার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে তিনি নগরের আন্দরকিল্লা মুসলিম এডুকেশন সোসাইটি উচ্চ বিদ্যালয়ে ভোট দেন। এসময় তিনি জয়ের নৌকার বিজয়ের প্রত্যাশা করেন।

    শিক্ষা উপমন্ত্রী নওফেল আসনটিতে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসনটিতে তিনি ছাড়াও নির্বাচন করছেন আরও ৬ প্রার্থী।

    তাদের মধ্যে জাতীয় পার্টির সানজীদ রশীদ চৌধুরী লাঙ্গল, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ চেয়ার, বাংলাদেশ ন্যাশনালিস্ট আওয়ামী পার্টির মিটল দাশগুপ্ত কুঁড়েঘর, তৃণমূল বিএনপির সুজিত সরকার সোনালী আঁশ, বাংলাদেশ কল্যাণ পার্টির মোহাম্মদ নূরুল হুসাইন হাতঘড়ি ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবু আজম মোমবাতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    জানা গেছে, এর আগে সকাল ৮টা থেকে সারাদেশের মতো চট্টগ্রামের ১৬ আসনে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। চট্টগ্রামে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২৫ প্রার্থী। জেলায় মোট ভোটার রয়েছেন ৬৩ লাখ ১৪ হাজার ৩৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩২ লাখ ৮৯ হাজার ৫৯০ জন। এছাড়া নারী ভোটার রয়েছেন ৩০ লাখ ২৪ হাজার ৭৪৯ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫৪ জন।

    চট্টগ্রামের সব আসন মিলিয়ে মোট ভোটকেন্দ্র ২ হাজার ২৩টি এবং ভোটগ্রহণ কক্ষ ১৩ হাজার ৭৩২টি। প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন ৪৩ হাজার ২১৯ জন। ১০ শতাংশ অতিরিক্তসহ ভোট গ্রহণের দায়িত্বে থাকবেন মোট ৪৭ হাজার ৫৪৪ জন।

  • দেশে প্রতিবছর প্রায় ৩ লক্ষ লোক ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে মারা যায় : শিক্ষা উপমন্ত্রী

    দেশে প্রতিবছর প্রায় ৩ লক্ষ লোক ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে মারা যায় : শিক্ষা উপমন্ত্রী

    শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, দেশে প্রতিবছর প্রায় ৩ লক্ষ লোক ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিসসহ জঠিল রোগে মৃত্যুবরণ করে। আরও ৩ লক্ষাধিক লোক মারাত্বক জঠিল রোগে আক্রান্ত হচ্ছে। অর্থের অভাবে এসব রোগে আক্রান্ত রোগীরা যেমনি ধুঁকে ধুঁকে মারা যায়, তেমনি তার পরিবার চিকিৎসার ব্যয় বহন করে নিঃস্ব হয়ে পড়ে। সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদফতরের মাধ্যমে এ সকল অসহায় গরীব রোগীদেরকে এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করার মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়ন করছে।

    আজ ১ এপ্রিল শনিবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলাম, পরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ তৌহিদুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ফরিদুল আলমসহ প্রমুখ।

    পরে প্রধান অতিথি ২০২২-২০২৩ অর্থবছরের ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়ায় আক্রান্ত চট্টগ্রাম মহানগরের ৯০ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ৪৫ লাখ টাকার চেক বিতরণ করেন।

  • শিক্ষা উপমন্ত্রী নওফেলের ইফতার সামগ্রী পেলো ১২ হাজার পরিবার

    শিক্ষা উপমন্ত্রী নওফেলের ইফতার সামগ্রী পেলো ১২ হাজার পরিবার

    পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে প্রতিবছরের ন্যায় বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রাম-৯ আসনের অন্তর্গত ১৪ টি ওয়ার্ড যথাক্রমেঃ ১৫নং বাগমনিরাম, ১৬নং চকবাজার, ১৭নং পশ্চিম বাকলিয়া, ১৮নং দক্ষিণ বাকলিয়া, ১৯নং পূর্ব বাকলিয়া, ২০নং দেওয়ানবাজার, ২১নং জামালখান, ২২নং এনায়েত বাজার, ২৩নং উত্তর পাঠানতলি, ৩১নং আলকরণ, ৩২নং আন্দরকিল্লা, ৩৩নং ফিরিঙ্গীবাজার, ৩৪নং পাথরঘাটা, ৩৫নং বক্সিরহাট ওয়ার্ডের স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং কাউন্সিলর এর মাধ্যমে ১২০০০(বারো হাজার) পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করেছেন।

    প্রতিটি প্যাকেট আছে ৫ কেজি চাউল, ২ কেজি ছোলা, ১ কেজি মশুর ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ টি কন্ডেন্স মিল্ক কোটা, ২০০ গ্রাম চা পাতা, ১ কেজি লবন।

    নগরীর জিইসি মোড় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পে থেকে গত ২৪শে মার্চ থেকে আজ(৩০ মার্চ) পর্যন্ত ১৪ ওয়ার্ড নেতৃবৃন্দের কাছে পোঁছে দেওয়া হয়েছে। সেইখান থেকে তৃণমূল পর্যায়ে বিতরণ করা হবে।

    এই বিষয়ে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছেন মানুষের পাশে দাঁড়াতে সেই নির্দেশনা মতে এই রমজানের উপহার বিতরণ করছি। বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ মানুষের কথা ভাবে। মানুষ কে কিভাবে সহযোগিতা করা যায় সেই কথা ভাবে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধ্যমত সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। যার নির্দেশে আমরা এই সকল কাজ করছি তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা এবং বঙ্গবন্ধু’র পরিবারের সকল সদস্যদের জন্য উপমন্ত্রী নওফেল সকলের কাছে দোয়া চেয়েছেন।

  • শ্রমিক ইউনিয়নের তহবিলে অনুদান দিলেন শিক্ষা উপমন্ত্রী

    শ্রমিক ইউনিয়নের তহবিলে অনুদান দিলেন শিক্ষা উপমন্ত্রী

    চাকতাই-খাতুনগঞ্জ-আসদগঞ্জ-কোরবানীগঞ্জ সাধারণ শ্রমিক ইউনিয়ন কল্যাণ তহবিলে নগদ এক লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে চাকতাই-খাতুনগঞ্জ-আসদগঞ্জ-কোরবানীগঞ্জ সাধারণ শ্রমিক ইউনিয়ন সভাপতি মফিজ উল্লাহ, সাধারণা সম্পাদক শফিক উল্লাহ হাতে তিনি এই অনুদান তুলে দেন।

    এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, সংগঠনের উপদেষ্টা ও ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ চৌধুরী বাহাদুর, ৩৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আতিক উল্লাহ প্রমুখ।

    অনুদান প্রদান কালে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, শ্রমিকদের প্রতি অনুরোধ রাখবো আপনারা অর্থনীতির চাকা সচল রাখতে আন্তরিকতার সাথে কাজ করে যাবেন। সাথে সাথে মালিক পক্ষের প্রতিও আমি অনুরোধ করবো শ্রমিকেরা যাতে তাদের ন্যায্য পারিশ্রমিক পাই, তারা যাতে দুইবেলা পেটভরে খেতে পারে সেই দিকে আপনারা খেয়াল রাখবেন।

    তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মালিক পক্ষের সাথে শ্রমিকের মজুরি নিয়ে যেভাবে দর কষাকষি করেন তা দেখলে মনে হয় তিনিও আপনাদের একজন। বঙ্গবন্ধু কন্যা মা এর স্নেহ – মমতায় সারাদেশের সকল শ্রেণী পেশার মানুষ কে আগলে রেখেছেন। তিনি নেতৃত্ব দিচ্ছেন বলেই দেশের মানুষ আজ শান্তিতে বসবাস করতে পারছে।

  • বিএনপি ক্ষমতার লোভে রাজনীতি করে : শিক্ষা উপমন্ত্রী

    বিএনপি ক্ষমতার লোভে রাজনীতি করে : শিক্ষা উপমন্ত্রী

    শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বিএনপি ক্ষমতার লোভে রাজনীতি করে, এটা জনগণ বুঝে গেছে। ভোটে আসলে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করবে সেটা বুঝতে পেরে এখন নির্বাচনে না এসে কিভাবে তদবির করে ক্ষমতায় আসা যায় তারা সেই পথ খুঁজছে।

    আজ রবিবার জামালখান ওয়ার্ডে এক হাজার মানুষের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম -৯ আসনের সংসদ সদস্য, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এ কথা বলেন।

    নগরীর লাভলেনে আনন্দ কমিউনিটি সেন্টার মাঠে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সংগঠক ফরহাদুল ইসলাম রিন্টুর সভাপতিত্বে এবং নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের আইন সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, নগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ, ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া, সহ-সভাপতি হাজী সাহাবউদ্দিন প্রমুখ বক্তৃতা করেন।

    মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আওয়ামী লীগ সাধারণ মানুষের দল। আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সর্বদা মানুষকে কিভাবে সাহায্য করা যায় সেই কথা ভাবেন। তাঁর দেখাদেখি আমাদের দলের সকল নেতাকর্মী সর্বদা মানুষের কল্যাণে এগিয়ে আসে। এর অংশ হিসেবে আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে আজ প্রায় এক হাজার মানুষের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হচ্ছে। কিন্তু বিএনপি ঠিক তার বিপরীত, তারা শুধু রমজান মাস নয়, অনেক দুর্যোগ-সংকট গেলো কিছুতেই জনগণ বিএনপিকে পাশে পায়নি। এদের বিষয়ে আমাদের সবাইক সচেতন থাকতে হবে।

  • পাহাড়তলী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ২ লক্ষ টাকা অনুদান দিলেন শিক্ষা উপমন্ত্রী

    পাহাড়তলী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ২ লক্ষ টাকা অনুদান দিলেন শিক্ষা উপমন্ত্রী

    পাহাড়তলী রেলওয়ে বাজারে গত ৫ ফেব্রুয়ারি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য ব্যক্তিগত তহবিল থেকে নগদ ২ লক্ষ টাকা অনুদান দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তিনি পাহাড়তলী বাজার পরিদর্শন করেন।

    পরিদর্শন শেষে বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে মতবিনিময় সভায় ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ভবিষ্যতে যাতে এই ধরনের দুর্ঘটনায় প্রতিরোধ করা যায় সেই বিষয়ে আমাদের সকল কে সচেতন থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া আছে যাতে মানুষের দুর্যোগে সবার আগে তারা মানুষের পাশে গিয়ে দাঁড়াই। এইখানেও তার ব্যতিক্রম ঘটেনি। সবার আগে আওয়ামী লীগের কর্মীরাই আপনাদের পাশে ছিলেন। আপনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী’র জন্য দোয়া করবেন যাতে তিনি দীর্ঘজীবী হোন।

    শিক্ষা উপমন্ত্রী আরো বলেন, আপনাদের যে ক্ষতি হয়েছে তা কখনো পূরণ হওয়ার নয় কিন্তু যাতে ক্ষতি কিছুটা হলেও পুশিয়ে নিতে পারেন সেই জন্য রেল মন্ত্রী মহোদয়ের সাথে আমি নিজে গিয়ে দেখা করে আপনাদের খাজনা মওকুফ করার জন্য অনুরোধ করবো।

    বাজার কমিটির সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ১২নং সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুল আলম, ১৩নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মোঃ ওয়াসিম উদ্দিন চৌধুরী, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এম. সওকত আলী, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ডাঃ বিদুৎ বড়ুয়া, নগর যুবলীগ নেতা আসিফ মাহমুদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রমুখ।

  • স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কার্যকরী ভুমিকা রাখবে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ: শিক্ষা উপমন্ত্রী

    স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কার্যকরী ভুমিকা রাখবে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ: শিক্ষা উপমন্ত্রী

    মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী প্রকৌশলীদের সংগঠন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম কেন্দ্র মনোনীত প্রার্থী ও প্যানেল পরিচিতি সভাকে চট্টগ্রাম ইন্জিনিয়ারিং ইনিস্টিউটের অডিটোরিয়াম প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।

    আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ২০২৩ ও ২০২৪ মেয়াদের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, চট্টগ্রাম কেন্দ্রের প্যানেল বাংলাদেশ (আইইবি) নির্বাচনে, মহান মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী প্রকৌশলীদের সংগঠন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, চট্টগ্রাম কেন্দ্র হতে মনোনীত আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের প্যানেল পরিচিতি শনিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

    বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হারুন এর সভাপতিত্বে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান ও প্রকৌশলী ইফতেখার আহমেদ এর সঞ্চালনায় প্যানেল পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি এবং বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা বিপিপি চট্টগ্রাম ও কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি এবং চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ ও চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ রফিকুল আলম।

    প্রধান অতিথির বক্তব্যে নওফেল বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও বর্তমান সরকারের ভবিষ্যত কর্মকান্ড এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে প্রকৌশলীরা কাজ করে। যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর বাংলাদেশ যেভাবে পিছিয়ে গিয়েছিল তেমনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দায়িত্ব নেয়ার পর থেকে বিশ্বে পিছিয়ে পড়া বাংলাদেশকে তিনি আজ উঁচু স্থানে আসীন করেছেন। দেশের অবকাঠামোগত উন্নবান করার জন্য। প্রকৌশলীদের ভূমিকা অপরিহার্য বলে তিনি মন্তব্য করেন। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত প্যানেলকে নির্বাচনে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি তিনি উদাত্ত আহবান জানান।

    সভাপতির বক্তব্যে প্রকৌশলী মোহাম্মদ হারুন বলেন, বাংলাদেশ সরকার ঘোষিত ভিশন- ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সোনার বাংলা গড়তে প্রকৌশলীরাও তাদের মেধা দিয়ে নিরশুন কাজ করে যাচ্ছে। মহান মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী প্রকৌশলীদের সংগঠন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষল, চট্টগ্রাম কেন্দ্র হতে মনোনীত প্রার্থীদের মূল্যবান ভোট প্রদানের মাধ্যমে বিজয়ী করে প্রকৌশলী পেশাজীবিদের তথা সরকারের হাতকে শক্তিশালী করার তিনি প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিপিপি, চট্টগ্রাম কেন্দ্রের সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী এনামুল বাকী, আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী এম. এ. রশীদ, আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (এডমিন প্রফেশ, এন্ড এসডব্লিউ) পদপ্রার্থী ড. প্রকৌশলী রশীদ আহমেদ চৌধুরী, প্রকৌশলী সৌমিত্র কুমার মুৎসুদ্দী, চুয়েট ছাত্রলীগ এলামনী এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী আমিনুল ইসলাম মিলন, চুয়েট ছাত্রলীগ এলামনী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী আজিজ মিশির সেলিম, আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) পদপ্রার্থী প্রকৌশলী রাজীব বড়ুয়া।

    আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের সম্পাদক পদপ্রার্থী প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান এবং প্যানেল পরিচিতি অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, চট্টগ্রাম কেন্দ্রের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইউসুফ, অধ্যাপক ড. প্রকৌশলী জামাল উদ্দিন আহমেদ, পিইঞ্জ., প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, প্রকৌশলী খুরশেদ উদ্দিন আহমেদ, প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রকৌশলী রেজাউল করিম, প্রকৌশলী মাকসুদ আলম, প্রকৌশলী আরিফুল ইসলাম, প্রকৌশলী তোফাজ্জল হোসেন, প্রকৌশলী অনুপম দত্ত, প্রকৌশলী মাঈন উদ্দিন জুয়েল, প্রকৌশলী গিয়াস ইবনে আলম, প্রকৌশলী আশিকুল ইসলাম, প্রকৌশলী সাঈদ ইকবাল পারভেজ।

  • আওয়ামী লীগ জনগণের কল্যাণ করে আর বিএনপি গরিবের টাকা মেরে খায়: শিক্ষা উপমন্ত্রী

    আওয়ামী লীগ জনগণের কল্যাণ করে আর বিএনপি গরিবের টাকা মেরে খায়: শিক্ষা উপমন্ত্রী

    চট্টগ্রাম-৯ আসনের অন্তর্গত নগরীর ১৬ নং চকবাজার ওয়ার্ড ও ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে শনিবার (২৮ জানুয়ারী) শীতবস্ত্র বিতরণের তিনটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯ আসনের সাংসদ ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    প্রধান অতিথি’র বক্তব্যে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আমাদের নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন যেকোন কোন দুর্যোগে যেনো আমরা সবার আগে গিয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়াই। তার সেই নির্দেশনা মেনে আজ আওয়ামী লীগের নেতাকর্মীরা শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন।

    মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রতি মাসে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা, প্রাথমিক বিদ্যালয়ের মায়েদের হাতে টাকা তুলে দিচ্ছেন। তিনি দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে রাত-দিন কাজ করে যাচ্ছেন। কিন্তু বিএনপি এর ঠিক উল্টো নীতিতে চলে। তাদের নেত্রী খালেদা জিয়া ও নেতা তারেক রহমান গরিবের টাকা মেরে খায়।

    শিক্ষা উপমন্ত্রী আরো বলেন, কয়দিন আগে আমরা দেখতে পেলাম বিএনপি চট্টগ্রামের তাদের দলীয় কার্যালয়ে সমাবেশ করতে চাইলো। পুলিশ তাদের অনুমতিও দিল কিন্তু এর পরেও বিনা উস্কানিতে নিরস্ত্র ট্রাফিক পুলিশের উপরে তারা হামলা করে রক্তাক্ত করলো। বিএনপি সু্যোগ পেলেই তাদের পুরানো রুপে ফিরে যায়। তারা এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড করে ক্ষমতায় যেতে চাই। তাই বিএনপি সম্পর্কে সতর্কতা থাকতে হবে।

    চকবাজার কাউন্সিলর কার্যালয়ে ১৬নং চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর নুর মোস্তফা টিনু’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী, চকবাজার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছারু হক, ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাজাহারুল ইসলাম, কাউন্সিলর আব্দুর ছালাম মাসুম, কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, কাউন্সিলর শাহীন আক্তার রোজী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আমিরুল হক রঞ্জু, এডভোকেট নোমান চৌধুরী, রফিকুল ইসলাম প্রমুখ।

    ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক কাউন্সিলর শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের মো: মুসা, মোজাফফর আহমদ, যুবলীগ মাঈনুল কামাল, সমর দাশ, হাকিম,সরোওয়ার্দী, রাহুল, সনেট প্রমুখ।

    ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে আতুরের দোকাব এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আকবর আলী আকাশের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন
    সভাপতিত্ব, আলহাজ্ব সিরাজুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগ আহবায়ক কমিটির সিঃ সদস্য এড, মোঃ মুছা, জসিম উদ্দিন সাহেদুল ইসলাম সাহেদ, নাজিম উদ্দীন, রাশেদ সরওয়ার, মোঃ আলী,যুবলীগ নেতা আমিরুল কাদের চৌধুরী সজিব,নাসরীন সুলতানা মুন্নী, বাকলিয়া থানা ছাত্রলীগ আহবায়ক মিজানুর রহমান মিজান, সদস্য শহিদুল ইসলাম বাবু, ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক সুহৃদ বড়ুয়া শুভ প্রমুখ।

  • চট্টগ্রাম মেডিকেলের রোগী কল্যাণ সমিতিকে ১০ লক্ষ টাকা অনুদান দিলেন শিক্ষা উপমন্ত্রী

    চট্টগ্রাম মেডিকেলের রোগী কল্যাণ সমিতিকে ১০ লক্ষ টাকা অনুদান দিলেন শিক্ষা উপমন্ত্রী

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতি কে ১০ লক্ষ টাকা অনুদান প্রদান করলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে নগরীর চশমা হিলের বাসভবনে মরহুম এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য, চমেকহা ব্যবস্থাপনা কমিটির সভাপতি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল‍্যাণ সমিতির সভাপতি ও চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম আহসান এবং সাধারণ সম্পাদক ও সমাজসেবা অফিসার অভিজিৎ সাহার হাতে নগদ দশ লক্ষ টাকার অনুদান হস্তান্তর করেন।

    হস্তান্তর কালে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, সর্বশেষ আমি যখব রোগী কল্যাণ সমিতি অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেলে যায় তখন কাজী মোহাম্মদ আলী নিজের জীবনের বহু কষ্টের অর্জিত ৫০ লক্ষ টাকা ১৮ বছরের কম বয়সী ক্যান্সার রোগীদের চিকিৎসা প্রদানের জন্য রোগী কল্যাণ সমিতি-কে দান করেন। তিনি এই টাকা সঞ্চয় করতে গিয়ে চাকরি জীবনে অনেক বেলা দুপুরের খাবার পর্যন্ত গ্রহণ করেননি। তার এই মহৎ উদ্যোগ দেখে আমি উদ্বুদ্ধ হই এবং সিদ্ধান্ত গ্রহণ করি উনার মত না হলেও ক্ষুদ্র কিছু অর্থ রোগী কল্যাণ সমিতিতে দান করবো। তারই অংশ হিসেবে রোগী কল্যাণ সমিতি কে দশ লক্ষ টাকা প্রদান করলাম। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আপদে-বিপদে মানুষের পাশে থাকতে। আমি মনে করি এই অনুদান প্রদানের মাধ্যমে আমি বঙ্গবন্ধু কন্যার নির্দেশও পালন করেছি।

    শিক্ষা উপমন্ত্রী আরো বলেন, আমি মনে করি জনাব কাজী মোহাম্মদ আলী’র এই দানে উৎসাহী হয়ে বিত্তশালীদের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সাধারণ মানুষের কল্যাণে এগিয়ে আসবে। আর এর মাধ্যমে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ তৈরি হলে সরকারের উপরেও চাপ অনেক টা কমবে এবং সাধারণ মানুষ অনেক বেশি উপকৃত হবে বলে আমি মনে করি।

    এই সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সমাজ কল‍্যাণ পরিষদের সদস্য ও রোগী কল‍্যাণ সমিতির সহসভাপতি সৈয়দ মোরশেদ হোসেন, তথ‍্য ও প্রকাশনা সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্ল‍্যাহ, পাঠাগার সম্পাদক জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, দানশীল ব‍্যক্তিত্ত্ব কাজী মোহাম্মদ আলী এবং সোশ‍্যাল ইসলামী ব‍্যাংক লি: এর ব‍্যবস্থাপক খোদা বকস তৌহিদ, চমেকহা ইর্ন্টাণ চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ সৌমিক বড়ুয়া, সাধারণ সম্পাদক ডাঃ মুশফিকুন ইসলাম আরাফ প্রমুখ।

  • বঙ্গবন্ধু কন্যার বদৌলতে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল স্বয়ংসম্পূর্ণ বিশেষায়িত কোভিড হাসপাতাল:নওফেল

    বঙ্গবন্ধু কন্যার বদৌলতে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল স্বয়ংসম্পূর্ণ বিশেষায়িত কোভিড হাসপাতাল:নওফেল

    চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নবসংযুক্ত ৮ টি আইসিইউ শয্যা উদ্বোধন করেছেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    উদ্বোধনী অনুষ্ঠানে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, গতবছর করোনা শুরুর আগে আমরা চট্টগ্রাম জেনারেল হাসপাতাল-কে একভাবে দেখেছিলাম। করোনার শুরুর আগে যেখানে এই হাসপাতালে একটি আইসিইউ ও ছিল না সেইখানে আজকে উদ্বোধন হওয়া ৮ টি সহ মোট ১৮ টি আইসিইউ শয্যা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র একান্ত প্রচেষ্টায় যা সম্ভব হয়েছে। কোন কিছু না থাকা থেকে এখন চট্টগ্রাম জেনারেল হাসপাতাল স্বয়ংসম্পূর্ণ একটি বিশেষায়িত কোভিড হাসপাতালে রূপান্তরিত হয়েছে। ১ বছরের ভিতরে যুগান্তকারী পরিবর্তনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে ধন্যবাদ জানাই।

    তিনি আরো বলেন, কখনো বলে এসেছি আবার অনেক সময় না বলেও এসেছি কিন্তু যখনই জেনারেল হাসপাতালে এসেছি এইখানে স্বাস্থ্যসেবার সাথে জড়িত সকল-কে পেয়েছি। অনেক জায়গায় চিকিৎসক-নার্সের সংকট থাকলেও সবসময় এইখানে স্বাস্থ্যসেবা সাথে জড়িতদের উপস্থিতি আমি দেখেছি। তার জন্য আপনাদের বিশেষ ধন্যবাদ জানাই।

    শিক্ষা উপমন্ত্রী আরো বলেন, গত ১ বছর আগে করোনার প্রকোপ যখন শুরু হয়েছিল তখন স্বাস্থ্য সেবার যে সংকট ছিল তা অনেক টা কেটে গেছে। এখন প্রায় সকল বেসরকারি হাসপাতালে করোনা রোগী ভর্তি করা হচ্ছে। প্রথম দিকে তেমন কোন ধারণা না থাকলেও আমাদের চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্য সেবার সাথে জড়িত সকলে করোনা ভাইরাসের চিকিৎসার বিষয়ে এখন বেশ অভিজ্ঞ। কিন্তু করোনা ভাইরাস থেকে নিরাপদে থাকতে হলে যথাযথ স্বাস্থ্যবিধি এবং মাস্ক ব্যবহারে কোন বিকল্প নেই বলে তিনি জানান।

    বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আকতার চৌধুরী, মেডিসিন বিভাগের প্রধান ডাঃ আব্দুর রফ, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আসিফ খান, ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ডাঃ বিদুৎ বড়ুয়া, আইসিইউ ইনচার্জ ডাঃ রাজদীপ বিশ্বাস, উপস্থিত ছিলেন ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত প্রমুখ।

  • নবনির্বাচিত চসিক মেয়র নগরকে সন্ত্রাস,জলাবদ্ধতামুক্ত পরিচ্ছন্ন রূপে সাজাবেন এটাই প্রত্যাশা : শিক্ষা উপমন্ত্রী

    নবনির্বাচিত চসিক মেয়র নগরকে সন্ত্রাস,জলাবদ্ধতামুক্ত পরিচ্ছন্ন রূপে সাজাবেন এটাই প্রত্যাশা : শিক্ষা উপমন্ত্রী

    ২৪ ঘণ্টা ডট নিউজ : শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, নগরকে সুন্দর করতে নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে। নয়তো নবনির্বাচিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সফল হতে পারবেন না। তিনি নবনির্বাচিত মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে সৃষ্টিশীল রাজনৈতিক কর্মী উল্লেখ করে সফলতা কামনার পাশাপাশি দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁর মধ্যে কর্মনিষ্ঠা প্রত্যাশা করেন।

    নওফেল দায়িত্ব গ্রহনের পূর্বে চট্টগ্রামের বিশিষ্টজনদের পরামর্শ মতামত নিতে সুধী সমাবেশ ডাকায় নতুন মেয়রকে ধন্যবাদ জানিয়ে বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটি শক্তিশালী প্রতিষ্ঠান। নবনির্বাচিত মেয়র প্রিয় এই নগরকে সন্ত্রাস, জলাবদ্ধতামুক্ত পরিচ্ছন্ন রূপে সাজাবেন এটাই প্রত্যাশা করি।

    তিনি আজ সোমবার সকালে নগরীর ইনিঞ্জনিয়ার্স ইনস্টিটিউাশন হলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরীর দায়িত্ব গ্রহণ উপলক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ শামসুল হক চৌধুরী এমপি, চন্দনাইশ সাতকানিয়া (আংশিক) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, বোয়ালখালী ও চান্দগাঁও (আংশিক) আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দীন আহম্মেদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সদ্য বিদায়ী প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, চসিকের প্রধান নির্বাহী কাজী মুহাম্মদ মোজম্মেল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.আনোয়ারুল আজিম আরিফ, ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ ছালাম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. শেখ শফিউল আজম, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রে সভাপতি প্রকৌশলী প্রবীর কুমার সেন, নবনির্বাচিত কাউন্সিলরদের মধ্যে সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হারুন, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রদীপ চক্রবর্ত্তী, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ভাইস চ্যান্সেলর ড. রফিকুল আলম, জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দীন বাবুল, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, মুক্তিযোদ্ধা মহানগর কমান্ডার মোজাফফর আহাম্মেদ।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের নেতা এভভোকেট সুনীল সরকার, বদিউল আলম, শ্রমিক নেতা শফর আলী, শেখ মোহাম্মদ ইসহাক, শফিক আদনান, শফিকুল ইসলাম ফারুক, আব্দুল আহাদ, মোহাম্মদ হোসেন, আবু তাহের, সৈয়দ হাসান মাহমুদ চৌধুরী শমসের, বখতিয়ার উদ্দিন খান, আবুল মনছুর, ফিরোজ আহাম্মেদ, জাহাঙ্গীর চৌধুরী সিএনসি, মোহাম্মদ আবু তাহের।

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ মফিদুল আলম, চসিকের প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহম্মেদ, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাসেম, উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু।

    সভাপতির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন অর্থ বিত্ত নয়, আমার কাছে মুখ্য বিষয় হলো জনগণ ও নাগরিক সেবা নিশ্চিত করা। জীবনে কখনো আদর্শচ্যুত হয়ে অনৈতিক পথে পা বাড়ায়নি। মেয়রের চেয়ারে বসেও কোন দুর্নীতি ও অসততার আশ্রয় নেয়া আমার পক্ষে সম্ভব হবে না। চট্টগ্রামকে নিয়ে আমার স্বপ্নের কথা আমি নির্বাচনী ইশতেহারে উল্লেখ করেছি। সেই অনুসারে সবার বুদ্ধি পরামর্শকে বিবেচনায় নিয়ে নগরীর সব সেবাসংস্থার মধ্যে সমন্বয় করে নগারিকসেবা কার্যক্রম চলমান রাখবো।

    তিনি প্রধানমন্ত্রীর নিকট তাঁকে মনোনয়ন দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি চেষ্টা করবো চট্টগ্রামকে নিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রত্যাশা পূরণের। মো. রেজাউল করিম চৌধুরী নির্বাচিত মেয়রের নির্বাহী ক্ষমতা থাকা উচিত বলেও মন্তব্য করে সকল সেবা সংস্থাকে চট্টগ্রামের উন্নয়নে সমন্বয়ের মাধ্যমে জবাবদিহীতার আওতায় আনার ঘোষণা দেন।

    তিনি বলেন, মেয়র নির্বাচিত হয়েছি মানে চট্টগ্রাম শুধু মেয়রের নয়। প্রিয় এই চট্টগ্রাম নগরী সকল চট্টগ্রামবাসীর। নগরবাসীর প্রত্যাশা ও প্রধানমন্ত্রীর আস্থা বিশ্বাসের সেই মূল্য আমি নাগরিকসেবা দিয়ে পূরণ করতে চাই।

    জাতীয় সংসদের হুইপ এম সামশুল হক নতুন মেয়র রেজাউল করিম চৌধুরীকে সময়সূচী নির্ধারণ করে জনগণ তথা নগরবাসীকে সময় দেয়ার আহ্বান জানান। তিনি চট্টগ্রামের স্থানীয় সংসদদের ডেকে মাঝে-মাঝে চা চক্রের আয়োজনের পাশাপাশি পরামর্শ নিতে বলেন। শামসুল হক বলেন, নতুন মেয়র বুদ্ধিমান ও কৌশলী। তিনি সফল হবেন এটাই প্রত্যাশা আমাদের। তিনি মহিলা কাউন্সিলরদেরও উন্নয়ন কাজের সাথে যুক্ত করবেন এটা আশা রাখি।

    সংসদ সদ্য নজরুল ইসলাম চৌধুরী বলেন, নতুন মেয়র রেজাউল করিম চৌধুরী ত্যাগী রাজনীতিক। আমার প্রত্যাশা চট্টগ্রামের স্বার্থে ও উন্নয়নের তাগিদে তিনি স্থানীয় সংসদ সদস্যদের মাঝে মাঝে ডেকে আলাপ-পরামর্শ করবেন। তিনি মহেশ খাল, চাক্তাই খাল খননের পর এরই দুই খালে ওয়াটারবাস চালু করতে নতুন মেয়রকে পরামর্শ দেন। এতে নগরীর সৌন্দর্য্য বৃদ্ধি পাবে বলে উল্লেখ করেন এমপি নজরুল।

    চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম চৌধুরী বলেন, চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড। তাই চট্টগ্রামকে নিয়ে ভাবতে হবে। অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য মেয়রের ভূমিকা আছে। তাই নতুন মেয়রকে চট্টগ্রাম নগরীর স্বার্থে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। মেয়রকে তাঁর সমস্যাগুলো সবার সাথে শেয়ার করতে হবে। মেয়র ডাকলে সব সেবাসংস্থা যাতে আসেন এর নিশ্চয়তা চাই।

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, চট্টগ্রাম হচ্ছে দুধেল গাভী। চট্টগ্রাম দুধ দেয়, বাংলাদেশ তা খায়। তিনি বলেন, আজকে অনুষ্ঠানের আলোচকরা এখানে নগর সরকারের কথা বলেছেন। এই প্রস্তাব আমি ৩০ বছর পূর্বে দিয়েছিলাম। তখন কর্পোরেশনে কাউন্সিলর ছিলো তিন ধরনের। নির্বাচিত, অফিসিয়াল ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর। তখন অফিসিয়াল কাউন্সিলররা অর্থ্যাৎ নগরীর সেবাসংস্থার প্রধানদের চসিকের সাধারণ সভায় আসা লাগতো। এখন কেন আসেন না! তাদের আসাটা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, চট্টগ্রামের সাথে বিমাতাসুলভ আচরণ কেন করা হবে? এর সুরাহা হওয়া চাই। ঢাকায় পৌর করের হার ১৪% হলে চট্টগ্রামের পৌরকর ১৭% আদায় কেন হবে এর মিমাংসা হওয়া উচিত। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের সম্মান মানে চট্টগ্রামের সম্মান উল্লেখ করে নগরীর স্বার্থে নবনির্বাচিত মেয়রের পদ মর্যাদা পূর্নমন্ত্রীর সম ও কাউন্সিলরদের পদমর্যাদা উপ-সচিবের সম করা উচিত বলে উল্লেখ করেন। যে আইন পাশ হয়েছে তিনি মেয়র থাকাকালে বলেন, নবনির্বাচিত মেয়র ও তাঁর নির্বাচিত পর্ষদকে স্মরণ করিয়ে দেন।

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সদ্য বিদায়ী প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, আমি দায়িত্ব পেয়ে ৬ মাস চেষ্টা করেছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ঢেলে সাজাতে। দায়িত্ব পালন করতে গিয়ে অনুধাবন করলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাছে খালি প্রত্যাশা করলে হবে না। কর্পোরেশনকে সক্রিয় করতে গেলে সরকারিভাবে চসিকের কর্তৃত্ব আইন করে প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন রেজাউল করিম ভাই পরিক্ষীত। আমার প্রত্যাশা তিনি পৌরকর বাড়িয়ে কর্পোরেশনের আয় বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করবেন না। বিদায়ী প্রশাসক সুজন বলেন নগরীর অধিবাসীদের মধ্যে মাত্র ২০ থেকে ৩০ শতাংশ মানুষ এই শহরের উপকারভোগী। বাকি ৮০ থেকে ৭০ শতাংশ সুবিধা নিচ্ছে চট্টগ্রাম বন্দর, রেলওয়ে, কাস্টমস, ওয়াসাসহ অন্যান্য সরকারি ও বেসরকারি ব্যাংক বীমা স্টীল রিরোলিং মিলসহ অন্যান্য প্রতিষ্ঠান। প্রতিদিন নগরে ৩০ হাজার ভারি যানবাহন চলে। এ শহরে ব্যবসা বাণিজ্য পরিচালনা হয় মূলত বন্দর কাস্টমস কেন্দ্রিক। অথচ শহরের সড়কগুলো ভারি যানবাহন লরি চলাচলের উপযোগী করে তৈরি করা যাচ্ছে না। কারণ অর্থের অভাব। তাই নগরবাসীর উপর পৌরকরের বোঝা চাপিয়ে নয়, নগরীর অবকাঠামোগত উন্নয়নে সরকারি বড় বড় প্রতিষ্ঠান ও বেসরাকরি প্রতিষ্ঠান থেকে ১ শতাংশ হারে সার্ভিস চার্জ প্রাপ্তি নিশ্চিত করতে হবে। এই টাকাতেই চট্টগ্রাম অপরূপ সুন্দর নগরে পরিণত হবে।

    বোয়ালখালী আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন চৌধুরী বলেন, আমি ১৯৭৩ সনে এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কমিশনার ছিলাম। সেই অভিজ্ঞতার আলোকে বলবো, নতুন মেয়র স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করবেন। এটাই আশা রাখি। তিনি বিদায়ী প্রশাসকের সাথে নতুন মেয়রের ঘনিষ্ঠ সুসম্পর্ক আছে উল্লেখ করে প্রয়োজনে বিদায়ী প্রশাসকের অভিজ্ঞতাকে কাজে লাগাতে তাঁর কাছ থেকে পরামর্শ নেয়ার আহ্বান জানান মেয়রকে। মোছলেম উদ্দীন কাউন্সিলরদেরও নগরীর উন্নয়নে কার্যকর ভূমিকা দেখবেন বলে প্রত্যাশা করেন।

    চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী নতুন মেয়রকে তাঁর ঘরের দুয়ার সর্ব সাধারনের জন্য উম্মুক্ত রাখার আহ্বান জানান। তিনি বলেন আপনি জনগণের ও নগবাসীর মেয়র।

    কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেলকে স্বাগত বক্তব্যে বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মোট ২৮ ধরনের নাগরিক সেবা প্রদান করে থাকে। এর পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষা খাতে সেবা প্রদান করে চসিক। বর্তমানে নগরে সরকারের ৬ হাজার ৭০০ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান আছে জানিয়ে কর্পোরেশনের সার্বিক কাজে নতুন মেয়রের পাশপাশি কাউন্সিলরগণের ইতিবাচক সহযোগিতা প্রত্যশা করেন। তিনি বলেন আইন অনুযায়ী কাউন্সিলররা পাবলিক সার্ভেন্ট। কাজেই তা বিবেচনা করে নাগরিক সেবা দিবেন এটা প্রত্যাশা করি।

    শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত, গীতা পাঠ ও বাইবেল থেকে পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

  • ১২০জন শিক্ষার্থী-কে বৃত্তি দিলেন উপমন্ত্রী নওফেল

    ১২০জন শিক্ষার্থী-কে বৃত্তি দিলেন উপমন্ত্রী নওফেল

    চট্টগ্রাম নগরীর ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে মরহুম এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন পক্ষ থেকে সোমবার (১৫ ফেব্রুয়ারি) ১২০ জন শিক্ষার্থীদের মাঝে নগদ ১৫০০ টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, এই বছর বাঙালির জন্য একটি বিশেষ বছর, এই বছর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ।
    তিনি ১৯২০ সালে জন্মগ্রহণ করেছিলেন। ২০২০ সালে এসে আমরা এখন উনার জন্মশতবার্ষিকী পালন করছি।

    পিতা মুজিব না হলে আমরা কখনোই এই বাংলাদেশ পেতাম না। তাঁর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন পিতা মুজিবের জন্মশতবর্ষে সবাই যাতে করে অন্তত একটি করে ভালো কাজ করি। তার অংশ হিসেবে আজ বাকলিয়া এলাকায় ১২০ জন শিক্ষার মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হচ্ছে।

    তিনি আরো বলেন, আমাদের সবার আর্থিক অবস্থা এক না। সবাই যে অর্থনৈতিক ভাবে সহযোগিতা করবে তা না। অনেকে আছে ভালো শিক্ষার্থী তারা অন্য শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠদান করেও ভালো কাজটি করতে পারে। তিনি যার যার অবস্থান থেকে মুজিব বর্ষে পিতা মুজিব কে উৎসর্গ করে সবাইকে অন্তত একটি ভালো কাজ করার আহ্বান জানান।

    শিক্ষা উপমন্ত্রী আরো বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার উপর গুরুত্বারোপ করতে হবে। কারিগরি শিক্ষায় নিজেকে প্রশিক্ষিত করতে পারলে নিজের ভিত্তি শক্ত হবে।

    ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর নুরুল আলম মিয়া’র সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী নুরুল আজিম নুরু, মহিলা কাউন্সিলর শাহীন আক্তার রোজী, বখতিয়ার ফারুক, হোসেন বাদশ, শফিউল আজিম বাহার, এন. মোহাম্মদ রনি, নাদিম উদ্দিন প্রমুখ।