Tag: শিক্ষা উপমন্ত্রী

  • শিক্ষা উপমন্ত্রী নওফেলকে দিয়ে চট্টগ্রামে করোনা ভ্যাকসিন গ্রহণ শুরু

    শিক্ষা উপমন্ত্রী নওফেলকে দিয়ে চট্টগ্রামে করোনা ভ্যাকসিন গ্রহণ শুরু

    চট্টগ্রামে নিজে ভ্যাকসিন নিয়ে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি ভ্যাকসিন গ্রহণ করেন।

    পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, ডা. বিদ্যুৎ বড়ুয়া, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন ভ্যাকসিন গ্রহণ করেন। এরপর তাদের সকলকে পর্যবেক্ষণ ইউনিটে রাখা হয়।

    এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সহ স্বাস্থ্য সংশ্লিষ্টরা।

    চমেক হাসপাতালের ৪র্থ তলায় ভ্যাকসিন প্রদানের জন্য চারটি বুথ রয়েছে। এর মধ্যে দুটি বুথে পুরুষ এবং দুটি বুথে মহিলাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। প্রথম দিন অনলাইনে নিবন্ধনকৃত ১০০ জনকে ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। দুপুর আড়াইটা পর্যন্ত কার্যক্রম চলবে। অনলাইনে নিবন্ধনকৃতরাই ভ্যাকসিন নিতে পারবেন। এ পর্যন্ত নিবন্ধনকৃত প্রায় দেড়শ জনের ফরম জমা হয়েছে।

  • লোহাগাড়ায় বায়তুশ শরফ ইছালে ছাওয়াব মাহফিল পরিদর্শনে শিক্ষা উপমন্ত্রী নওফেল

    লোহাগাড়ায় বায়তুশ শরফ ইছালে ছাওয়াব মাহফিল পরিদর্শনে শিক্ষা উপমন্ত্রী নওফেল

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত ৩দিন ব্যাপী বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিলের সমাপনী দিবসে মাহফিল পরিদর্শন ও আখেরী মোনাজাতে অংশ নেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় উপজেলার বড়হাতিয়া কুমিরাঘোনা আখতরাবাদ এলাকায় তিনি মাহফিলে এসে পৌঁছান।

    এসময় তিনি বিশাল মাহফিল এলাকা ঘুরে দেখেন। পরে মোনাজাতে অংশ নেন। মাহফিলে আসরের নামাজের পূর্বে মোনাজাত পরিচালনা করেন বায়তুশ শরফের নতুন পীর আল্লামা শায়খ মোহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ)।

    পরিদর্শনকালে শিক্ষা উপমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবিব জিতু, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, লোহাগাড়া থানার ওসি জাকির হোসাইন মাহমুদ, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক চৌধুরী ফজলে এলাহী আরজু, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এ. কে. আজাদ

  • নিজের নির্বাচনী এজেন্টের মেয়ের চিকিৎসায় ৩ লক্ষ টাকা অনুদান দিলেন শিক্ষা উপমন্ত্রী নওফেল

    নিজের নির্বাচনী এজেন্টের মেয়ের চিকিৎসায় ৩ লক্ষ টাকা অনুদান দিলেন শিক্ষা উপমন্ত্রী নওফেল

    একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ডে এজেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী রতন দত্ত এর কন্যা চট্টগ্রাম সরকারি সিটি কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী সুপর্ণা দত্তের কিডনি প্রতিস্থাপন জন্য ৭ লক্ষ টাকা প্রয়োজন জানতে পেরে ব্যক্তিগত তহবিল থেকে নগদ তিন লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    সোমবার (০১ ফেব্রুয়ারি) সকালে উপমন্ত্রী’র চশমা হিলের বাসভবনে উপস্থিত হয়ে রতন দত্তের জ্যেষ্ঠ কন্যা সুকন্যা দত্ত অনুদানের টাকা গ্রহণ করেন।

    এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, শাওন ঘোষ।

    এই সময় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সমাজের বিত্তবানদের সুপর্ণা দত্ত এর চিকিৎসায় সহযোগিতা কামনা করেন এবং তাঁর পক্ষ থেকে আরো সহযোগিতা করার হবে বলে আশ্বস্ত করেন।

  • কেউ কারো ভোট দেওয়ার সুযোগ নেই: শিক্ষা উপমন্ত্রী

    কেউ কারো ভোট দেওয়ার সুযোগ নেই: শিক্ষা উপমন্ত্রী

    চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর নগরের আন্দরকিল্লায় এমইএস উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে। ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকে যাচাই বাছাই করে ভোট দিচ্ছেন। ইভিএমে ভোট ছিনিয়ে নেওয়ার সুযোগ বা শঙ্কা নেই। কেউ কারো ভোট দেওয়ার সুযোগ নেই।

    শিক্ষা উপমন্ত্রী বলেন, ভোটগ্রহণ সুন্দরভাবে হচ্ছে। ভোটারদের আহ্বান জানাবো ভোটকেন্দ্রে আসতে। আমাদের দলের মনোনীত মেয়র প্রার্থী ও সমর্থিত সকল কাউন্সিলর প্রার্থীদের জন্য শুভ কামনা।

    এ সময় তার সঙ্গে আন্দরকিল্লা ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী জহর লাল হাজারী উপস্থিত ছিলেন।

  • মাদ্রাসা শিক্ষাকে আন্তর্জাতিক মানের হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: শিক্ষা উপমন্ত্রী নওফেল

    মাদ্রাসা শিক্ষাকে আন্তর্জাতিক মানের হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: শিক্ষা উপমন্ত্রী নওফেল

    চট্টগ্রাম মহানগর মাদ্রাসা শিক্ষক পরিষদের উদ্যোগে নগরীর মাদ্রাসা প্রধানদের সাথে মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    প্রধান অতিথির বক্তব্য ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদ্রাসা শিক্ষার বৈপ্লবিক পরিবর্তন এর জন্য সর্বপ্রথম পদক্ষেপ গ্রহণ করেছিলেন। যার ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র একান্ত প্রচেষ্টার সারাদেশে ৬ হাজার কোটি টাকা ব্যয়ে ১৮০০ মাদ্রাসা বিল্ডিং তৈরির কাজ চলছে।তিনি মাদ্রাসা শিক্ষার প্রসারে আলাদা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ করেছেন।

    শিক্ষা উপমন্ত্রী আরো বলেন, মাদ্রাসা শিক্ষা-কে আন্তর্জাতিক মানের হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। কিন্তু সরকারের একক প্রচেষ্টায় কখনোই তা সম্ভব নয়, তাই তিনি সরকারের এই প্রচেষ্টায় মাদ্রাসা শিক্ষার সাথে জড়িত সকলের সহোযোগিতা কামনা করেন।

    তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে মাদ্রাসা শিক্ষা যাতে আন্তর্জাতিক শিক্ষার মানের সাথে মোটামুটি তুলনামূলক একটা অবস্থানে নিয়ে আসতে পারি, আর শিক্ষা মন্ত্রণালয় সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

    উপমন্ত্রী মতবিনিময় সভায় মাদ্রাসা শিক্ষার সাথে জড়িত বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সমস্যা সমূহ দ্রুত সমাধানের ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন।

    জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওছিউর রহমানের সভাপতিত্বে এবং দারুল উলুম কমিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মহাসিন ভূঁইয়া এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, পতেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ছলিম উল্লাহ, আহমদিয়া করিমিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুহাম্মদ সরোয়ার উদ্দিন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ড. মুহাম্মদ লিয়াকত আলী বক্তব্য রাখেন এবং নগরীর সকল মাদ্রাসা প্রধানগণ উপস্থিত ছিলেন।

  • সমবেদনা জানাতে তারেক সোলেমান সেলিমের বাসায় শিক্ষা উপমন্ত্রী নওফেল

    সমবেদনা জানাতে তারেক সোলেমান সেলিমের বাসায় শিক্ষা উপমন্ত্রী নওফেল

    সদ্য প্রয়াত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য ও চসিকের আলকরণ ওয়ার্ডের ৪ বারের সাবেক কাউন্সিলর মরহুম তারেক সোলেমান সেলিম এর বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে শিক্ষা উপমন্ত্রী তারেক সোলায়মান সেলিমের বাসায় যান।

    এই সময় মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, তারেক সোলেমান সেলিম বাংলাদেশ আওয়ামী লীগের নিবেদিত কর্মী ছিলেন৷ স্বৈরাচার বিরোধী আন্দোলন, বিএনপি-জামায়াত বিরোধী আন্দোলন সহ সকল আন্দোলন-সংগ্রামে তার ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। তাঁর অকাল প্রয়াণে বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথের একজন পরিক্ষিত নেতাকে হারালো।

    তিনি আরো বলেন, তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে আওয়ামী পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে।

    শিক্ষা উপমন্ত্রী তাঁর পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

    এই সময় মরহুম তারেক সোলেমান সেলিমের স্ত্রী হাসিনা খানম, দুই ভাই তারেক ইমতিয়াজ ইমতু, তারেক নোমান, ছেলে মুহামিন তারেক রাতুল মেয়ে তাসনিন তারেক, তাফানুর তারেক সহ আত্মীয়-স্বজনেরা উপস্থিত ছিলেন।

  • চট্টগ্রাম মেডিকেলকে আধুনিক হাসপাতাল রুপান্তর করতে কাজ করছেন প্রধানমন্ত্রী- শিক্ষা উপমন্ত্রী নওফেল

    চট্টগ্রাম মেডিকেলকে আধুনিক হাসপাতাল রুপান্তর করতে কাজ করছেন প্রধানমন্ত্রী- শিক্ষা উপমন্ত্রী নওফেল

    নগরীর চশমা হিলের বাসভবনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি, চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর সাথে মতবিনিময় করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং এসোসিয়েশন, বিভিন্ন বিভাগের কর্মকর্তা, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির নেতৃবৃন্দ।

    মতবিনিময়কালে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চমেকহা কে আধুনিক হাসপাতাল হিসেবে গড়ে তুলতে চেষ্টা চালাচ্ছেন। যার অংশ হিসেবে এই হাসপাতালে বিশেষায়িত পূর্ণাঙ্গ ক্যান্সার ইউনিট নির্মাণ প্রক্রিয়াধীন এবং বিশেষায়িত বার্ন ইউনিট সম্ভাব্যতা যাচাই চলছে। ক্যান্সার ইউনিট চালু হলে বৃহত্তর চট্টগ্রামের মানুষের ক্যান্সারের চিকিৎসায় পাওয়া অনেক সহজ হবে এবং বার্ন ইউনিট চালু হলে আগুনে পোড়া রোগীদের ঢাকায় না নিয়ে চট্টগ্রামেই উন্নত চিকিৎসা প্রদান করা সম্ভব হবে।

    শিক্ষা উপমন্ত্রী করোনা সংকটের শুরু থেকে চমেকহা চিকিৎসা সেবার সাথে জড়িত সকলের সমন্বিত প্রচেষ্টায় সর্বোচ্চ গুরুত্ব সহকারে আক্রান্তদের সেবা প্রদান করাই সকল-কে ধন্যবাদ জানান।

    তিনি নেতৃবৃন্দের কাছে বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সমস্যা সমূহ দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।

    চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস.এম হুমায়ুন কবির এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আকতার চৌধুরী, চমেকহা এর উপ-পরিচালক ডাঃ আফতাবুল ইসলাম, সহকারী পরিচালক ডাঃ রাজীব পালিত , চমেকহা ব্যবস্থাপনা কমিটির সদস্য এডভোকেট এইচ.এম জিয়া উদ্দিন, বাংলাদেশ নার্সিং এসোসিয়েশন(বিএনএ) চমেকহা শাখার সভাপতি আশু চৌধুরী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আখন্দ, নার্সিং সুপারিন্টেন্ডেন্ট ইনসাফী হান্না, চমেকহা তৃতীয় শ্রেণীর কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, চমেকহা চতুর্থ শ্রেনীর কর্মচারী সমিতির সভাপতি আব্দুল মতিন মানিক, সাধারণ সম্পাদক রুপন কান্তি দাশ, একাউন্টস অফিসার মোঃ শাহজাহান,
    এই সময় উপস্থিত ছিলেন, বিএনএ চমেকহা শাখার সহ-সভাপতি নাজনীন আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক নাছির আহম্মদ, দপ্তর সম্পাদক খোকন কান্তি বিশ্বাস, অর্থ সম্পাদক সত্যজিৎ সরকার, কার্যকরী সদস্য মুন্নি বড়ুয়া, তাহমিনা আকতার, শাহীনুর মুরাদ, চতুর্থ শ্রেনীর সিবিএ নেতা রফিকুল ইসলাম প্রমুখ।

  • দক্ষতা বৃদ্ধির জন্য কৃষির কোন বিকল্প নেই: শিক্ষা উপমন্ত্রী

    দক্ষতা বৃদ্ধির জন্য কৃষির কোন বিকল্প নেই: শিক্ষা উপমন্ত্রী

    শিক্ষার্থীদের ডিগ্রী অর্জনের গৌরব ঝেড়ে ফেলে দিয়ে দক্ষতা অর্জন করে উদ্যোক্তা ও কর্মমুখী
    হওয়ার জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    শনিবার (৩১ অক্টোবর) বেলা ১২ টায় চট্টগ্রাম ভেটেরিনারী ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উদ্যোগে হাটহাজারীতে করোনাভাইরাস শনাক্তকরণ ল্যাব স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘কৃষিভিত্তিক শিক্ষা অর্জন করলে বেকার থাকতে হবে না। তাই কৃষির দিকে এগোতে হবে। সরকারি চাকরিই আশায় শিক্ষার্থীদের বসে থাকলে হবে না। শিক্ষার্থীদের নিজের পায়ে দাড়ানোর জন্য সিভাসুর মাধ্যমে কৃষিতে দক্ষ কর্মী সৃষ্টি করা হচ্ছে।’

    তিনি আরও বলেন, ‘কর্মমুখী ও দক্ষতাভিত্তিক কাজে যোগ দিতে হবে। দক্ষতাভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার কাজ করে যাচ্ছে। এর জন্য ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়কে আরও আধুনিক করা হচ্ছে। নতুন নতুন ইক্যুইপমেন্ট ক্রয় করে এ বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। দক্ষতা বৃদ্ধির জন্য কৃষির কোন বিকল্প নেই। প্রশিক্ষণ নিয়ে কাজে যোগ দিতে হবে। প্রশিক্ষণ ছাড়া কোন কাজ করা যাবে না।’

    শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী নিয়ে ঘরে বসে থাকলে চলবে না। এতে ডিগ্রী কোন লাভে আসবে না। ডিগ্রী অর্জনের গৌরব ঝেড়ে ফেলে দিতে হবে। কাজ শুরু করতে হবে। জেন্টেলম্যান হলে চলবে না। কারণ জেন্টেলম্যান ভাতেও মরে শীতেও মরে।’

    শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কাজকে দেশের মানুষের কাছে তুলে ধরতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু সুশৃঙ্খল নাগরিক চেয়েছেন। কিন্তু তা দেখে যেতে পারেননি। ঘাতকরা তাকে ১৯৭৫ সালে নির্মমভাবে তাকে খুন করেছেন। তাঁর জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’

    ছাত্রলীগের কর্মীদের উদেশ্য তিনি বলেন, ‘দলীয় পদের পেছনে দৌঁড়ে কোন লাভ নেই। কাজের দিকে দৌঁড়াতে হবে। সৃষ্টিশীল রাজনীতি করতে হবে। প্রধানমন্ত্রী এমনই চান। রাজনীতির পেছনে দৌঁড়ে মাথা ফাটাফাটি করে লাভ কি? মোটরসাইকেলে করে ঘুরে নেতা হওয়া যায় না। এমন নেতার কর্মীরও চরম দুর্ভোগ। এ মনসিকতা থেকে বের হয়ে দক্ষতা, শিক্ষায় এগিয়ে আসুন।’

    উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন সিভাসুর উপাচার্য প্রফেসর গৌতম বুদ্ধ দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম, সিভাসু মৎস্য বিভাগের ডিন প্রফেসর নুরুল আবছার খান, হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, হাটহাজারী স্বাস্থ্য কর্মকর্তা ইমতিয়াজ হোসেন, হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম প্রমুখ।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে শিক্ষা ব্যবস্থায় সুদুর প্রসারি পরিবর্তন হয়-নওফেল

    আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে শিক্ষা ব্যবস্থায় সুদুর প্রসারি পরিবর্তন হয়-নওফেল

    ডেস্ক নিউজ : শিক্ষা মন্ত্রণালয় এর উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে আমরা স্বপ্ন দেখি এই দেশ এগিয়ে যাবে, ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে এই দেশ বিশ্বের কাছে মাথা উচু করে দাঁড়াবে।

    কিন্তু বিগত সরকারের আমলে কি করেছে তারা? ৭৫ পরবর্তী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তৎকালীন অবৈধ দোসররা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। আগে আমরা নারী শিক্ষায় পিছিয়ে ছিলাম এখন তা ছেলেদের চাইতেও এগিয়ে। ১৯৯৬ সালে জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে শিক্ষা ব্যবস্থায় সুদুর প্রসারি পরিবর্তন হয়।

    বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত এক বিশেষ ওয়েবিনারে অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদের সঞ্চালনায় বিশেষ ওয়েবিনারে আলোচক হিসেবে যুক্ত ছিলেন আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম।

    ভার্চুয়াল আলোচনায় যুক্ত হয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বঙ্গবন্ধুর যে শিক্ষা দর্শন ছিল- শিক্ষা হতে হবে বাস্তবমুখী, বুনিয়াদি শিক্ষা, শিক্ষা হতে হবে প্রযুক্তি নির্ভর, বৃত্তিমূলক শিক্ষা।

    নওফেল বলেন, বিগত সরকারের আমলে যেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা পিছিয়ে ছিল তা আজ স্বয়ংক্রিয়। সারাদেশে ১৮০০ টি মাদ্রাসা ভবনের জন্য ৬ হাজার কোটি টাকা দিয়েছেন শেখ হাসিনা।

    একই অনুষ্ঠানে ভার্চুয়াল আলোচনায় যুক্ত হয়ে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, শেখ হাসিনা ৬ বছর নির্বাসনে থাকার পরে বাংলাদেশে ফিরে এসেছিলেন গণতন্ত্র উদ্ধার করার জন্যই।

    বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরে এসে গণমানুষের সংকট নিয়ে চিন্তা করেছেন, এবং তিনি নিরবচ্ছিন্নভাবে কাজ করেছেন। শেখ হাসিনার এই পথ ছিল ঝঞ্জাবিক্ষুপ্ত প্রতিকূল ঝুকিপূর্ণ। আজকে তার জন্মদিনে তিনি নেত্রী থেকে বিশ্ব নেতায় পরিনত হয়েছেন শেখ হাসিনা।

    আমরা দেখেছি তার জন্মদিনে বিশ্বনেতাদের মনযোগ আকর্ষণ করেছেন। সবাই জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। গণভবনে বসে থেকে তিনি সারাদেশের খোজ খবর রাখেন।

    আওয়ামী লীগের দফতর সম্পাদক আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীলকন্ঠী, নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন।

    বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র বেচে থাকা আমাদের জন্য আশীর্বাদ। তাকে প্রধানমন্ত্রী হিসেবে পাওয়া আমাদের ভাগ্যের ব্যাপার। আমরা কৃতজ্ঞতা প্রাকাশ করছি।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • হাছান মাহমুদ চৌধুরীর মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রী নওফেলের শোক

    হাছান মাহমুদ চৌধুরীর মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রী নওফেলের শোক

    ডেস্ক নিউজ : চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক কল্যাণ সমিতির সভাপতি ও কাশেম-নূর ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান শিল্পপতি হাছান মাহমুদ চৌধুরী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় শিক্ষা উপমন্ত্রী বলেন, হাছান মাহমুদ চৌধুরী করোনা সংকটের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষদের সাহায্য-সহযোগিতা প্রদানের পাশাপাশি করোনা আক্রান্তদের চিকিৎসা সেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানেও অনুদান ও চিকিৎসা সামগ্রী প্রদান করে করোনা সংকট মোকাবেলায় মানবিক দায়িত্ব পালন করেছেন।

    তিনি বলেন, হাছান মাহমুদ চৌধুরী মৃত্যুতে দেশবাসী একজন সফল ব্যবসায়ী ও মানবিক মানুষ হারালো। শিক্ষা উপ-মন্ত্রী তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সাথে চুয়েট ভিসি’র সৌজন্য সাক্ষাৎ

    শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সাথে চুয়েট ভিসি’র সৌজন্য সাক্ষাৎ

    নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) : শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

    ৩০ আগস্ট (রবিবার) সকালে নগরীর চশমা হিলে শিক্ষা উপমন্ত্রীর বাসভবনে দ্বিতীয় মেয়াদে চুয়েটের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পাওয়ার পরে এই সৌজন্য সাক্ষাৎ করেন।

    এ সময় চুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রের কাউন্সিল মেম্বার প্রকৌশলী সাঈদ ইকবাল পারভেজ, কাউন্সিল মেম্বার প্রকৌশলী ইফতেখার আহমেদ, কাউন্সিল মেম্বার সাঈফুদ্দিন মোহাম্মদ ফোরকার চৌধুরী, কাউন্সিল মেম্বার গোলাম কিবরিয়া শাকিল উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ‘মাধ্যমিকে সাইন্স, আর্টস, কমার্স নামে গ্রুপ বিভাজন থাকবে না’

    ‘মাধ্যমিকে সাইন্স, আর্টস, কমার্স নামে গ্রুপ বিভাজন থাকবে না’

    শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, বিজ্ঞানশিক্ষাকে শুধুমাত্র মেধাবীদের মাঝে সীমাবদ্ধ রাখা যাবে না। সব শিক্ষার্থীকে কমপক্ষে এসএসসি পর্যন্ত বাধ্যতামূলকভাবে বিজ্ঞান শিক্ষা গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে মাধ্যমিক পর্যায়ে সাইন্স, আর্টস, কমার্স নামে কোনো বিভাজন থাকবে না।

    তিনি বলেন, উন্নত বিশ্বে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীকে একই ধারায় পড়াশোনা করতে হয়। পরবর্তীতে শিক্ষার্থীরা পছন্দের বিষয় অধ্যয়ন করে।

    শনিবার (৪ জুলাই) বাংলাদেশ স্টিম (সাইন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স) সোসাইটি আয়োজিত রেজিলিয়েন্স রিকভারি অফ ন্যাশনাল ইকনোমি থ্রু সাইন্স টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ডিউরিং পোস্ট কভিড-১৯ এ্যরা শীর্ষক এক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তৃতায় মহিবুল হাসান চৌধুরী এসব কথা বলেন।

    তিনি আরো বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়সমূহ অসংখ্য গ্রাজুয়েটস তৈরি করছে যাদের কোনো কারিগরি দক্ষতা নেই। ফলে অনেক গ্রাজুয়েটস এর কর্মসংস্থানের ব্যবস্থা হয় না এবং আমাদের বিপুল সংখ্যক জনশক্তি শ্রমবাজারের বাইরে থেকে যায়। এ অবস্থা চলমান থাকলে আমরা ভিশন ২০৪১ এবং সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জন করতে পারব না। পাশাপাশি চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবো না। এ সমস্ত বিষয় বিবেচনায় নিয়ে সরকার গ্রাজুয়েটসদের রিস্কিল করার চিন্তাভাবনা করছে। এজন্যেই কারিগরি শিক্ষার ক্ষেত্রে বয়সের বাধ্যবাধকতা তুলে দেয়ার চিন্তা ভাবনা করছে সরকার।

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্যামেস্ট্রি বিভাগের প্রফেসর ড. আল-নকীব চৌধুরী সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের প্রফেসর ড. আজিজুল মাওলার সঞ্চালনায় এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়।

    মহিবুল হাসান চৌধুরী বলেন, ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী আমাদের বিশ্ববিদ্যালয় সমূহকে কারিকুলাম পরিবর্তন করতে হবে। আমাদের উদ্যোক্তারা অনেক ক্ষেত্রে বলে থাকেন তারা দক্ষ জনশক্তি পাচ্ছেন না। তাই বিদেশ থেকে দক্ষ লোকবল নিয়ে আসতে হয়। আবার চাকরিপ্রার্থীরা অনেক সময় বলে থাকেন তারা চাকরি পাচ্ছেন না। দুই পক্ষের মধ্যে গ্যাপ পূরণ করতে বিশ্ববিদ্যালয় সমূহকে উদ্যোগ নিতে হবে। ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী জনশক্তি তৈরি করতে হবে। এজন্য ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিংকেজ খুবই জরুরি।

    এতে আরো সংযুক্ত ছিলেন- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভিসি সত্য প্রসাদ মজুমদার, যুক্তরাষ্ট্রের মনমথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. গোলাম এম মাতবর, ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সাইন্স ব্যাঙ্গালোরের প্রতিনিধি ড. সঞ্জীব কে শ্রীভাস্টাভা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ফরিদ আহমেদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ফায়েকুজ্জামান, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. লুৎফুল হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ফারজানা ইসলামসহ বাংলাদেশের প্রায় ২০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। মুখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম।