Tag: শিক্ষিকা

  • আইসিইউ শয্যা সংকটে করোনার উপসর্গ নিয়ে মারা গেল চবি শিক্ষিকা

    আইসিইউ শয্যা সংকটে করোনার উপসর্গ নিয়ে মারা গেল চবি শিক্ষিকা

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চবি প্রতিনিধি : হাসপাতালে আইসিইউ শয্যা সংকটে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষিকা। তিনি কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

    শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে চট্টগ্রাম নগরীর মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

    মৃত ওই শিক্ষিকার নাম সাবরিনা ইসলাম সুইটি। তিনি বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও সাবেক পরিচালক ছিলেন।

    নিকটাত্মীয়দের থেকে জানা যায়, রাত ১০টার দিকে সাবরিনা ইসলাম সুইটির প্রচণ্ড শ্বাসকষ্ট হয় এবং ক্রমান্বয়ে শ্বাসকষ্ট বেড়ে যায়। এরপরই মেট্রোপলিটন হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করানো হয়। কিন্তু এ সময় আইসিইউর প্রয়োজন ছিল।

    কোথাও আইসিইউ শয্যা খালি ছিল না। রাত ২টা ৪৫ মিনিটে অবশেষে শ্বাসকষ্ট নিয়েই তিনি মারা যান।

    সাবরিনা ইসলাম সুইটির গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। সেখানেই তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

    ২৪ ঘণ্টা/মেহেদি/রাজীব প্রিন্স

  • ৩০ টাকা চুরির অপবাদ : সীতাকুণ্ডে শিক্ষিকার হাতে পিঠুনি খেয়ে হাসপাতালে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী

    ৩০ টাকা চুরির অপবাদ : সীতাকুণ্ডে শিক্ষিকার হাতে পিঠুনি খেয়ে হাসপাতালে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : টাকা চুরির অপবাদে ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে এক শিক্ষিকার বিরুদ্ধে। শানজিদা আক্তার নামে ঐ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করেছে তার পরিবার।

    সোমবার সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। জানা যায়, ৬ষ্ট শ্রেণীর শিক্ষার্থী শানজিদা আক্তারের বিরুদ্ধে একই ক্লাসের অপর এক ছাত্রীর কাছ থেকে তিরিশ টাকা চুরির অভিযোগ উঠে।

    চুরির অভিযোগ তুলে স্কুলের শিক্ষিকা শাহানাজ পারভিন শানজিদাকে বেধরক মারধর করেন। পরে শিক্ষার্থীর বাবা মো. খোরশেদ আলম তার মেয়েকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

    এই বিষয়ে শিক্ষার্থীর পিতা মো. খোরশেদ আলম এর কাছে জানতে চাইলে তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, স্কুলে আমার মেয়েকে ত্রিশ টাকা চুরি অভিযোগ এনে বেধড়ক মারেন বিদ্যালয়ের শিক্ষিকা শাহানাজ পারভিন। পিঠিয়ে জোরপূর্বক টাকা চুরির শিকারোক্তি আদায় করেন আমার মেয়ের কাছ থেকে। স্কুল ছুটি হয়ে যাওয়ায় বিদ্যালয়ের কারো সাথে যোগাযোগ করতে পারিনি।

    এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসহাক এর কাছে জানতে চাইলে তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে জানান ঐ শিক্ষার্থীর বিরুদ্ধে বেশ কিছু দিন ধরে টাকা চুরির অভিযোগ এসেছে। তার পরিপেক্ষিতে তার কাছে থেকে শিক্ষিকা বিষয়টি জানতে চেয়েছেন।

    উপজেলা শিক্ষা অফিসার মো. মামুন এর কাছে জানতে চাইলে তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে জানান বিষয়টি সর্ম্পকে তিনি অবগত নন। অভিযোগ পেলে তিনি বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

    ২৪ ঘন্টা/কামরুল দুলু/আর এস পি

  • ফটিকছড়ির রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকার বিদায় সংবর্ধনা

    ফটিকছড়ির রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকার বিদায় সংবর্ধনা

    ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলা ও পৌরসভাস্থ রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রুমা আকতারের বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান (১২ ফেব্রুয়ারী) বুধবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

    ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলামের সভাপতিত্বে ও মুহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পরিষদের সভাপতি মুহাম্মদ সরোয়ার উদ্দীন।

    এতে মুহাম্মদ ইউসুফ চৌধুরী, মুহাম্মদ নজরুল ইসলাম, মোহম্মদ সেলিম উদ্দীন, জামাল উদ্দীন, মুহাম্মদ আবু জাফর, সাংবাদিক এম.জুনায়েদ সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থীবৃন্দ উপস্হিত ছিলেন।

    এতে ছাত্র-ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন, সানজিয়া তাবাস্সুম, ফারহানা জান্নাত ও প্রমি সুলতানা লিজা।

    প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ সরোয়ার উদ্দীন বলেন, বিদায়ী শিক্ষিকা শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি বিদ্যালয়েরর যাবতীয় কাজ অত্যান্ত দায়িত্বশীলতার সাথে পালন করেছেন। ম্যাডামের অবদান স্কুল কতৃপক্ষ সব সময়ই শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমি রুনা ম্যাডামের সুখী ও সুস্থ জীবন কামনা করছি।

    বিদায়ী শিক্ষিকা রুনা আকতার বলেন, শিক্ষকতা মহান ও পবিত্র পেশা। এ বিদ্যালয়ের প্রতিটি অবকাঠামো আমার অঙ্গ। প্রতিজন ছাত্র-ছাত্রী আমার সন্তান। যেখানে থাকি সবসময় তাদের প্রতি ভালোবাসা থাকবে।

  • জুনিয়র কর্তৃক সিনিয়র শিক্ষিকাকে মারধরের ভিডিও ভাইরাল(ভিডিও)

    জুনিয়র কর্তৃক সিনিয়র শিক্ষিকাকে মারধরের ভিডিও ভাইরাল(ভিডিও)

    বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের ৯৩ নম্বর পশ্চিম কমিশনারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী এক শিক্ষিকাকে প্রকাশ্যে ছাত্র-ছাত্রীদের সামনে মারধর করেছে অপর জুনিয়র এক শিক্ষিকা। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

    জ্যেষ্ঠ শিক্ষিকাকে জুনিয়র এক শিক্ষিকা মারধরের বিষয়টি শিক্ষার্থী ও স্থানীয়দের সামনে নৈতিকতার অবক্ষয় বলে দাবি করেন স্থানীয়রা। এ ঘটনায় তারা বিচার দাবি করেছেন। এদিকে উপজেলা শিক্ষা কার্যালয়ে বিষয়টি জানানোর সঙ্গে সঙ্গে তদন্ত করে প্রতিবেদন জেলা শিক্ষা কার্যালয়ে জমা দিয়েছে।

    ওই ঘটনার তদন্তে সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম। আর লিখিত অভিযোগ পাওয়ার পরপরই দোষী ওই শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করে, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল লতিফ মজুমদার।

    জানা যায়, মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের ৯৩ নম্বর পশ্চিম কমিশনারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত শনিবার (৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে পরীক্ষা চলাকালীন সময় সহকারী জ্যেষ্ঠ এক শিক্ষিকার সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে বাগবিতণ্ডা হয় অপর এক সহকারী জুনিয়র শিক্ষিকার। এর এক পর্যায়ে শ্রেণি কক্ষের দরজা বন্ধ করে হঠাৎ করেই জ্যেষ্ঠ শিক্ষিকাকে মারধর করে সহকারী জুনিয়র ওই শিক্ষিকা।

    জ্যেষ্ঠ শিক্ষিকার চিৎকার শুনে বিদ্যালয়ের শিক্ষিকাসহ আশপাশের লোকজন জড়ো হন। এ সময় পুনরায় সবার সামনে জ্যেষ্ঠ শিক্ষিকাকে মারধর করেন জুনিয়র ওই শিক্ষিকা।

    এ ঘটনা স্থানীয় কোনো এক ব্যক্তি তার মোবাইল ফোনে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। সে ভিডিওতে দেখা গেছে জুনিয়র ওই শিক্ষিকা জ্যেষ্ঠ শিক্ষিকাকে উপুর করে দুই পায়ের মধ্যে আটকে ধরেছেন এবং এক হাত দিয়ে মাথা চেপে ধরে অন্য হাত দিয়ে একের পর এক থাপ্পর দিয়ে যাচ্ছেন। এ সময় অন্য এক নারী এসে তাদের ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এবং বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা এ দৃশ্য দাঁড়িয়ে দেখছে।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান বলেন, মারধরের ঘটনার পর স্থানীয়রা আহত জ্যেষ্ঠ শিক্ষিকাকে হাসপাতালে নিয়ে যায়। পরে খবর পেয়ে তিনিও হাসপাতালে যান এবং বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করেন। তিনি সহকারী শিক্ষা অফিসারকে পাঠিয়ে বিষয়টি তদন্ত করেছেন।

    এদিকে এ বিষয়ে আহত শিক্ষিকা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি বলেন, বিষয় হলো সহকারী জুনিয়র ওই শিক্ষিকার চলতি বছরের মার্চে এ বিদ্যালয়ে আসেন। তার বাড়ি মুলাদী উপজেলায় হলেও থাকেন বরিশালে। তিনি বিদ্যালয়ে এলেও অনেক বিলম্ব করে আসেন। তার ইচ্ছে মতো চলার কারণে শিক্ষা অফিসকে এর আগেও জানানো হয়েছিল। এসব বিষয়ে তাকে কিছু বললে তিনি রেগে যান এবং কারো সঙ্গেই সন্তোষজনক আচরণ করে না। এমনকি এর আগে আমার বিরুদ্ধেও তিনি বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়ে ছিলেন। যার তদন্তও শিক্ষা অফিস করেছে।

    এ বিষয়ে অভিযুক্ত সহকারী জুনিয়র ওই শিক্ষিকা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জ্যেষ্ঠ শিক্ষিকার অপরাধের বিষয়ে তিনি শিক্ষা অফিসে অভিযোগ করেছেন।

    https://youtu.be/S2jrAvDd4s4

  • দেয়ালের নিচেই চিরতরে ঘুমালেন শিক্ষিকা অ্যানি বড়ুয়া!

    দেয়ালের নিচেই চিরতরে ঘুমালেন শিক্ষিকা অ্যানি বড়ুয়া!

    ২৪ ঘন্টা স্পেশাল : পটিয়ার মেহেরআটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অ্যানি বড়ুয়া (৩৮)। পিএসসি পরীক্ষাকেন্দ্রের দায়িত্ব পালন করতে বাসা থেকে বের হয়ে পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের বড়ুয়া বিল্ডিংয়ের সামনে দাড়িয়ে অপেক্ষা করছিলেন সহকর্মীর জন্য।

    তার এ অপেক্ষার পালা হয়তো শেষ তবে তিনি আর কখনো শিক্ষার্থীদের পড়াবেন না, চিরতরে হারিয়ে গেছেন ঘুমের রাজ্যে। সকাল ৯টার সময় হঠাৎ একটি বিকট শব্দ আর তার গায়ের উপর ধ্বসে পড়া দেয়াল তাকে নিয়ে গেছে অচেনা রাজ্যে।

    ঘটনাস্থলেই দেয়াল চাপা পড়ে মৃত্যু হয় তার। চিরতরে চলে গেলেন না ফেরার দেশে। রবিবার সকালে চট্টগ্রাম নগরীর পাথরঘাটা ব্রিক ফিল্ড রোডে বড়ুয়া বিল্ডিংয়ের নিচতলায় গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নিহত ৭ জনের একজন হলেন অ্যানি বড়ুয়া।

    নিহত অ্যানি পটিয়া উপজেলার উনাইনপুরার পলাশ বড়ুয়ার স্ত্রী। তার স্বামী ও দুই ছেলে অভিষেক-অভিজিৎকে নিয়ে পাথরঘাটার দুর্ঘটনা কবলিত ভবনের পাশের একটি বিল্ডিংয়ে ভাড়া বাসায় থাকতেন অ্যানি। স্বামী পলাশ বড়ুয়া শিকলবাহা তাপ বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্র প্রকৌশলী হিসেবে কর্মরত। বড় ছেলে অভিষেক চলতি বছরে জেএসসি পরীক্ষা দিয়েছে এবং ছোট ছেলে অভিজিৎ ষষ্ঠ শ্রেণীতে পড়াশুনা করছেন বলে নিহতের স্বজনরা জানিয়েছেন।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অ্যানির ছোট ভাই অনিক বড়ুয়া জানিয়েছেন তার দিদি অ্যানি বড়ুয়া রবিবার সকালে পাথরঘাটার একটি বাসায় বিস্ফোরণের পর সড়কের পাশের দেয়াল ধ্বসে চাপা পড়ে মারা গেছেন। তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার দুই ছোট ছোট ভাগ্নের কি হবে? তাদের যে আমি কোন ভাবেই বোঝাতে পারছিনা, কে থামাবে তাদের কান্না?

    অ্যানির স্বামী পলাশ হাসপাতালে স্বজনদের জড়িয়ে ধরে বিলাপ করতে করতে সংবাদ কর্মীদের বলছেন, আমার স্ত্রী প্রাথমিক সমাপনী পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পালন করতে সকাল থেকেই ব্যস্থতায় ছিলেন। আজ প্রথম পরীক্ষা তাই তার পড়নের শাড়িটিও আমি পছন্দ করে দিয়েছি। কিন্তু তখনও যদি জানতাম পড়নের এ শাড়িটি পড়েই আমাদের ফাঁকি দেবে তবে আমি পছন্দ করতাম না, স্কুলে পাঠাতাম না।

    পলাশ বড়ুয়া কান্নাজড়িত কণ্ঠে আরো বলেন, অন্যান্য দিনের চাইতেও আরো আগে আজ দ্রুত বাসার কাজ শেষ করে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার উদ্দ্যেশে ঘর থেকে বের হয়েছেন অ্যনি। পাশের ভবন বড়ুয়া বিল্ডিংয়ের সামনে সহকর্মীর জন্য দাঁড়িয়েছিলেন। আমিও একটু পরে বের হচ্ছিলাম। এরমধ্যে শুনি স্কুলে পৌঁছানোর আগেই গ্যাস লাইনের বিস্ফোরণে বড়ুয়া বিল্ডিংয়ের দেয়াল ধ্বসে সেখানেই চাপা পড়েছেন অ্যানি। হাসপাতালে নেওয়ার আগেই সব শেষ!

    তিনি স্বজনদের জড়িয়ে ধরে বলছেন, কে দেখবে এখন আমাদের মানিক জোরদের। কি সান্তনা দিবো আমি তাদের? এতো তাড়াতাড়ি তো তোমার চলে যাওয়ার কথা ছিলো না অ্যনি, তবে কেন কিসের এতো তাড়া ছিলো তোমার?

    উল্লেখ্য : আজ ১৭ নভেম্বর রবিবার সকাল ৯টার দিকে পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের বড়ুয়া ভবনে গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর দু’টি ভবনের দেয়ালের একাংশ ধসে পড়ে। এ ঘটনায় ৪ জন পুরুষ ২ জন মহিলাসহ ৭ জন নিহত হয়। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধিন আছে আরো ১০ জন। এরমধ্যে তিন জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

    হতাহতের ঘটনার পর চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রশাসক ও সিএমপির উদ্ধতন কর্মকর্তা, সিডিএ কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শণ করেন।

    এ ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত টিম গঠন করে আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত টিমের প্রতিবেদন দিতে বলেছেন জেলা প্রশাসক। এছাড়া নিহতদের প্রত্যেককে ২০ হাজার এবং আহতদের চিকিৎসা সেবার ভার নিয়েছেন চসিক ও জেলা প্রশাসন।