Tag: শিপব্রেকিং ইয়ার্ড

  • সীতাকুণ্ডে মাথায় প্লেট পড়ে শিপ ইয়ার্ড শ্রমিক নিহত

    সীতাকুণ্ডে মাথায় প্লেট পড়ে শিপ ইয়ার্ড শ্রমিক নিহত

    সীতাকুণ্ডে কাজ করার সময় লোহার প্লেট চাপা পড়ে মো: রবিউল হোসেন (২০) নামে এক শিপব্রেকিং ইয়ার্ড শ্রমিক নিহত হয়েছে।

    রোববার রাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল সাগর পাড়ে এইচএম শিপ ব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক জামালপুর জেলার ইসলামপুর থানার আবুল হায়াতের পুত্র।

    সূত্রে জানা যায়, রাতে শিপব্রেকিং ইয়ার্ডের ভেতরে স্তুপ করা স্ক্র্যাপ জাহাজের প্লেট কাটার সময় আকস্মিক লোহার প্লেটের নিচে চাপা পড়েন রবিউল। এসময় প্লেট চাপায় মাথা থেতলে গিয়ে গুরুতর আহত হন তিনি। দুর্ঘটনার পর আহত রবিউলকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) শামীম শেখ বলেন, ইয়ার্ডটিতে রবিউল কাটারম্যানের দায়িত্ব পালন করছিলেন। রাতে কাজ করার সময় গুরুত্বর আহত হলে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়।