Tag: শিবগঞ্জ

  • শিবগঞ্জে নৌকাকে হারিয়ে দ্বিগুণ ভোটে চেয়ারম্যান হলেন জামায়াতের প্রার্থী

    শিবগঞ্জে নৌকাকে হারিয়ে দ্বিগুণ ভোটে চেয়ারম্যান হলেন জামায়াতের প্রার্থী

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জয়ী হয়েছেন জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সেফাউল মুলুক। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে ১৬ হাজার ৫৯১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নৌকার প্রার্থী বেনাউল ইসলাম। তিনি পেয়েছেন ৮ হাজার ৪৮৪ ভোট। জামায়াত-সমর্থিত প্রার্থীর চেয়ে প্রায় অর্ধেক ভোট কম পেয়েছেন তিনি।

    বুধবার (১৫ জুন) রাত ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তাসিনুর রহমান।

    তিনি বলেন, এখানে প্রথমবারের মতো ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা কম সময়ে সহজেই ভোট দিতে পেরেছেন। ভোটগ্রহণ চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

    কানসাট ইউপিতে ৯টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩১৪৪৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ২২ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৪২৭ জন।

    নির্বাচনে ১০টি কেন্দ্রে ১০ জন প্রিসাইডিং কর্মকর্তা কাজ করেন। সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে ছিলেন ১০৭ জন এবং পোলিং কর্মকর্তা ছিলেন ২১৪ জন।

    আজকের নির্বাচনে ভোট পড়েছে ২৬ হাজার ৩০টি। এরমধ্যে ৫৫টি ভোট বাতিল হয়েছে।

  • শিবগঞ্জে বাস উল্টে মা-মেয়েসহ নিহত ৩

    শিবগঞ্জে বাস উল্টে মা-মেয়েসহ নিহত ৩

    ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।

    বৃহস্পতিবার গভীর রাতে বৃষ্টির মধ্যে উপজেলার পাকুড়তলা এলাকায় এ দুর্ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

    হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার ওসি আবদুল কাদের জিলানী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    নিহতরা হলেন- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বহরা গ্রামের মনোয়ার হোসেনের স্ত্রী শাবনুর খাতুন (২২), তার আড়াই বছরের মেয়ে মঞ্জিলা আকতার ও দিনাজপুরের কাহারোল উপজেলার আল-আমিনের তিন বছরের ছেলে মেহেদী হাসান।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাহবার এন্টারপ্রাইজের একটি কোচ বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার পাকুড়তলা এলাকায় মহাসড়কে পৌঁছে। বৃষ্টির মধ্যে চালক নিয়ন্ত্রণ হারালে কোচটি মহাসড়কের পাশে খাদে উল্টে যায়।

    এতে ঘটনাস্থলেই গৃহবধূ শাবনুর, তার মেয়ে মঞ্জিলা আকতার ও শিশু মেহেদী হাসান ঘটনাস্থলেই মারা যান। এ সময় অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্র ও হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করেন।

    আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

    শুক্রবার বেলা ১০টায় হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার ওসি আবদুল কাদের জিলানী যুগান্তরকে জানান, দুর্ঘটনাকবলিত কোচটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। আহত অন্তত ৪-৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

  • ট্রাকে মিলল ১২ আগ্নেয়াস্ত্র

    ট্রাকে মিলল ১২ আগ্নেয়াস্ত্র

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অভিযান চালিয়ে ১২টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে। এ সময় এক যুবককে আটক করা হয়েছে।

    মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোপপুকুর এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে ওই অস্ত্রসহ এক যুবককে আটক করে র‌্যাব।

    আটক আলামিন খন্দকার (২৫) পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে।

    এ সময় ট্রাকটি তল্লাশি করে সাতটি পিস্তল, পাঁচটি ওয়ান শুটারগান, ১৩টি ম্যাগজিন ও ৪০ রাউন্ড গুলি উদ্ধারসহ অস্ত্র বহনকারী ট্রাকটি জব্দ করা হয়।

    চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ এর অধিনায়ক সহকারী পুলিশ সুপার আজমল হোসেন জানান, শিবগঞ্জে মাদক উদ্ধারে যায় র‌্যাবের একটি দল। রাত সাড়ে ৮টার দিকে ধোপপুকুর এলাকায় একটি পেট্রলপাম্পের সামনে ট্রাকসহ কয়েকজনকে দাঁড়ানো দেখে সন্দেহ হয়।

    তাদের চ্যালেঞ্জ করেন র‌্যাব সদস্যরা। এ সময় একজন দৌড়ে পালিয়ে গেলেও আল আমীনকে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি ব্যাগের মধ্য থেকে সাতটি পিস্তল, পাঁচটি ওয়ান শুটারগান, ১৩টি ম্যাগজিন ও ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জব্দ করা হয় অস্ত্র বহনকারী ট্রাকটিও।

    তবে প্রাথমিকভাবে জানা গেছে, ট্রাকচালকের আড়ালে আল আমীন দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত।