Tag: শিবপুর

  • নামাজ পড়ে বাড়ি ফেরার পথে উপজেলা চেয়ারম্যানকে গুলি

    নামাজ পড়ে বাড়ি ফেরার পথে উপজেলা চেয়ারম্যানকে গুলি

    নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়।

    শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে শিবপুর থানা সংলগ্ন নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    এদিকে প্রবীণ এই রাজনীতিবিদের ওপর সন্ত্রাসী হামলায় ক্ষুব্ধ স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ সুশীল সমাজের লোকজন। এ ঘটনার পর উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে।

    পুলিশ জানায়, শিবপুরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান শনিবার ভোর ৫টার দিকে নামাজ আদায় করতে বাড়ি থেকে বের হয়ে মসজিদে যান।সেখান থেকে নামাজ আদায় করে শিবপুর বাজারস্থ বাড়িতে ফিরে যাচ্ছিলেন। ওই সময় হারুনুর রশিদ খান বাড়ির গেইটে পৌঁছলে মোটরসাইকেলে আগত মুখোশধারী ৩ সন্ত্রাসী পেছন থেকে তাকে লক্ষ্য করে পর পর ৩টি গুলি করে। এতে তিনি পিঠে গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমম্পেক্স নিয়ে যায়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

    উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল বলেন, এটি রাজনৈতিক কারণে হামলা না কি অন্য কোন কারণে তা প্রশাসনকে দ্রুত সময়ের মধ্যে খোঁজে বের করার জন্য আহ্বান জানিয়েছি। এই হামলার সঙ্গে যেই জড়িত থাকুক তাকে আইনের আওতায় আনতে হবে। আর চেয়ারম্যান সাহেব যেনো সুস্থ হয়ে উঠে তার জন্য সবার কাছে দোয়া চাই।

    বিষয়টি নিশ্চিত করে শিবপুর থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, মুখোশধারী ৩ দুর্বৃত্ত চেয়ারম্যান সাহেবকে পেছন থেকে গুলি করেছেন। তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে।

  • সীতাকুণ্ডে শিবপুর অলিম্পিক ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

    সীতাকুণ্ডে শিবপুর অলিম্পিক ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড পৌরসভাধীন সামাজিক সংগঠন শিবপুর কিং ষ্টার ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত অলিম্পিকি ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন সম্পন্ন হয়েছে।

    রোববার রাতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় উপজেলা ক্রিকেট একাদশ মুরাদপুর ইলিয়াছ খান ভূঁইয়া বাড়ী ক্রিকেট একাদশকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

    শিবপুর কিং ষ্টার ক্রীড়া সংঘ’র সভাপতি নুরুচ্ছাপার সভাপতিত্বে, সাধারন সম্পাদক ইমরান হোসেনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল বাঁকের ভূঁইয়া।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদ মিয়া, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মেজবাহ উদ্দীন চৌধুরী, সাবেক সদস্য রতন মিত্র, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহেদ চৌধুরী ফারুক, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইঞ্জিনিয়ার কামরুদ্দৌজা, শিবপুর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিউল আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও সামজ সেবক মোঃ কামাল উদ্দীন, হামিদ উল্ল্যাহ্ হাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু তাহের, উত্তর শিবপুর গ্রামের সর্দার জামাল উল্ল্যাহ্সহ শিবপুর কিং ষ্টার ক্রীড়া সংঘর সকল সদস্য।

    প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ্ আল বাকের ভূঁইয়া বলেন, শিবপুর কিং ষ্টার ক্রীড়া সংঘ খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ড করায় আমি তাদের ধন্যবাদ জানায়। খেলাধুলা তরুন,যুবকদের বিভিন্ন অপকর্ম থেকে দুরে রাখে, যতবেশি খেলাধুলা হবে যুব সমাজ তত খারাপ কাজ থেকে দুরে থাকবে। বর্তমান সরকার খেলাধুলাকে প্রাধান্য দিয়ে ব্যাপকভাবে কাজ করছেন। মাদক,জুঁয়াসহ সকল প্রকার খারাপ কাজ থেকে দুরে থাকতে খেলাধুলার কোন বিকল্প নেই।

  • সীতাকুণ্ডে শিবপুর অলিম্পিক ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

    সীতাকুণ্ডে শিবপুর অলিম্পিক ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ক্রীড়া ও সামাজিক সংগঠন শিবপুর কিং ষ্টার ক্রীড়া সংঘ’র উদ্যোগে অলিম্পিক ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন হয়েছে।

    শনিবার রাতে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ও চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রলীগের সহ সম্পাদক ভূঁইয়া সামী আল মুজতবা (শুভ), সাবেক উপজেলা আওয়ামীলীগের সদস্য রতন মিত্র, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সাবেক সাংস্কৃতি সম্পাদক ও ৪ নং মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেহান উদ্দীন, সাবেক উপজেলা ছাত্রলীগ সদস্য এস এম রিয়াদ জিলান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কামাল, মাকসুদ, শুভ ও সাকিব।

    শিবপুর কিং ষ্টার ক্রীড়া সংঘ’র সভাপতি নুরুচ্ছাপার সভাপতিত্বে ও শিবপুর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুনসুর এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    উদ্বোধনী খেলায় অংশ নেয় মরহুম নাছির উদ্দীন একাদশ বনাম বাড়বকুণ্ড-শুকলালহাট একাদশ।