Tag: শিবির

  • মিরসরাইয়ে শিবিরের ঝটিকা মিছিল থেকে হামলা সাবেক ছাত্রলীগ নেতা আহত

    মিরসরাইয়ে শিবিরের ঝটিকা মিছিল থেকে হামলা সাবেক ছাত্রলীগ নেতা আহত

    মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ের জোরাগঞ্জ থানার ঠাকুরদিঘি বাজারে শিবিরের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। মিছিলে বাধা দেয়ায় আনিস রিফাত নামে দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের এক সাবেক সভাপতী উপর হামলা করা হয়েছে। এসময় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন কেও মারধর করা হয়েছে। ঝটিকা মিছিল ও হামলার ঘটনায় ওয়াহেদপুর ইউনিয়নের খাজুরিয়া এলাকার আছিবুল হাসান পিতা নুরুন নবী নামে এক শিবির কর্মীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

    মঙ্গলবার (২৪ জানুয়ারী) সকাল সাড়ে ৭টায় মিরসারই উপজেলার জোরারগঞ্জ থানার ৮নং দূর্গপুর ইউনিয়নের ঠাকুরদিঘি বাজারে এই ঘটনা ঘটে।

    খবর নিয়ে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ৩টি বাস যোগে প্রায় শ খানেক শিবির কর্মী ঝটিকা মিছিল দিয়ে পালিয়ে যাওয়ার সময় দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আনিস রিফাত কে একা পেয়ে তার উপর হামলা করে গুরুতর আহত করা হয়। আহত আনিস রিফাতকে উদ্ধার করে স্থানিয় উপজেলা স্বাস্থ কেন্দ্রে ভর্তি করা হয়।
    দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস জানান, সকালে নামাজ পড়ে বাজারে নাস্তা সেরে বাড়ি চলে যান। বাজারে মিছিলের আওয়াজ শুনে ঘর থেকে বের হয়ে বাজারে উঠতেই দেখেন শিবির কর্মীরা আনিছকে বেদম মারধর করছেন। এসময় আনিস কে তাদের হাত থেকে উদ্ধার করতে গেলে আমাকেও মারধর করে। স্থানিয়দের সহায়তায় আনিসকে উদ্ধর করে হাসপাতালে পাঠাই এছাড়া স্থানিয়রা এক শিবির কর্মীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

    মিরসরাই যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিঠু জানান, শিবির কর্মীদের হামলায় আনিসের মাথা ফেটে গেছে। দুর্গাপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব জানান, ঘটনা শুনেছি তবে কি হয়েছে বিস্তারিত আমি জানি না আমি ঘটনা স্থলে ছিলাম না।

    জোরারগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন, শিবিরের ঝটিকা মিছিলের সত্যতা নিশ্চিত করে বলেন। সকাল সাড়ে ৭টায় ৩টি বাস যোগে তারা মিছিল করে পালানোর সময় সাবেক ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতার সাথে হামলার ঘটনা ঘটে। এতে সাবেক ছাত্রলীগ নেতা আনিস আহত হন ও শিবিরের এক কর্মী আহত হয়। শিবিরের আহত কর্মীকে আইনি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

  • ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্যাতন : ১০ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

    ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্যাতন : ১০ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের কুমিরায় অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি)র এক ছাত্রকে শিবির আখ্যা দিয়ে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যলয়ের ১০ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২, চট্টগ্রামে এর আদালতে হামলার শিকার মাসুদুর রহমান আদনান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

    আদালত অভিযোগ আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে তদন্তের নির্দেশ দিয়েছেন।

    মামলা দায়েরের বিষয়ে বাদী ও আইআইইউসি’র কুর’আনিক সাইন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২য় সেমিস্টারের ছাত্র সুদুর রহমান আদনান বলেন, মামলাটি পিবিআই নিয়েছেন। গণমাধ্যমে আমাকে নির্যাতনের ছবি ছেপেছে। আশা করি পিবিআইয়ের ওপর যদি কোন ধরণের চাপ না আসে তাহলে সঠিক তদন্ত হবে এবং আসামীদের উপযুক্ত শাস্তি হবে। আর আমি ন্যায় বিচার পাবো।

    মামলার এজহার থেকে জানা যায়, আইন বিভাগের ছাত্র (আইডি নং- LM- 183122) উচো অং মারমাকে ১নং আসামী করে মোট ১০ জনের বিরুদ্ধে ওই মামলা দায়ের করা হয়।

    এজহারে অভিযুক্ত বাকি আসামিরা হলো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের ছাত্র মশিউর রহমান মৃদুল, একই বিভাগের অনিক ইসলাম অনিক, ওমর ফারুক তুহিন, আব্দুল্লাহ আল নাঈম রবিন আইন বিভাগের হাসান হাবিব মুরাদ, এমবিএ এর ছাত্র শফিউল ইসলাম, ইকোনমিক্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের রবিউল হোছাইন রনি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের ছাত্র আব্দুল্লাহ আলম তাশরীফ এবং কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের ছাত্র মো. আফজাজুল হক অমি। বাদী জানায়, তারা সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।

    আইআইইউসি সুত্রে জানায়, গত ২৭ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের উসমান (রা.) হলের আদনানকে শিবির সন্দেহে মারধর করেন ছাত্রলীগ পরিচয়ধারী কয়েক ছাত্র। পরে শিক্ষকেরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। এ ঘটনার জেরে ২৯ জানুয়ারি ক্যাম্পাসে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান করে।

    পরে উদ্বুদ্দ পরিস্থিতিতে জরুরি সিন্ডিকেট সভা ডেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ছাত্রদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।