মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ের জোরাগঞ্জ থানার ঠাকুরদিঘি বাজারে শিবিরের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। মিছিলে বাধা দেয়ায় আনিস রিফাত নামে দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের এক সাবেক সভাপতী উপর হামলা করা হয়েছে। এসময় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন কেও মারধর করা হয়েছে। ঝটিকা মিছিল ও হামলার ঘটনায় ওয়াহেদপুর ইউনিয়নের খাজুরিয়া এলাকার আছিবুল হাসান পিতা নুরুন নবী নামে এক শিবির কর্মীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারী) সকাল সাড়ে ৭টায় মিরসারই উপজেলার জোরারগঞ্জ থানার ৮নং দূর্গপুর ইউনিয়নের ঠাকুরদিঘি বাজারে এই ঘটনা ঘটে।
খবর নিয়ে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ৩টি বাস যোগে প্রায় শ খানেক শিবির কর্মী ঝটিকা মিছিল দিয়ে পালিয়ে যাওয়ার সময় দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আনিস রিফাত কে একা পেয়ে তার উপর হামলা করে গুরুতর আহত করা হয়। আহত আনিস রিফাতকে উদ্ধার করে স্থানিয় উপজেলা স্বাস্থ কেন্দ্রে ভর্তি করা হয়।
দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস জানান, সকালে নামাজ পড়ে বাজারে নাস্তা সেরে বাড়ি চলে যান। বাজারে মিছিলের আওয়াজ শুনে ঘর থেকে বের হয়ে বাজারে উঠতেই দেখেন শিবির কর্মীরা আনিছকে বেদম মারধর করছেন। এসময় আনিস কে তাদের হাত থেকে উদ্ধার করতে গেলে আমাকেও মারধর করে। স্থানিয়দের সহায়তায় আনিসকে উদ্ধর করে হাসপাতালে পাঠাই এছাড়া স্থানিয়রা এক শিবির কর্মীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
মিরসরাই যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিঠু জানান, শিবির কর্মীদের হামলায় আনিসের মাথা ফেটে গেছে। দুর্গাপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব জানান, ঘটনা শুনেছি তবে কি হয়েছে বিস্তারিত আমি জানি না আমি ঘটনা স্থলে ছিলাম না।
জোরারগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন, শিবিরের ঝটিকা মিছিলের সত্যতা নিশ্চিত করে বলেন। সকাল সাড়ে ৭টায় ৩টি বাস যোগে তারা মিছিল করে পালানোর সময় সাবেক ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতার সাথে হামলার ঘটনা ঘটে। এতে সাবেক ছাত্রলীগ নেতা আনিস আহত হন ও শিবিরের এক কর্মী আহত হয়। শিবিরের আহত কর্মীকে আইনি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।