Tag: শিবির সন্দেহ

  • আইআইইউসিতে শিবির সন্দেহে সাধারণ ছাত্রকে ছাত্রলীগের নির্যাতন

    আইআইইউসিতে শিবির সন্দেহে সাধারণ ছাত্রকে ছাত্রলীগের নির্যাতন

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের কুমিরাস্থ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে (আই.আই.ইউসি) শিবির কর্মী সন্দেহে এক সাধারণ শিক্ষার্থীকে মারধর করেছে ছাত্রলীগের কর্মীরা।

    সোমবার (২৭ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ওসমান (রা) হলে রড, লাঠি ও স্ট্যাম্প দিয়ে বেধড়ক পেটানো হয় ওই শিক্ষার্থীকে। এতে অংশ নেন ছাত্রলীগ নামধারী আইন বিভাগের ছাত্র উ চো মারমা, রবিউল ইসলাম রনি, শফিউল ইসলাম, অনিক ও মৃদুল।

    পরে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রকে আহতাবস্থায় উদ্ধার করে ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। নির্যাতনের শিকার আদনান কুর’আনিক সাইন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ ২য় সেমিস্টারের ছাত্র।

    জানা যায়, ছাত্রলীগের নেতারা আদনানকে শিবির সন্দেহে আটক করে তার কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় এবং তাকে বেধড়ক মারধর করে। সে ওসমান হলের ৪১৩ নং হলে থাকতো বলে জানা গেছে।

    এই বিষয়ে হল প্রভোস্ট জোনায়েদ কবিরের সাথে কথা বললে তিনি জানান, ঘটনাটি তিনি শুনেছেন। বর্তমানে তিনি হলে রয়েছে বিস্তারিত পরে জানাবেন।

    বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মুহাম্মাদ কাওছার আহম্মেদের সাথে কথা বললে, তিনি জানান, আমি ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হবে।