Tag: শিশু

  • ১১ দম্পতির ফিরিয়ে দেয়া সন্তান এখন সানি ঘরে

    ১১ দম্পতির ফিরিয়ে দেয়া সন্তান এখন সানি ঘরে

    এক এক করে দম্পতি আসছেন। কোনও এক অনাথ শিশুকে দত্তক নিয়ে চলে যাচ্ছেন। কিন্তু একটি শিশু বার বার সেই তালিকা থেকে বাদ পড়ে যাচ্ছে। ১১ বার একই ঘটনা ঘটে! কেন?

    কারণ শিশুটির গায়ের রঙ কালো এবং খুব রুগ্ন। কিন্তু ১২ নম্বর দম্পতি এসে সেই শিশুকেই বেছে নেন তাদের সন্তান হিসেবে। সেই দম্পতি আর কেউ নন, সানি লিওন এবং ড্যানিয়েল ওয়েবার। আর শিশুটি হল নিশা কৌর ওয়েবার। নতুন বাবা-মা তাকে এই নামটিই দিয়েছিলেন।

    ২০১৭ সালে নিশাকে দত্তক নেন সানি-ওয়েবার দম্পতি। পরবর্তীকালে অনাথ আশ্রমের পক্ষ থেকেই এই তথ্য দেওয়া হয় যে নিশাকে তার আগে ১১টি পরিবার প্রত্যাখ্যান করেছিল তার গায়ের রঙের জন্য। অনাথ আশ্রমের পক্ষ থেকে আরও জানিয়েছিল, দম্পতিরা সচরাচর শিশুদের জাত, ধর্ম, গায়ের রং, স্বাস্থ্য, ইত্যাদি দেখে তবে দত্তক নেন। আর সে সবের জন্যই বাদ পড়ে যাচ্ছিল নিশা। কিন্তু সানি লিওন সে সবের পরোয়া না করে প্রথম দেখাতেই নিশাকে নিজের সন্তানের স্থান দিয়েছেন।

    নিশাকে দত্তক নেওয়ার পরের বছরই সারোগেসির মাধ্যমে আরও দুই পুত্রসন্তানের জন্ম দেন সানি। তিন সন্তানের বিভিন্ন ছবি বার বার উঠে আসে সানির ইনস্টাগ্রামে। সানি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, নিশা যে তাঁর দত্তক কন্যা, সে কথা তার কাছ থেকে লুকিয়ে রাখতে চান না।

    এন-কে

  • বোয়ালখালীতে ঝরে পড়া শিশুদের শিক্ষা দেবে ক্যাপ

    বোয়ালখালীতে ঝরে পড়া শিশুদের শিক্ষা দেবে ক্যাপ

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : বোয়ালখালীতে ২ হাজার ১শত ঝরে পড়া ও নিরক্ষর শিশুদের ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষা দেবে সেন্টার ফর এডভান্সমেন্ট প্রোগ্রাম (ক্যাপ)।

    এ উপলক্ষে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম।

    সভায় জানানো হয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহায়তায় কর্মসূচি বাস্তবায়ন সহায়ক সংস্থা ঢাকা আহছানিয়া মিশন এর সহযোগি সংস্থা সেন্টার ফর এডভান্সমেন্ট প্রোগ্রাম (ক্যাপ) কর্তৃক বাস্তবায়নাধীন আউট অব স্কুল চিলড্রেন কর্মসূচি’র আওতায় উপজেলায় ৭০টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে ৮-১৪ বছর বয়সী ২ হাজার ১শত নিরক্ষর ও ঝরে পড়া শিশুদের ৫ম শ্রেণী পর্যন্ত শিখন দক্ষতা অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

    জাতিসংঘ ঘোষিত এসডিজির সকল সূচক সফলভাবে অর্জনে সবার জন্য মান সম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষেই বাংলাদেশ সরকার এই কর্মসূচি গ্রহণে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন।

    সভায় বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: তরিকুল ইসলাম, ক্যাপ’র নির্বাহী পরিচালক নূর মোহাম্মদ ও ঢাকা আহছানিয়া মিশনের চট্টগ্রাম জেলা প্রোগ্রাম ম্যানেজার এস এম কামরুল ইসলাম।

    ২৪ ঘণ্টা/পূজন/রাজীব

  • সাড়ে ৭ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা দেবে চসিক

    সাড়ে ৭ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা দেবে চসিক

    ভাইরাসজনিত মারাত্মক সংক্রমণ রোগ হাম-রুবেলা প্রতিরোধে ৭ লাখ ৫২ হাজার ৫৬৪ জন শিশুকে টিকা দেওয়া হবে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ব্যবস্থাপনায়। আগামী ১২ ডিসেম্বর ২০২০ থেকে ২৪ জানুয়ারি ২০২১ মধ্যে নগরের ৪১ ওয়ার্ডের ৯ মাস থেকে ৫ বছরের কম বয়সী ৩ লাখ ১ হাজার ২৬ জন এবং ৫ বছর থেকে ১০ বছরের ৪ লাখ ৫১ হাজার ৫৩৮ শিশুকে ১ ডোজ করে টিকা দেওয়া হবে।

    বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

    সংবাদ সম্মেলনে চসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, ডা. সানোয়ার আলম, ডা. আশরাফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় কো অর্ডিনেটর ডা. ইমং প্রু চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

    তিনি বলেন, নির্দিষ্ট বয়সের কোনো শিশু আগে হাম-রুবেলা টিকা পেলেও ক্যাম্পেইন চলাকালে ১ ডোজ টিকা অতিরিক্ত হিসেবে নিতে হবে।

    টিকাদান কেন্দ্রে স্বাস্থ্যবিধি মানতে হবে, কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখা ও মুখে মাস্ক রাখতে হবে।

    সংবাদ সম্মেলনে জানানো হয় হাম সাধারণত আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা অন্যদের মধ্যে হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। শিশু ছাড়াও যেকোনো বয়সে হাম হতে পারে। রুবেলা রোগের জীবাণু প্রধানত বাতাসের সাহায্যে শ্বাসতন্ত্রের মাধ্যমে সুস্থ শরীরে প্রবেশ করে এবং লক্ষণ দেখা দেয়।

    ডা. সেলিম আকতার আরো জানিয়েছেন, গর্ভবতী মায়েরা গর্ভের ৩ মাসের সময় রুবেলা ভাইরাসে আক্রান্ত হলে ৯০ ভাগ ক্ষেত্রে মা থেকে গর্ভের শিশু আক্রান্ত হতে পারে। সেক্ষেত্রে গর্ভপাত এমনকি গর্ভের শিশুর মৃত্যুও হতে পারে। শিশু জন্মগত বিভিন্ন জটিলতা নিয়ে জন্মগ্রহণ করে যা কনজেনিটাল রুবেলা সিনড্রোম (সিআরএস) নামে পরিচিত। কোনো শিশু এমআর টিকা না পেলে অন্যরাও তার মতো হাম রুবেলা রোগের ঝুঁকিতে থাকে। ক্যাম্পেইন চলাকালে চসিক জেনারেল হাসপাতালে নিয়ন্ত্রণ কক্ষ (নম্বর ০৩১-৬৩৪৫৮৪, ০৩১-৬১৬৫৫৫) খোলা থাকবে।

  • শিশুকে ইয়াবা দিয়ে ফাঁসানো এসআই হেলাল চাকরিচ্যুত

    শিশুকে ইয়াবা দিয়ে ফাঁসানো এসআই হেলাল চাকরিচ্যুত

    ২৪ ঘণ্টা, ডেস্ক নিউজ : চট্টগ্রামের স্কুলছাত্র সালমান ইসলাম মারুফকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা এবং মা-বোনকে মারধরের পর ছেলেটির লাশ উদ্ধারের ঘটনায় বরখাস্ত হওয়া ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) হেলালউদ্দিনকে চাকরিচ্যুত করা হয়েছে।

    বিভাগীয় মামলায় দোষী প্রমাণিত হওয়ায় তাকে চাকরিচ্যুত করার এই সিদ্ধান্ত হয়েছে। ডবলমুড়িং থানার ওসি সুদীপ কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, তদন্ত কমিটি হেলালকে অভিযুক্ত করায় তাকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলা করা হয়েছিল। সে মামলায় তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার চাকরিচ্যুত করা হলো।

    সালমান ইসলাম মারুফ স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল। পড়ার খরচ চালাতে স্থানীয় একটি বিপণিবিতানে বিক্রয়কর্মী হিসেবেও কাজ করত সে।

    মারুফের স্বজনদের ভাষ্য, ১৬ জুলাই রাতে ডবলমুরিং থানার বাদামতলীর বড় মসজিদ গলিতে তার বাসায় অভিযানে যান পুলিশ সদস্য এসআই হেলাল।

    তার কিছু দিন আগে মারুফের বাসা থেকে সাইকেল ও মোবাইল ফোন চুরি হয়েছিল। সেদিন সন্ধ্যায় দুই লোক গিয়ে মারুফের বাসায় উঁকি দিচ্ছিলেন। এ সময় মারুফ তাদের ‘চোর চোর’ বলে ধরে ফেলেন।

    এর পর এসআই হেলাল পুলিশের লোক পরিচয় দিয়ে মারুফকে মারধর করেন এবং থানায় ধরে নিয়ে যাওয়ার চেষ্টা ও টাকা দাবি করেন। মারুফের মা ও বোন তখন পুলিশকে বাধা দেন।

    যে দুজন বাসায় উঁকি দিয়েছেন, তারা নিজেদের পুলিশের সোর্স হিসেবে পরিচয় দেন। আর তাদের সঙ্গে থাকা এসআই হেলাল ছিলেন সাদা পোশাকে।

    সেখানে মারধরের পর কিশোর মারুফের বোন আহত হলে মাসহ তাদের হাসপাতালে নেয়া হয়। এর পর বাসা থেকে মারুফের লাশ উদ্ধার করে পুলিশ।

    স্থানীয়দের বিক্ষোভের মুখে সেই রাতে এসআই হেলালকে প্রত্যাহার করা হয়। চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের উপকমিশনার (পশ্চিম) মনজুর মোরশেদকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ঘটনার চার দিন পর ২০ জুলাই তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়।

    সেখানে বলা হয়, এসআই হেলাল সাদা পোশাকে অভিযানে গিয়ে মারুফের মা-বোনকে মারধর এবং ইয়াবা দিয়ে ফাঁসানোর হুমকি দিয়েছিলের বলে প্রমাণ মিলেছে তদন্তে।

    এসআই হেলালের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার পাশাপাশি তাকে বরখাস্তের সুপারিশ করে তদন্ত কমিটি। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তাকে চাকরি থেকে বাদ দেয়া হয়েছে।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • মিরসরাইতে পুকুরে ডুবে মারা গেছে শিশু

    মিরসরাইতে পুকুরে ডুবে মারা গেছে শিশু

    চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইতে পুকুরের পানিতে ডুবে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত শিশুর নাম রিফাত।

    আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার ইছাখালী ইউনিয়নের চুনি মিঝিরটেক গ্রামের নেজামের বাড়িতে দুর্ঘটনাটি ঘটে। নিহত রিফাত একই গ্রামের নুরুল আমিন প্রকাশ (বাহার)-এর সন্তান বলে জানা গেছে।

    স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন দুখু শিশু রিফাতের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশু রিফাত বাড়ির উঠোনে খেলতে খেলতে নিখোঁজ হয়ে যায়। কিছুক্ষণ পর বাড়ির উঠোনে রিফাতকে দেখতে না পেয়ে খোঁচাখোঁজি শুরু করে স্বজনরা।

    অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরে রিফাতের পা ভাসতে দেখে পুকুরে নেমে স্বজনরা রিফাতকে উদ্ধার করে স্বজনরা। পরে গ্রামের পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে রিফাত মৃত ঘোষণা করেন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • সন্তানের মুখে বাবা ডাক শোনা হলনা মারুফের,নবজাতক শিশু হারালো পিতা/করোনা উপসর্গে মৃত্যু

    সন্তানের মুখে বাবা ডাক শোনা হলনা মারুফের,নবজাতক শিশু হারালো পিতা/করোনা উপসর্গে মৃত্যু

    ২৪ ঘণ্টা ডট নিউজ। রাজীব সেন প্রিন্স : মাত্র বছর দেড়েক আগে সামাজিক ভাবে ঝাকজমকপূর্ণ আয়োজনে বিয়ের পিড়িতে বসেছিলেন মারুফ চৌধুরী। চট্টগ্রাম আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে প্রাকটিস করতেন তিনি।

    গেল ঈদের আগের দিন তাদের সংসারে ঘর আলো করে আসে ফুটফুটে এক বেবি। তবে বাবা হওয়ার আনন্দটা সে খুব একটা বেশি সময় উদযাপন করতে পারেনি। এরমাঝেই তার শরীরে দানা বাধে করোনার সব উপসর্গ।

    নবজাতক কণ্যা সন্তানের মুখে বাবা ডাক শোনার লোভ ছিলো তার। আর তাই করোনা যুদ্ধে জয়ী হতে চেয়েছে মারুফ। এজন্য করোনা পরীক্ষা করানোর জন্য নমুনা দিতে বেশ কয়েকটি ল্যাবে ছুটোছুটিও করেছেন নিজেই। কিন্তু নমুনা পরীক্ষা করাতে ব্যর্থ হন।

    এর মাঝেই তার শ্বাসকষ্ট অতিরিক্ত বেড়ে গেলে গত ১ জুন সে বাজার থেকে অক্সিজেন সিলিণ্ডার কিনে নিয়ে শ্বাসকষ্টের যন্ত্রণা মুক্ত হওয়ার চেষ্টা করে।

    এরপরও মারুফের শারিরীক অবস্থার অবনতি হলে গত ২ জুন স্বজনরা তাকে প্রথমে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কোন সিট খালি না পেয়ে নিয়ে যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দীর্ঘসময় পর সেখানে ভর্তি করা হলেও সিট পাননি।

    ৩ জুন দিবাগত রাতে পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পারি জমান তরুণ এ শিক্ষানবিশ আইনজীবী। নবজাতক কণ্যা সন্তানের বাবা ডাকটা তার আর শোনা হলনা, নবজাতক শিশুটি হারালো পিতা।

    ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে পড়ুয়া তার ছোট ভাইয়ের বন্ধু আবু তাহের ৩ জুন রাত সাড়ে ৯টার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে সেখানে উল্লেখ করেন, মারুফ চৌধুরী। ইউনিভার্সিটি সহপাঠীর বড় ভাই। বছর দেড়েক আগে বিয়ে করেছিলেন। ওনার গায়ে হলুদের অনুষ্ঠানে শেষবার দেখা হয়েছিল। ঈদের আগের দিন ফুটফুটে বেবিটার বাবা হয়েছেন।

    কিন্তু বাবা ডাক না শোনার আগেই পৃথিবী থেকে বিদায় নিলেন। বুধবার (৩ জুন) করোনার উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি হাসপাতালে উপযুক্ত চিকিৎসা পাননি অভিযোগও করেন ফেসবুক পোস্টে।

    তিনি আক্ষেপ করে বলেন, চোখের সামনে এভাবে অনেকে আপনজন হারাচ্ছেন। পর্যাপ্ত টেষ্টের অভাব, পর্যাপ্ত হাসপাতালের অভাব, পর্যাপ্ত চিকিৎসার অভাবে এভাবে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল।

    ওদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। আল্লাহ যেন মারুফ ভাইকে জান্নাত নসিব করে। আমাদেরকে এই মাহামারি থেকে হেফাজত করুন।

    করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া শিক্ষানবিশ আইনজীবীর চট্টগ্রাম আদালত ভবনের সহকর্মী আইনজীবী বরকত উল্লাহ খান বলেন, করোনার উপসর্গ নিয়ে চমেক হাসপাতালে ভর্তির পর মারুফের মৃত্যু হয়। সে শেষবারের মতো আদালতে গিয়েছিলেন গত ২৫ মার্চ। তখন তার সাথে দেখা হয়েছিলো।

    কখনো ভাবিনি সহপাঠিটি এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবেন। আল্লাহ যে তার পরিবারকে এ শোক সইবার শক্তি দিন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন আইনজীবীরা।

    তার কলেজ জীবনের বন্ধু সরওয়ার সিহাব ফেসবুকে আবু তাহেরের পোস্টে কমেন্ট করে লিখেছেন, ২০১০ সালে আমি যখন মহসিন কলেজে পড়তাম তখন উনি আমার রুমমেট ছিলেন। চাকরি করতেন গোল পাহাড় মোড়ের মেট্রো ডায়াগনস্টিক সেন্টারে।

    আজকে হঠাৎ উনার মৃত্যুর খবর শুনে অনেকক্ষণ স্তব্ধ ছিলাম। আল্লাহ বেহেশত নসীব করুক। আমিন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • চট্টগ্রামে নবজাতক শিশুর করোনা পজেটিভ/এটাই দেশের সবচেয়ে কম বয়সী করোনা রোগী

    চট্টগ্রামে নবজাতক শিশুর করোনা পজেটিভ/এটাই দেশের সবচেয়ে কম বয়সী করোনা রোগী

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ দিনের নবজাতক শিশু। বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম বয়সী এ করোনা রোগীটিও চট্টগ্রামের।

    করোনায় আক্রান্ত মায়ের নবজাতক শিশুটি জন্ম নেওয়ার একদিন পরই নমুনা পরীক্ষা করা হয়। গতকাল ২৮ মে বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবের ফলাফলে তার করোনা পজেটিভ আসে।

    তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব। তিনি বলেন, বর্তমানে মা ও ৪ দিনের শিশু পুত্র দুজনই হাসপাতালে চিকিৎসাধীন এবং সুস্থ আছেন।

    হাসপাতাল সুত্রে জানা যায়, প্রসব বেদনা নিয়ে গত ২৪ মে রবিবার ৩২ বছর বয়সী এক গর্ভবতী নারী চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন। এর আগে গত ২০ মে ওই নারীর করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে।

    শুরুতে তিনি বাসায় আইসোলেশনে থাকলেও গত ২৪ মে তার প্রচণ্ড প্রসব বেদনা উঠলে তাকে জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। করোনা আক্রান্ত ওই নারীকে সেদিনই অস্ত্রোপচার করলে তার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন।

    জন্মদাতা মায়ের করোনা পজেটিভ থাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে পরদিন ওই শিশু পুত্রের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। শিশুর জন্মের ৪ দিনের দিন গতকাল বৃহস্পতিবার চমেক ল্যাবের ফলাফলে শিশুটির শরীরেও করোনা সংক্রমণ ধরা পড়ে।

    গতকাল বৃহস্পতিবার (২৮ মে) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ২৪৫ জনের নমুনা পরীক্ষা করে ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৩২ জন এবং উপজেলায় ০৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

    নতুন শনাক্তদের মধ্যে চারদিন বয়সী এক নবজাতক রয়েছে। গত ২৪ মে জেনারেল হাসপাতালে একজন করোনা রোগী শিশুটির জন্ম দেন। বৃহস্পতিবার চমেক ল্যাবে নবজাতকটির করোনা শনাক্ত হয়েছে। এছাড়া পুলিশ সদস্য ১৬ জন এবং সোনালী ব্যাংক হাটহাজারী শাখায় কর্মরত ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

    চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ২৪২৯ জন। যার মধ্যে নগরে ২১৭০ জন এবং উপজেলায় ২৫৯ জন। করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৬৫ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১৯৭ জন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • সাতকানিয়ায় খেলতে খেলতে পুকুরে ডুবে প্রাণ হারালেন শিশু শায়ন

    সাতকানিয়ায় খেলতে খেলতে পুকুরে ডুবে প্রাণ হারালেন শিশু শায়ন

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পানিতে ডুবে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।

    একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সোনা গাজী ফকির বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলতে খেলতে পানিতে ডুবে প্রাণ হারায় শিশুটি।

    নিহত শিশুর নাম এনায়েত উল্লাহ শায়ন। একই বাড়ির মরহুুম আশরাফ জামান মাস্টারের নাতি মো. জাহের উল্লার ছেলে বলে জানা গেছে।

    জানা যায়, গতকাল শনিবার (৯ সে) বিকেল সাড়ে চারটার দিকে শায়ন বাড়ির পাশের পুকুর পাড় ঘেষে খেলছিলো। খেলতে খেলতে সে পুকুরে পড়ে যায়।

    কিছুক্ষণ পর বাড়ির অন্যান্য লোকজন শিশু শায়নকে বাড়ির আঙ্গিনায় দেখতে না পেয়ে অনেক খোঁখোঁজির এক পর্যায়ে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা।

    পরে পরিবারের লোকজন শিশু শায়নকে পুকুর থেকে তুলে কেরানীহাট আশশেফা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • ছুরি দিয়ে কুচিয়ে কুচিয়ে ৪ বছরের শিশু দিহানকে হত্যা করে তার আপন চাচী

    ছুরি দিয়ে কুচিয়ে কুচিয়ে ৪ বছরের শিশু দিহানকে হত্যা করে তার আপন চাচী

    ২৪ ঘণ্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ির ৪ বছরের শিশু দিহানকে নির্মমভাবে হত্যা করেন তার আপন বড় চাচী।

    ঘটনার পর সন্দেহজনক ভাবে চাচিকে আটক করা হলে রাতেই পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন তিনি। পারিবারিক শত্রুতার জের ধরে তাকে নির্মম ভাবে সবজি কাটার ছুরি দিয়ে কুচিয়ে কুচিয়ে হত্যা করা হয়।

    পুলিশ জানায়, চাচি নিজ হাতে ছুরি দিয়ে অবুঝ এ শিশুকে ১৬ টি আঘাত করেন, সব রক্ত তিনি নিজ হাতে পানি দিয়ে পরিষ্কার করে বাচ্চাটিকে কলাপাতা মুড়িয়ে পাশের লাকড়ির ঘরে লুকিয়ে রাখেন।

    ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ বাবুল আক্তার ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, এ ঘটনা খুবই অমানবিক। এ ঘটনায় নিহত শিশুর মা জনি আক্তার বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে জড়িত চাচি রেশমা আক্তারকে (২৫) গ্রেফতার করা হয়। আরো খবর : ফটিকছড়িতে চার বছরের শিশুর পেট কাটা লাশ উদ্ধার

    চাচীর স্বীকারোক্তিতে হত্যাকান্ডে ব্যবহ্হৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। একটি সবজি কাটার ছুরি দিয়ে খুন করা হয় দিহানকে।

    উল্লেখ্য, গতকাল ২৬ এপ্রিল দুপুর ১ টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের দক্ষিণ পাইন্দং কালু বাপের একটি লাকড়ির ঘর থেকে নাড়িভুঁড়ি বের হওয়া অবস্থায় দিহানের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত দিহান পাইন্দং কালু বাপের বাড়ীর দিদারুল আলমের ছেলে।

    ২৪ ঘণ্টা/এম জুনায়েদ/আর এস পি

  • লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত ২০ মাসের সেই শিশুকে বাসায় রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে

    লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত ২০ মাসের সেই শিশুকে বাসায় রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে

    অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাশিমনগরে গ্রামের করোনায় আক্রান্ত জান্নাতুল ফেরদাউস নামে ২০ মাসের কন্যা শিশুটিকে বর্তমানে আইইডিসিআর এর পরামর্শে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    আজ সোমবার (২০ এপ্রিল) বিকেলে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ গিয়াস উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছে।

    তিনি জানান, করোনা পজেটিভ ২০ মাসের শিশুটিকে আইইডিসিআর নির্দেশনা মোতাবেক রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধায়নে বাড়ীতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও আরো ২ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে।

    উল্লেখ, রামগঞ্জ উপজেলায় এই পর্যন্ত ১৫ জন করোনা পজেটিভ রোগী পাওয়া গেছে। এর মধ্যে এক জনকে উন্নত চিকিৎসার জন্য ১ জনকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ও বাড়ীতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

  • রায়পুর বস্তাবন্দী মহিলার খু‌নের রহস্য উ‌ম্মোচন: প্রেমিক যুগল ও এক শিশু জড়িত!

    রায়পুর বস্তাবন্দী মহিলার খু‌নের রহস্য উ‌ম্মোচন: প্রেমিক যুগল ও এক শিশু জড়িত!

    অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি :::: লক্ষ্মীপুরের রায়পুরে বৃদ্ধাকে হত্যা করে মরদেহ খালে ফেলে দেয়ার রহস্য উদঘাটন করেছে পিবিআই। এ ঘটনায় প্রেমিক যুগল সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ৬ নং কেরোয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

    জানা গেছে, ২ নং ওয়ার্ডের আমিন উদ্দিন মুন্সি বাড়ির মোঃ জাকির হোসেনের ছেলে ইমন (১৭) একই বাড়ির মোঃ আক্তার হোসেনের মেয়ে আসমা আক্তার আয়েশা (১৭) নামের এই দুই তরুণ-তরুণীর প্রেমের সম্পর্ক ছিলো। তাদের প্রেমকে সফলতার রূপ দিতে পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। বাঁধা হয়ে দাঁড়ায় অর্থ সঙ্কট। অর্থ সঙ্কট কাটাতে প্রেমিকার বাড়ীর মাহফুজা খাতুনের (৫৫) স্বর্ণালংকার লুটে নেয়ার ফন্দি করে তারা।

    পরিকল্পনার দুইদিন পর ইমন ও আজিজ (১২) বৃদ্ধা মাহফুজার বাড়ির পাশে ওঁৎ পেতে থাকে। ঘটনার দিন (১৬ অক্টোবর ২০১৯) হাঁটতে বের হলে ইমন মাহফুজাকে তাদের ঘরে ডেকে নেয়।

    একপর্যায়ে ইমন ও আজিজ তার গলায় গামছা পেঁছিয়ে হত্যা করে। পরে বস্তাবন্দী করে লাশ রান্না ঘরের পেছনের বাগানে ফেলে দেয়। বৃদ্ধার ছেলেরা খোঁজাখুঁজি করেও মাকে পাচ্ছিল না। এসব দেখে ইমন ও আজিজ পরিকল্পিতভাবে বস্তাবন্দী লাশ টেনে নিয়ে পাশ্ববর্তী খালে ফেলে দেয়। পরে (১৭ এপ্রিল) পুলিশ বস্তা টেনে নেয়ার চিহ্ন দেখে খাল থেকে লাশ উদ্ধার করে।

    পিবিআই নোয়াখালী সূত্র জানায়, ঘটনার রহস্য উদঘাটনে বৃহস্পতিবার ইমন ও তাদের বার্তা বাহক আজিজ নামের এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেয়া তথ্যে আয়েশাকেও গ্রেফতার করা হয়।

    শুক্রবার (১৭ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও নোয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মো. জহিরুল হক।

    নিহত বৃদ্ধার ছেলে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী মো. আবদুল ওয়াদুদ শিপন বলেন, আমার মায়ের হত্যাকাণ্ডে কোন অগ্রগতি না পেয়ে মামলাটি পিবিআইকে তদন্ত করার জন্য পুলিশ হেডকোয়াটার্স এ আবেদন করি। পিবিআই এর তদন্তে মায়ের হত্যার রহস্য উদঘাটন হলো। পরিকল্পিত এ হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি।

    পিবিআই নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা বলেন, আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর/আকাশ

  • সীতাকুণ্ডে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেল ৬ বছরের শিশু

    সীতাকুণ্ডে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেল ৬ বছরের শিশু

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিথি দাস নামে ৬ বছর বয়সী এক শিশু কন্যা মারা গেছে।

    আজ শনিবার (২৮মার্চ) সকাল ৯ টার সময় উপজেলার কুমিরা ঘাটঘর এলাকার ৮ নং ওয়ার্ডে জেলেপাড়ায় এঘটনা ঘটে। নিহত তিথি দাস একই এলাকার কৃষ্ণ জলদাসের কন্যা।

    জানা যায়, শনিবার সকালে খেলা করার সময় কুমিরা-সন্দ্বীপ ফেরী ঘাট রোড দিয়ে যাতায়াতকারী রড বোঝায় একটি ট্রাক
    ( চট্ট মেট্রো ট-১১-৭৬৬৬) তিথিকে চাপা দেয়। এতে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিথি মারা যায়।

    স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন ২৪ ঘন্টা ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই রবিচরণ ঘটনাস্থলে উপস্থিত হয়। ট্রাক চালক মো. নিজামেকে গাড়িসহ আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    ২৪ ঘন্টা/ কামরুল দুলু/ আর এস পি