Tag: শিশুর

  • কর্ণফুলী নদীতে মিললো শিশুর লাশ

    কর্ণফুলী নদীতে মিললো শিশুর লাশ

    ২৪ ঘণ্টা বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে নিখোঁজের ৪ ঘণ্টা পর কর্ণফুলী নদীতে পাওয়া গেছে তাসিন(৭) নামের এক শিশু লাশ।

    বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে তাসিন বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর তার খোঁজে নামে স্থানীয়রা।

    রাত ৮টার দিকে বাড়ির পাশে কর্ণফুলী নদীতে তাসিনের লাশ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মো.হাসান চৌধুরী।

    তিনি বলেন, তাসিন উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের শ্রীপুর ভাঁ ফকিরের মাজার এলাকার মাতব্বরের বাড়ির মাওলানা আবু তাহেরের ছেলে। সে স্থানীয় দরবারদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণিতে পড়তো।

    ২৪ ঘণ্টা/পুজন/রাজীব

  • হাটহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

    হাটহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

    ২৪ ঘণ্টা ডট নিউজ। হাটহাজারী প্রতিনিধি : বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে হাটহাজারীতে পুকুরে ডুবে ইয়ামিন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

    আজ সোমবার (৭সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মেখল ইউনিয়নের মোজাফফরপুর গ্রামে জসিম তালুকদারের বাড়িতে এই মৃত্যুর ঘটনাটি ঘটে। নিহত ইয়ামিন ছিপাতলী ইউনিয়নের বোয়ালিয়া মুখ লোদি তালুকদার বাড়ির প্রবাসী হোসেনের পুত্র বলে জানা গেছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়ামিন নানার বাড়িতে বেড়াতে এসে অন্যান্য শিশুদের সাথে পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়রা নিহত শিশুটিকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ২৪ ঘণ্টা/পারভেজ/রাজীব

  • জীবননগরে অদ্ভুত আকৃতির কণ্যা শিশুর জন্ম/ সিংগাইরে এক নারী প্রসব করল ৪ সন্তান

    জীবননগরে অদ্ভুত আকৃতির কণ্যা শিশুর জন্ম/ সিংগাইরে এক নারী প্রসব করল ৪ সন্তান

    ২৪ ঘণ্টা ডট নিউজ। জেলা সংবাদ : অদ্ভুত আকৃতির মৃত এক কন্যা শিশুর জন্ম দিয়েছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোকুলনগর গ্রামের মামুন হোসেনের স্ত্রী লাফিদা খাতুন (২০)।

    শনিবার রাতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরের মনোয়ারা সনো সেন্টার এ্যান্ড নার্সিং হোমে এ অদ্ভুত শিশুর জন্ম দেন এ প্রসূতি মা। জন্মের সময় মৃত শিশুটির লিভার, হার্ট, কিডনি ও নাড়িভুঁড়ি সব কিছুই পেটের বাইরে বের হয়ে যায়।

    প্রসূতির পারিবারিক সূত্র জানায়, ঘটনার দু’দিন আগে থেকেই পেটের যন্ত্রণায় বিভিন্ন ডাক্তারের নিকট চিকিৎসা গ্রহণ করেন লাফিদা খাতুন (২০)। কিন্তু কোনো কিছুতেই তিনি প্রশান্তি না পাওয়ায় পরিবারের লোকজন তাকে শনিবার রাত সাড়ে ৯টার দিকে জীবননগর শহরের মনোয়ারা সনো সেন্টার এন্ড নার্সিং হোমে ভর্তি করেন।

    সে সময়ও প্রসুতি লাফিদা খাতুন পেটের ব্যথায় ছটফট করছিলে এবং রক্তক্ষরণ হতে থাকে। পেটের বাচ্চাও নড়াচড়া করছিলো না। এ অবস্থায় ক্লিনিকে কর্তব্যরত ডাক্তার তাকে আল্ট্রাসনোগ্রাম করার পর পেটের বাচ্চা মারা গেছে বলে সন্দেহ করেন।

    এমন পরিস্থিতিতে প্রসূতির পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ক্লিনিকের চিকিৎসক দম্পতি ডা. রফিকুল ইসলাম ও ডা. জুলিয়েট পারউইন রাত সাড়ে ১০টার দিকে ওই প্রসূতি মাকে অস্ত্রোপচার করলে অদ্ভুত কন্যা শিশুটির জন্ম হয়।

    জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলিয়েট পারউইন বলেন, অন্তঃসত্বা লাফিদা খাতুনকে অপারেশনের পর একটি মৃত কন্যা শিশু বাচ্চার জন্ম হয় এবং সদ্যজাত শিশুটির হার্ট, কিডনি, লিভারসহ পেটের ভিতরের সব কিছুই ছিলো পেটের বাইরে।

    এমন শিশুর জন্ম হওয়ায় পরিবারের সদস্যরা হতাশ হয়ে পড়েন। অন্যদিকে অদ্ভুত শিশুর জন্মের কথা এলাকায় ছড়িয়ে পড়লে ক্লিনিকে ভিড় করতে থাকে উৎসুক মানুষ।

    মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা মাঝিপাড়া গ্রামের শ্রীদাম হালদারের মেয়ে অঞ্জনা রানী (২২) একইসঙ্গেঁ ৪টি সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতকদের দু’জন পুত্র ও দু’জন কন্যা। একটি সন্তান প্রসবের সময় মারা যান। বর্তমানে মাসহ তিনটি সন্তান সুস্থ আছেন বলে ওই নারীর পরিবার জানায়।

    জানা গেছে, তিন বছর আগে মানিকগঞ্জ সদর উপজেলার আঁটিগ্রাম ইউনিয়নের রাজনগর গ্রামের সুনিরাম হালদারের ছেলে সঞ্জয় হালদারের সঙ্গে বিয়ে হয় অঞ্জনার। সম্প্রতি অঞ্জনা সন্তান সম্ভবা হলে গত ৫ মাস আগে পিতার বাড়িতে আনা হয়। এ সময় অঞ্জনার স্বামী চাকরি নিয়ে কাতার চলে যান।

    গত ৬ জুন প্রসব বেদনা শুরু হলে তাকে সাভারস্থ প্রাইম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। সেখানেই ৪টি সন্তান প্রসব করেন তিনি।

    ডাক্তারী রিপোর্টে তিনটি সন্তানের কথা উল্লেখ করা হলেও প্রসবের সময় একটি মৃতসহ ৪ সন্তান প্রসব করে বলে ওই পরিবার থেকে জানানো হয়। অঞ্জনার মা তার মেয়ের কোলজুড়ে ৩টি সন্তান আসায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের আশীর্বাদ কামনা করেন।

    এ ব্যাপারে অঞ্জনা রানী বলেন, বাড়িতে আসার পর সন্তানদের খাবার যোগাতে পারছি না। মহামারী করোনার সময় সরকারের কাছে সাহায্যের আবেদন জানান, যেন আমার তিনটি সন্তানের চিকিৎসাসহ দু-মুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে পারি।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • ফটিকছড়িতে চার বছরের শিশুর পেট কাটা লাশ উদ্ধার

    ফটিকছড়িতে চার বছরের শিশুর পেট কাটা লাশ উদ্ধার

    ২৪ ঘণ্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়িতে আব্দুল্লাহ আল দিহান(৪) নামে এক শিশুর পেট কাটা লাশ উদ্ধার করা হয়েছে।

    আজ ২৬ এপ্রিল (রবিবার) দুপুরে ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাজী আবুল হোসেনের বাড়ী প্রকাশ কালু বাপের বাড়িতে ঘটনা ঘটে।

    খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ বিকেল সাড়ে চারটার দিকে নিহতের নিজ বাড়ির ঘরের পেছন থেকে লাশটি উদ্ধার করে। নিহত দিহান পাইন্দং ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের হাজী আবুল হোসেন বাড়ীর প্রবাসী দিদারুল আলমের একমাত্র ছেলে।

    এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে নিহত দিহান নিখোঁজ হন। ঠিক নিখোঁজের এক ঘন্টা পর দিহানের ঘরের পেছনে লাকড়ির ঘর থেকে পেটকাঁটা অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

    এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আব্দুল আল-মাসুম বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার কিছু আলামত ইতিমধ্যে জব্দ করা হয়েছে। তদন্তের কাজ দ্রুত চলেছে। হত্যাকারীকে দ্রুত শনাক্ত করতে পারবো বলে তিনি আশা প্রকাশ করেছে।

    ২৪ ঘণ্টা/এম জুনায়েদ/ আর এস পি

  • ফটিকছড়িতে খালের পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

    ফটিকছড়িতে খালের পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়িতে খালের পানিতে ডুবে পুষ্পমনি (৭) ও মায়া মনি (৫) নামে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১২টায় উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানায়, ইউনিয়নের চরপাড়ার হাজী বজর বাড়ির মনা সওদাগরের ছেলে এখলাস তার মেয়ে পুষ্পা মনি ও তার ভাই প্রবাসী সরওয়ার আলমের মেয়ে মায়া মনিকে নিয়ে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া ধুরুং খালে মাছ ধরতে যায়। সেখানে হঠাৎ দুজনে ধুরুং খালের পানিতে পড়ে ডুবে যায়।

    পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে। এই দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, খালে পানি তেমন বেশী নেই। তবে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এখানে পুকুরের মতো গভীর গর্তের সৃষ্টি হয়েছে। গর্তে পড়ায় শিশুগুলো আর উঠতে পারেনি। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এলাকার মানুষ ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

    ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ২ শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি। খাল থেকে বালু উত্তোলনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

    ২৪ ঘন্টা/এম জুনায়েদ/ আর এস পি