Tag: শিশু কণ্যার

  • জঙ্গল সলিমপুরে কারের ধাক্কায় শিশু কন্যা নিহত

    জঙ্গল সলিমপুরে কারের ধাক্কায় শিশু কন্যা নিহত

    সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের এশিয়ান হাইওয়ে রোডে কারের ধাক্কায় তানিয়া আক্তার (১২) নামের এক শিশু কন্যা নিহত হয়েছে।

    আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। সে লক্ষীপুর জেলার কমলনগর থানার দুলাল মিয়ার মেয়ে।

    জানা যায়, সন্ধ্যায় রেন্টে কারে ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়ার সময় তানিয়াকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় তানিয়া। আহতবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

    এ ঘটনায় জঙ্গল সলিমপুর ক্যাম্পের পুলিশ দুলাল ও ফরহাদ নামে দু’জনকে আটক করে। বিষয়টি ২৪ ঘন্টা ডট নিউজকে নিশ্চিত করেছেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ওবাইদুল ইসলাম।