Tag: শিশু

  • ব্রিটেনে করোনা ভাইরাস নিয়েই শিশুর জন্ম

    ব্রিটেনে করোনা ভাইরাস নিয়েই শিশুর জন্ম

    যুক্তরাজ্যে প্রাণঘাতী করোনা ভাইরাস আক্রান্ত হয়েই পৃথিবীর আলো দেখলো একটি শিশু। ধারণা করা হচ্ছে শিশুটি বিশ্বের সর্বকনিষ্ঠ করোনা আক্রান্ত। ব্রিটেনভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল শুক্রবার (১৪ মার্চ) এ তথ্য জানায়।

    সংবাদমাধ্যমটি জানায়, করোনো ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ নিয়ে সন্তান জন্মদানের আগেই ব্রিটেনে এক গর্ভবতীকে ভর্তি করা হয় হাসপাতালে। কিন্তু তার টেস্ট রেজাল্ট আসার আগেই জন্ম নেয় শিশুটি। পরে রেজাল্ট আসে পজেটিভ।

    শিশুটিকে ওই হাসপাতালে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার অবস্থা অতটা গুরুতর নয়। কিন্তু মায়ের শারীরিক ব্রিটেনের স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    তবে চিকিৎসকরা এখনো ও নিশ্চিত হতে পারেননি গর্ভে থাকাকালীন না জন্মের সময় শিশুটি করোনা আক্রান্ত হয়েছে।

    ব্রিটেনে এখন পর্যন্ত করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ৭৯৮ জন। মৃত্যু হয়েছে ১১ জনের। তবে আশঙ্কার বিষয় প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা।

  • বাঁশখালীতে পুকুরের পানিতে ডুবে মারা গেল ২ বছরের শিশু

    বাঁশখালীতে পুকুরের পানিতে ডুবে মারা গেল ২ বছরের শিশু

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে ২ বছর বয়সী শিশু ওয়াজিহার মৃত্যু হয়েছে।

    আজ ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল পৌণে ১১টার সময় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

    নিহত শিশু ওয়াজিহা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আধু বাপের বাড়ি এলাকার ওয়াহিদুল হক গনীর মেয়ে।

    বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সঞ্জয় তথ্যটি নিশ্চিত করে বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

    নিহতের পরিবারের বরাতে তিনি জানান, সকালে খেলতে খেলতে সকলের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। দীর্ঘক্ষণ শিশুটিকে বাড়িতে না দেখে পরিবারের লোকজন খুঁজতে গিয়ে পুকুরে শিশু ওয়াজিহাকে ভাসতে দেখে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন।

  • করোনাভাইরাসে আক্রান্ত সন্তানকে ছুঁতেও পারছেন না বাবা (ভিডিও)

    করোনাভাইরাসে আক্রান্ত সন্তানকে ছুঁতেও পারছেন না বাবা (ভিডিও)

    চোখের সামনে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কলিজার টুকরা শিশুসন্তান কিন্তু তাকে একটিবার ছুঁয়ে দেখার অনুমতি নেই। চীনের এমনই এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী থাকল দুনিয়া।

    প্রাণঘাতি করোনাভাইরাস ছড়ানোর পর থেকে চীনের একাধিক শহরের নিয়মিত কার্যক্রম শিথিল হয়ে পড়েছে। বিধি-নিষেধ শুধু সেখানকার বাসিন্দাদের চলাচলেই আরোপ করা হয়নি, হাসপাতালে যারা কর্মরত রয়েছেন তাদের বাড়ি যাওয়া এমনকি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

    সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ছোট্ট একটি শিশুকে চারদিকে কাঁচের দেয়াল দিয়ে ঘিরে ভেতরে একটি বিছানায় রাখা হয়েছে।

    শিশুটি তার বাবাকে দেখে হাত বাড়িয়ে দেয় কিন্তু নিষ্ঠুর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় শিশুটিকে একটিবার ছুঁতেও পারছে না বাবা। সেই বেদনা সইতে না পেরে কাঁদছেন সেই বাবা।

    শিশুটির বাবার চোখের জল কাঁদিয়েছে কোটি মানুষকে। আর সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

     

  • সাড়ে ৪ মাসেই হাফেজ শিশু আউয়াল

    সাড়ে ৪ মাসেই হাফেজ শিশু আউয়াল

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থী শেণীর মেধাবি ছাত্র আবদুল আউয়াল। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষায় প্রতিটি বিষয়ে শতভাগ নম্বর পেয়ে এখন চতুর্থ শ্রেণিতে পড়ছে ৯ বছরের এই শিশু।

    স্কুলের পাশাপাশি সম্প্রতি মাদ্রাসায়ও পড়াশোনা চালিয়ে যাচ্ছিল অসম্ভব মেধাবী এই ছাত্র।

    গত বছর আগস্টে ফরিদগঞ্জ উপজেলা সদরে জামালুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ভর্তি হয়ে সে মাত্র সাড়ে ৪ মাসে কোরআনে হাফেজ হওয়ার গৌরব অর্জন করে।

    আবদুল আউয়াল ফরিদগঞ্জের ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কড়ৈতলী গ্রামের মৌলভি বাড়ির মো. মোশারফ হোসেন (মোশারফ মাস্টার) ও মাজেদা আক্তারের দুই সন্তানের মধ্যে বড়। তার বাবা একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

    চাচা মুফতি মুনওয়ার ও দাদির ইচ্ছা আউয়াল কোরআনে হাফেজ হবে।

    শেষ পর্যন্ত ২০১৮ সালের ১২ আগস্ট তাকে স্কুলের পাশাপাশি ভর্তি করা হয় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন একটি মাদ্রাসায়। গত বছর ফরিদগঞ্জ উপজেলা সদরে জামালুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার নুরানি ও নাজিরা শাখায় ভর্তি করা হয়। সেখানেই তার অসম্ভব মেধার বিষয়টি জানাজানি হয়ে যায় মাদ্রাসাজুড়ে।

    নুরানি ও নাজিরা শাখায় পর তাকে একই মাদ্রাসার হাফেজ বিভাগে স্থানান্তর করা হয় গত বছর ৩১ আগস্ট। মাঝে স্কুলের সমাপনী পরীক্ষার কারণে মাদ্রাসা থেকে ১৫ দিনের ছুটি নেয় আউয়াল। পরীক্ষা শেষে ফের মাদ্রাসার পড়ায় মনোযোগ দেয়। ৩০ জানুয়ারি কোরআনে হাফেজের স্বীকৃতি পায় সে।

    কথা হয় আবদুল আউয়ালের বাবা মোশারফ হোসেন জানান, ২০১০ সালের ২ নভেম্বর আবদুল আউলের জন্ম। প্রথম থেকেই তার মেধার পরিচয় পাচ্ছিলাম। তাকে আমি যে স্কুলে শিক্ষকতা করি সেখানে নিয়ে আসি। বিশেষ যত্নে তাকে পড়াচ্ছিলাম। ভীষণ দুষ্টু, অল্প সময় টেবিলে বসলেই সব কিছু তার আয়ত্বে চলে আসে।

    তিনি জানান, দাদি ও চাচার ইচ্ছা আউয়াল হাফেজ হবে। সে কারণেই মাদ্রাসায় ভর্তি করা। আমি তাকে শেষ পর্যন্ত নিয়ে যেতে চাই।

    জামালুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ইবনে আহমদ ওয়ালী উল্ল্যাহ জানান, আউয়াল এক বছরের মধ্যেই নুরানি ও নাজিরা শেষ করে। ২০১৯ সালের ৩১ আগস্ট হিফজ বিভাগে ক্লাস শুরু করে। সাড়ে চার মাসেই সে সফল হয়। অল্পতেই তার পড়া মুখস্থ হয়ে যায়।

  • সড়ক দুর্ঘটনা : বায়েজিদে কারের ধাক্কায় শিশু ও ইপিজেডে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

    সড়ক দুর্ঘটনা : বায়েজিদে কারের ধাক্কায় শিশু ও ইপিজেডে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর বায়েজিদ ও ইপিজেড এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার ২৫ ডিসেম্বর সকাল সাড়ে ৭টা থেকে ৯টার মধ্যে পৃথক ঘটনা দুটি ঘটে।

    জানা যায়, বুধবার সকাল সাড়ে ৭টার সময় নগরীর ইপিজেড থানার যমুনা ওয়েলের সামনে সড়ক পারাপারের সময় বাসের ধাক্কায় হাবিবা আক্তার (১৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

    হাবিবা কুমিল্লা জেলার লাকসাম উপজেলার তাহেরপুর গ্রামের হাফেজ আহমেদের মেয়ে এবং ইপিজেডের ইউমিবুদ গার্মেন্টস শ্রমিক বলে জানা গেছে। নিহতের লাশ বর্তমানে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

    চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার তথ্যটি নিশ্চিত করেন।

    এদিকে এ ঘটনার মাত্র দেড় ঘন্টার ব্যবধানে নগরীতে পৃথক আরো একটি সড়ক দুর্ঘটনায় তাসনিয়া আক্তার লামিয়া নামে তিনবছর বয়সী এক শিশু কণ্যার মৃত্যু হয়েছে। নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকার আনন্দবাজারের মুখে একটি চলন্ত প্রাইভেট কার শিশুটিকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।

    প্রত্যক্ষদর্শীরা গুরুতর আহত অবস্থায় শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত লামিয়া ফেনী জেলার সদর থানার ফাজিলপুর গ্রামের ডাইল মার্কেট বৈদ্য বাড়ির ফজলুল হকের মেয়ে।

    এ ঘটনায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ফেরদৌস আহমদকে আটক করা হয়েছে বলে জানান বায়েজিদ বোস্তামি থানার ওসি প্রিটন সরকার। তিনি বলেন, নিহত শিশুটির পরিবারের পক্ষে কেউ মামলা করলে ওই মামলার সূত্র ধরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • বায়েজিদে খেলতে গিয়ে দগ্ধ দুই শিশু : পুড়ে গেছে শরীরের ৭০ শতাংশ

    বায়েজিদে খেলতে গিয়ে দগ্ধ দুই শিশু : পুড়ে গেছে শরীরের ৭০ শতাংশ

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর বাযেজিদের আরেফিন নগর এলাকায় খেলতে গিয়ে গরম তেলে দগ্ধ হয়েছে দুই শিশু। এদের প্রত্যেকের শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছে চমেক হাসপাতালের চিকিৎসক।

    আজ ৭ ডিসেম্বর শনিবার বিকাল পৌনে চারটার দিকে ওই এলাকার মুক্তিযোদ্ধা কলোনিস্থ খাজা স্টোর নামের একটি দোকানের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

    দগ্ধ শিশুরা হলেন, মুক্তিযোদ্ধা কলোনির মোস্তফার ছেলে মোবারক (৫) ও একই এলাকার ইয়াছিনের ছেলে রিফাত (৮)।

    তথ্যটি নিশ্চিত করেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদশর্ক (এএসআই) শীলব্রত বড়ুয়া। তিনি প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, মুক্তিযোদ্ধা কলোনী এলাকার খাজা স্টোরের কর্মচারিরা পাম তেলের একটি ড্রামের নিচে আগুন দিয়ে তেল গরম করছিলেন। এর পাশেই খেলছিলেন মোবারক ও রিফাত নামের দুই শিশু। হঠাৎ গরম তেল ড্রাম থেকে উৎলে উঠে দুই শিশুর গায়ে ছিটকে পড়ে। এতে গুরুতর আহত হয় দুই শিশু।

    স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে চমে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করিয়ে দেন। বর্তমানে দুজনই চিকিৎসাধিন রয়েছে জানিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক নারায়ণ ধর বলেন, দুই শিশুর শরীর ৬৫ শতাংশ থেকে ৭০ শতাংশ পুড়ে গেছে।

  • এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি : প্রধানমন্ত্রী

    এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি : প্রধানমন্ত্রী

    কবি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতা থেকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি- নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।

    বুধবার (৯ অক্টোবর) সকালে শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমিতে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এ সময় প্রতিবন্ধী শিশুদের জন্য নেয়া আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি।

    প্রধানমন্ত্রী বলেন, শিশুরা দেশকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাবে, সে কারণেই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তারা যাতে আমাদের সমাজে চলতে পারে, সে কারণে তাদের ভবিষ্যৎ গড়ে দিতে চাই।

    প্রধানমন্ত্রী বলেন, দেশে কতজন প্রতিবন্ধী শিশু আছে সে হিসাব করেছি আমরা। ১৬ লাখের ওপর প্রতিবন্ধীকে আমরা মাসিক ভাতা দিতে শুরু করেছি। তাদের যেন কেউ অবহেলা করতে না পারে। সকল প্রতিবন্ধী শিশুকে আমরা বিশেষ ব্যবস্থা দিচ্ছি। যেসব শিশু পড়ালেখা করছে তাদের আমরা বৃত্তি দিচ্ছি। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল বই করে দিয়েছি। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের জন্য তাদের ভাষায় বই করে দেয়া হয়েছে। আমরা বাল্য বিয়ে বন্ধ করেছি।

    তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু ছোটবেলা থেকে শিশুদের যেমন ভালোবাসতেন শিখেছিলেন। তেমন শিখেছিলেন মানুষকে ভালোবাসতে। যে কারণে স্বাধীনতার পরে তিনি শিশুদের জন্য আইন করে দিয়েছিলেন। নারী এবং শিশুদের শিক্ষা অবৈতনিক করে দিয়েছিলেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী ও শিশু প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। এ সময় শিশু একাডেমির বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।