Tag: শীতবস্ত্র বিতরণ

  • চট্টগ্রামে শীতার্ত মানুষের মাঝে শিক্ষামন্ত্রীর শীতবস্ত্র বিতরণ

    চট্টগ্রামে শীতার্ত মানুষের মাঝে শিক্ষামন্ত্রীর শীতবস্ত্র বিতরণ

    চট্টগ্রাম নগরীর চকবাজার কাউন্সিলর কার্যালয়ে এক হাজার শীতার্ত ও গরীব অসহায় মানুষের মাঝে আজ ১৯ জানুয়ারি শুক্রবার সকাল ১১টায় শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।

    এছাড়াও চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনু, লালখানবাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলাল, সংরক্ষিত ওয়ার্ড-৭ এর কাউন্সিলর রুমকি সেনগুপ্তসহ মহানগর আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, তীব্র শীত, ঘন কুয়াশা, ঠান্ডা কনকনে বাতাস সব মিলিয়ে দরিদ্র জনগোষ্ঠী চরম কষ্টে দিনাতিপাত করছে। সামর্থ্য অনুযায়ী এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে আমাদের দাঁড়ানো উচিত। সারা বিশ্বের আর্থিক মন্দার মধ্যেও শেখ হাসিনার সরকার দরিদ্র মানুষের কথা চিন্তা করে নানা ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন। সরকারের পক্ষ থেকে মানুষের যাতে শীতে কষ্ট না হয় সেজন্য সারাদেশে কম্বল ও গরম কাপড় বিতরণ করা হচ্ছে। এ কর্মসূচির অংশ হিসেবে আজ এখানে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি।

    মন্ত্রী বলেন, আপনারা অবশ্যই সরকারের এ অবদানের কথা মনে রাখবেন। বর্তমান সরকারই পারে দেশকে উন্নতির শিখড়ে পৌঁছে দিতে। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আমাদের সকলকেই স্মার্ট সিটিজেনে পরিনত হতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব হবে।

  • কুড়িগ্রামে আট’শ অসহায় মানুষকে আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন’র শীতবস্ত্র বিতরণ

    কুড়িগ্রামে আট’শ অসহায় মানুষকে আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন’র শীতবস্ত্র বিতরণ

    এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ এর সাবেক শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ‘আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” এর পক্ষ থেকে কুড়িগ্রাম সদর উপজেলাস্থ ঘোগাদহ ইউনিয়ন এর খামার রসুলপুর গ্রামে শীতেকাতর, অসহায় মানুষের মাঝে প্রায় আট শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে আজ শনিবার (১৩ জানুয়ারি) সকালে।

    “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ সালের প্রাক্তন ছাত্র ছাত্রীদের দ্বারা পরিচালিত একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা মানব কল্যাণে কাজ করার প্রত্যয়ে এগিয়ে চলেছে। নিজেদের ব্যাচের পিছিয়ে পড়া সদস্য ছাড়াও সমাজের অবহেলিত মানুষগুলোর জন্য কাজ করাই ফাউন্ডেশন এর অন্যতম লক্ষ্যগুলোর একটি।

    দুধকুমর নদী সংলগ্ন চরাঞ্চলের অসহায় মানুষগুলোর মাঝে প্রচন্ড শীতের এই সময়ে কিছুটা উষ্ণতা দিতেই এই ছোট্ট প্রয়াস নেওয়া হয়েছে। শীতবস্ত্র বিতরণ “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” এর একটি ধারাবাহিক কার্যক্রম। আয়োজনটি সুন্দর ভাবে সম্পন্ন করতে সংগঠনের স্থানীয় স্বেচ্ছাসেবী সদস্যরা আগেই প্রত্যন্ত গ্রামগুলো পরিদর্শন করেন এবং অসহায় মানুষগুলোর মাঝে টোকেন বিতরণ করেন। পরবর্তীতে নির্ধারিত দিনে অর্থাৎ আজ সুশৃঙ্খল ভাবে পুরো বিতরণ প্রক্রিয়া সম্পন্ন হয়।

     

    উল্লেখিত এই বিতরণ কাজে আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন এর স্থানীয় স্বেচ্ছাসেবীদের পাশাপাশি ঢাকা, দিনাজপুর ও গাইবান্ধার স্বেচ্ছাসেবীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।

    উল্লেখ্যযে “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তর হতে নিবন্ধিত হয়। এর আগে ফেসবুক ভিত্তিক গ্রুপ “এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ (আমরাই কিংবদন্তী)” ২০১৭ সালের ১৫ নভেম্বর থেকে যাত্রা শুরু করে, যার বর্তমানে সদস্য সংখ্যা প্রায় ৫০ হাজার।

    এই ফাউন্ডেশন ও গ্রুপটির এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছিল; তারমধ্যে অন্যতম হচ্ছে দেশজুড়ে কোভিড-১৯ কালীন বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কার্যক্রম, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, বিনামূল্যে হেলথ ক্যাম্প ও ওষুধ সরবরাহ, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম।
    ধারাবাহিক ভাবে গ্রুপের পিছিয়ে পড়া সদস্যসহ দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষদের পাশে চিকিৎসা সেবা সহ সকল মৌলিক সেবা পৌঁছে দিতে পরিকল্পনা করছে এই গ্রুপের সদস্যরা।

  • উষ্ণতার পরশ নিয়ে শীতার্তদের পাশে সিএমপি

    উষ্ণতার পরশ নিয়ে শীতার্তদের পাশে সিএমপি

    অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়।

    এই উপলক্ষ্যে ৩০ ডিসেম্বর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের জনক চত্বরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়।

    অনুষ্ঠানে শীতার্তদের মাঝে বিতরণের লক্ষ্যে সিপিডিএল এর পক্ষ থেকে ১০০০ পিস কম্বল সিএমপি ও কমিউনিটি পুলিশিং সেল, চট্টগ্রাম মহানগরের নিকট হস্তান্তর করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও মহানগর কমিউনিটি পুলিশিং সেল এর যৌথ উদ্যোগে এসব কম্বল নগরীর অসহায় জনসাধারণের মাঝে বিতরণ করা হয়।

    এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়া, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), অহিদ সিরাজ চৌধুরী স্বপন সদস্য সচিব মহানগর কমিউনিটি পুলিশিং সেল, ইঞ্জিনিয়ার ইফতেখার ম্যানেজিং ডিরেক্টর সিপিডিএল, মহানগর কমিউনিটি পুলিশিং সেলের সদস্য জাফর ইসলামসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও মহানগর কমিউনিটি পুলিশিং সেল এর নেতৃবৃন্দ।

  • সীতাকুণ্ডে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর পক্ষে শীতবস্ত্র বিতরণ

    সীতাকুণ্ডে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর পক্ষে শীতবস্ত্র বিতরণ

    সীতাকুণ্ড প্রতিনিধি: আহলে সুন্নাত ওয়াল জামা’আত ও গাউসিয়া কমিটি আমেরিকার পেন্সিলভেনিয়া শাখার যৌথ উদ্যেগে সীতাকুণ্ডের তিনশত গরীব অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

    গাউসিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা সেচ্ছাসেবক টিমের সহযোগিতায় বুধবার বিকালে উপজেলার জোড়আমতলস্থ আল আমিন ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত উক্ত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন।

    সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব পিয়ার মোহাম্মদ কমিশনার, উপজেলা আ. লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবদুল আউয়াল, আলহাজ্ব মোবারক হোসেন সওদাগর, আলহাজ্ব মোহাম্মদ জামাল পাশা, আল আমিন ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রসা সুপার মাওলানা আবু কায়সার, আলহাজ্ব মাওলানা মোঃ আতিক উল্লাহ, আলহাজ্ব মোঃ কামাল উদ্দিন, মোঃ কামাল উদ্দিন চৌধুরী, আলহাজ্ব মাওলানা মোঃ মজিবুদ্দিন, মাওলানা মোঃ খোরশেদ আলম, আলহাজ্ব মাওলানা মোঃ সিরাজউদ্দৌলা, আলহাজ্ব মাওলানা মোঃ নাছিম উদ্দিন, আলহাজ্ব ইঞ্জিনিয়ার রফিক উদ্দিন আহমেদ, মোঃ মুজিব উদ্দিন চৌধুরী, মোঃ আলাউদ্দিন, আলহাজ্ব তাজু উদ্দিন সওদাগর, মোঃ মামুনুর রশিদ, মোঃ আবুল কালাম কন্ট্রাক্টর, মোঃ আলী আকবর, মোঃ তৈয়ব উদ্দিন, মোঃ নুর উদ্দিন, মোঃ জাহাঙ্গীর আলমসহ সীতাকুণ্ড উপজেলার মানবিক টিমের সকল সদস্যবৃন্দ।

  • শেখ হাসিনা বেঁচে থাকতে দেশের কোন মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট পাবে না: আমিনুল ইসলাম

    শেখ হাসিনা বেঁচে থাকতে দেশের কোন মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট পাবে না: আমিনুল ইসলাম

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জননেতা আমিনুল ইসলাম আমিন বলেছেন, দেশে চলমান শীত মৌসুমে কনকনে শীতে দেশের শহর ও গ্রামাঞ্জলের মানুষের কষ্টের কথা বিবেচনা করে আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগকে সারা দেশে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে আজ।

    তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেঁচে থাকতে দেশের কোন মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট পাবে না।

    শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেকদুর এগিয়েছে জানিয়ে তিনি বলেন, তলাবিহীন ঝুঁড়ির দেশ এখন আর নেই। শেখ হাসিনার নেতৃত্বে অনেকধাপ পেরিয়ে বাংলাদেশ এখন উন্নয়শীল দেশে পরিণত হয়েছে। দেশের টাকায় স্বপ্নের পদ্মা সেতু বানিয়ে দেখিয়েছেন। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে মেট্রোরেলের যুগে প্রবেশ করেছে দেশ। আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা। তাই দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতি ধরে রাখতে এবং আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো বিপুলভোটে শেখ হাসিনাকে বিজয়ী করার কোন বিকল্প নেই।

    বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুর ১টায় সাতকানিয়ার রোডভিউ রেষ্টুরেন্ট মাঠে চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা খোরশেদ আলম চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

    সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্টানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট জহির উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, সদস্য মোস্তাক আহমদ আঙ্গুর, সদস্য আনোয়ার কামাল, আবুল কালাম আজাদ, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, মাষ্টার মো : মিয়া ফারুক, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আব্দুল আলীম ও মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. ন. ম সেলিম চৌধুরী প্রমুখ।

    সভায় সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মৃদুল কান্তি দাশ, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাসেম মিয়া, কোষাধ্যক্ষ মুক্তিযোদ্ধা মাহমুদুল হক, দপ্তর সম্পাদক তৈয়বুল হক বেদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, বন ও পরিবেশ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সুভাষ চন্দ্র নাথ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আজিজুর রহমান, দক্ষিণ জেলা যুবলীগ নেতা মোরশেদ আলম চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক এডভোকেট শাহরিয়ার চৌধুরী, উপ-প্রচার সম্পাদক নাঈমুল হক হারুন, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এমএস মামুন, চরতি ইউপি চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক শাহিন আক্তার সানা, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম আজিজ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক তোফাজ্জল হোসাইন চৌধুরী তুহিন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আলতাপ উদ্দিন সহ সাতকানিয়া এবং লোহাগাড়া উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • হাড়কাঁপানো শীতে দুঃখ-কষ্টে দিনাতিপাত করছে তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব:নাছির

    হাড়কাঁপানো শীতে দুঃখ-কষ্টে দিনাতিপাত করছে তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব:নাছির

    দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ২নং জালালাবাদ ওয়ার্ডের এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে নাছিম ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

    সংগঠনটির চেয়ারম্যান ও ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ সাহেদ ইকবাল বাবু’র সার্বিক তত্ত্বাবধানে অদ্য ১৯ই জানুয়ারি ২০২৩ইংরেজি রোজ বৃহস্পতিবার চট্টগ্রাম লিডার্স স্কুল এন্ড কলেজে জালালাবাদ ওয়ার্ডের ৫০০জন দরিদ্র, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

    আলহাজ্ব মো. সাহেদ ইকবাল বাবুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সফল মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাসির উদ্দিন, প্রধান বক্তা কর্নেল আবু নাসের মোঃ তোহা অধ্যক্ষ লিডার্স স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম।

    প্রধান অতিথির বক্তব্যে সাবেক সফল মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাসির উদ্দিন বলেন, “আমি দেখেছি নাছিম ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। এই হাড়কাঁপানো শীতে যে বিপুল জনগোষ্ঠী বর্ণনাতীত দুঃখ-কষ্টে দিনাতিপাত করছে তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।

    প্রধান বক্তা কর্নেল আবু নাসের মোঃ তোহা বলেন, লিডার্স স্কুল এন্ড কলেজ একটি ভালো মানুষ গড়ার কেন্দ্র হিসেবে কাজ করে যাচ্ছে। এ বিষয়ে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘যে ব্যক্তি কোনো মুমিনের পার্থিব একটি বিপদ দূর করবে, আল্লাহতায়ালা কিয়ামতের দিন তার সব বিপদ দূর করে দেবেন। আর যে ব্যক্তি কোনো অভাবী মানুষকে সচ্ছল করে দেবে, আল্লাহতায়ালা তাকে ইহকাল ও পরকালে সচ্ছল করে দেবেন।’

    নাছিম ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সত্ত্বাধিকারী ও চেয়ারম্যান কাউন্সিলর আলহাজ্ব মোঃ সাহেদ ইকবাল বাবু বলেন, শীতের তীব্রতা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা রকমারি শীত বস্ত্র পরিধান করি। কিন্তু আমাদের পাশে বসবাসরত অনেক মানুষের শীতের তেমন কোন কাপড় নেই। উপায়ন্তর না দেখে শীতের তীব্রতাকে মেনে নিয়েই তারা হয়ত দিন কাটায়। কেউ কাঁপতে কাঁপতে ঘুমিয়ে পড়ে, আবার শুকনো খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে তাপ পোহায়। মানবিক উষ্ণতায় এসব মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেবার এখনই সঠিক সময়। আসুন আমরা মানুষের কথা ভাবি এবং সাহায্যের হাত বাড়িয়ে দিই। পরিশেষে তিনি এই মহৎ উদ্যোগে সাহায্য সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন মহতি কাজে সকলকে পাশে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

    উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনাব সফর আলী বিশিষ্ট শ্রমিক নেতা, আলহাজ্ব মোঃ ইয়াকুব সাধারণ সম্পাদক ওয়ার্ড আওয়ামিলীগ, মোঃ জামাল উদ্দিন সভাপতি ৩নং পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামিলীগ, আলহাজ্ব মোঃ পারভেজ হোসাইন চেয়ারম্যান ক্রাউন এপারেলস,হারুন জালালাবাদী যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ার্ড আওয়ামিলীগ, আব্দুল কুদ্দুস বাপ্পী যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ার্ড আওয়ামীলীগ, জাহাঙ্গীর ইকবাল তুলতুল ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ওয়ার্ড আওয়ামিলীগ, মোঃ সালাউদ্দিন সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবকলীগ চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ, মাহবুব আলম ও মোঃ সাইফুল ইসলাম পরিচালক লিডার্স স্কুল এন্ড কলেজ ও বাহার উদ্দিন সাথির একাডেমি।

    এছাড়া আরো উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা মোঃ নাজিম উদ্দিন, বখতেয়ার মিয়া, মোঃ হানিফ, আজিজুল হক মিয়া, নুর আলম কোম্পানি, ইকবাল হোসেন, মোঃ ইসমাইল, মোঃ আব্দুল করিম, মুজিবুর রহমান, জাগির সর্দার, মোঃ তারেকুল ইসলাম, মোঃ আলীসহ প্রমুখ।

  • তথ্যমন্ত্রীর কম্বল পেয়ে নৌকার মাঝিদের মুখে হাসির ঝিলিক

    তথ্যমন্ত্রীর কম্বল পেয়ে নৌকার মাঝিদের মুখে হাসির ঝিলিক

    সঞ্জয় দাশের বয়স ৬০। রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বুইজ্জার দোকান এলাকায় বাড়ি। বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে বুইজ্জার দোকান কর্ণফুলী নদীর দেওয়ানজীহাট খেয়াঘাটে বসে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। এসময় তথ্যমন্ত্রীর পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের কর্মকর্তারা ঘাটে হাজির হয়ে তাকে একটি উন্নতমানের কম্বল উপহার দেন। আচমকা কম্বল হাতে পেয়ে স্মৃতি থেকে বের করে বলেন, ‘তারাই তো গেল করোনার সময় চাল, ডাল, তেল ও লবন দিছিল, এবার কম্বল দিল। আমার কি যে ভাল লাগতেছে, বুঝাইতে পারবো না।’ শুধু সঞ্জয় দাশকেই নয়, তার মতো দেওয়ানজীহাট খেয়াঘাট ও চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকার শতাধিক নৌকার মাঝিদের এদিন তথ্যমন্ত্রীর পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল উপহার দেয়া হয়েছে। কনকনে এই শীতের সময় কম্বল হাতে পেয়ে তাদের মুখে দেখা গেছে হাসির ঝিলিক। এভাবে নিয়মিত পাশে থাকার জন্য তথ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তারা।

    এদিন কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন এনএনকে ফাউন্ডেশনের কর্মকর্তা আবদুর রউফ মাস্টার, এনামুল হক, চন্দ্রঘোনা ইউনিয়নের সভাপতি এম আবু নাসের, আওয়ামীলীগ নেতা মো. হারুন, মো. ফোরকান, যুবলীগ নেতা মো. সোহেল, ছাত্রলীগ নেতা মো. আলী শাহ প্রমুখ। একইদিন হোসনাবাদ ইউনিয়নেও এনএনকে ফাউন্ডেশনের কম্বল বিতরণ করা হয়। এসময় আওয়ামীলীগ নেতা অসীম বরণ সুশীল, মো. আলমগীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, রাঙ্গুনিয়ার প্রতিটি ইউনিয়নের পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন এলাকাতেও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে চলেছে এনএনকে ফাউন্ডেশন। এ পর্যন্ত প্রায় ১০ হাজারেরও বেশি শীতবস্ত্র দেয়া হয়েছে। এই ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দাতব্য প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

  • হরিজন সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সিএমপি কমিশনার

    হরিজন সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সিএমপি কমিশনার

    চট্টগ্রাম মেট্টোপলিন পুলিশের (সিএমপি) উদ্যোগে নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটাস্থ বান্ডেল রোডের হরিজন সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

    আজ রোববার (১৫ জানুয়ারি) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র তুলে দেন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়।

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার এমএ মাসুদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এন.এম নাসিরুদ্দিন, সিটি করপোরেশনের ফিরিঙ্গি বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর রুমকি সেনগুপ্ত ও পুলিশের বিভিন্ন স্তরের পদস্থ কর্মকর্তাগণ।

    শীতবস্ত্র বিতরণকালে সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, প্রচন্ড শীতে অসহায়, দুঃস্থ ও খেটে খাওয়া মানুষের কষ্টের শেষ নেই। এই কনকনে শীতে অসহায় মানুষের কথা চিন্তা করে মেট্টোপলিন পুলিশের উদ্যোগে হরিজন সম্প্রদায়সহ নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান করা হচ্ছে। অসহায় মানুষের সাহায্যার্থে সমাজের বিত্তবানদেও এগিয়ে আসার আহবান জানান তিনি।

  • সুন্দরগঞ্জে ‘আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন’র শীতবস্ত্র বিতরণ

    সুন্দরগঞ্জে ‘আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন’র শীতবস্ত্র বিতরণ

    এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ এর সাবেক শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ‘আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” এর পক্ষ থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলাস্থ বেলকা কলেজ মাঠে তিস্তা নদী সংলগ্ন চরাঞ্চলের শীতে কাতর, অসহায় মানুষের মাঝে প্রায় ১০০০ শীতবস্ত্র অর্থাৎ কম্বল বিতরণ করা হয়েছে।

    শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে গ্রুপের সদস্যরা এ মানবিক কার্যক্রম সম্পন্ন করে।

    “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ সালের প্রাক্তন ছাত্র ছাত্রীদের দ্বারা পরিচালিত একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা মানব কল্যাণে কাজ করার প্রত্যয়ে এগিয়ে চলেছে। নিজেদের ব্যাচের পিছিয়ে পড়া সদস্য ছাড়াও সমাজের অবহেলিত মানুষগুলোর জন্য কাজ করাই ফাউন্ডেশন এর অন্যতম লক্ষ্যগুলোর একটি।

    তিস্তা নদী সংলগ্ন চরাঞ্চলের অসহায় মানুষ গুলোর মাঝে প্রচন্ড শীতের এই সময়ে কিছুটা উষ্ণতা দিতেই এই ছোট্ট প্রয়াস নেওয়া হয়েছে। শীতবস্ত্র বিতরণ “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” এর একটি ধারাবাহিক কার্যক্রম। আয়োজনটি সুন্দর ভাবে সম্পন্ন করতে সংগঠনের গাইবান্ধা’স্থ সদস্যরা আগেই সুন্দরগঞ্জের বেলকা ও হরিপুর ইউনিয়ন’স্থ প্রত্যন্ত গ্রামগুলো পরিদর্শন করেন এবং অসহায় মানুষগুলোর মাঝে টোকেন বিতরণ করেন। পরবর্তীতে নির্ধারিত দিনে অর্থাৎ ৩০ ডিসেম্বর সুশৃঙ্খল ভাবে পুরো বিতরণ প্রক্রিয়া সম্পন্ন হয়।

    উল্লেখিত এই বিতরণ কাজে গাইবান্ধা’স্থ স্থানীয় স্বেচ্ছাসেবীদের পাশাপাশি ফাউন্ডেশনের ঢাকা ও দিনাজপুর এর সেচ্ছাসেবীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।

    উল্লেখ্যযে, “আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন” ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তর হতে নিবন্ধিত হয়। এর আগে ফেসবুক ভিত্তিক গ্রুপ “এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ (আমরাই কিংবদন্তী)” ২০১৭ সালের ১৫ নভেম্বর থেকে যাত্রা শুরু করে, যার বর্তমানে সদস্য সংখ্যা প্রায় ৪৮ হাজার।

    এই ফাউন্ডেশন ও গ্রুপটির এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছিল; তারমধ্যে অন্যতম হচ্ছে দেশজুড়ে কোভিড-১৯ কালীন বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কার্যক্রম, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, বিনামূল্যে হেলথ ক্যাম্প ও ওষুধ সরবরাহ, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম।

    ধারাবাহিক ভাবে গ্রুপের পিছিয়ে পড়া সদস্যসহ দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষদের পাশে চিকিৎসা সেবা সহ সকল মৌলিক সেবা পৌঁছে দিতে পরিকল্পনা করছে এই গ্রুপের সদস্যরা।

  • সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউপিতে ৫ শতাধিক মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ

    সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউপিতে ৫ শতাধিক মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ

    সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী জাহাঙ্গীর এর উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

    বুধবার সকালে ইউনিয়ন পরিষদে বিভিন্ন ওয়ার্ডের ৫শত দুস্থ অসহায় পরিবারের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

    ইউপি চেয়ারম্যান মোঃ শওকত আলী জাহাঙ্গীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম- ৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান,বীর মুক্তিযুদ্ধা আব্দুল মোতালেব, ইউপি সদস্য সফিউল আলম, কামরুল আলম, নাজমুল হোসেন, কোহিনুর মাহবুব, আ.লীগ নেতা আ্বদুর বারেক সওদাগর, আবু তাহের, উত্তর জেলা ছাত্রলীগ নেতা ইমাম উদ্দিন চৌধুরী আদিল, ওমর ফারুক চৌধুরীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

  • বাড়বকুণ্ডে ৫শ দুস্থ মানুষ পেলেন প্রধানমন্ত্রীর উপহার কম্বল

    বাড়বকুণ্ডে ৫শ দুস্থ মানুষ পেলেন প্রধানমন্ত্রীর উপহার কম্বল

    সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী’র উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

    মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদে বিভিন্ন ওয়ার্ডের ৫শত দুস্থ অসহায় পরিবারের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

    ইউপি সচিব আজিজুল হক এর সঞ্চালনায় বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বাড়বকুণ্ড ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আওরঙ্গজেব সাবু, ইউপি প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক এম এ হানিফ, ইউপি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুজাম্মেল হোসেন সেলিম, খাইরুল, আবদুল মান্নান রবিন, মহিলা সদস্য নুরজাহান ইসলাম পারুল, রেহেনা পারভিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

  • জাতির জনক’র স্বদেশ প্রত্যাবর্তন দিবসে খাগড়াছড়ি সেনা রিজিয়নের শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সহায়তা প্রদান

    জাতির জনক’র স্বদেশ প্রত্যাবর্তন দিবসে খাগড়াছড়ি সেনা রিজিয়নের শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সহায়তা প্রদান

    খাগড়াছড়ি প্রতিনিধি : জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে খাগড়াছড়ি সেনা রিজিয়নের অধীন সকল জোনের উদ্যোগে একযোগে শীতবস্ত্র ও কম্বল বিতরণ এবং ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

    রোববার সকালে খাগড়াছড়ি জেলা সদরের পেরাছড়া হাইস্কুল মাঠে সদর জোন আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নারী-পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্কুল মাঠের উত্তর পাশের গুছিয়ে রাখা শীতবস্ত্র’র সম্ভার থেকে যে যার পছন্দমতো শীতবস্ত্র সংগ্রহ করে নিজেদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবাও গ্রহণ করেন পাহাড়ি জনগণ।

    খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা পিএসসি এবং সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম পিএসসি, সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

    কর্মসূচি চলাকালীন সকলে করোনা স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এলাকার মোট ১’শ ৪০ জন দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল তুলে দেয়া হয়। এছাড়া প্রায় ২’শ ৫০ সাধারণ মানুষকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়।

    এসময় খাগড়াছড়ি রিজিয়নের জি-এসও (টু-আই) মেজর মো: সালাউদ্দিন, সদর জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন শাফিন, পেরাছড়া ইউপি চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, পেরাছড়া হাইস্কুলের প্রধান শিক্ষক বিম্বিসার খীসা এবং স্থানীয় ইউপি সদস্য কান্তি চাকমা উপস্থিত ছিলেন।
    কর্মসূচির সুবিধাভোগী এবং সাধারণ মানুষরা খাগড়াছড়ি রিজিয়নের এমন মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।

    ২৪ ঘণ্টা/প্রদীপ চৌধুরী